![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছোট ছোট লাল পিঁপড়েদের যন্ত্রণায় অতিস্থ হয়ে "ডিম থেরাপী" দিতাছি! ভাবলাম আমার ব্যক্তিগত উদ্ভাবিত এ পদ্ধতি অনের হয়তো কাজে লাগলে লাগতেও পারে...
“ডিম থেরাপী”
ছবি দেখুন এইখানে...
একটা ডিম নিয়ে (হাঁস অথবা মুরগী দুটোই চলেবে) প্রথমে ওমলেট করুন। তারপর ওমলেটটি সমান চার ভাগে অথবা প্রয়োজন মতো ভাগ করে রাখুন। এবার পুরুনো বা নতুন যে কোন একধরণের পত্রিকা নিয়ে সেটা মাঝ বরাবর কাঁটুন। কাটিং করা পত্রিকাগুলো এবার পিঁপড়েদের চলাফেরার স্থানের পাশাপাশি বিশিয়ে তার উপরে মাঝখানে প্রত্যেকটিটে ভাগ করা ওমলেটের একটি করে টুকরো রেখে দিয়ে অপেক্ষা করতে থাকুন। ১৫-২০ মিনিট পর লক্ষ করবেন পিঁপড়েরা ওমলেটের টুকরো ঘিরে ভুরিভূজ করছে। যখনি দেখবেন ওমলেটগুলো পিঁপড়েটে ঢেকে গেছে, অথবা সর্বোচ্চ সংখ্যক পিঁপড়ে বসেছে, তখনই সাবধানতার সহিত পত্রিকাটিকে চারদিক থেকে ভাঁজ করে দ্রুততার সাথে নিরাপদ দূরত্তে ফেলে আসুন। ঠিক একই পদ্ধটিতে বাকি ফাঁদগুলোও নিরাপদ দূরত্তে ফেলে দিন। আশা রাখি দুই বা তিন দিনের প্রচেষ্টায় পিঁপড়েদের যন্ত্রণা থেকে অনেকটা মুক্তি পাবেন।
খরচঃ এক হালি ডিম (চার দিনের জন্য) = ৩৬ টাকা।
পুরোনো পত্রিকাঃ ....................................
২৬ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:০২
মূর্ধন্য বলেছেন:
২| ২৫ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:৫০
কালোপরী বলেছেন: চিনি রাখলেই তো হয় আবার ডিম ওমলেট করার দরকার কি !!!!!!!!!!
২৬ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:০৬
মূর্ধন্য বলেছেন: ওদের আখের গুরের প্রতি যেরকম লোভ থাকে, চিনির প্রতি মনে হয় কম আর গুড় তো আমরা কমই ব্যবহার করি, কিন্তু ডিম সবসময় থাকেই। ডিম আর সয়াবিন তেলের টানে দৌড়াইয়া আসতে হবেই। মোরওভার ট্রাই সামথিং নিউ সিস, নিছক বিনোদন
৩| ২৬ শে অক্টোবর, ২০১৩ রাত ১:৪৯
রসায়ন বলেছেন: মশা মারতে কামান দাগা নাকি ?
ইনসেক্ট পাউডার বা অল ইনসেক্ট কিলার এরোসল স্প্রে করলেই পিঁপড়া খতম ।
তবে আপনার বুদ্ধিটা জোস লাগছে
২৬ শে অক্টোবর, ২০১৩ ভোর ৫:২৭
মূর্ধন্য বলেছেন: কামান হইলো এরোসল, এইটা হইলো সিম্পল! এরোসল, দামেও বেশি, রিস্কেও বেশি। স্বাস্থ্য সম্মত প্রাকৃতিক পদ্ধতি ব্যবহার করুন, সুস্থ থাকুন, প্রকৃতি বাচুক। ধন্যবাদ
৪| ২৬ শে অক্টোবর, ২০১৩ ভোর ৪:২২
হাতীর ডিম বলেছেন: আমি কিন্তু মাইন্ড খাইলাম বস
২৬ শে অক্টোবর, ২০১৩ ভোর ৫:৩০
মূর্ধন্য বলেছেন: মাইন্ড খাইয়েন না বস, ফরমালিন দেওয়া থাকতে পারে অধিকন্তু কেউ মাইন্ড খাইলে আমার কিন্তু বুকের মধ্যখানে কেমন জানি চিন চিন ব্যথা উইঠা যায়
৫| ২৬ শে অক্টোবর, ২০১৩ সকাল ১০:২২
হেডস্যার বলেছেন:
যা কইলেন না !!
হাসতেই আছি
৩০ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৪১
মূর্ধন্য বলেছেন: হাসি স্বাস্থ্যের জন্য উপকারী
©somewhere in net ltd.
১|
২৫ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:৪৭
নূর আদনান বলেছেন: আম্রে মাইরালা অবস্থ্া.......