নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জগ

জগ

জগ

ঢাকা থেকে জগ বলছি

জগ › বিস্তারিত পোস্টঃ

হায় শাহবাগ! আজ তোমার বুকে ঠাঁই নেয়া আন্দোলনকারীদের জন্য পুলিশের লাঠিচার্জ, টিয়ার শেল, পিপার স্প্রে ...............

১১ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:১৪

ওহ শাহবাগ! একদা তোমার কোলে আন্দোলনকারীদের জন্য বিরিয়ানি, র‌্যাব-পুলিশের প্রোটেকশন, ওয়াশার পানি আর ভ্রাম্যমান টয়লেটে সাজানো সুন্দর আপ্যায়নের ব্যবস্থা মজুদ ছিল। তুমি তাদের আপ্যায়নে মোটেও কৃপণতা করোনি সেদিন।



হায় শাহবাগ! আজ তোমার বুকে ঠাঁই নেয়া আন্দোলনকারীদের জন্য পুলিশের লাঠিচার্জ, টিয়ার শেল, পিপার স্প্রে এবং ছাত্রলীগের পেদানি দিয়ে আপ্যায়নের ব্যবস্থা করা হয়েছে! কিন্তু তুমি তোমার কাছে আশ্রয় নেয়া ছেলেমেয়েদের উপর পরিচালিত নির্মমতা বন্ধ করতে পারলে না।



আহ শাহবাগ! খুব নিকট ভবিষ্যতে তোমার খুব কাছে হাইকোর্টের কোন এক ভবনে জনগণের সম্পদ লুট, খুন, গুম ও গণহত্যাকারীদের জন্য একটি বিশেষ ট্রাইবুনালের মাধ্যমে আপ্যায়নের ব্যবস্থা করা হবে। তুমি তৈরি থেকো শাহবাগ। তুমি তো কোনদিন জনগণের কণ্ঠস্বরকে ধারণ করতে পারোনি। সেদিন যেন অন্তত জনগণের পাশে এসে দাঁড়াতে পারো, সেজন্য এখন থেকেই তৈরি হও তুমি। বেষ্ট অব লাক শাহবাগ।

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১১ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:৩৮

চাঁন মিঞা সরদার বলেছেন:
লীগকে করিতে পারিনা বিশ্বাস চারিদিকে বিষাক্ত সাপেরা ফেলিছে নিঃশ্বাস।

হায়েনার দল ধরিয়াছে ঘিরে কারন আওয়ামী আসিবে আবার ফিরে।

কথা বলিতে ভয় হয়,টুটি চাপিয়া ধরিবা মাত্র বাক্যের ক্ষয়।


জয় বাকশাল।

২| ১১ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:৫৪

আদরসারািদন বলেছেন: জয়তু বাকশা =p~ বন্দি করো আম্লিগ বাদে সবাই রে

থাবা_বাবা তো নাই..........নাইলে তেনারে একখান মেইল দিতাম..........হায় শাহবাগ....হায় শাহবাগ

৩| ১১ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:৫৯

হাসান কালবৈশাখী বলেছেন:
দেশে ৫০% মহিলা, এরা মহিলা কোটাও বন্ধ চাচ্ছে!
মহিলা বিদ্দ্যেষি আন্দলোন কোনদিনই সফল হতে পারে না

মেধাবী দাবিদারদের বলছি -
আপনারা এত কম বেতনে সরকারী চাকুরি করতে চাচ্ছেন কেন?
আপনাদের জন্য রয়েছে ৩ গুন বেশী বেতনে বিশাল খাত প্রাইভেট সেক্টর!
কম বেতনে সরকারি চাকুরি করে দেশকে বিশেষ 'সেবা' দিতে চাচ্ছেন?

মুক্তিযোদ্ধা কোটাও বাদ দিতে চাছেন?

মুক্তিযোদ্ধারা ঘরবাড়ী ফেলে বিনা বেতনে জীবন বাজি রেখে যুদ্ধ না করলে আমাদের জন্য চাকরীর কোটা থাকত মাত্র ১০%
বাকী ৯০% থাকত উর্দূভাষীদের জন্য।

৪| ১১ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৪৮

আমিনাথিং বলেছেন: ঢাকা বিশ্ববিদ্যালয়ে পুলিসি হামলা , ছাত্র রা কক্ষনো বরদাস্ত করে নাই .. X( X( X( X( X( X(

৫| ১১ ই জুলাই, ২০১৩ রাত ৮:৪৩

হাসিবুল ইসলাম বাপ্পী বলেছেন: ভাই, আমি এতো কিছু বুঝি না
আমার কথা কোটা বাতিল করতেই হবে.।
নইলে আমার মতো মেধাবিরা কি করবে?
মুক্তিযোদ্ধা হিসেবে তাদের সম্মান অবশ্যই করতে হবে, তাই বলে আমাদের অবহেলা করে?
মুক্তিযোদ্ধাদের ঢাকায় একটা করে ফ্লাট দিক, মাস মাস ৫০০০ টাকা দিক, আমার আপত্তি নাই, কিন্তু তাই বলে দেশের মেধাবিদের মেধার অবমূল্যায়ন করে কেন তাদের এই সম্মান?????????????????????????????????????????

সরকার যা খুশি করুক, কিন্তু আমাদের মতো সাধারন ছাত্রদের মেধার উপরে কেন এই হস্তক্ষেপ?
তাদের যদি জজ্ঞতা থাকে তবে তারা কম্পিটিশন করুক না কেন আমাদের সাথে???????????????????????????????
এমনিতেও ভার্সিটি তে যখন ভর্তি হই তখনও কিন্তু এই কোটা এর জন্য তাদের কিছু সিট ছেড়ে দিছিলাম।
তাদের তো একবার করে চান্স দিছিলাম, তবে এখন আবার কেন???????????????????
সো, আমার কথা, কোটা বন্ধ করতেই হবে।

৬| ১১ ই জুলাই, ২০১৩ রাত ৮:৫২

ভালোরনি বলেছেন: ভাই, যখনই কোনো মুভমেন্টে দেখবেন পুলিশের আঘাত মনে করবেন সেইটা আন্দোলন। আর যেইখানে পুলিশের প্রোটেকশন সেইটা হইলো মন্চনাটক।

৭| ১৩ ই জুলাই, ২০১৩ রাত ২:৪৬

শুভখান বলেছেন:


হায়রে আন্দোলন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.