নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জগ

জগ

জগ

ঢাকা থেকে জগ বলছি

জগ › বিস্তারিত পোস্টঃ

শাহবাগ আসলে কাদের?

১২ ই জুলাই, ২০১৩ সকাল ১০:০৪

শাহবাগ আসলে কাদের?

******************



চতুর্থ মোগল সম্রাট জাহাঙ্গীর [শাসনকাল: ১৫ অক্টোবর ১৬০৫ – ৮ নভেম্বর ১৬২৭] ঢাকাকে ১৬১০ সালে প্রাদেশিক রাজধানী ঘোষণা করলে বর্তমান শাহবাগ এলাকায় বাগান গড়ে তোলা হয়। শাহবাগের আদি নাম ছিলো "বাগ-ই-বাদশাহী" (ফার্সি: শাসকের বাগান)।



... পরবর্তীতে এটি সংক্ষিপ্ত নাম শাহ (ফার্সি:شاه, শাসক) বাগ (ফার্সি: باغ, বাগান) নামে পরিচিতি লাভ করে।



মোগল শাসনের পতনের সাথে সাথে শাহবাগের বাগানগুলো অযত্ন ও অবহেলার শিকার হয়। ১৭৫৭ সাল থেকে ঢাকায় বৃটিশ শাসন শুরু হলেও ইস্ট ইন্ডিয়া কোম্পানির জেলা প্রশাসক গ্রিফিথ কুকের পৃষ্ঠপোষকতায় শাহবাগের বাগানগুলো ১৯ শতকের শুরু পর্যন্ত টিকে ছিল। ১৮৪০ সালে ঢাকার নবাব পরিবারের প্রতিষ্ঠাতা নবাব আলিমুল্লাহ শাহবাগের জমিদারী ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছ থেকে কিনে নেন। এরপর থেকে শাহবাগ ঢাকার নবাবদের মালিকানায় থাকে।



১৯০৫ সালে বঙ্গভঙ্গের ফলে ঢাকা পূর্ব বাংলার নতুন প্রাদেশিক রাজধানী হলে শাহবাগে ঢাকার প্রথম চিড়িয়াখানা চালু হয়। উনিশ শতকে ঢাকার নবাব পরিবার শাহবাগে বেশকিছু দালানকোঠা তৈরী করে। নবাব পরিবারের জনপ্রিয় দালানগুলোর মধ্যে ছিল ইসরাত মঞ্জিল। মূলত বাইজিদের (বাইজিদের মধ্যে পিয়ারী বাই, ওয়ামু বাই, আবেদী বাই খুবই জনপ্রিয় ছিল) নাচার জন্য ইসরাত মঞ্জিল নাচঘর হিসেবে ব্যবহৃত হত।



১৯০৬ সালের ১৪ ও ১৫ এপ্রিল নবাব সলিমুল্লাহর উদ্যোগে এ দালানটি নিখিল ভারত মুসলিম শিক্ষা সম্মেলনের স্থান হিসেবে ব্যবহৃত হয়, যাতে প্রায় ৫,০০০ অংশগ্রহণকারী অংশ নেয়। ওই বছরের ৩০ ডিসেম্বর সেই বাইজি বাড়িতেই নিখিল ভারত মুসলিম শিক্ষা সম্মেলনে ভারতের তাবৎ বাঘা বাঘা ইংরেজ-অনুগত মুসলিম নেতার বৈঠকে "অল ইন্ডিয়া মুসলিম লীগ" প্রতিষ্ঠিত হয়।



নিচের ১ম ছবিটি মুসলিম লীগ প্রতিষ্ঠার সেই ঐতিহাসিক বৈঠকের। [২য় ছবিটি কিসের, সেটাও কি বলতে হবে? :-P]



পরে ইসরাত মঞ্জিল পুনঃনির্মান করে হোটেল শাহবাগ (ইংরেজ স্থপতি এডোয়ার্ড হাইক্স এবং রোনাল্ড ম্যাক্‌কোনেলের নকশায়) করা হয়, যা ঢাকার প্রথম প্রধান আন্তর্জাতিক হোটেল। ১৯৬৫ সালে ভবনটি ইনন্সটিটিউট অফ পোস্ট-গ্রাজুয়েট মেডিসিন এন্ড রিসার্চ (IPGMR) অধিগ্রহণ করে। এই প্রতিষ্ঠানটি পিজি হাসপাতাল নামে দেশজুড়ে পরিচিত ছিল। পরবর্তীতে শেখ হাসিনা তখতে এলে ১৯৯৮ সালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (BSMMU) দ্বারা সেই ভবনটি অধিগৃহীত হয়।



সুতরাং ইতিহাস থেকে এটা পরিষ্কার যে, শাহবাগ মূলতই "শাহ"-এর - মানে শাসকের। যখন যে শাসক থাকে, শাহবাগ তার। শাসক চাইলে ওখানে বাইজি নাচাতে পারেন, চিড়িয়াখানা খুলতে পারেন, শিক্ষা সম্মেলন করতে পারেন, রাজনৈতিক দল গঠন করতে পারেন, হোটেল বানাতে পারেন, আবার হাসপাতালও বানাতে পারেন। শাসকের ইচ্ছামতো হাসপাতালের নামও বদলে যেতে পারে।



এটাই শাহবাগ!



২০১৩ সালে এসেও শাসকের অনুগ্রহে ওখানে দিনের পর দিন [ও রাতের পর রাত] পিয়ারী বাই, ওয়ামু বাই, আবেদী বাইদের নাচ চলতে পারে। শাসক খুশি থাকলে দ্বিখণ্ডিত ঢাকা সিটি কর্পোরেশন ওইসব নট-নটী-নর্তকী-ভাড়দের হাগু-মুতুর জন্য মোবাইল টয়লেট বসাবে, ঢাকা মহানগর পুলিশ ওখানে কন্ট্রোল রুম বসাবে।



আর শাসকের অনুগ্রহের বাইরে গিয়ে বৈষম্যমুক্তির দাবি তুললেও চলবে সেই ঢাকা মহানগর পুলিশের লাঠির অভ্যর্থনা।



কারণ, ভুলে গেলে চলবে না - শাহবাগ আসলে শাসকের!











কৃতজ্ঞতা: Sharif Al Maruf

মন্তব্য ১৬ টি রেটিং +০/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১২ ই জুলাই, ২০১৩ সকাল ১০:১০

চোরাবালি- বলেছেন: লেখাটি তথ্য নির্ভর। কিন্তু শেষের দিকের কারণে রাজনৈতিক মোড় নিয়েছে। কি আর করা মানুষ তো রাজনৈতিক জীবি :-P :-P :-P :-P

১২ ই জুলাই, ২০১৩ সকাল ১০:১৩

জগ বলেছেন: সত্য কথা কইলেই যত সমস্যা

২| ১২ ই জুলাই, ২০১৩ সকাল ১০:১৩

কাঙাল বলেছেন: প্রিয়তে

১২ ই জুলাই, ২০১৩ সকাল ১০:১৪

জগ বলেছেন: ইউ আর ওয়েলকাম কাঙাল ভাই।

৩| ১২ ই জুলাই, ২০১৩ সকাল ১০:১৯

কাঙাল বলেছেন: এই চমৎকার তথ্যভিত্তিক লেখাটা আপনার? ভাবতেই কষ্ট হয়। কপি পেস্ট নাতো?

কপি পেস্ট হলেও ক্ষতি নেই। শাহবাগ সম্পর্কে অনেক কিছুই জানলাম। সময়োপযোগী রসিকতাও করেছেন। এই শাহবাগের এক ভুলের কারণে শেখ হাসিনার অবস্থান আজ কোথায়, তার দল কোথায়, দেশ কোথায়!

মজার তথ্যভিত্তিক লেখাটার জন্য ধইন্যবাদ

১২ ই জুলাই, ২০১৩ সকাল ১০:২৩

জগ বলেছেন: কৃতজ্ঞতা: Sharif Al Maruf

মারুফ ভাই এর লেখা, আমার মত লো কোয়ালিটি অধম এই লেখা লিখতে পারলে তো কামই আছিল।

৪| ১২ ই জুলাই, ২০১৩ সকাল ১০:২৪

কেরিয়ারমাস্টার বলেছেন: Very important information, +++

৫| ১২ ই জুলাই, ২০১৩ সকাল ১০:২৫

ঢাকাবাসী বলেছেন: খুব ভাল লাগল।

৬| ১২ ই জুলাই, ২০১৩ সকাল ১০:৩১

জগ বলেছেন: সাম্প্রতিক যারা ব্লগ দেখেছেন
•ভালোরনি
•ঢাকাবাসী
•জীবন যেমন ১২
•ইমরাজ কবির মুন
•েমশকাত মাহমুদ
•কেরিয়ারমাস্টার
•আত্মা দীপ্‌
•মেলবোর্ন
•হাবিব০৪২০০২
•কাঙাল
•ইকরাম বাপ্পী
•মো: ফিরোজ
•হায়দার সুমন
•চোরাবালি-
•খন্দকার আলমগীর হোসেন
•অপূর্ন
•রাসেল জামান :-)
•পথহারা সৈকত
•সোজা আঙ্গুল
•ঐশীকা

৭| ১২ ই জুলাই, ২০১৩ সকাল ১০:৫২

কাঙাল বলেছেন: মারুফ ভাই বা শরীফ ভাইয়ের লিংক থাকলে আরও খুশী হইতাম

পদধূলি নিতে পারলে কৃতার্থ হইতাম

১২ ই জুলাই, ২০১৩ সকাল ১১:০৭

জগ বলেছেন: https://www.facebook.com/advomarsharif

৮| ১২ ই জুলাই, ২০১৩ সকাল ১১:১৬

ইমরুল আকতার চৌধুরী বলেছেন: ভালোই বলছেন, দুনিয়াটা আসলে শাসকের ই, কিন্তু যিনি চূড়ান্ত শাসক তাঁর বিচারের কথা আমরা ভুলে যাই, এই জন্নেই শাসকদের এমন শোষণ

৯| ১২ ই জুলাই, ২০১৩ সকাল ১১:২২

সালমান ফার্সী বলেছেন: ক্ষমতালোভীদের আন্দোলন ততদিনই ভালো লাগে, যতদিন তা নিজেদের পক্ষে থাকে।

১০| ১২ ই জুলাই, ২০১৩ দুপুর ২:১৫

দুরন্ত-পথিক বলেছেন: শাহবাগের যাদের ই থাকুক এখন মেধাবীদের।আর আপনার লেখাটা তথ্যপূর্ণ ।

১১| ১৩ ই জুলাই, ২০১৩ রাত ২:৪৬

শুভখান বলেছেন:


জগ বলেছেন: সাম্প্রতিক যারা ব্লগ দেখেছেন
•ভালোরনি
•ঢাকাবাসী
•জীবন যেমন ১২
•ইমরাজ কবির মুন
•েমশকাত মাহমুদ
•কেরিয়ারমাস্টার
•আত্মা দীপ্‌
•মেলবোর্ন
•হাবিব০৪২০০২
•কাঙাল
•ইকরাম বাপ্পী
•মো: ফিরোজ
•হায়দার সুমন
•চোরাবালি-
•খন্দকার আলমগীর হোসেন
•অপূর্ন
•রাসেল জামান :-)
•পথহারা সৈকত
•সোজা আঙ্গুল
•ঐশীকা


:P

১২| ১৩ ই জুলাই, ২০১৩ ভোর ৪:০৫

*কুনোব্যাঙ* বলেছেন: আমিই তো শাসক

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.