![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্য বলে কাঁদাও তবুও
মিথ্যা বলে হাসাবে না
একটা মিথ্যা বললে তবে
দশটা সত্যও বিশ্বাস করবে না।
সত্য বললে কাঁদে দু’দিন
মিথ্যা বললে আজীবন
একটা মিথ্যার প্রবঞ্চণা
জীবনেও শোধরাবে না।
মিথ্যা মিথ্যির এই পৃথিবীতে
কতদিন করবে পদচারণা
একদিন সব ফুরাইবে তবে
সেদিন কিন্তু সময় পাবে না।
একটা মিথ্যার কর্ম ঢাকতে
দশটা মিথ্যায়ও হয় না
এক জীবনে কত বলবে
বলতে বলতে ফুরাবেনা।
মিথ্যের শক্তি থাকে দুদিন
সত্যের শক্তি শেষ হবে না
মিথ্যা বলতে ভাবতে হয়
সত্য বলে সময় লাগে না।
২| ০৮ ই নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:০২
কিরমানী লিটন বলেছেন: চমৎকার লিখেছেন কবি- ভালোলাগা.....
©somewhere in net ltd.
১|
০৮ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১:০৬
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।