![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আগের পর্বের পর থেকে
(১৬)
বেয়াই আমনে আইছেন খুশী অইলাম
থাইকতেন'ন জানি
কনদিন আইবেন কই জান।
(মুখে অভ্যর্থনা দেখাইলে ও অন্তরে অনাদর)
(১৭)
মা গেছে চাইর বার
হোলা গেছে তিন বার
আর একবার যাই ছা
আমরা কি হেতাগো
ভাতের কাতরিয়ানি।
( যাইছা- খুঁজিয়া চাওয়া, হেতাগো- পাশের বাড়ীর)
সমাজের কিছু লোক আছে যাদের লজ্জা নাই। সর্বদা অপরের উপর নির্ভরশীল কিন্তু কথায় বড়। কোন কিছু বার বার চাইতে গিয়ে না পেলে ও তারা লজ্জা বোধকরে না।
(১৮)
আন্ডা আইনলাম বারোগা
তুই কস তিন গন্ডা
ঘরের ভিতরে এই গুডি চাইল লোকে!
( আন্ডা- ডিম, তুইকস-তুই বলছিস,গুড়ি- চালাকি)
অজ্ঞ স্বামী স্ত্রীরর কারবার এই রকম।
(১৯)
বেইন্না মুডি
হারা দিনের খুঁডি।
(বইন্না- ভোলবেলা,মুডি- খাওয়া দাওয়া,খুডি- শক্তি)
ভোর বেলার নাস্তা খাওয়া সারা দিনের শক্তি যোগায়।
(২০)
আঁতী যখন খাদে হড়ে
হুজালী ও চাবি ধরে।
( আঁতি- হাতি, হুজালী-ক্ষুদ্র মসা মাছি)
বিপদে পড়লে বিশাল জন্তু হাতীকেও ক্ষুদ্র জীবে অপমান করে।
(২১)
কুত্তার লেজ হতরো বছর
চুঙ্গার বইললেও যে বিঁয়া হে বিঁয়া।
(কুত্তা কুকুর, চুঙ্গা-বাক্স, বিঁয়া-বাঁকা)
সমাজে এমন কিছু লোক আছে যাদের মন্দ কাজ সহজে পরিবর্তন হয় না।
(২২)
কাউয়া চিনে ঘাউয়া হল
হৈকে চিনে মন্ডল।
(ঘাউয়া- ক্ষত ওয়ালা,হল- ফল, হৈকে- পাখী,মন্ডল- আমরুজ)
মন্দ লোকের সর্বদা মন্দের সাথে যুক্ত হয়ে চায়। কাক যেমন ভাল ফল দেখেও ও খায়না।তার দৃষ্টি সব সময় আবর্জনার দিকে।
(২৩)
চা দোয়ানে বই গপ মারন
দুইন্যাইর খবর নিয়সে লঅন।
(গপ- গল্প, গুজব, নিয়সে-দ্রুত সময়ে)
গ্রামের লোকেরা চায়ের দোকানে বসে নানান খবর জোগাড় করে মনগড়া নিজে ভাষায় সগৌরবে পরিবেশন করে শ্রোতাদের চমক লাগায়।
(২৪)
ঠাডা হড়ি বগা মরে
হৈরা কেরামতি ঝাড়ে।
(বগা- বক, হৈরা- ফকির, কেরামতি- বাহাদুরী)
অন্যের করা কাজকে নিজের কাজ বলে প্রচার করা
(২৫)
মোল্লা, মুনসী, কাউয়া
এই তিন জন হর খাউয়া।
( খাউয়া- খাওয়া, হর- অপর,)
যারা শুধু খেতে চায়।
(২৬)
হাইদলে বউ তরাই যায়
চুরি করি চাইল চাবায়।
( শাধলে আগ্রহ দেখাইলে, তরাই- অসম্মতি)
আগ্রহ করে কাউকে কিছু খেতে দিলে সে যদি অনুরোধ প্রত্যাখান করে।
(২৭)
নাপিত দেইখলে
নোক্কুনি বাড়ে
(কোন ব্যাপারে সুযোগ পেয়ে বাড়া বাড়ি করা।)
(২৮)
শিন্নি দেখি আগায়
কুত্তা দেখি হিছায়
( হিছায়- পিছনে যায়)
সুযোগ দেখলে এগিয়ে চলে, আবার বিপদে দেখিলে পিছপা হয়
(২৯)
তাল তেঁতুল মান্দার
এই তিনে বাড়ী আঁধার।
(তাল গাছ, তেঁতুল গাছ এবং মান্দার গাছবাড়ীর সৌন্দর্য নষ্ট করে।)
(৩০)
বাড়ীর দরজার মুলিসাব
কাচারীর দরজা মারি থান
আংগো বাড়ীর বিবিসাব
হদাই কইরতো বাজারে যাইবো।
(মুলিসাব- মৌলভী সাব, মারি- বন্ধ রাখুন, হদাই- পারিবারিক জিনিসপত্র)
গ্রামীন সমাজের প্রতিবন্ধতার রক্ষাকরার জন্য আধুনিক সমাজের বউদের অভিনয় করা।
চলবে...
©somewhere in net ltd.