নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিষন্নতায় ভরা নিঃশ্বাস

বিষন্ন পথিক

জীবন সুখের স্পেসিফিকেশনটা জানলেও ডিজাইনটা করতে পারলাম না....

বিষন্ন পথিক › বিস্তারিত পোস্টঃ

একটি রাগী জিদ্দি পরীক্ষার মনের ভেতরের উত্তর\'স ;) B-) হালকা ১৮ যোগ চিহ্ন ;)

০২ রা মার্চ, ২০১৬ সকাল ৯:৫৭

স্পিকিং আ ই এল টি এস, ফিরিন্গি ভাষায় বাৎচিত, জীবন যৌবন তামা তামা
আপনাদের সকলের দোয়া নিয়ে গেলাম হলে, রিসেপশনে সুন্দরী মাইয়া, কয়, কখন পরীক্ষা? বল্লাম, ১১।২০ এ, কয় এত সকাল সকাল আইছিস ক্যা? আমি কলাম আপনারাই তো ডর দেলেন ২০ মিনিট আগে না আসলে পরীক্ষা না নিয়া টাকা মেরে খাবেন। সে কয়, আমরা এখন চা খাবো, ঘুরে আসেন, জিগাইতে চাইলাম আপনার এক্সামিনার কি লাল চার সাথে বিড়ি খায়, হালকা ঘুষ হিসাবে বিড়ি দিতে পারি, পকেটে চিপ সিগারেট আছে। B-)

যথাসময়ে গেলাম, কয় আইডি দাও, এই নাও ভাইডি বলে দিলাম আগায়া
কয় পকেটে ফোন থাকলে এই ব্যাগে ভরে দাও, সবকিছুই দাও, আমি ফোন ভরসি, জিগায় আর কিছু নাই, আমি কই বিড়ির প্যাকেট আছে। চোখ গরম কৈরা মাইয়া কয় সবকিছু দিতে কৈসি ;) , সব ভর, বিড়ি চাবি,ভইরা জিগািলাম, আর কিছু? সে আবার 'ইনসিস্ট' সব দাও সব :`> খুচরা ২৫ পয়সা ব্যাগে ভইরা মনে মনে কৈ, প্যান্টটা পরায়া রাখলা ক্যা, ইডাও খুলে নাও 8-|

পরীক্ষার প্রশ্ন এবং মনে মনে যে উত্তর দিয়েছি B-) (সুন্দরী মহিলা এক্সামিনার, আহা চোখে লেগে আছে রুপ)
নাম কি?
- - পিরিতের আগুন বাগুন জ্বলে মনে? নাম দিয়া কি কর্বা?

কি কর, পড়ো না কাম কাইজ?
-- আমি খেলি :P তর কি রে ফিরিন্গি.।

দিনের কাম না রাইতের?
-- দিনের কাম (কাম মানে সেই জিনিষ ;) )

-- দ্যাশের বাড়ী কই, কুন জায়গায়?
- - আমি কি ম্যাপ নিয়া তর সাথে গ্যাজাইতে আইসি

লুকজন হাতের কাম করে?
---- আবার জিগায় ;)

তুই ছুডকালে ইশকুলে হাতের কাম কাইজ করছিস?
- - চরম লজ্জ্বার ইমো হবে

ছুডকালে হাতের কাম জরুরী কিনা?
--- আর শরম দিয়েনা না গো আফা


তরে একটা টপিকে গ্যাজাইতে দেই, ধর তোর বন্ধুরে দাওয়াত দিসোস, কি খাওয়াইছিস, কি প্লান ছিলো, কি নিয়া গ্যাজাইসোস, খাওয়ার পর কি করসোস, ইওর টাইম স্টার্টস নাও..গ্যাজা.....
---- গালফেরেন্ড নিয়া লিটনের ফ্লাটের কাহিনী যা দেকছি নাটক সিনামায় B-)

বাড়ীত রান্না ভালো না রেস্টুরেন্ট
--- সালাদিয়া হোটেল, খাইবেন?

ফুড ক্যামনে কালচার পয়দা করে
---- বার্গার আর ফ্রান্সের আলুভাজা জ্যামনে ইয়ো ইয়ো জেনারেশন পয়দা করে রে মা..(লেখার অযোগ্য)

রেস্টুরেন্ট এর ভালো দিক কি
--- খবার নিয়া ইচ্ছা মত ঝাড়িবাজী করা যায়, সেইটা বাসায় করা যায় না রে পাগলী (বউরে ডর করে :-< )

পরীক্ষা শ্যাষ, আর লোল ফালাইসনা, জাগা
(আফা সিরাম টাইম পাস হৈসে, হয় ফুন নাম্বার দ্যান নয়তো লন যাই 8-| )


----

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০২ রা মার্চ, ২০১৬ সকাল ১০:০২

বিজন রয় বলেছেন: হা হা হা
+++++

২| ০২ রা মার্চ, ২০১৬ সকাল ১০:০৫

মাসুদ মাহামুদ বলেছেন: দারুন

৩| ০২ রা মার্চ, ২০১৬ সকাল ১০:৩০

এইচ তালুকদার বলেছেন: আমি ২০১০ সালে দিয়েছিলাম।তবে এ রকম অভিগ্গতা হয়নি।

০২ রা মার্চ, ২০১৬ সকাল ১০:৩৪

বিষন্ন পথিক বলেছেন: সেই দিন কি আর আছে ভায়া, আমিও প্রথম দেই ২০০৫ সালে অ্যাকাডেমিক,

৪| ০২ রা মার্চ, ২০১৬ সকাল ১১:০৬

শাহাদাত হোসেন বলেছেন: হা হা হা হাসিতে কষ্ট হয়েছে !;)

৫| ০২ রা মার্চ, ২০১৬ দুপুর ১২:১১

জ্যোস্নার ফুল বলেছেন: তুই ছুডকালে ইশকুলে হাতের কাম কাইজ করছিস?
- - চরম লজ্জ্বার ইমো হবে

ছুডকালে হাতের কাম জরুরী কিনা?
--- আর শরম দিয়েনা না গো আফা

=p~

৬| ১৭ ই মার্চ, ২০১৬ সকাল ১১:২৩

অগ্নি কল্লোল বলেছেন: খুব গুড।

৭| ১৪ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৩৬

উদাসী স্বপ্ন বলেছেন: বাই, ব্যাবসা কেমুন চলে?

২২ শে এপ্রিল, ২০১৬ ভোর ৬:৫০

বিষন্ন পথিক বলেছেন: কুন ব্যাবসা? কুনও ব্যাবসা নাই, সারা জীবন গোলামী কর্লাম আর ব্যাবসার ধান্দা কর্লাম

৮| ১৭ ই আগস্ট, ২০১৭ বিকাল ৪:৫৭

বিজন রয় বলেছেন: ব্লগে ফিরে আসুন, নতুন পোস্ট দিন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.