নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিষন্নতায় ভরা নিঃশ্বাস

বিষন্ন পথিক

জীবন সুখের স্পেসিফিকেশনটা জানলেও ডিজাইনটা করতে পারলাম না....

বিষন্ন পথিক › বিস্তারিত পোস্টঃ

বাড়ী ভাড়া বিষয়ক সাহায্য পোস্ট - সাময়িক, হেল্প/অ্যাডভাইজ নিয়েই ফুটে যাবো মতান্তরে ডিলিটাবো

১৭ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:১৭

ফেসবুক নাই, তাই এখানে পোস্টাইতে হৈল, দয়া করে দাত শক্ত করে 'এটা ফেসবুক না' বৈলেন্না, খুব জরুরী সহায়তা প্রয়োজন।

মোদ্দা কথা...
আমার মায়ের নামে ঢাকায় একটা ফ্লাট আছে (রিং রোডের দিকে), ১৬০০ বর্গফুট
আজ অনেকদিন ফ্লাটে কেউ থাকেনা, ৬/৭ বছর, ভাড়া দিতে পারিনি কারন
১। অনেক ফারনিচার, ফুল ফারনিশড
২। ভয় করে (কাউকে ভাড়া দিলাম, পরে বললো আমি উঠবোনা, যা পারো করো)
৩। খুব কমে মানে হাফ ভাড়াও দিতে ভয় লাগে

অথচ বছরের পর বছর ইউটিলিটি আর বিভিন্ন বিল নিজের পকেট থেকে দিতে দিতে ক্লান্ত।

সাহায্য:
১। ঢাকায় কি কোনো রিলায়েবল রিয়েল এস্টেট এজেন্সি আছে, যারা সব দায়িত্ব নিতে পারবে? (ভাড়া দেবে, সব তদারকি করবে এবং লিগ্যাল সব দায়িত্ব নেবে)
২। ভাড়া দিলে ভাড়াটে উঠে না বা জবরদখল করে, এটা কি খুব সাধারন ঘটনা?

কি করা যায় একটা বুদ্ধি দ্যান, কইয়েন্না ঝেড়ে দিতে (বিক্রয়), এটা করব না। আমি হালায় ভিতুর দিম বিদ্যাশে থাহি ..

ধন্যবাদ।

মন্তব্য ৩৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৩৭) মন্তব্য লিখুন

১| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:২৮

চাঁদগাজী বলেছেন:


বেকারত্ব কমানোর উদ্দেশ্য আমি শীঘ্রই বাংলাদেশে সামান্য কিছু করবো; কিন্তু আমি ঢাকায় থাকবো না; যারা বিদেশে থাকেন, তাদেরকে কেইস বাই কেইস কিছু সাহায্য করতে পারবো, হয়তো; এখন সম্ভব হলে কিছু করেন; কিছু না হলে, আগামী আগষ্ট মাসে আমাকে জানাবেন; আমি ব্যবস্হা করতে পারবো।

১৭ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১০:৩০

বিষন্ন পথিক বলেছেন: আপনি কি নিউইয়র্কের এর আদলে বাংলাদেশে রিয়েল এস্টেট এজেন্সি খুলবেন?

২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:৩০

চাঁদগাজী বলেছেন:


আপনি কি আমেরিকায়?

১৭ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১০:৩৫

বিষন্ন পথিক বলেছেন: আমি সিডনী কিন্তু পৃথিবীর অন্যতম অপরিস্কার, রুড আর ভায়োলেন্সড শহর আপনের নিউইয়র্কে আমি প্রতিবছর যাই। ঠাকুরমার ঝুলির মত টিয়া পাখির জান যেমন কৌটার ভেতর, আমার জান নিউইয়র্কে। বিশেষ করে লং আইল্যান্ড ওয়াশিংটন মেমোরিয়াল পার্ক

৩| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:৩৩

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ঢাকার কাছের মানুষ বা আত্মীয় স্বজনের মাধ্যমে ভাড়া দিয়ে দেন।

বেশি ভয় থাকলে। ২-৩ বছরের জন্য চুক্তিপত্র করে ভাল কোন ফ্যামিলিকে ভাড়া দেন।

১৭ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১০:৩৬

বিষন্ন পথিক বলেছেন: ধন্যবাদ মাইদুল
ভালো আত্মীয় স্বজন থাকলে কি আর ব্লগে হেল্প চাই? ভালো ফ্যামিলি কোথায় পাবো?

৪| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:৪৮

রাজীব নুর বলেছেন: এরকম বিশ্বস্ত লোক আমি ছাড়া আর কেউ নাই।

১৭ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১০:৩৮

বিষন্ন পথিক বলেছেন: আপনি নিজেই তো রিয়েল এস্টেট টাইকুন, ঢাকায় নিজের বাড়ীতে একেক ফ্লোরে একেকজন থাকেন, এখানে আদার ব্যাবসা নিয়ে কথা হচ্ছে, আপনি তো জাহাজের মালিক (হাসির ইমো)

৫| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১০:১২

করুণাধারা বলেছেন: অন্তত ২৪ ঘণ্টা পোস্টটা রাখুন। আমার কিছু অভিজ্ঞতা বর্ণনা করতে চাই। সময়ের অভাবে এখন করতে পারছিনা।

১৭ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১০:৩৯

বিষন্ন পথিক বলেছেন: ধন্যবাদ
অপেক্ষায় থাকলাম! অবশ্যই বলবেন, ভুলে যাবেন না, প্লীজ

৬| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১০:৪৬

হাসান রাজু বলেছেন: কিছু মনে করবেন না । আপনাকে উদ্দেশ্য করে বলছি না। বরং সবার উদ্দেশ্যে।
সব সময় ভালো বন্ধু থাকেতে হবে । সেটা তৈরি হয় ক্লাস নাইন/টেন সময়ের ভিতরে। তাই ছেলে মেয়েদের বন্ধু তৈরিতে হস্তক্ষেপ না করাই ভাল।

আর একটা ব্যাপার হল, মানুষকে সাহায্য করা। টাকা পয়সা দিয়ে নয়। এমনি এমনি । খোলা মন নিয়ে । কিছু রিটার্ন হবে সেই প্রত্যাশা না নিয়ে। যেমন, একজন এসে বলল- রক্ত দিতে হবে। কাকে দিবেন, সে কি হয়, হিন্দু না মুসলমান, নয়াখাইল্ল্যা না বরিশাইল্যা ? ইত্যাদি ।জিজ্ঞেস না করে দিয়ে দিন । কারন, যিনি দিবেন তিনি যদি দেয়ার ইচ্ছে রাখেন তবে এসব প্রশ্ন করার কোন মানে হয় না। মানুষকে সাহায্য করার মানসিকতা থাকলে আশেপাশের বন্ধু, আত্মীয় স্বজনরা জানবেন এই ব্যাক্তিটি কতটা উপকারি। এমন মানুষের বিপদে সাহায্য করতে কারো মনে খচখচ করে না। তাই স্বার্থে হলেও আপনার এমন ছোট বড় দরকারে কাউকে না কাউকে হাত বাড়ালেই পাবেন। অনেকে বসে থাকেন কখন তাকে কাজে লাগবে , তিনি ও আগের কোন উপকারের প্রতিদান দিতে চান। সেজন্য হয়ত বলে, যে সাহায্য করে তাকে বিপদে আল্লাহ সাহায্য করেন।
অন্যের উপকারে না আসলে কখনো নিজের বিপদে সাহায্য চাইতেও অস্বস্তি লাগে।
তাই ভালো বন্ধু তৈরি জরুরি সাথে সাহায্য করার মানসিকতা।

১৭ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১১:০৮

বিষন্ন পথিক বলেছেন: অ্যান্টেনার বাশ চারিদিকে ঘুরায়েও ছবি আসেনি, খালি ঝিরঝির

৭| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১১:০৮

ফিউজিটিভ বলেছেন: আমাকে ভাড়া দিতে পারেন।
আমার বড় বাসা দরকার।।

১৮ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৩:২৭

বিষন্ন পথিক বলেছেন: এম ও আর টি ইউ যেড এ এইচ এ এস এ এন অ্যাট জিমেইল ডট কম

৮| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১১:২৭

রাশিয়া বলেছেন: আপনি ভাড়াটিয়া চুক্তি করার সময় কড়া কড়া শর্ত দেবেন। এর মধ্যে থাকবে, "নোটিশ দেবার ২ মাসের মধ্যে বাসা ছেড়ে দিতে হবে, আসবাবপত্রের কোন ক্ষতি হলে তার ক্ষতিপূরণ দিতে হবে। কাউকে সাবলেট দেয়া যাবেনা।" ইত্যাদি। স্ট্যাম্পে সই করে নিলে সেটা কোর্টে সাবমিট করতে পারবেন প্রয়োজনে। কমপক্ষে ২ মাসের অগ্রিম নেবেন। ভাড়া নাদিয়ে ধানাই পানাই করলে লোকাল থানায় জানিয়ে রাখবেন।

তবে খোঁজ খবর করে ভাড়া দেবেন যে ভাড়াটিয়া আওয়ামী লীগার না হয়। তাহলে আসবাবপত্র তো যাবেই - বাড়িসুদ্ধ হাতছাড়া হবার ভয় আছে।

১৮ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৩:১৮

বিষন্ন পথিক বলেছেন: ভাইরে, বিদেশ বসে কি আর কোর্ট কাচারি দৌড়ানো যায় ?

৯| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১১:২৮

হাসান রাজু বলেছেন: আপনি বুঝলে ভুল বুঝতে পারেন। না বুঝা অনেক সময় ভালো।

১৮ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৩:১৮

বিষন্ন পথিক বলেছেন: ভুল বোঝা বা না বোঝার দায় যে বোঝাচ্ছে তার উপর যায়

১০| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১২:৩৩

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: বিদেশে থেকে যত কড়াকড়ি করে ভাড়া দেন না কেন, ঝুঁকি থাকবেই।

১৮ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৩:১৯

বিষন্ন পথিক বলেছেন: সহমত, ধন্যবাদ

১১| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১:৩৬

করুণাধারা বলেছেন: ভাড়া দিলে ভাড়াটে ওঠে না বা জবরদখল করে এটা কি খুব সাধারণ ঘটনা? হ্যাঁ, বিশেষত বাড়িওয়ালা যদি বিদেশে থাকে, অথবা মহিলা হন। আমার মায়ের ভাড়াটে নিয়ে ভোগান্তি (রিং রোডের বাসা, কাকতালীয়) এমন পর্যায়ে গেছিল যে শেষ পর্যন্ত rab ডেকে সমাধান করতে হয়েছিল। মা মারা গেছেন কমাস আগে, ভাড়া না দিয়ে তার ফ্ল্যাট ফেলে রেখেছি এখনও। তাই আপনার অবস্থা ভালোই বুঝতে পারছি।

সমাধান হতে পারে এয়ারবিএনবি, আমি সার্চ দিয়ে দেখলাম এদের সব বাসাগুলোই ধানমন্ডি বা গুলশানের দিকে। এদিকে নেবে কীনা জানিনা।

বিদেশ বাসী অনেকেই ফার্নিশড বাসার এক অংশ ভাড়া দেন, বাকি অংশে আসবাবপত্র রেখে বন্ধ করে রাখেন। আপনি তা করতে পারেন। এক্ষেত্রেও ভাড়াটে কেমন তা যাচাই করতে হবে ভালভাবে, নিজের আত্মীয় বা আইনের কাগজ এসব আমাদের দেশে চলে না।

রিয়েল এস্টেট কোম্পানির অনেকেই আজকাল শুনেছি বাড়ি ভাড়া দেয়ার কাজ করে, তবে কোন তথ্য নেই। শুভকামনা রইল।

১৮ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৩:২০

বিষন্ন পথিক বলেছেন: খুবই ইনফরমেটিভ, ধন্যবাদ
আমার মা ও মারা গেছেন কয়েক মাস হলো
আল্লাহ সকল মা দের জান্নাত বাসী করুন

১৮ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৩:৫২

বিষন্ন পথিক বলেছেন: এয়ার বিএনবি দেখলাম
সারা বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে হোসটিং করছে মানুষ
আমি হোস্টিংএর নিয়ম পড়ছি, গেষ্ট চাবি কিভাবে পাবে সেটাই কনফিউজিং, কিন্ত ইনসুরেন্সড রেন্টাল

১৮ ই ফেব্রুয়ারি, ২০২০ ভোর ৪:৪৫

বিষন্ন পথিক বলেছেন: আরেকটু উপকার করেন, বাংলাদেশ থেকে এয়ারবিএনবি অ্যাকসেস করলে কারেনসি কোনটা দেখায়?

১২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১:৩৬

অজ্ঞ বালক বলেছেন: আমি মনসুরাবাদ আছি (রিং রোডের অদূরে, আদাবরের পরে)। বাসা পাল্টানোর কথা ভাবছি। বাকি কথা আমার মনে হয় ফেসবুক মেসেঞ্জারে হওয়াই ভালো। আপনি চাইলে আমাকে আপনার আইডি লিংকটা শেয়ার করতে পারেন।

১৮ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৩:২৬

বিষন্ন পথিক বলেছেন: এম ও আর টি ইউ যেড এ এইচ এ এস এ এন অ্যাট জিমেইল ডট কম

১৩| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:২৪

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: আপনি নিজেই তো রিয়েল এস্টেট টাইকুন, ঢাকায় নিজের বাড়ীতে একেক ফ্লোরে একেকজন থাকেন, এখানে আদার ব্যাবসা নিয়ে কথা হচ্ছে, আপনি তো জাহাজের মালিক (হাসির ইমো)

পুরো ঢাকা শহরে সবচেয়ে ছোট বাড়ি আমাদের।

১৮ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৩:২২

বিষন্ন পথিক বলেছেন: সব বাড়ীর মালিকের কাছেই তার বাসাটা সবচেয়ে 'ছোওওটোওও'

১৪| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:৩৫

চাঁদগাজী বলেছেন:


লেখক বলেছেন, " আপনি কি নিউইয়র্কের এর আদলে বাংলাদেশে রিয়েল এস্টেট এজেন্সি খুলবেন? "

-সীমিতাকারে।

১৫| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:৩৭

চাঁদগাজী বলেছেন:


লেখক বলেছেন, " আপনি কি নিউইয়র্কের এর আদলে বাংলাদেশে রিয়েল এস্টেট এজেন্সি খুলবেন? "

সীমিতাকারে; এতে কিছু ছেলেমেয়ের চাকুরী হবে; বিদেশে অবস্হিত বাগগালীরা ও সীমিত আয়ের মানুষেরা সাহায্য পাবেন।

১৮ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৩:২২

বিষন্ন পথিক বলেছেন: শুভকামনা

১৬| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:৩০

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: সব বাড়ীর মালিকের কাছেই তার বাসাটা সবচেয়ে 'ছোওওটোওও'


আপনাকে আমার আবসায় দাওয়াত। নিজের চোখে এসে দেখে যাবেন।

১৮ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:৪২

বিষন্ন পথিক বলেছেন: দাওয়াত কবুল করলাম, আলহামদুলিল্লাহ, অ্যাড্রেস দেন

১৭| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:৩৪

সোহানী বলেছেন: তালা বন্ধ রাখাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। এরচেয়ে ভালো বুদ্ধি মাথায় নাই

১৮ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:৪৫

বিষন্ন পথিক বলেছেন: ঠান্ডার দেশে থেকে আপনার মাথা ঠান্ডা, আপনের বুদ্ধিও ঠান্ডা মাথার, বিবেচনায় রাখলাম, ধন্যবাদ

১৮| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১১:৫৯

ঠাকুরমাহমুদ বলেছেন:




ঢাকায় নিজেদের বাড়ি /এপার্টমেন্ট/ ফ্লাট থাকা কি পরিমান যন্ত্রনার তা একমাত্র ভুক্তভোগী ভালো জানেন। আমার বোন সোহানী যেই প্রস্তাব দিয়েছেন তা আমি মনে করি সর্বোচ্চ সঠিক ও বিবেচনার বিষয়। সবচেয়ে ভালো সমাধান বাসা খালি রাখুন - এর চেয়ে ভালো কোনো সমাধান আছে বলে আমার জানা নেই।


১৯| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৮:৪৪

করুণাধারা বলেছেন: ডলার দেখায়, শুনেছি পেমেন্ট একটাতে হয়।

বাড়ি খালি রাখতে পারেন, নিয়মিত আলো হাওয়া আর ধূলা পরিস্কার করার ব্যবস্থা থাকলে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.