![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অকৃতী অধম জেনেও তো তুমি কম করে কিছু দাওনি....
বন্ধু আসিয়া কহিল মেরী পেয়ারী দোস্ত, শ্বশুর-শ্বাশুড়ীরা বলে আমি নাকি খারাপ ; তাদের সম্মান করিনা..!! এখন কি করুম একটা বুদ্ধি ধার দে...
আমি তারে কইলাম, বন্ধু তোরে বুদ্ধি দিতে দিতে আমিতো বুদ্ধিজিবী হইয়া গেলাম। ( মাঝে মাঝে চিন্তা করি আমি বুদ্ধিজিবী না হইয়া পাওয়া রুটির সেল মেন হইলাম কেনু বুঝলাম না) আচ্ছা এতোদিন মানুষকে বুদ্ধি দিয়েতো নিজেও দৌড়াইতেছি ওগোরেও দৌড়ের উপ্রে রাখছি, এবার তোরেও দৌড়ের উপর রাখি। সর্বশেষ বন্ধুরে একটা বুদ্ধি দিলাম।।
বন্ধু সাজুগুজু কইরা শ্বশুর বাড়িতে যাইয়া শ্বশুর আব্বারে কইলো!! বাবা আপনে আমার জুতা ২টা হাতে ধরেন, আপনারে সেলাম করি।
শ্বশুর-আব্বা ঃ (মুখটারে RFL বালটির মতো কইরা কইলো) বাবা এটা তুমি কি করলা?? তোমার পায়ের জুতা আমারে দিলা ক্যান??
বন্ধুঃ শ্বশুর-আব্বা আপনে মুরুব্বী মানুষ, জুতা পায়ে সেলাম করলে আল্লাহ পাকে গুণা দিবে। অতপর বন্ধু শ্বাশুড়ি আম্মারে সেলাম করার আগেই শ্বাশুড়ী কইলো ; থাক বাবা তোমাকে আর সেলাম করান লগবোনা..!! দোয়া করি আল্লাহ তোমারে আজীবন বেয়াক্কেল বানিয়ে রাখুক।।
বন্ধু আমার লালে-লাল হইয়া কইলো, এইড়া কি কইলেন শ্বাশুড়ি মা!!?? শ্বাশুড়ি কইলো হ-বাবা তোমারে আমি ম দিয়া (মুয়ালাইকুম) পার করলাম যা তোমার শ্বশুর আব্বা পারে নাই। অতপর বন্ধু মানজা গুরোন্টি দিয়া আমার সামনে খারায়া কইলো..স্লা, তুই মানুষ নাকি আমুলীগ!! তোর লাইগা বৌ আমারে পুরো রাত্রি বাহিরে রাখসে। আশ্চর্য লাগে তুই আমার বন্ধু হয়েও শুত্রুরমত বুদ্ধীদিতে পারলি?? তোর উপর আল্লার ঠাড়া পুড়ুক, তোর এক ধজন পোলা হোক একটাও জেন তোরে না খাওয়াক। তুই পাতলা পেখানা করতে করতে মারা যাবি। তোরে যদি পাই কখনো আমের আচার বানায়া খামু....ব্লা..ব্লা...ব্লা....
আমার বাণীঃ তুই দোস্ত হইয়াও আমারে এমুন কথা কইতে পারলি!!?? what tha cause, ম্যান!! দোস্ত তোর বউ মানেইতো আমার বউ, আমার বউ তোর বাভী। তুই একটা বুদ্ধি চাইলী দিলাম, তাই বলে এইরাম অপমান করতে পারলি!! কেমতে দোস্ত, কেমতে পারলি!!আজীব দোস্ত , একদম আজীব হইয়া গেলাম। গুরু জনরা ঠিকেই কয়.. জীবনে কখনো কারো উপকার করতে নাই, উপকার করলে শেষে আক্কা ওয়ালা বাঁশটা নিজেই খাইতে হয়.
০৭ ই জুন, ২০১৬ রাত ১২:২৬
মিঃ অলিম্পিক বলেছেন: ধনিয়াবাদ বাউ, আগের আইড়ি হারায়া নতুন এইড়াতে জয়িন করলাম.....
২| ০৯ ই জুন, ২০১৬ রাত ৯:৫৫
কালনী নদী বলেছেন: A Froend is Nothing but known Enemy!!!
লেখাটি পড়ে ভালোলাগলো+++
১০ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৫১
মিঃ অলিম্পিক বলেছেন: thanks for u ---কলনী নদী।।
©somewhere in net ltd.
১|
০৬ ই জুন, ২০১৬ রাত ১১:৫২
গেম চেঞ্জার বলেছেন: ব্লগে স্বাগতম!!