![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অকৃতী অধম জেনেও তো তুমি কম করে কিছু দাওনি....
একদা দুটি পরী মানুষের বেশে এসে একদিন একটা ধনী পরিবারের বাংলো তে আশ্রয় চাইল! অহংকারী কর্তাটি তাদের সাথে খুব খারাপ ব্যবহার করে তাদের থাকার জায়গা করে দিল ঠান্ডা বেসমেন্টে!
রাতে শোয়ার সময় অভিভাবক পরীটি দেখল সেই ঘরের দেওয়ালে একটা ছোট্ট ফুটো!সে ঠিক করে দিল সেটা...
অন্য পরীটি অবাক হয়ে জিজ্ঞেস করল: কেন করলে তুমি এদের সাহায্য!
প্রথম পরীটি হাসলো শুধু...
পরদিন রাতে তারা এক চাষী পরিবারে আশ্রয় নিতে গেল...সেই পরিবারটি এতটাই ভালো ছিল যে নিজেদের অল্প খাবারকে ভাগ করেও পরীদের খেতে দিল...নিজেদের বিছানায় শুতে দিল পরীদের...
সকালবেলা পরীরা উঠে দেখল,চাষী ও চাষীর বউ কাঁদছে...কারণ তাদের আয়ের অন্যতম প্রধান পথ তাদের দুধ দেওয়া গরুটি মারা গেছে গত রাতে...
কমবয়সী পরীটি ভীষণ রেগে গেল,সে প্রথম পরীকে
জিজ্ঞেস করল:তুমি ওই বাজে পরিবারের সাহায্য করলে,আর এদের গোরুটাকে মারা যেতে দিলে?
প্রথম পরী হেসে বলল: গত রাতে ওই ফুটোটাতে আমি দেখেছিলাম সোনা রাখা,তাই বুজিয়ে দিয়েছিলাম যাতে কোনদিন ওই দাম্ভিক কর্তা সেই সম্পদ না পায়...
আর গত রাতে মৃত্যুর দেবতা এসেছিলেন চাষীর স্ত্রীকে নিয়ে যেতে,আমি তাঁকে এই গোরুটা দিয়েছি...
মোরাল: আমরা প্রাথমিক ভাবে আমাদের বাইরের চোখ দিয়ে যা দেখি,সব সময় সবকিছু সত্যি হয় না....আমাদের দেখার বাইরেও অনেক কিছু আছে..যা আমাদের ভালোর জন্যেই ঘটে..।।
০৭ ই জুন, ২০১৬ রাত ১২:৪৫
মিঃ অলিম্পিক বলেছেন: ধন্যবাদ মহা-সমন্বয় ভাই। একট ব্যাক্তিগত প্রশ্ন মাইন্ড কইরেন না যেন, কালকের রোজার সেহরী খাবেন!! এবংকি রোজাও রাখবেন...!!??
২| ০৭ ই জুন, ২০১৬ রাত ১:০৬
মহা সমন্বয় বলেছেন: আমি সেহরীর জন্য প্রস্তুতি নিতেছি, রোজাও রাখব। কিন্তু আমার বিশ্বাস নাই একদমই না। আল্লাহ আমাকে সীল মেরে দিয়েছেন।
রোজা রাখা, নামাজ পড়া, এগুলা করতে হয় বিভিন্ন কারণে ( সমাজ, পরিবারের চাপে) তাই জাস্ট পালন করি আর কি। কিন্তু আমার মধ্যে বিন্দুমাত্র বিশ্বাস নেই।
০৭ ই জুন, ২০১৬ রাত ১:১৫
মিঃ অলিম্পিক বলেছেন: উত্তর দেওয়ার জন্য ধন্যবাদ। আমি অনেক আগে থেকেই (সাবেক আইড়ি) আপনার পোস্ট পড়তাম। আমার একটা ধারনা চিল সামাজিক এবং পরিবারের চাপে ধর্ম পালন করেন যদিও আপনে নাস্তিক।
যাওগ্গা দোয়া করি আল্লাহ যেন আপনাকে ইসলামের জন্য কবুল করে। ইনশাআল্লাহ নামাজের ভিতর দোয়া করবো। বাকিটা আল্লাহ মালিক....
৩| ০৭ ই জুন, ২০১৬ রাত ১:০৯
মহা সমন্বয় বলেছেন: এক বিশাল ধর্মান্ধ, সমাজ,পরিবারে আমার বসবাস ইচ্ছে করলেই এখান থেকে হুট করে বের হওয়া যায় না। ফেসবুক,ব্লগে অনেক হম্বি তম্বি করা যায়। কিন্তু বাস্তবে ভিন্ন একে বারেই ভিন্ন।
০৭ ই জুন, ২০১৬ রাত ১:১৮
মিঃ অলিম্পিক বলেছেন: আপনার সাথে আমিও একমত। একটা কথা বলি আমার জানামতে কেই চাইলেও হুটকরে নাস্তিক হতে পারেনা....
৪| ০৭ ই জুন, ২০১৬ রাত ১:১৭
মহা সমন্বয় বলেছেন: গতবারের রোজা আর এবার রোজার মধ্যে আমার কাছে এক বিশাল পরিমাণে পর্থক্য, পূর্বের রোজার মধ্যে ছিল বিশ্বাস আর এবারের রোজার মধ্যে অবিশ্বাস। ধর্মের মধ্যে থাকা, ধর্মীয় বিশ্বাস ধরে রাখার জন্য যথাসাধ্য চেষ্টা করেছি, কিন্তু পারিনি। কেন পারিনি তা আল্লাহই ভাল জানেন।
০৭ ই জুন, ২০১৬ রাত ১:২৪
মিঃ অলিম্পিক বলেছেন: বোধকরি একটু বেশিই জেনে পেলেচেন জার ধরুন এই অবস্থা। তয় আমি এইরাম অনেককেই দেখেচি/শুনেছি যারা প্রথম জীবনে নাস্তিক হলেও পরে আস্তিক হয়েই মারা যায়....
আশা করি আপনার জীবনে এমন মীরাকল ঘটনা হবে ইনশাআল্লাহ.....
৫| ০৯ ই জুন, ২০১৬ রাত ৯:৫৩
কালনী নদী বলেছেন: মোরাল: আমরা প্রাথমিক ভাবে আমাদের বাইরের চোখ দিয়ে যা দেখি,সব সময় সবকিছু সত্যি হয় না....আমাদের দেখার বাইরেও অনেক কিছু আছে..যা আমাদের ভালোর জন্যেই ঘটে..।। সহমত!!!
১০ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৪৮
মিঃ অলিম্পিক বলেছেন: সহমত এবং কষ্ট করে পোস্টটা পড়ার জন্য ধন্যবাদ জানিবেন।.... কলনী নদী ভাই।।
৬| ১০ ই জুন, ২০১৬ রাত ১০:০১
কালনী নদী বলেছেন: ব্যাপারটা আমার জন্য সুখকর! The Pleasure is Mine.
১২ ই জুন, ২০১৬ সকাল ৮:০২
মিঃ অলিম্পিক বলেছেন: যাজাকাল্লাহ
খাইরান।
©somewhere in net ltd.
১|
০৭ ই জুন, ২০১৬ রাত ১২:৩৮
মহা সমন্বয় বলেছেন: সুন্দর পোস্ট।