নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্রোতের বিপরীতে একজন........।\n\nকাছে যতই যান, দূরত্ব রাখুন।\nদূরত্ব কমতে কমতে শূন্য হওয়ার অপর নামই সংঘর্ষ

মিঃ অলিম্পিক

অকৃতী অধম জেনেও তো তুমি কম করে কিছু দাওনি....

মিঃ অলিম্পিক › বিস্তারিত পোস্টঃ

শেষ ইচছা...

১২ ই জুন, ২০১৬ সকাল ৮:০৯

→শিক্ষণীয় পোস্ট←
---------------------
এক ধনী আর আল্লাহভীরু বৃদ্ধলোক একদিন নিজের সন্তানকে ডেকে বলল, আমার বয়স হয়েছে, যেকোন দিন আমাকে চলে যেতে হবে আল্লাহ'র কাছে। আমার একটা শেষ অনুরোধ আছে তোমার কাছে, আমি মারা গেলে গোসলের পর যখন কাফন পরানো হবে, আমার পুরাতন মোজা গুলো আমাকে পরিয়ে দিও। ছেলে বলল: এটাতো কোন বড় চাওয়া না। আমি তোমার শেষ ইচ্ছা পুরন করব।
এর কিছুদিন পর লোকটি মারা গেল। আত্মীয়, পড়শী সবাই আসল শেষবারের মত দাফনে অংশ নিতে। কাফন পরানো শেষ হলে শোকে কাতর ছেলের হঠাৎ মনে হল বাবা'র শেষ ইচ্ছের কথা, আর তখনি বাবার পুরাতন মোজা খুজে নিয়ে আসলো। কিন্তু মোজা পরাতেসবাই বাধা দিল। সবাইকে অনেক অনুরোধ করলেও কেউরাজী হলনানা।।কারণ তিন টুকরা সাদা কাপড় ছাড়া আরকিছু দেয়া মুসলমানদের দাফনের নিয়মে নেই। কিন্তু ছেলে অনড় বাবার ইচ্ছা পুরনে। এমন সময় তার বাবা'র এক বন্ধু এগিয়ে এসে ওকে বলল, গতকাল তোমার বাবা আমাকে একটা চিঠি দিয়ে বলেছিল, সে মারা গেলে আমি যেন এটা তোমাকে জানাজা'র সময় দেই। ছেলে অবাক হয়ে চিঠি নিল আর পড়তে লাগল........
" আমি আমার সব সম্পদ ছেড়ে চলে গেলাম। আমি জানি তুমি এখন আমার শেষ ইচ্ছা পুরণ করতে চেষ্টা করছ। কিন্তু শত চেষ্টা করেও তুমি আমাকে একটা পুরোনো মোজা দিতে পারলেনা!! এটাই নিয়ম। একদিন তোমাকেও আমার মত সব সম্পদ, আত্মীয়, বন্ধু সবাইকে ছেড়ে চলে আসতে হবে সেদিন তুমিও শুধু তোমার ভাল কাজ আর আল্লাহর হুকুম যা তুমি পালন করবে সেগুলো নিয়ে আসতে পারবে। এছাড়া একটা মোজাও আনতে পারবেনা। নিজের নফসের অনুুসরণ করোনা, আল্লাহ'র সন্তুষ্টি'র চেষ্টা করলে-উভয় জীবনই সন্মানিত হবে। নামাজ বাদ দিওনা আর মনে রেখো গরীব, ইয়াতীম দেরও তোমার সম্পদে হক আছে"।
আল্লাহ আমাদের সবাইকে ৫"ওয়ক্ত নামাজ পরার তৌফিক দান করুক "আমিন"

মন্তব্য ৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১২ ই জুন, ২০১৬ সকাল ৯:৩৮

কবি হাফেজ আহমেদ বলেছেন: আমীন ।

১২ ই জুন, ২০১৬ সকাল ৯:৫৫

মিঃ অলিম্পিক বলেছেন: মন্তব্যর জন্য ধন্যবাদ। ভাল থাকুন, সুস্থ থাকুন.....

২| ১২ ই জুন, ২০১৬ সকাল ৯:৪৮

অতৃপ্ত রবি বলেছেন: আমিন, পোষ্টি পড়ে খুব ভাল লাগলো

১২ ই জুন, ২০১৬ সকাল ৯:৫২

মিঃ অলিম্পিক বলেছেন: সুন্দর একটা মন্তব্যর জন্য ধন্যবাদ। ভাল থাকুন, সুস্থ থাকুন....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.