![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অকৃতী অধম জেনেও তো তুমি কম করে কিছু দাওনি....
একদিন সকালে উঠে বিভিন্ন নিউজ পোর্টালে যদি এই সংবাদ গুলো দেখতে পান তাহলে কেমন হবে?
|
এবার #ব্লগার_সুখী-মানুষের এর বউ নিয়ে পালাল বন্ধু #ব্লগার_রেজা-ঘটক থানায় মামলা। ( দেখুন ভিডিওসহ)
বিস্তারিত......
|
দেখুন কীভাবে মুদি দোকান থেকে মাল্টি ন্যাশনাল কোম্পানির মালিক হলেন বাংলাদেশি #ব্লগার সেলিব্রেটি_আরণ্যক-রাখাল ( মুদি দোকানের ছবি সহ)
ক্লীক করুন.........
|
এবার সানি লিওনকে বিয়ের প্রস্তাব দিয়ে আলোড়ন সৃষ্টি করলেন বাংলাদেশি যুবক ব্লগার_রাজু২৭। ( ভিডিও সহ)
বিস্তারিত......
|
এবার সিলেটে পাষন্ড স্ত্রীর হাতে নির্যাতিত হয়ে হাসপাতালে ভর্তি #ব্লগার_কালনী-নদী. স্ত্রী পলাতক। ( দেখুন নার্সের সেলফিসহ)
বিস্তারিত......
|
এবার কিরন মালা জামা না কিনে দেয়ায় স্বামীকে তালাক দিলেন বাংলাদেশী মেয়ে #ব্লগার_শায়মা আপু । (তালাক নামা সহ)
বিস্তারিত......
|
এবার প্রসাব না করেই হেগে বিশ্ব রেকর্ড করলেন বাংলাদেশী আশ্চার্য যুবক #ব্লগার_মহা-সমন্বয় । ( দেখুন ভিডিওসহ)
বিস্তারিত......
|
এবার নায়লা নাঈমের রাতের অতিথি #ব্লগার-ফুফা । (ভিডিওসহ)
বিস্তারিত......
|
এবার রুবেলের পর #ব্লগার_বিজন-রয় কে বিয়ে করতে চান চিত্র নায়িকা নাজনীন আক্তার হ্যাপি ।( স্ক্রীন শট সহ )
বিস্তারিত....
।
কোন প্রতিদন্ধী ছাড়াই মন্ত্রী বনে গেলেন #ব্লগার_চাঁদ-গাজী। (দেখুন হাসির ইমুসহ):
।।
বিশেষ দ্রষ্টব্য ঃ উপরের লিখাটা পাঠকের আনন্দ দানের জন্য লিখা একটি ফান পোস্ট। এতে যদি কারো মান-ইজ্জত খুন্য হয় এবং কারো পোস্টুটা কারনেই সমস্যায় হয় বলবেন এডিট করে দিবো। নতুন ব্লগার হিসাবে ক্ষমা চোখে দেখবেন আশা করি".....
২৫ শে জুন, ২০১৬ বিকাল ৪:২৯
মিঃ অলিম্পিক বলেছেন: অকিঁ এটাও কি সত্য হবার লাগছে...???
ধন্যবাদ প্রিয় ব্লগার পোস্টুটাকে রম্য হিসাবে নেওয়ার জন্য...।।।
২| ২৫ শে জুন, ২০১৬ বিকাল ৪:২৪
বিজন রয় বলেছেন: হা হা হা হা ................
মজা পেলাম।
২৫ শে জুন, ২০১৬ বিকাল ৪:৩২
মিঃ অলিম্পিক বলেছেন: ধন্যবাদ বিজন রয় ভাইকে মজাটা লুপে নেওয়ার জন্য। মনে করচিলাম আপনে মাইন্ড খাইবেন, তাই অসংখ্যা ধন্যবাদ ভাউ আপনাকে....
৩| ২৫ শে জুন, ২০১৬ বিকাল ৪:২৬
বিজন রয় বলেছেন: এবার রুবেলের পর #ব্লগার_বিজন-রয় কে বিয়ে করতে চান চিত্র নায়িকা নাজনীন আক্তার হ্যাপি ।( স্ক্রীন শট সহ )
বিস্তারিত....
মাপ চাই। ওইটাকে না।
তবে আমাকে বিয়ে করাতে চাইলেন কেন?
২৫ শে জুন, ২০১৬ বিকাল ৪:৩৭
মিঃ অলিম্পিক বলেছেন: কথার মানে কথা হইলো গিয়ে, ধাক্কা খেয়ে পাক্কা হয়ে শেষে আপনার নামটাই কুড়িয়ে পেলাম। বাস আর যায় কই আপনারেই বসিয়ে দিলাম.....
শুভেচ্ছা প্রিয় ব্লোগার বিজন রয়কে....
৪| ২৫ শে জুন, ২০১৬ বিকাল ৪:২৯
কাল্পনিক_ভালোবাসা বলেছেন:
ভালো হইছে।
২৫ শে জুন, ২০১৬ বিকাল ৪:৫০
মিঃ অলিম্পিক বলেছেন: আসলে কি জানেন ভাইজান!! অনেক ব্লগারের নাম ব্যবহার করলাম বিনা-অনুমতিে, না জানি সামু কৃর্তপক্ষ এই কারনে বেন করে দেয় কিনা খুব ভয়ে ছিলাম।
তয় আপনার কমেন্ট পেয়ে অনেক খুসী হলুম। ধন্যবাদ প্রিয় কাল্পনিক-ভালবাসা ভাইকে....
৫| ২৫ শে জুন, ২০১৬ বিকাল ৪:৩৩
বিজন রয় বলেছেন: বহু দিন পর সামুতে একটি সত্যিকারের মজার পোস্ট পেলাম।
মাঝে মাঝে এগুলো ভাল লাগে, বিশেষ করে রাজনৈতিক ক্যাঁচাল পোস্টের ভীড়ে।
তবে আরো বড় ও সুন্দর করতে পারতেন।
২৫ শে জুন, ২০১৬ বিকাল ৪:৫২
মিঃ অলিম্পিক বলেছেন: থেংকু বিজন রয় বাউ। আপনার গুরুত্বপূর্ণ মতামতের জন্য।
পরের বার চেষ্টা করব..
৬| ২৫ শে জুন, ২০১৬ বিকাল ৪:৩৭
বিজন রয় বলেছেন: এখানে মাইন্ড করার কিছু নেই। আমি সেরকম মানুষও নই। এরকম মজার পোস্ট আরো চাই। তবে আরো অর্থপূর্ণ হলে বেশি ভাললাগবে।
আমিও দিব সামনের দিনগুলোতে।
পোস্টে প্রিয়তে।
পোস্ট যেন ড্রাফট বা ডিলিট না করেন।
শুভকামনা।
২৫ শে জুন, ২০১৬ বিকাল ৫:৫৪
মিঃ অলিম্পিক বলেছেন: আসলে কি
জানেন ভাইজান!! অনেক
ব্লগারের নাম ব্যবহার করলাম
বিনা-অনুমতিে, না জানি সামু
কৃর্তপক্ষ এই কারনে বেন করে দেয়
কিনা খুব ভয়ে ছিলাম।
তাইতো আর বড় করি নাই....
৭| ২৫ শে জুন, ২০১৬ বিকাল ৪:৫৬
আহলান বলেছেন: সবাই সম্ভব ... দেখেন না এস্পি বাবুল এখন নাকি নিজেই স্ত্রী হন্তা ...
২৫ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৬:৩৬
মিঃ অলিম্পিক বলেছেন: হুম ভাউ হাসাই কইলেন। এইটা দিইখ্যা নিজেও কনফিউজড হয়ে গেলুম। এস্পাি বাবুলের ঘটনাটা সত্য নাকি আমি মিথ্যা বুঝতাছি না....
৮| ২৫ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৬:১৪
শায়মা বলেছেন: সংবাদে ভুল আছে। কিরনমালা জামা না । আমি চাইছিলাম অরুন বরুণ কিরনমালা সর্পিনীকন্যা ড্রেস!
২৫ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৬:৪০
মিঃ অলিম্পিক বলেছেন: এ্যাঁ এত্তো গুলান...!!?? আবার কনফিউজড হইয়া গেলাম....!!! তাইলে মনে হ্য় সত্যই খবরে ভুল আচে...
থেংকু মাইন্ড না খাইবার জন্য শায়মা আপু.....
৯| ২৫ শে জুন, ২০১৬ রাত ৮:১৮
জে.এস. সাব্বির বলেছেন: রম্য নিউজে নিজের নাম না পেয়ে আত্মহত্যা করলেন @ব্লগার_জে._এস._সাব্বির
মজা পাইলাম সবারটাতেই ।ক্যারি অন...
২৫ শে জুন, ২০১৬ রাত ৮:২৭
মিঃ অলিম্পিক বলেছেন: so sad....
আসলে কি হইচে ভাউ জানেন..!! অাগে জানলে আপনার নামটাই আগে দিতুম বুঝলেন..?? ভয়ে ভয়ে ব্লগারদের নাম বসাইলাম না জানি কৃতপক্ষকে কেউ কমপ্লেন করে বসে!! একটাতেতো নিজের নামেই বসিয়ে দিলুম তাই.....হে হে হে
ধন্যবাদ ভাই ব্লগার জে.এস. সাব্বির সুন্দর একটা মন্তব্যর জন্য। ভাল থাইকেন সুস্থ থাইকেন......
১০| ২৫ শে জুন, ২০১৬ রাত ৮:৪৮
জে.এস. সাব্বির বলেছেন: আমি বুঝতে পারছি
কিন্তু প্রিয় ব্লগার ভাই জানেন কি..... ব্যান খাওয়া স্বাস্থের জন্য উপকারি ।মাঝে মাঝে তাই ব্যান খেতে হয়!
আপনি ফানপোস্ট দিতে থাকেন ।যতক্ষণ না তা ব্যক্তিগত আক্রমণ এর পর্যায়ে পৌছে ততক্ষণ ফান করতে থাকেন ।ব্লগে এই জিনিসটার বড় অভাব! আর কেউ কম্পেলেইন করবে ,কর্তৃপক্ষ ব্যান করবে ।করুক না দুয়েকবার। নতুন নিক নিয়ে আবার আসা যাবে ।ফিরেও পাওয়া যাবে আগেরটা ।কিন্তু ফান চলবেই........অবিরাম! চলুক না...চলতে দিন
২৫ শে জুন, ২০১৬ রাত ৮:৫৮
মিঃ অলিম্পিক বলেছেন: হা হা হা হাসালেন বাউ। কিন্তু এই বিষয়ে আমার চ্রম এ্যলার্যী বুজলেন। নতুন নিকে পরিচিত হতে অনেক সময় লাগে। ব্যান যে কি জিনিস যে খাইসে সেই বুঝে কারণ আগেরটাতে খেয়ে চিলুম সে কি যন্ত্রণা......
যাওগ্গা ভালো একটা পরামর্শ দিলেন দেখী কাজে লাগে কিনা। প্রিয় ব্লগার জে.এস. সাব্বির ভাইকে আবারও শুভেচ্ছা ও অভিনন্দন.....
১১| ২৫ শে জুন, ২০১৬ রাত ১০:১৫
মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: হা..হা...হা.... ব্যাপক মজা পাইলাম। জানিনা প্রিয় সহব্লগাররা বিষয়টি কিভাবে নেন। আমিও একটু যোগ করি।
## ব্যাপক বিনুদুনের পোস্ট দিয়া ব্যান খাইয়া সামু থেকে চিরতরে হারিয়ে গেলেন প্রিয় ব্লগার # মিঃ অলিম্পিক।
বিস্তারিত অবস্থা সাপেক্ষে আসতেও পারে আবার নাও আসতে পারে ...........হা...হা.....হা..........
২৬ শে জুন, ২০১৬ রাত ১২:১৯
মিঃ অলিম্পিক বলেছেন: অকিঁ!! ইন্নার ইল্লাহে মাইজদির বাস...শুনে বিষম ফুলকিত হইলাম...
ধন্যবাদ সুন্দুর ভাবে একটা বাঁশ দেওয়ার জন্য। ভাল থাইকেন সুস্থ থাইকেন প্রিয় ব্লগার মোঃ সাইফুল্লাহ শামীম ভাই।
১২| ২৫ শে জুন, ২০১৬ রাত ১১:১৯
অশ্রুকারিগর বলেছেন: মাঝেমধ্যে হাস্যরস ভালা পাই। প্রচেষ্টাটা ভালো লাগলো।
২৬ শে জুন, ২০১৬ রাত ১২:২৩
মিঃ অলিম্পিক বলেছেন: সুন্দর একটি মমন্তব্যর জন্য ধন্যবাদ অশ্রুকারিগর বাউকে।
১৩| ২৫ শে জুন, ২০১৬ রাত ১১:৩০
মহা সমন্বয় বলেছেন: হাঃ হাঃ হাঃ
২৬ শে জুন, ২০১৬ রাত ১২:২৮
মিঃ অলিম্পিক বলেছেন: দেখলেনতো ভাউ আপনে ভুলে গেলেও হামি আপনাকে ভুলি নাই।
তাইতো ড়াইরেক নাম ধরেই শরণ করলাম পোস্টুটাতে হা হা হা------
ভালো করছি না মহা-সমন্বয় বাউ___!!!
১৪| ২৬ শে জুন, ২০১৬ রাত ১২:১৪
গেম চেঞ্জার বলেছেন: এবার প্রসাব না করেই হেগে বিশ্ব রেকর্ড করলেন বাংলাদেশী আশ্চার্য যুবক #ব্লগার_মহা-সমন্বয় । ( দেখুন ভিডিওসহ)
বিস্তারিত.....
এইটা ক্সটিল হইসে
২৬ শে জুন, ২০১৬ রাত ১২:৩৪
মিঃ অলিম্পিক বলেছেন: আরে, গেম চেনঞ্জার বাউ যে স্বগতম আমার পোস্টুতে___
ও হে ভাল কথা লিস্টে আপনেও ছিলেন কিন্তু কেমতে জানি বাদ পইড়া গেলেন।
যাওগ্গা ধন্যবাদ সুন্দর একটা মন্তব্যর জন্য------
১৫| ২৬ শে জুন, ২০১৬ রাত ১২:৩৭
অন্তু নীল বলেছেন: জটিল হইছে.।.।.।.।.।.।.।.।।।
খারান, নোবেল টা নিয়া আসি।
২৬ শে জুন, ২০১৬ রাত ১২:৪৫
মিঃ অলিম্পিক বলেছেন: অকিঁ ঘটনা কি সত্যই!! আমি নাকি নোবেল প্রাইজ পামু হা হা হা----
ধনিয়াবাদ অন্ত নীল বাউ কে সুন্দর একটি মন্তব্যর জন্য। ভালো থাইকেন সুস্থ থাইকেন।।।।।
১৬| ২৬ শে জুন, ২০১৬ রাত ১২:৩৮
মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: আপনি দিলে সেটা ফান আর আমি দিলে সেটা বাঁশ ব্যাপারটা কেমন স্ববিরোধী হয়ে গেলোনা?
এতক্ষণ আপনার পোস্ট ফান হিসেবে নিলেও আপনার প্রতিউত্তরের পর আমি কিন্তু এখন এটাকে সহব্লগারদের প্রতি বাঁশ হিসেবেই নিচ্ছি।
২৬ শে জুন, ২০১৬ রাত ১২:৫১
মিঃ অলিম্পিক বলেছেন: দূর বাউ চেতেন ক্যানু!! আমিতো একটু মশরকা করলাম আপনার সাথে হে হে হে
প্রিজ মাইন্ড খাইয়েন না, পরে কিন্তু আমি দায়ি থাকুম না।।।।
ধন্যবাদ বাউ সুন্দর একটা মশকরা করার জন্য প্রিয় ব্লগার মোঃ সাইফুল্লা সামীম ভাউ।।।
১৭| ২৬ শে জুন, ২০১৬ রাত ১২:৪০
মহা সমন্বয় বলেছেন: গেম চেঞ্জারের কাহিনী কিন্তু লেখক ফাঁস করে নাই, কিঞ্চিৎ দূর্ণীতির গন্ধ পাচ্ছি
২৬ শে জুন, ২০১৬ রাত ১২:৫৬
মিঃ অলিম্পিক বলেছেন: নারে বাউ কনো দর্ণীতি করি নাই সত্য কইতাচি। তাড়া-হুড়ো মধ্যো একটু মিসিং এই আর কি।।
বাই আপনার ফেইসবুক লিকটা দিলে একটু ভালো হতো।।।।
১৮| ২৬ শে জুন, ২০১৬ রাত ১:০৩
মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: নারে ভাই! মাইন্ড খাবো কেন? এতোক্ষণ যা করেছি পুরোটাই দুষ্টামি। আসলে আমরা এখন এতো বেশী ব্যস্ত যে আজকাল হাসতেও ভুলে গেছি। আপনার এই লেখা পড়ে মনে মনে অনেক্ষণ হেসেছি। যদিও কবিতা লিখি তথাপি আমি নিজেও কিন্তু খুবই রম্য প্রিয় মানুষ। আমার ব্লগ ঘুরে আসলে বুঝতে পারবেন আমিও কিছুদিন আগে "খোলা চিঠি টু ছকিনা„ নামে একটি রম্য পোস্ট লিখেছিলাম যেটা অনেক ব্লগার বন্ধুই খুব পছন্দ করেছেন।
তাই আপনাকে আন্তরিক ধন্যবাদ আমাদের ব্যস্ততাকে একটু হাসি ফিরিয়ে দেওয়ার জন্য।
তবে আগামীতে যদি তালিকায় আমার নাম না দেখি তাহলে কিন্তু ব্যাপক মাইন্ড করবো ........হা হা হা.......
২৬ শে জুন, ২০১৬ রাত ১:১১
মিঃ অলিম্পিক বলেছেন: ধন্যবাদ সুন্দর একটি মন্তব্যর জন্য। সত্য বলতে কি আপনার চিঠিটা থেকেই আপনাকে আমি চিনি আপনার কবিতা পড়েচি হয়তোবা কমেন্ট করি নাই এই কারনে আমাকে চিনেন না। সত্য বলতে কি আপনান চিঠিটা দেখে এইরাম আমিও লেখেচি ব্লগে দিব নাকি দিবনা বুঝবান পারচি না।।।।
সত্যই চিঠিটা দারুন হইচে।।।।।।
১৯| ২৬ শে জুন, ২০১৬ রাত ১:৩৯
আব্দুল্লাহ তুহিন বলেছেন: হা হা, হাসি কান্না সব এক জায়গায়!!
২৬ শে জুন, ২০১৬ সকাল ৮:১১
মিঃ অলিম্পিক বলেছেন: জ্বী ভাই, একসাথে করার ক্ষুদ্র এক প্রশেষ্টা আর কি।।।।
ধন্যবাদ সুন্দর একটি মন্তব্যর জন্য।।।।
২০| ২৬ শে জুন, ২০১৬ ভোর ৪:৪৫
আনিসা নাসরীন বলেছেন: কেউ আর অবাক হবে না এই নিউজ গুলা পড়লে
২৬ শে জুন, ২০১৬ সকাল ৮:১৮
মিঃ অলিম্পিক বলেছেন: সহমত পোষন করছি।।।।
ধন্যবাদ মন্তব্যর জন্য আনিসা নাসরীন আপুকে।।
২১| ২৬ শে জুন, ২০১৬ ভোর ৫:৩৯
কালনী নদী বলেছেন: এবার রুবেলের পর #ব্লগার_বিজন-রয় কে বিয়ে করতে চান চিত্র নায়িকা নাজনীন আক্তার হ্যাপি ।( স্ক্রীন শট সহ )
বিস্তারিত....
ফেসবুকে না বোঝলেও এখানে ব্যপারটা দড়তে পেরেছি! আমি কিন্তু দাদার বিয়ের সাক্ষ্যি।। হব।
২৬ শে জুন, ২০১৬ সকাল ৮:২৩
মিঃ অলিম্পিক বলেছেন: হা হা হা দেখচেন কালনী নদী ভাই ওনিতো বিশ্বাস করে না, তয় আপনে যখন সাক্ষী আচেন জোরালো ভাবেই প্রমাণিত।
কি হলো বাউ মনেহল আপনারটা পাননাই হে হে হে বাঁইচ্চা গেলুম।।।
ধন্যবাদ সুন্দুর একটা মন্তব্যর জন্য।।।।
২২| ২৬ শে জুন, ২০১৬ ভোর ৬:২২
কি করি আজ ভেবে না পাই বলেছেন: মহা সমন্বয় বলেছেন: গেম চেঞ্জারের কাহিনী কিন্তু লেখক ফাঁস করে নাই, কিঞ্চিৎ দূর্ণীতির গন্ধ পাচ্ছি
আমারো সে একি কথা
কোথাও আছে কিন্তু;
আরিবাবা বলছিনা
লেখক হলো গেম-টু।
২৬ শে জুন, ২০১৬ সকাল ৮:২৬
মিঃ অলিম্পিক বলেছেন: অকিঁ আপনেতো দেখী আমার চেয়ে এক দান্ডি আগায় গেলেন।।।।।।
ধইন্যা মন্তব্যর জন্য।।।। কবি ভাই.
২৩| ২৬ শে জুন, ২০১৬ ভোর ৬:২৬
কি করি আজ ভেবে না পাই বলেছেন: শায়মা বলেছেন: সংবাদে ভুল আছে। কিরনমালা জামা না । আমি চাইছিলাম অরুন বরুণ কিরনমালা সর্পিনীকন্যা ড্রেস!
যবে থেকে পড়েছি
আপুনির কবলে;
বিষে বিষে নীল আমি
তার মরন ছোবলে।
২৬ শে জুন, ২০১৬ সকাল ৮:৩০
মিঃ অলিম্পিক বলেছেন: স্বামী বেচারা আপনের সাথে একমত না হয়ে যাবে আমি শিওর.
আবারও ধইন্যাবাদ।।
২৪| ২৬ শে জুন, ২০১৬ ভোর ৬:২৯
কি করি আজ ভেবে না পাই বলেছেন: বিজন রয় বলেছেন: এবার রুবেলের পর #ব্লগার_বিজন-রয় কে বিয়ে করতে চান চিত্র নায়িকা নাজনীন আক্তার হ্যাপি ।( স্ক্রীন শট সহ )
বিস্তারিত....
মাপ চাই। ওইটাকে না।
যাক বাবা বাঁচলুম
ছিনু মহা টেনশানে;
মালখানি মন্দনা
আছি আমি পেতে কনে।
২৬ শে জুন, ২০১৬ সকাল ৮:৩৪
মিঃ অলিম্পিক বলেছেন: মনেহল যেন বিজন রয় ভাইয়ের মনের কথাখানি কবিতা আকানে প্রকাশ কনেছেন।।।।
এত্তো বড় ধন্যাবাদ নিয়েন দাদার পক্ষ হতে হে হে হে।।।
২৫| ২৬ শে জুন, ২০১৬ ভোর ৬:৩২
কি করি আজ ভেবে না পাই বলেছেন: জে.এস. সাব্বির বলেছেন: রম্য নিউজে নিজের নাম না পেয়ে আত্মহত্যা করলেন @ব্লগার_জে._এস._সাব্বির
ছি ছি ভায়া অল্পতে
ক্যান কর হারিকিরি?
ভেবেছ কি মোনালিসা
কোথা যাবে তোমা ছাড়ি??
২৬ শে জুন, ২০১৬ সকাল ৯:৩৮
মিঃ অলিম্পিক বলেছেন: নিচ্ছিত সান্তনার বাণীটা পেয়ে আত্মহত্যা থেকে ঘরেফিরলেন সেই যিবক।।।।।
হে হে হে।।
২৬| ২৬ শে জুন, ২০১৬ সকাল ৭:৫৫
ব্লগ সার্চম্যান বলেছেন: নিশ্চিত ১৮ পিলাচ সারা একটি ভালো রম্য হয়েছে ।
২৬ শে জুন, ২০১৬ সকাল ৮:৩৭
মিঃ অলিম্পিক বলেছেন: এত্তোগুলান থেংকু। প্রসংসা পেয়ে ধইন্যা হয়ে গেলাম।।।।।
হে হে হে------
২৭| ২৬ শে জুন, ২০১৬ সকাল ৯:১৪
নীলপরি বলেছেন: দারুন ।
২৬ শে জুন, ২০১৬ সকাল ৯:৪২
মিঃ অলিম্পিক বলেছেন: থেংকু নীলপরির শুভ দৃষ্টি নিক্ষেপ করার জন্য---
আচ্ছা আপনার কাছে কি সেই দন্ডটা কি আচে!!! তাহলে আমার একটা কাজ করি দেবার লাগবো---
২৮| ২৬ শে জুন, ২০১৬ সকাল ৯:২৭
Md Jahed Hasan বলেছেন: হি হি হি....
।।। মজাই ফেলাম ।।।
ব্লগটি লেখার জন্য ধন্যবাদ....!!
২৬ শে জুন, ২০১৬ সকাল ৯:৪৫
মিঃ অলিম্পিক বলেছেন: অাপনাকেউ কষ্ট করে পড়ার জন্য ধন্যবাদ ভাইয়ু।।।।
ভাল থাইকেন সুস্থ থাইকেই, শুভ কামনা।।
২৯| ২৬ শে জুন, ২০১৬ সকাল ১০:৫৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: মজার হয়েছে
২৬ শে জুন, ২০১৬ দুপুর ১২:৩৫
মিঃ অলিম্পিক বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে....
ভাল থাইকেন সুস্থ থাইকেন.....
৩০| ২৬ শে জুন, ২০১৬ দুপুর ১২:২০
হাতুড়ে লেখক বলেছেন: এবার জমজ ছেলের বাপ হলেন বাংলাদেশি তরুণ ব্লগার মিৰ অলিম্পিক! শেষ খবর পাওয়া পর্যন্ত মা ও ছেলে.। ( ভিডিও সহ)
বিস্তারিত......
|
ভাই ছেলেবেটি হই নাই বইলা লিস্ট থেকে বাদ দিয়া দিলেন? এইবার গোপন খবর ফাঁশ কইরা দিলাম। ঠেলা সামলান।
২৬ শে জুন, ২০১৬ দুপুর ১২:৪৩
মিঃ অলিম্পিক বলেছেন: হা হা হা সুন্দর লিখচেন বাউ। তয় শেষ পর্যন্ত সত্য কথা প্রচার করে দিলেন...!!
আরে বাউ মাইন্ড খাইননা। ঘটনা তা না, আরেকটু বড় করার ইচ্ছা ছিল কিন্তু পরে যদি আপরাদের নাম দিলে মাইন্ড খান এই কারনেইতো দিইনাই....।।
আন্তরীক অভিনন্দন ও শুভেচ্ছা নিবেন প্রিয় ব্লগার হাতুড়ে লেখক বাউ।।
৩১| ২৬ শে জুন, ২০১৬ দুপুর ১২:৪৮
হাতুড়ে লেখক বলেছেন: ওইটা জমজ ছেলের মা হবে!! ভুল কইরা বাপ লিখসি! আপনাকেও আন্তরিক সবাইকে এইরম বিনোদিত করার জন্য।
২৬ শে জুন, ২০১৬ দুপুর ১২:৫৪
মিঃ অলিম্পিক বলেছেন: হা হা হা....
তাইলে আমারে পচাঁইতে পারেন নাই, বাঁচ্চা গেচি....
শুভিচ্ছা ও অভিনন্দন...
৩২| ২৬ শে জুন, ২০১৬ দুপুর ১:২৫
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
অনেকদিন পর সত্যিকারে বিনোদন পোস্ট।
২৬ শে জুন, ২০১৬ দুপুর ১:৪১
মিঃ অলিম্পিক বলেছেন: ধন্যবাদ অনুপ্রেরিত হলুম... শুভেচ্ছা ও অভিনন্দন।
৩৩| ২৬ শে জুন, ২০১৬ বিকাল ৩:১২
আলভী রহমান শোভন বলেছেন: হিহিহি ! শায়মাপু, বিজনদা আর সমন্বয় ভাইয়ুর নিউজে বেশি মজা পাইছি।
২৬ শে জুন, ২০১৬ বিকাল ৫:৩৪
মিঃ অলিম্পিক বলেছেন: থেংকু মজাটা উপভোগ করার জন্য, আলভী রহমাানন শোভন ভাই।।
৩৪| ২৬ শে জুন, ২০১৬ বিকাল ৪:২১
জ্যামিতিক লাভ বলেছেন: গাজী ভাইয়েরটা সিরাম হইছে! হাহাহা
২৬ শে জুন, ২০১৬ বিকাল ৫:৩৯
মিঃ অলিম্পিক বলেছেন: সত্য কইতাছেন তো!!! ধন্যবাদ জ্যামিতিক লাভ ভাইয়োকে.।।
৩৫| ২৬ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৫৮
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: হলিউড , বলিউড , টালিউড , ঢালিউডের সকল নায়িকাকে কল্পনায় ভালবেসে বিশ্ব রেকর্ড গড়লেন ব্লগার কাল্পনিক_ ভালবাসা ।
সাউনড লেস অডিও দেখতে ক্লিক করুন এই লিংকে - Click This Link
২৭ শে জুন, ২০১৬ সকাল ৯:৫৬
মিঃ অলিম্পিক বলেছেন: প আপনারটাও সুন্দর হই। অভিনন্দন ও শুভেচ্ছা জানিবেন।
৩৬| ২৭ শে জুন, ২০১৬ দুপুর ১২:০৭
আরণ্যক রাখাল বলেছেন: মহা সমন্বয়!!!!
রেকর্ড অফ দ্যা রেকর্ডস!!!!!
২৭ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৪৮
মিঃ অলিম্পিক বলেছেন: যাওগ্গা অবশেষে আপনারে আমার ওয়ালে পাওয়া গেল.....!!!
অনেক অনেক শুভেচ্ছা....
©somewhere in net ltd.
১|
২৫ শে জুন, ২০১৬ বিকাল ৪:১৯
চাঁদগাজী বলেছেন:
মনে হচ্ছে, এগুলো ঘটবে