নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্রোতের বিপরীতে একজন........।\n\nকাছে যতই যান, দূরত্ব রাখুন।\nদূরত্ব কমতে কমতে শূন্য হওয়ার অপর নামই সংঘর্ষ

মিঃ অলিম্পিক

অকৃতী অধম জেনেও তো তুমি কম করে কিছু দাওনি....

মিঃ অলিম্পিক › বিস্তারিত পোস্টঃ

হিটলার বলেছেন- যুদ্ধ কর,প্রেম কর না... :( B:-)

০১ লা জুলাই, ২০১৬ সকাল ১১:৪০

হিটলার ছোট বেলায় তার খেলার সাথীদের বলতেন তোমরা যদি আমাকে প্রেসিডেন্ট বলে স্লোগান দাও তাহলে আমি তোমাদের মিষ্টি খাওয়াব। হিটলারের বন্ধুরা তখন হিটলারকে প্রেসিডেন্ট বলে স্লোগান দিতে লাগল। হিটলার সবাইকে মিষ্টির দোকানে নিয়ে গেলেন,সবাইকে মিষ্টি খাওয়ালেন।
কিন্তু দোকানদার যখন মিষ্টির বিল চাইলেন তখন হিটলার বললেন - দেখেন না ? ওরা আমার নামে স্লোগান দিচ্ছে,আমি এই দেশের প্রেসিডেন্ট ! প্রেসিডেন্টের মিষ্টির বিল দেয়া লাগেনা।
হিটলার পরে যখন জার্মানির প্রেসিডেন্ট হয়ে ছিলেন তখন এক সাংবাদিক প্রশ্ন করেছিলেন- প্রেসিডেন্ট হিসেবে আপনার প্রথম কাজ কি?
তখন হিটলার হাসতে হাসতে বলেছিলেন- সর্ব প্রথম কাজ হচ্ছে সেই মিষ্টির দোকানের বিল পরিশোধ করা যে দোকানের মিষ্টি খেয়ে ছোট বেলায় আমি বিল না দিয়ে চলে এসেছিলাম।
হিটলার ১৯১৪ সালে বিশ্ব যুদ্ধে সৈনিক হিসেবে যোগ দেন। এর পর তিনি লেবার পার্টিতে যোগ দেন,১ বছরের মাথায় তিনি মেধার জোরে লেবার পার্টির প্রধান হন। পরে এই লেবার পার্টির নাম পরিবর্তন করে নাত্সি পার্টি রাখা হয়। হিটলার লেবার পার্টির প্রধান হলে এই দলের জনপ্রিয়তা বাড়তে থাকে,লেবার পার্টির বিরোধীরা হিটলারকে এ জন্য জেল খাটায়, ১ বছর পর তিনি জেল থেকে বেরিয়ে আসেন। তিনি রাস্তায় রাস্তায় দাড়িয়ে ভাষন দিতেন, এই ভাষন মানুষ মন্ত্র মুগ্ধ হয়ে শুনত,ঘন্টার পর ঘন্টা হিটলার ভাষন দিতেন কিন্তু মানুষের কাছে মনে হতো এই বুজি ১ মিনিট হল।
হিটলারের জনপ্রিয়তা সারা দেশে ছড়িয়ে পড়ল। হিটলার স্ব্প্ন দেখালেন পুরো পৃথিবী শাসন করবে জার্মান।
হিটলার সাধারন সৈন্য থেকে হয়ে গেলেন জার্মানির প্রেসিডেন্ট।
হিটলার বিখ্যাত হয়েছিলেন ৬০ লক্ষ ইহুদী মেরে। কিন্তু হিটলার এক ইহুদীকে কাছে পেয়েও হত্যা করেনি। সে হল হিটলার পরিবারের পারিবারিক ডাক্তার,যিনি হিটলারের বাবা মারা গেলে হিটলার পরিবার থেকে কোন চিকিত্সার ফি নিতেন না। হিটলার এ জন্য এই ইহুদীকে পবিত্র ইহুদী খেতাব দেন।
টাইটানিক জাহাজের মৃত্যু যেমন বরফের আগাতে হয় তেমনি হিটলারের মুল শক্তির মৃত্যু এই বরফের কারনে হয়।
হিটলার যখন রাশিয়া আক্রমন করে তখন জানতেন না রাশিয়ায় রাত হলে তাপমাত্রা হিমাংকের নিচে চলে আসে।
রাশিয়া আক্রমন করতে গিতে হিটলারের লক্ষ সৈন্য তুষারপাতে মৃত্যু বরন করেন।
হয় তো আজ ইতিহাস অন্যভাবে লেখা হত,হিটলার হতেন পৃথিবীর শ্রেষ্ঠ বীর।
হিটলার কিলিং মেশিং হলেও হিটলারের জীবনে প্রেম এসেছিল। লাইলি মজনু,রোমিও জুলিয়েটের সাথে হিটলার ইভা ব্রাউনের নাম উচ্চারিত হয়।
পারিবারিক সমস্যা ও বাধার কারনে হিটলের দীর্ঘ জীবনের প্রেম বিয়েতে পৌছায়নি। কিন্তু মৃত্যুর দু- এক ঘন্টা আগে তাদের বিয়ে হয় ।সোভিয়েত বাহিনী যখন হিটলারকে ঘিরে ফেলে তখন হিটলার সিদ্ধান্ত নেন তিনি ধরা দিবেন না,আত্নহত্যা করবেন। তিনি ইভাকে পালিয়ে যেতে বলেন,কিন্তু ইভা তার ভালবাসার মানুষকে ছেড়ে যেতে রাজি হয় না। হিটলার বাংকারে বসে নিজের মাথায় নিজে গুলি করে।ইভা বিষ পান করে ভালবাসার মানুষের চলে যাওয়া পথ অনুসরন করেন।
হিটলার ছিলেন লৌহ মানব,কিলিং মেশিন,একজন যোদ্ধা,একজন প্রেমিক।
হিটলার প্রেম ও যুদ্ধ দুটো নিয়েই খেলেছেন। তাই এ দুটো সম্পর্কে হিটলারের চেয়ে বেশি কেউ জানে না। তাই হিটলার বলেছেন- যুদ্ধ কর,প্রেম কর না। কারন যুদ্ধ করলে হয় তুমি বাঁচবে না হয় তুমি মরবে। কিন্তু প্রেম করলে তুমি না পারবে বাঁচতে না পারবে মরতে...!!
( দুটো সংশোধন আছে লেখাটিতে। হিটলার জেল খেটেছিলেন নয় মাস। আর হিটলারের প্রথম প্রেম ছিল তার দূর সর্ম্পকের ভাগ্নি গেলি। যে হিটলারের ভালবাসার অত্যাচারে আত্বহত্যা করে।)

মন্তব্য ৩০ টি রেটিং +১/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ০১ লা জুলাই, ২০১৬ সকাল ১১:৫০

সুমন কর বলেছেন: অনেক কিছু জানতে পারলাম।

০১ লা জুলাই, ২০১৬ দুপুর ১২:০৬

মিঃ অলিম্পিক বলেছেন: thanks কষ্টকরে পড়ার জন্য, শুভেচ্ছা আর শুভকামনা রইলো সুমন কর ভই।

২| ০১ লা জুলাই, ২০১৬ দুপুর ১২:০০

আর. এন. রাজু বলেছেন: আগে জানতাম না ভাই, জানালেন। এজন্য অসংখ্য ধন্যবাদ।

আর Sketch টা ভাই আমার এখান থেকে নিয়েছেন তাইনা।

০১ লা জুলাই, ২০১৬ দুপুর ১২:১২

মিঃ অলিম্পিক বলেছেন: ধন্যবাদ মন্তব্যর জন্য। কষ্টকরে পড়ার জন্য ধন্যবাদ।

জ্বী ভাই sketch টা আপনার থেকেই নেওয়া। প্রিজ মাইন্ড খাইয়েন না, সুন্দর লাগলোতো তাই নিলাম। না বলে নিলামতো কিছু মনে কইরেন না, কিমুন #আর.এন.রাজু বাউ??

৩| ০১ লা জুলাই, ২০১৬ দুপুর ১২:০৮

রায়হানুল এফ রাজ বলেছেন: যুদ্ধ কর,প্রেম কর না। কারন যুদ্ধ করলে হয় তুমি বাঁচবে না হয় তুমি মরবে। কিন্তু প্রেম করলে তুমি না পারবে বাঁচতে না পারবে মরতে...!!
--- খুবই সুন্দর দর্শন।

০১ লা জুলাই, ২০১৬ দুপুর ১২:২২

মিঃ অলিম্পিক বলেছেন: thanks কষ্টকরে
পড়ার জন্য, শুভেচ্ছা আর শুভকামনা রইলো
সুমন কর ভই।

৪| ০১ লা জুলাই, ২০১৬ দুপুর ১২:১৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: যুদ্ধ কর,প্রেম কর না। কারন যুদ্ধ করলে হয় তুমি বাঁচবে না হয় তুমি মরবে। কিন্তু প্রেম করলে তুমি না পারবে বাঁচতে না পারবে মরতে...!!

চরম সত্য.. :)

০১ লা জুলাই, ২০১৬ দুপুর ১২:২৪

মিঃ অলিম্পিক বলেছেন: আমিও আপনার সাথে একমত, উনি সত্য কথাই বলেছেন #বিদ্রোহী ভৃগু ভাই।

৫| ০১ লা জুলাই, ২০১৬ দুপুর ১২:১৮

মহা সমন্বয় বলেছেন: কিন্তু প্রেম করলে তুমি না পারবে বাঁচতে না পারবে মরতে...!! :-P =p~

হিটলার ঠিক কয়েছেন, হিটালারের এই মহাবাণীটি ফ্রেমে বাঁধিয়ে রাখতে হবে। :)

০১ লা জুলাই, ২০১৬ দুপুর ১২:২৭

মিঃ অলিম্পিক বলেছেন: আরে এই যে দেহী আমার পোস্টের সেই আশ্চর্য যুবক #মহা সমণ্ববয় ভাইয়ো! ভালো আছেন!! রোজা কি, আল্লাহর রহমতে সবড়ি আচেন এহেনো...??

৬| ০১ লা জুলাই, ২০১৬ দুপুর ১২:৪৬

অতৃপ্তচোখ বলেছেন: হিটলার' সম্পর্কে জানার কিছু কৌতূহল আগ্রহ ছিল। জানতে পারলাম অল্পের মধ্যেই অনেক কিছু।

লেখককে অসংখ্য ধন্যবাদ। শুভ হোক আপনার পথচলা

০১ লা জুলাই, ২০১৬ দুপুর ২:১০

মিঃ অলিম্পিক বলেছেন: ধন্যবাদ শুভকামনার জন্য।
আপনার জন্য রইলো অসংখ্যা শুভেচ্ছা ও অভিনন্দন অতৃপ্তচোখ ভাইজান।

৭| ০১ লা জুলাই, ২০১৬ দুপুর ২:১৬

আব্দুল্লাহ তুহিন বলেছেন: হিটলারের প্রত্যেকটা উক্তিই আমার ভালো লাগে!! :-)

ধন্যবাদ আপনাকে, লিখাটা শেয়ার করার জন্যে!

০১ লা জুলাই, ২০১৬ বিকাল ৪:০৮

মিঃ অলিম্পিক বলেছেন: আপনাকেউ ধন্যবাদ আব্দুল্লাহ তুহিন ভাই।

৮| ০১ লা জুলাই, ২০১৬ দুপুর ২:৩১

দ্যা প্রোক্রাস্টিনেটর বলেছেন: কিন্তু প্রেম করলে তুমি না পারবে বাঁচতে না পারবে মরতে.
এটাই হল আসল কথা যেটা সবাই প্রেম করার পর বোঝে

০১ লা জুলাই, ২০১৬ বিকাল ৪:১২

মিঃ অলিম্পিক বলেছেন: কেন সবাই আগে বুঝে না, বুঝলাম না....

৯| ০১ লা জুলাই, ২০১৬ দুপুর ২:৪৭

সিগনেচার নসিব বলেছেন: অনেক কিছুই জানলাম

০১ লা জুলাই, ২০১৬ বিকাল ৪:১৪

মিঃ অলিম্পিক বলেছেন: ধন্যবাদ সুন্দর একটা মন্তব্যর জন্য।

১০| ০১ লা জুলাই, ২০১৬ বিকাল ৩:৫৪

কল্লোল পথিক বলেছেন:






যুদ্ধ কর প্রেম কর না!
সুন্দর কথা।
দারুন পোস্ট।

০১ লা জুলাই, ২০১৬ বিকাল ৪:১৮

মিঃ অলিম্পিক বলেছেন: স্বাগতম কল্লোল পথিক ভাইকে আমার প্রোপাইলে.....

১১| ০১ লা জুলাই, ২০১৬ বিকাল ৫:৩৬

আরণ্যক রাখাল বলেছেন: যে ভালবাসতে পারে সে কেমনে ৬০ লাখ মারে বুঝতে পারি না।
ওর ভালবাসা ছিল বলে মনে হয় না। ও একটক ঘৃণ্য মানুষ

০২ রা জুলাই, ২০১৬ সকাল ১১:০০

মিঃ অলিম্পিক বলেছেন: ঘৃণ্য মানুষ হওয়ার কারণেইতো ইতিহাস এখনো হিটলারকে বাচিঁয়ে রেখেচে।
হতেপারে একজন কিলার কিন্তু প্রেম ভালবাসা ওনার জীবনেও ছিল এবং এসেছেও....

১২| ০১ লা জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:২৮

রূপক বিধৌত সাধু বলেছেন: ইভাকে সত্যিকার অর্থেই ভালোবেসেছিলেন হিটলার । আরও একজন ইহুদি কন্যাকেও ভালোবেসেছিলেন ।

০১ লা জুলাই, ২০১৬ রাত ৮:৫৬

মিঃ অলিম্পিক বলেছেন: হুম ইতিহাস এমনটাই বলে....

১৩| ০১ লা জুলাই, ২০১৬ রাত ৮:৪৬

দ্যা প্রোক্রাস্টিনেটর বলেছেন: কারণ আগে বুঝলে পৃথিবীতে কেবল যুদ্ধই হত B-) ......................

০১ লা জুলাই, ২০১৬ রাত ৯:০৫

মিঃ অলিম্পিক বলেছেন: হা হা হা....
হাসালেন বাউ....
ধন্যবাদ সুন্দুর একটা মন্তব্যর জন্য।।

১৪| ০২ রা জুলাই, ২০১৬ ভোর ৪:৩৪

গায়েন রইসউদ্দিন বলেছেন: ধন্যবাদ লেখককে, হিটলারের সম্পর্কে অজানা কিছু তথ্য পরিবেশন করার জন্য!

০২ রা জুলাই, ২০১৬ সকাল ১১:২৮

মিঃ অলিম্পিক বলেছেন: আপনাকেউ ধন্যবাদ কষ্টকরে পড়ার জন্য....
অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন গায়েন নইসদ্দিন

১৫| ০২ রা জুলাই, ২০১৬ ভোর ৪:৪৪

গায়েন রইসউদ্দিন বলেছেন: লেখককে প্রশ্ন-- পারিবারিক বাধার কারণে হিটলারের প্রেম, বিয়েতে পৌঁছয় নি, নাকি হিটলারের আঙ্গিক বা কোনও দৈহিক সমস্যার কারণে প্রেমেে পূর্ণতা আসে নি?

১৬| ০২ রা জুলাই, ২০১৬ সকাল ১০:৪২

মো: অাজগর আলী বলেছেন: হিটলারের ইতিহাস জনালাম ভালো লাগলো?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.