নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্রোতের বিপরীতে একজন........।\n\nকাছে যতই যান, দূরত্ব রাখুন।\nদূরত্ব কমতে কমতে শূন্য হওয়ার অপর নামই সংঘর্ষ

মিঃ অলিম্পিক

অকৃতী অধম জেনেও তো তুমি কম করে কিছু দাওনি....

মিঃ অলিম্পিক › বিস্তারিত পোস্টঃ

ছোটবেলার কিছু ভাবনা..!! দেখুনতো আপনার সাথে মিলে নাকি...!!?? =p~ =p~ :`>

০৪ ঠা জুলাই, ২০১৬ রাত ১০:৪৩

ছোট বেলার কিছু জিনিস আমাদের
সকলেরই মিলে যায়:
:::::::
♡ হাতগুলো জামার মধ্যে ঢুকিয়ে
নিয়ে বলতাম,
আমার হাত নেই।
:
♡ ভাবতাম আমি যেখানে যাচ্ছি,
চাঁদটা ও
আমার সঙ্গে সঙ্গে যাচ্ছে।
:
♡ সুইচের দুদিকে আঙুল চেপে অন্-অফ এর
মাঝামাঝি ব্যালেন্স করার চেষ্টা
করতাম।
:
♡ দু -ফোটা জল ফেলে রেস করাতাম,
কোনটা গড়িয়ে আগে নীচে পড়ে।
:
♡ বৃষ্টি হলে ছাতা না নিয়ে কচু বা
কলাপাতা মাথায় দিয়ে বলতাম, দেখ
জল গায়ে
লাগছে না।
:
♡ তখন আমাদের শুধু একটা জিনিসের
খেয়াল রাখার দায়িত্ব ছিল, সেটা
হল স্কুলব্যাগ।
:
♡ ফলের দানা খেয়ে ফেললে
দুশ্চিন্তা করতাম,
পেটের মধ্যে এবার গাছ হবে।
:
♡ ঘরের মধ্যে ছুটে যেতাম,তারপর কি
দরকার ভুলে যেতাম৷ঘর থেকে
বেরিয়ে আসার পর
মনে পড়ত।
:
♡ রোযা না রাখলেও সেহরি খাওয়ার
জন্য উঠতাম। ডাক
না দিলে সকালে উঠে কান্নাকাটি
করতাম।
:
♡ দিনে দুইটা করে রোযা রাখতাম
ভেঙ্গে ভেঙ্গে।
:
♡ স্কুলে গিয়ে কে কে রোজা আছে তা
জিজ্ঞেস
করতাম।
:
♡ বন্ধু এবারের রোজা বেশি রাখছে
এই
টেনশন এ শুধু ভাবতাম কালকে যেন ও
রোজা না থাকে।
:
♡ সারাদিন রোজা রেখে যখন
বিকেলে ভুল করে কিছু খেয়ে
ফেলতাম
তখন বাবা মা বলতো, সমসসা নাই ভুল
করে খেলে কিছু হয় না।
:
♡ ইফতারের টেবিলে সবার
আগে গিয়ে বসতাম।
:
♡ ইফতারের টেবিলে বসে মুখ
দিয়ে সাইরেনের আওয়াজ বের করতাম।
:
♡ ঈদের কাপড় লুকিয়ে রাখতাম। কাপড়
কেউ দেখে ফেললে ঈদ এর মজাই নষ্ট
হয়ে যেত।
:
♡ নতুন জুতা কিনে বিছানার
উপরে হাঁটতাম।
::::::
♡ মনে আছে? যখন আমরা ছোট ছিলাম
তখন
ধৈর্য্য সহ্য হতনা যে কবে বড় হব, আর এখন
মনে করি, কেন যে বড় হলাম ।
.......
.......
♥ নতুন বানান পড়তে শিখে,যেখানে যা লেখা
পেতাম বানান শুরু করে দিতাম।রাস্তার
সাইনবোর্ড থেকে শুরু করে কাগজের ঠোঙ্গা কিছু বাদ
যেত না।
:
রাত্রি ভেলা কবরস্থান কিংবা শশ্মান ঘাট দিয়ে যাওয়ার সময় ভয়ে উচ্চ স্বরে গান গাইতাম। জেন ভূত-পেত্নীরা না দাওয়া করে...
.......
.......

♥ছোট ভাই
বোনদের সাথে বালিশ ছুড়াছুড়ি
খেলতাম, তারপর আলমারীর পেছনে, খাটের
নীচে লুকিয়ে থাকতাম।
:
নতুন করে লিখতে শিখার পর বাড়ির ওয়াল কিংবা আয়না এবং ঘরের মেঝ সব জায়গায় ভাই বোনদের নাম লিখে রাখতাম।

আপনাদের কিছু মনে পড়লে কমেন্ট অপশন
তো আছেই।

মন্তব্য ২৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জুলাই, ২০১৬ রাত ১০:৫৬

খায়রুল আহসান বলেছেন: অনেক কিছুই কমন পড়েছে। ভালো লাগলো।

০৪ ঠা জুলাই, ২০১৬ রাত ১১:৩৩

মিঃ অলিম্পিক বলেছেন: ধন্যবাদ খাইরুল আহসান ভাই, সুন্দর একটা মন্তব্যর জন্য....

২| ০৪ ঠা জুলাই, ২০১৬ রাত ১০:৫৭

ক্লে ডল বলেছেন: অনেক কিছুই মিলে গেল।

নতুন বান

০৪ ঠা জুলাই, ২০১৬ রাত ১১:৩৫

মিঃ অলিম্পিক বলেছেন: থেংকু ভাউ ক্লে ডল বাউ, সহমত পোষন করার জন্য...

৩| ০৪ ঠা জুলাই, ২০১৬ রাত ১১:০০

জুয়াড়ি বলেছেন: ♡ নতুন জুতা কিনে বিছানার
উপরে হাঁটতাম।

০৪ ঠা জুলাই, ২০১৬ রাত ১১:৪২

মিঃ অলিম্পিক বলেছেন: হুম সেই এক উদ্ভুদ অনুভূতি, সত্যই এখনো মিস করি---
মন্তব্যর জন্য ধইন্যা---

৪| ০৪ ঠা জুলাই, ২০১৬ রাত ১১:০০

জুয়াড়ি বলেছেন: ধৈর্য্য সহ্য হতনা যে কবে বড় হব, আর এখন
মনে করি, কেন যে বড় হলাম !

০৫ ই জুলাই, ২০১৬ সকাল ১১:০৩

মিঃ অলিম্পিক বলেছেন: হুম আপচুস, কেন যে বড় হইলাম!!

৫| ০৪ ঠা জুলাই, ২০১৬ রাত ১১:০০

ক্লে ডল বলেছেন: অনেক কিছুই মিলে গেল।

নতুন বানান পড়তে শিখে,যেখানে যা লেখা পেতাম বানান শুরু করে দিতাম।রাস্তার সাইনবোর্ড থেকে শুরু করে কাগজের ঠোঙ্গা কিছু বাদ যেত না।

০৪ ঠা জুলাই, ২০১৬ রাত ১১:৪৪

মিঃ অলিম্পিক বলেছেন: ক্লে ডল ভাই আপনার এটা বসাই দিলাম। কষ্ট করে লিখার জন্য ধইন্য্

৬| ০৪ ঠা জুলাই, ২০১৬ রাত ১১:২৫

সুমন কর বলেছেন: হুম !! কেন যে বড় হলাম !

০৫ ই জুলাই, ২০১৬ দুপুর ১২:৩০

মিঃ অলিম্পিক বলেছেন: T^TT^T

৭| ০৫ ই জুলাই, ২০১৬ রাত ২:২৪

সবুজ আমস্ট্রং বলেছেন:


-



বাসার দেওয়াল লেইখ্যা ভড়ায়া ফেলতেন না?
সুইচ টিপতে যায়া শক খাইছিলাম, এরপর ভাল হয়ে গেসিলাম।

০৫ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:২৩

মিঃ অলিম্পিক বলেছেন: ঠিক তাই। আপনার এইড়াও এ্যাড় করে দিলাম....

৮| ০৫ ই জুলাই, ২০১৬ রাত ২:৩৮

মোহাম্মদ গোফরান বলেছেন: ছোট ভাই বোনদের সাথে বালিশ ছুড়াছুড়ি খেলতেন না? আলমিরার পেছনে খাটের নীচে লুকিয়ে থাকতেন না?

০৫ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:২৫

মিঃ অলিম্পিক বলেছেন: হুম বাউ, একদম ঠিক কইচেন। এইড়াও এ্যড় করে দিলুম....

৯| ০৫ ই জুলাই, ২০১৬ রাত ৩:০৬

আওলাদ খান মুন্না বলেছেন: অনেক কিছু মনে পরে গেলো

০৫ ই জুলাই, ২০১৬ দুপুর ১:৩৬

মিঃ অলিম্পিক বলেছেন: হুম এটি প্রায় সকলের কমন হবার কথা...
মন্তব্যর জন্য ধন্যবাদ।

১০| ০৫ ই জুলাই, ২০১৬ সকাল ১১:২৩

আহলান বলেছেন: হাচাই কইছেন ....

০৫ ই জুলাই, ২০১৬ দুপুর ১:৩৪

মিঃ অলিম্পিক বলেছেন: মন্তব্যর জন্য ধইন্যা....

১১| ০৫ ই জুলাই, ২০১৬ সকাল ১১:২৯

শায়মা বলেছেন: ছোট ভেলা লিখেছো কেনো?

ছোটবেলায় কি ভেলায় ভেসে বেড়াতে ভাইয়ামনি?


শিঘরী ঠিক করে নাও......

০৫ ই জুলাই, ২০১৬ সকাল ১১:৪৭

মিঃ অলিম্পিক বলেছেন: থেংকু আপু। ঠিক করে দিলুম।।।।

১২| ০৬ ই জুলাই, ২০১৬ রাত ১২:০৪

মহা সমন্বয় বলেছেন: অনেক কিছু মনে পড়ে গেল :( প্রায় সবগুলোই মিল্লা গসে =p~

এই কাম কয়জনে করছেন? :P

১৯ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:৪৭

মিঃ অলিম্পিক বলেছেন: নারে ভাই আমি নাক চুয়ে কচ্চি, আমি কক্খনো এইকাজ করি নাই। তয় মনে হয় এইড়া আপনার কা.....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.