![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অকৃতী অধম জেনেও তো তুমি কম করে কিছু দাওনি....
প্রিয় ,
শাশুড়ি আম্মা
পত্রের প্রথমেই আমার সালাম গ্রহণ করবেন।
.
.
আশা করি ভালো আছেন! আমিও ভালোই ইক্টু ইক্টু
.
.
বেশি বেশি ভালো থাকার জন্য আপনার সহজ সরল খরগোসের বাচ্চার মতো কিউত ছেলেটাকে আমার চাই।
.
ভোরবেলায় হাঁটতে নিয়ে যাওয়ার জন্য হলেও আপনার ছেলেকে চাই।
.
ভরদুপুরে বাসায় ফেরার সময় এক প্যাকেট চিপ্স কিনে দেওয়ার জন্য হলেও আপনার ছেলেকে চাই!
.
সন্ধ্যায় ঝুম বৃষ্টিতে হাত ধরে ভেজার জন্য হলেও আপনার ছেলেকে চাই!
.
মাঝরাতে ঘুম ভেঙে হঠাৎ আইসক্রিম কিনে দেওয়ার বায়না করার জন্য হলেও আপনার ছেলেকে চাই।
.
আমার প্রচন্ড মেজাজ খারাপের সময় ধরে চড় থাপ্পড় দেওয়ার জন্য হলেও আপনার ছেলেকে চাই।
.
কন্ট্রোল করতে না পারা রাগটা যখন অভিমানে পরিনত হয়ে চোখ দিয়ে বের হয়ে গাল বেয়ে নিচে গড়িয়ে পড়বে তখন আমার কপালে চুমু দিয়ে চোখ মুছে দেওয়ার জন্য হলেও আপনার ছেলেকেই চাই।
.
অকারন মন খারাপের সময় ফুপিয়ে ফুপিয়ে কাঁদার সময় জোর করে বুকে টেনে নেওয়ার জন্য হলেও আপনার ছেলেকে চাই।
.
যেদিন শাড়ি পড়ে সাজুগুজু করবো ওইদিন ঘরের সব কাজ করানোর জন্য হলেও আপনার ছেলেকে চাই।
.
রোজ রাতে চুলে তেল দিয়ে বিনুনি করে দেওয়ার জন্য হলেও আপনার ছেলেকে চাই।
.
রান্নাঘর থেকে ঘেমে একাকার হয়ে বের হওয়ার পরে ফুউউ দেওয়ার জন্য হলেও আপনার ছেলেকে চাই।
.
একটা পাগল পাগল জীবন কাটানোর জন্য হলেও আপনার ছেলেকে চাই!
.
একটা পাগল পাগল জীবন কাটিয়ে বুড়ো হয়ে হসপিটালের একিই কেবিনে একিই বেডে আপনার ছেলের বুকে মাথা রেখে মরে যাওয়ার জন্য আপনার ছেলেকে খুব করে চাই!!
.
ভালোয় ভালোয় ছেলেকে দিলে ভালো নাহয় বাসায় এসে কলার ধরে তুলে নিয়ে আসবো!
.
ইতি
আপনার স্নেহের বউমা।
১২ ই জুলাই, ২০১৬ রাত ১২:০২
মিঃ অলিম্পিক বলেছেন: অনুপ্রেরিত হলাম। ধন্যবাদ ভাই, ভালো থাকেন,সুস্থ থাইকেন।।।।
২| ১১ ই জুলাই, ২০১৬ রাত ১১:১১
সামু পাগলা০০৭ বলেছেন: এটা আমি কি পড়লাম? ভীষন সরল ও সুন্দর। হাসিও পেল ভীষন।
হুম বাস্তব জীবনে এপ্লাই করব সুযোগ পেলে।
শেয়ার করার জন্যে ধন্যবাদ।
শুভকামনা।
১২ ই জুলাই, ২০১৬ দুপুর ২:৩৩
মিঃ অলিম্পিক বলেছেন: হুম, ট্রাড়াই করে দেইখেন। কাজে লাগতে পারে।।।
ধন্যবাদ প্রিয় ব্লগার আপু, সুন্দর একটা মন্তব্যর জন্য।
আপনার জন্য রইলো এত্তোগুলি শুভকামনা____
আশাকরি প্রবাসী জীবন ভালোই কাটতেছে___
৩| ১২ ই জুলাই, ২০১৬ রাত ১২:০৪
মোহাম্মদ গোফরান বলেছেন: আমি আমার শ্বাশুড়ি আম্মাকে আজকেই এরকম একটা চিঠি লিখবো | অনেক ধন্যবাদ পোস্টের জন্য।
ঈদ মোবারক।
১২ ই জুলাই, ২০১৬ বিকাল ৩:০৪
মিঃ অলিম্পিক বলেছেন: ধন্যবাদ ভাই সুন্দর একটা মন্তব্যর জন্য----
ঈদ মোবারক, ভালো থাইকেন-সুস্থ থাইকেন।।।।
৪| ১২ ই জুলাই, ২০১৬ রাত ১২:১১
আরণ্যক রাখাল বলেছেন: আমার মাকে কেউ এমন চিঠি লিখলে, আম্মা আমারে দিয়া দিবে।
আফসুস এই চিঠি কেউ দিল না।
১২ ই জুলাই, ২০১৬ বিকাল ৫:৫৯
মিঃ অলিম্পিক বলেছেন: হা হা হা ---দারুন একটা কথা কইলেন ভাউ।
আপনার মায় আপনারে বুঝি অন্যর হাতে তুলে দিলেই বাইচা যায়।।।।
পুরাই মখা হয়ে গেলুম।।।
মন্তব্যর জন্য ধনিয়াবাদ---
৫| ১২ ই জুলাই, ২০১৬ দুপুর ২:৫৯
কল্লোল পথিক বলেছেন:
দারুণ লিখেছেন।
মজা পেলাম।
১২ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:০২
মিঃ অলিম্পিক বলেছেন: প্রিয় ব্লগার কল্লোর পথিক ভাই। মন্তব্যর জন্য ধন্যবাদ---
ভালো থাইকেন সুস্থ থাইকেন----
৬| ১২ ই জুলাই, ২০১৬ রাত ৯:৪৩
প্রামানিক বলেছেন: কথাগুলো দারুণ। ধন্যবাদ
১৩ ই জুলাই, ২০১৬ বিকাল ৩:৪১
মিঃ অলিম্পিক বলেছেন: ধন্যবাদ প্রিয় ব্লগার প্রমানিক ভাই। আশাকরি আল্লাহর রহমতে ভালোই আছেন।।।।
©somewhere in net ltd.
১|
১১ ই জুলাই, ২০১৬ রাত ১০:৫২
সুব্রত দত্ত বলেছেন: পুরোটাই দারুণ। শেষ লাইন... মাশাল্লাহ। চালিয়ে যান ভাই।