![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অকৃতী অধম জেনেও তো তুমি কম করে কিছু দাওনি....
ক্রিস্টিন চাবাক : ১৯৭৪ সালে ফ্লোরিডার একটি টক শো-এর হোস্ট ক্রিস্টিন লাইভ টেলিভিশন শো-তে আত্মহত্যা করেন। তিনি বলেন, ‘চ্যানেল ফরটিতে আপনারা রক্তারক্তি আর সাহসিকতার লেটেস্ট ঘটনাগুলোই দেখে থাকেন... আর এবার আপনারা দেখুন ক্যামেরার সামনে প্রথমবার- আত্মহত্যার প্রচেষ্টা।’ বলে রিভলবার বের করে নিজের কানের পিছনে তিনি গুলি চালিয়ে দেন।
.
জর্জ ডব্লিউ বার্লে : ১৮৭৪ সালে একটি ভাষণ দেওয়ার আগেই বার্লে ঘোষণা করেছিলেন, ভাষণ শেষ করে তিনি আত্মহত্যা করবেন। শিকাগোর থর্নটন হলে সেই বক্তৃতা শেষ হওয়ার পরে দর্শকে ভর্তি একটি অডিটোরিয়ামে স্টেজের উপর দাঁড়িয়ে তিনি নিজের মাথায় গুলি করেন। তার ঘিলু ছিটকে পড়ে স্টেজে।
.
জর্জ টাওলার : ১৮৫৪ সালে একটি ইস্পাত কারখানায় গিয়ে ৫০ টন গলানো ইস্পাতের মধ্যে ঝাঁপ দেন। তার শিরদাঁড়ার সামান্য অংশ ছাড়া আর কিছু অবশিষ্ট থাকেনি শরীরের।
.
জ্বলন্ত আগ্নেয়গিরিতে ঝাঁপ : ১৯৩৬ সালে জাপানের মাউন্ট মিহারা আগ্নেয়গিরিতে ঝাঁপ দিয়েছিলেন প্রায় ৬০০ জন। বলা বাহুল্য, তারা কেউই বাঁচেননি।
.
জর্জ পার্কস : ১৮৭৭ সালে জর্জ পার্কস একটি চলন্ত স্টিমরোলারের সামনে দাঁড়িয়ে বলেন, ‘এই রোলার যেখানে যাবে, আমিও সেখানে যাব।’ বলে ঝাঁপ দেন রোলারটির চাকার সামনে। চেপ্টে যাওয়া একটি দেহ ছাড়া আর কিছু অবশিষ্ট থাকেনি তার।
.
জেরাল্ড মেলিন : ব্যবসায়ী জেরাল্ডকে ছেড়ে গিয়েছিলেন তার স্ত্রী। সেই শোক ভুলতে জেরাল্ড একটি লম্বা দড়ির একটি প্রান্ত পেঁচিয়ে নেন নিজের গলায়, অন্য প্রান্তটি বেঁধে দেন একটি গাছের ডালে। তারপর নিজের গাড়িতে উঠে তীব্র গতিতে চালিয়ে দেন গাড়িটি। তার মুণ্ডটি ধড় থেকে আলাদা হয়ে যায়।
.
রিচার্ড সামনার : ২০০২ সালে শিল্পী এবং স্কিজোফ্রেনিয়া রোগী রিচার্ড একটি নির্জন অরণ্যে গিয়ে একটি গাছের সঙ্গে নিজেকে হাতকড়া দিয়ে আবদ্ধ করে ফেলেন। তিন বছর পরে তার মৃতদেহ আবিষ্কৃত হয়। তার কব্জিতে আঁচড়ের দাগ ছিল। অর্থাৎ পরে নিজের মত পরিবর্তন করে সম্ভবত নিজেকে মুক্ত করার চেষ্টা করেছিলেন রিচার্ড। কিন্তু লাভ হয়নি।
.
নর্ডিন বিন মনটং : ২০১২ সালে মনটং একটি চিড়িয়াখানায় তিনটি সাদা বাঘ সমন্বিত একটি খাঁচার ভিতর ঢুকে বাঘগুলিকে উত্যক্ত করতে শুরু করেন। কিছুক্ষণের মধ্যেই বাঘগুলি তার দেহ ছিন্নভিন্ন করে ফেলে।
.
জর্জ বার্কার : ২৩ ডিসেম্বর ১৮৫৬-এ জর্জ একটি লোহার শিক গনগনে গরম করে ঢুকিয়ে দেন নিজের মুখ দিয়ে গলার মধ্যে। তার অন্ত্র ও অন্ননালী ভস্মে পরিণত হয়।
.
ফেলিক্স বরো : ১৯২২ সালে ফেলিক্স শান্তভাবে একটি ডিনামাইট স্টিক রেখে দেন নিজের টুপির নীচে। মুহূর্তের মধ্যেই বিস্ফোরণে ছিন্নবিচ্ছিন্ন হয়ে যায় তার দেহ।
(ছবি ইন্টারনেট)
২৬ শে আগস্ট, ২০১৬ সকাল ১১:২২
মিঃ অলিম্পিক বলেছেন: হুম একদম সত্য..!!
মন্তব্যর জন্য ধন্যবাদ প্রিয় ব্লগার আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম....
২| ২৬ শে আগস্ট, ২০১৬ সকাল ১১:২৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: আসলেই ভয়ংকর! বদিঘূটে সব আইডিয়া্ও বটে!
সবচে অনতিক্রম সত্য -মৃত্যু!
তবে স্বাভাবিক ভাবেই তা ঘটা শ্রেয়..
২৬ শে আগস্ট, ২০১৬ দুপুর ১:১০
মিঃ অলিম্পিক বলেছেন: হুম, আমিও একমত।। মৃত্যু স্বাভাবিক ভাবেই তা ঘটা শ্রেয়..
৩| ২৬ শে আগস্ট, ২০১৬ সকাল ১১:৩১
ক্লে ডল বলেছেন: মৃত্যু মানেই ভয়ানক!
আর এগুলো কিছু মানসিক রোগীর বিভৎস আত্নহনন!!
২৬ শে আগস্ট, ২০১৬ বিকাল ৪:২২
মিঃ অলিম্পিক বলেছেন: হুম, এই কাহেনী গুলী মানসিক রোগীেকউ হার মানায়।।।।
৪| ২৬ শে আগস্ট, ২০১৬ দুপুর ১২:৪৪
দ্যা ফয়েজ ভাই বলেছেন: খোঁজখবর নিয়া দেখেন তারা কেউ পাবনা মেন্টাল হসপিটালের রোগী ছিল কি না???
মাথার মধ্যে এই সব প্ল্যানিং নিয়া আত্মহনন একটা পাগলের সম্ভব।
২৬ শে আগস্ট, ২০১৬ বিকাল ৪:২৬
মিঃ অলিম্পিক বলেছেন: নারে বাউ এরা সবাই সুস্থ ও প্রভাবশালী ব্যক্তিছিল।।।।
৫| ২৬ শে আগস্ট, ২০১৬ দুপুর ১২:৪৫
সুমন কর বলেছেন: ভয়ংকর ! ভয়ংকর !
২৬ শে আগস্ট, ২০১৬ বিকাল ৪:২৭
মিঃ অলিম্পিক বলেছেন: সহমত।।
৬| ২৬ শে আগস্ট, ২০১৬ দুপুর ১২:৪৯
আনিসা নাসরীন বলেছেন: ভয়াবহ
২৬ শে আগস্ট, ২০১৬ বিকাল ৫:৩০
মিঃ অলিম্পিক বলেছেন: সহমত__
মন্তব্যর জন্য ধন্যবাদ।
৭| ২৬ শে আগস্ট, ২০১৬ দুপুর ১:০৩
রূপক বিধৌত সাধু বলেছেন: কী ভয়ঙ্কর!
২৬ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:০৪
মিঃ অলিম্পিক বলেছেন: অকিঁ সত্যই। মন্তব্যর জন্য ধন্যবাদ----রূপক ভাই।।
৮| ২৬ শে আগস্ট, ২০১৬ বিকাল ৫:২৮
প্রামানিক বলেছেন: ভয়ংকর মৃতু্য কাহিনী। দম বন্ধ হওয়ার অবস্থা।
২৭ শে আগস্ট, ২০১৬ রাত ১২:১৬
মিঃ অলিম্পিক বলেছেন: হুম, সত্যই ভয়ংকর ঘটনা। আজীব মিনুষের আজীব সব কারবার.....
৯| ২৬ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:২৫
বিচার মানি তালগাছ আমার বলেছেন: আত্মহত্যা ব্যপারটাই ভয়াভহ। কিছুদিন আগে বাংলাদেশের এক মডেলের আত্মহত্যা চেষ্টার ভিডিও(পরে আত্মহত্যাই করেছিল) দেখেও ভয় লেগেছিল...
২৭ শে আগস্ট, ২০১৬ সকাল ১০:৩৭
মিঃ অলিম্পিক বলেছেন: আমিও বিড়িও টা দেখে অনেক খারপ লেগেছিল। বুঝিনা কেনো যে মানুষ এগুলা করে।।।।
মন্তব্যর জন্য ধন্যবাদ।।
১০| ২৬ শে আগস্ট, ২০১৬ রাত ১০:৫২
নামে বইয়ের পোকা বলেছেন: আসলেই ভয়ংকর!
আত্মহত্যা করা ঠিক না।
২৭ শে আগস্ট, ২০১৬ সকাল ১০:৪০
মিঃ অলিম্পিক বলেছেন: সহমত, এই কারনেই ইসলাম ধর্মে আত্মহত্যা মহাপাপ বলে গন্য করা হয়__
১১| ২৬ শে আগস্ট, ২০১৬ রাত ১১:০৭
সোহানী বলেছেন: পাগলে কি না করে!!! এসবতো সত্যিকারের পাগল....
২৭ শে আগস্ট, ২০১৬ সকাল ১০:৪২
মিঃ অলিম্পিক বলেছেন: এরা কেউ পাগল ছিল না, সম্পূর্ণ সুস্থ ও স্বাভাবিক ছিল___
মন্তব্যর জন্য ধন্যবাদ।
১২| ২৭ শে আগস্ট, ২০১৬ রাত ৩:৩১
ভাইরাস ব্যাকটেরিয়া বলেছেন: রিচার্ড সামনারের ঘটনাটি অনুভব করার মত।মনে হয় শেষ পর্যন্ত সে তার ভুল বুঝতে পারে এবং যথার্থ ভাবে জীবনের শেষ শিক্ষা অর্জন করে।তবে তার আইডিয়াটি অস্কার পাওয়ার যোগ্য।একটি হাতকড়ার ভয়ানক অপব্যবহার।
২৭ শে আগস্ট, ২০১৬ রাত ৮:০৭
মিঃ অলিম্পিক বলেছেন: হুম...
১৩| ২৭ শে আগস্ট, ২০১৬ রাত ৩:৩৯
মাদিহা মৌ বলেছেন: মৃত্যু তো এম্নিতেই ভয়ঙ্কর। কিন্তু এত ভয়াবহ ভাবে এরা নিজেদের মৃত্যু কেন ডেকে এনেছিল, কে জানে! পিছনের কাহিনিগুলি জানলে হয়ত এদের পাগল ঠাওরাতাম না। সহানুভূতি জন্মাচ্ছে এদের প্রতি।
২৭ শে আগস্ট, ২০১৬ রাত ৮:১৪
মিঃ অলিম্পিক বলেছেন: আসলেই, এদের সবার প্রতি আমার সহানুভূতি প্রকাশ করারমত....
১৪| ২৭ শে আগস্ট, ২০১৬ সকাল ৯:০৩
দিশেহারা রাজপুত্র বলেছেন:
ভয়ংকর।
২৭ শে আগস্ট, ২০১৬ রাত ৮:১৯
মিঃ অলিম্পিক বলেছেন: সহমত...
১৫| ২৭ শে আগস্ট, ২০১৬ সকাল ১০:০২
সাদা মনের মানুষ বলেছেন:
১৯৩৬ সালে জাপানের মাউন্ট মিহারা আগ্নেয়গিরিতে ঝাঁপ দিয়েছিলেন প্রায় ৬০০ জন........এটা কিভাবে সম্ভব! ৬০০ জনই কি উম্মাদ ছিলো!!
২৯ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:৫০
মিঃ অলিম্পিক বলেছেন: আমারো মনেহয় এরা সবাই উম্মাদ ছিলো....
১৬| ২৭ শে আগস্ট, ২০১৬ সকাল ১০:৪৩
বিজন রয় বলেছেন: ভয়ঙ্কর!!!!
২৯ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:৫০
মিঃ অলিম্পিক বলেছেন: সহমত।।
১৭| ২৭ শে আগস্ট, ২০১৬ সকাল ১০:৫৭
অনুকথা বলেছেন: আসলেই ভয়ংকর!
২৯ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:৫১
মিঃ অলিম্পিক বলেছেন: সত্যই তাই...
১৮| ২৭ শে আগস্ট, ২০১৬ সকাল ১১:০৮
হাতুড়ে লেখক বলেছেন: আত্মহত্যার এরম বর্ণনা দেখে একটা পৈশাচিক আনন্দ পেলাম। তাহলে কি আমিও অসুস্থ হয়ে যাচ্ছি?? নিচে তাকান:
১১। হাতুড়ে লেখকঃ
ইনি কত সালে মারা যান সেটা জানা যায়নি। তবে তিনি মৃত্যুর ৫ সেকেন্ড পর উঠে দাড়িয়ে তার আততায়ীকে বলেছিলেন,
"গুলি করার জন্য ধন্যবাদ! সুইসাইড করার সাহস পাইতেসিলাম নাহ!"
২৯ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:৫৩
মিঃ অলিম্পিক বলেছেন: দেয়ার আর মেনি থিংস ইন হেভেন অ্যান্ড আর্থ....
১৯| ২৯ শে আগস্ট, ২০১৬ সকাল ৭:৪২
ডঃ এম এ আলী বলেছেন: মৃত্যু সে ভয়ানক ।
এর কাহিনী বিবরণ
দারুন হয়েছে ।
শুভেচ্ছা রইল
২৯ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:৫৪
মিঃ অলিম্পিক বলেছেন: ধন্যবাদ মন্তব্যর ডঃ এম এ আলী ভাই কে...
©somewhere in net ltd.
১|
২৬ শে আগস্ট, ২০১৬ সকাল ১১:০৮
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: কী ভয়ংকর সব মৃত্যু! গায়ে কাঁটা দিয়ে ওঠে।