![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি লেখক নয়, কিন্তু লেখি মনের আবেগ থেকে.তাহলে কি আমি লেখক, না আমি অন্য ৫-১০ জন্যনের মত,কিন্তু জীবনটা অনেক কষ্টের ঐ কষ্টের মধ্যে আনন্দ খুজে পাই,কারন আল্লাহ তালা কত সুন্দর দুইটি হাত দুইটি চোখ আর অসাধারন জ্ঞান দিয়েছে সুখের জন্য আর কি চাই,.....।
কবিতা লিখতে ভাল লাগেনা।
ভাল লাগে চেয়ে থাকি দূর নিলিমায়
ভেসে যাওয়া মেঘের ভেলায়।
কবিতার চেয়ও সুন্দর সে মাঠ
যেখানে ছোট ছোট ছেলেরা গুল্লাছোট খেলায়।
কবিতার চেয়েও ভাল লাগে,
দখিনা বাতাসের শন শন শব্দ আর
কলুই ক্ষেতের ধনিয়া পাতার গন্ধ,।
আমি কবিতা লিখতে জানিনা তাই নেই কোন আক্ষেপ।
প্রকৃতিরর মাঝে খোঁজে পাই কবিতা লেখার আনন্দ।
ভাল লাগে ফাল্গুনি হাওয়ায় কুকিলের গান আর
শিমুলের ফুল
কবিতার চেয়ও অনেক সুন্দর কুমারী মেয়ের রেশমী চুল।
কবিতার চেয়েও সুন্দর,
খোলা বাতায়নে চৈতি রাতে একটু চাঁদের আলো।
পুকুর পাড়ে বুনো হাঁসের খেলা
আর রাত জাগা ঝি ঝি পোকার গান।
কবিতার চেয়ও সুন্দর লাগে
অবুঝ ধানের সবুজ পাতায়
ঘাস ফড়িং এর খেলা
আর নদীর পাড়ে তোমার সাথে একটু সন্ধ্যা বেলা।
কবিতার চেয়ে আরও সুন্দর,
বই মেলার নতুন বইয়ের পাতা উল্টানোর গন্ধ
আর শহীদ মিনারের প্রভাত ফেরির ফুলগুলো।
আমি কবিতা লিখতে জানিনা আমার নেই কোন কষ্ট।
কবিতার চেয়েও সুন্দর-
রাস্তার পাশে তাল গাছের সারি আর
গাঁয়ের মোরে চায়ের ছোট্ট টং।
বটতলায় দুপুরে একটু ছায়া
আর কৃষকের সরল মন।
প্রকৃতির মাঝেই প্রকৃত কবিতা।
নদীর খেয়া ঘাট আর সবুজ ধানের মাঠ
যেন হাজার কবির কাব্য।
কবিতার চেয়েওসুন্দর,
দুয়েল পাখির লেজ ওকানো শিস
আর প্রজাপতির নরম পাখা।
নদীর ঢেওয়ের ভেতরে কবিতা আছে মিশে
ইরি ক্ষেতের ধানের ফাকে
কবিতা আছে মিশে।
আমি কবিতা লিখতে জানিনা কিন্তু
কবিতা দেখতে পাই,
শিশির ভেজা দুর্বা ঘাস আর বাবুই পাখির বাসায়।
শরিষাফুলের মাঠে আর কৃষ্ণচূড়া গাছে,
কত কবিতা লেগে আছে!
আমি কবিতা লিখতে জানিনা।
কবিতার চেয়ে অনেক ভালো,
রাত জাগা বাতায়নে একটু খানি চাঁদের আলো।
সেই প্রকৃত কবি,
যে হৃদয় মাঝে আকঁতে জানে
প্রকৃতির ছবি।।
©somewhere in net ltd.