![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বাধিনতার আগেও যেমন গড়া ঘর কে ভেঙে দিতে; তুমি রাজাকার ।
এত বছর পরও বদলা ও নি ,এখনো তুমি ঘড় ভেঙে নির্বিকার ।
তুমি আত্মীয় তবু আচরনে রাজাকার
তুমি রক্ত তবুও তোমায় ঘৃণা আমার ।
তুমি মসজিদে যাও অথচ কর্মে তোমার মোনাফেকী।
তুমি অন্য কে দাও উপদেশ, নিজে না মেনে কর চালাকি।
দিতে পার মানুষকে ফাঁকি, আল্লাহকে কভু নয় ।
তিনি মনের খবর ও জানেন, ভয় কর তার প্রলয় ।
©somewhere in net ltd.