নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মো: এম রহমান

মো: এম রহমান › বিস্তারিত পোস্টঃ

হাদিস ও কোরআন

১৭ ই জুন, ২০১৬ রাত ১১:৩৭

আজকাল লক্ষ্য করা যাচ্ছে, ইসলামকে তথা মুসলিম সমাজকে দুই ভাগে বিভক্ত করার প্রয়াস চলছে। যেমন- একটি বিষয় নিয়ে হাদিস-এ কি আছে? সেই হাদিস কি সহি হাদিস নাকি ভুল হাদিস? আমরা সাধারন জনগন তা কততুকু জানবো ? হাদিসের উদাহরন দিয়ে বলেন, অমুক হাদিসে অমুক জন বলেছেন। ব্যস, হয়ে গেল শুরু দুই পক্ষের যুক্তি তর্ক। কিন্তু আমার কথা হল, কোরআন হচ্ছে একটি পূর্ণ জীবন বিধান। এটা আল্লাহ্‌ নিজেই বলেছেন, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মাদ (সাঃ)ও বলেছেন। কুরআনে সকল সমস্যার সমাধান সহ সব ধরনের সমাধান রয়েছে। শুধু আমাদেরকে খুঁজে বের করতে হবে।
যারা সহি হাদিস/নকল হাদিস নিয়ে দলাদলি করেন, তাদেরকে বলছি- আপনারা হাদিসের পিছনে না দৌড়িয়ে কোরআনের আলোকে বলুন। কোরআনের কততম সূরায়, কততম আয়াতে সেই বিষয়ে বলা হয়েছে, তা খুঁজে বের করুন। এতে কোনও পক্ষের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হবে না।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.