নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মো: এম রহমান

মো: এম রহমান › বিস্তারিত পোস্টঃ

বাবা, তোমায় মনে পড়ে...

১৯ শে জুন, ২০১৬ দুপুর ১২:৫৬

বাবা, ছোট্ট একটি নাম। কিন্তু অনেক অর্থবহ। বাবা দুনিয়া ছেড়েছেন ৬ বছর হয়ে গেল। প্রতিনিয়তই মনে পড়ে বাবাকে। আজ ১৯ জুন, বাবা দিবস, একটু ভিন্ন ভাবেই মনে পড়ছে।

সেই ছোট বেলার কথা, বাবা তাঁর সাইকেলে করে এদিক সেদিক নিয়ে যেত। হাত ধরে প্রতিদিন স্কুলে নিয়ে যেত। ছুটি হওয়া অবধি বসে থাকত। হাত ছাড়া করত না কখনও। আবদার অনেক করতাম, কিছু পেতাম, কিছু পেতাম না। বকা-ঝকা কম করতো না, আদর যে করত না, তা নয়। আসলে বাবার কথা বলে শেষ করতে পারব না। বাবার অভাব বুঝিনি তিনি বেঁচে থাকতে, এখন বুঝি। পথ দেখাতেন, এখন কে দেখাবে?

সময়ের ফেরে আজ আমিও এক বাবা। কিন্তু আমাদের বাবা আমাদের যা দিয়েছেন, আমরা আমাদের সন্তানদের দিতে পারিনা। এটা আমার ধারনা। তবুও পৃথিবীর সব আনন্দ দিতে সদা চেষ্টা করি। জানিনা,কতটুকু দিতে পারব। আমার সন্তানও একদিন হয়ত আমার মতো উপলব্ধি করবে বাবা-কে।

বাবা, তুমি ভালো থেকো...

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.