নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মো: এম রহমান

মো: এম রহমান › বিস্তারিত পোস্টঃ

স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন

২০ শে জুলাই, ২০১৬ বিকাল ৪:২৬

মনে পড়ে কথাটি - "স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন"। হ্যাঁ, স্কুলে কম বেশি সবাই পড়েছি। যখন পড়েছি তখন পড়েছি পরীক্ষায় পাসের জন্য। স্কুলের পড়া, তাই পড়তে হয়েছে। নইলে স্যার মারবে যে। তখন হয়ত পড়ার জন্য পড়েছি, এখন উপলব্ধি করছি। করতে হয়। স্বাধীন দেশের নাগরিক আমরা। বাংলাদেশ স্বাধীন দেশ। আমরা স্বাধীনতা লাভ করেছি ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর। আমরা সবাই জানি। কিন্তু আমরা কি স্বাধীন হতে পেরেছি? প্রতি নিয়ত সংগ্রাম করতে হচ্ছে কি এক অজানা ভয়ের। এই বুঝি কি হয়ে গেল। আমাদের চোখ-কান খোলা রেখে চলতে হয়। কেন এত ভয়? ১৯৭১ এর স্বাধীনতা নস্যাৎ করতে এখনও মরিয়া হয়ে উঠছে। সন্ত্রাসী হামলার ভয়ে থাকতে হচ্ছে প্রতিনিয়ত।

কেন আমাদের ভয়ে ভয়ে থাকতে হবে? কি অপরাধ করেছিল আমাদের বীর মুক্তিযোদ্ধারা? তাহলে কি সব বৃথা হয়ে যাচ্ছে। আমাদের কি নতুন করে স্বাধীনতা অরজন করতে হবে? আমাদের স্বাধীনতা রক্ষায় আবার কি আমাদের ঝাপিয়ে পড়তে হবে? কিন্তু কেন? ২০১৬ সাল চলছে। দীর্ঘ ৪৫ বছর পার হয়ে গেল দেশটা স্বাধীন হওয়ার। কিন্তু আজও আমরা পুরোপুরি সাবলম্বি হতে পারিনি। পরবর্তী প্রজন্মের জন্য কি অপেক্ষা কওপরওয়ালাই ভালো জানেন।

স্বাধীনতা তুমি
কোথায় গেলে চলে
আমাদের পিছনে ফেলে?
স্বাধীনতা তুমি
আরও কি রক্ত চাও
এই বীর বাঙ্গালির
দেহ থেকে?

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.