নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মো: এম রহমান

মো: এম রহমান › বিস্তারিত পোস্টঃ

জঙ্গি হামলা, নাকি সন্ত্রাসী কর্মকাণ্ড ......

২৫ শে জুলাই, ২০১৬ দুপুর ২:২১

আসসালামুয়ালাইকুম,

বর্তমানে আমরা জঙ্গিদের মাঝে হারিয়ে গিয়েছি। কি, তাইনা? আমরা এদেরকে ভয় পাইনা, কিন্তু আতঙ্কে থাকি। আমরা কি আসলেই জঙ্গিদের ভয় পাই? না, আমরা আতঙ্ক্র থাকি তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডে। আচ্ছা, আমরা কি "জঙ্গি" শব্দটা বাদ দিয়ে "সন্ত্রাসী" শব্দটা ব্যাবহার করতে পারি না? এগুলো সন্ত্রাসী কর্মকাণ্ড আগেও হয়েছে আমাদের দেশে। তখন হয়ত এভাবে এত হয়নি। আমাদের দেশে আইএস/জঙ্গি নেই--- এ কথাটাই সত্য। ওরা হল সন্ত্রাসী। আমরা সবাই ওদের প্রতিহত করবো। কিন্তু আইএস বা জঙ্গি হিসেবে বাংলাদেশের নাম আসুক, এটা কেন চাইবো আমরা? এ ব্যাপারে মিডিয়ার ভূমিকা সবচেয়ে বেশি। ওরা যদি এসব খবরকে জঙ্গি হিসেবে তুলে না ধরে সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে তুলে ধরে তাহলেই হয়।

আমরা মুসলিম প্রধান দেশের মানুষ। ইসলাম আমাদের রক্তের সাথে মিশে আছে। ধর্মে আঘাত আসলে এর অনুভূতি আমরা পাবই। কিন্তু শান্তির ধর্ম ইসলাম, ইসলাম কিছুতেই সন্ত্রাসী কর্মকাণ্ড সমর্থন করে না। আমরা সাধারন জনগনও করিনা। বাংলাদেশ শান্তির দেশ। তাই অনেকে হয়ত অশান্তি দিতে চাইছে।

তাই আসুন, আমরা সবাই মিলে সন্ত্রাস এবং সন্ত্রাসী কর্মকাণ্ডকে প্রতিহত করি।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.