![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবনটা আসলে কী? কিসের সাথে তুলনা করা যায়? নির্দিষ্ট কোনও এক কিছুর সাথে কি তুলনা করা যায়? এটা নিয়ে রয়েছে নানা মতের নানান মত।
অনেকের মতবাদে জীবন হল – একটা নাট্যমঞ্চ, একটা রঙ্গমঞ্চ, একটা পাগলা ঘোড়া, একটা যুদ্ধক্ষেত্র, একটা দুঃখ সুখের গান, একটা গল্প, একটা দুই চাকার সাইকেল, একটা নদী, আবার একটা সিগারেট।
জীবনকে বিশ্লেষণ করতে গিয়েই এই নানান মতের সৃষ্টি। জীবনটা ক্ষণস্থায়ী। দীর্ঘস্থায়ী হলে এই মতবাদগুলো হয়ত আসত না।
সত্যিকার অর্থে বলতে গেলে জীবনকে নির্দিষ্ট কোনও কিছুর সাথে তুলনা করা কঠিন। প্রয়োজন অনুযায়ি একেক সময় একেক ধরণের মতবাদ আসবে। সবার জীবনে চলার পথ এক নয়। সেই অনুযায়ি তার চিন্তাধারাও এক নয়। তাই তো প্রয়োজন অনুযায়ি একেকজন একেকভাবে জীবনকে মিলিয়ে নেয় এবং উৎসর্গ করে।
২| ০৭ ই আগস্ট, ২০২১ দুপুর ২:২৭
সাড়ে চুয়াত্তর বলেছেন: জীবন স্বপ্নের মত একটা ধোঁকা।
©somewhere in net ltd.
১|
০৭ ই আগস্ট, ২০২১ দুপুর ১:১১
*কালজয়ী* বলেছেন: জীবন হচ্ছে ফিট থাকার নিরন্তর প্রচেষ্টা।