![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আসসালামুয়ালাইকুম,
ছুটির দিন মানেই ঘুরাঘুরি, আনন্দ করার দিন। আর ছোটরা তো নানান বায়না ধরে এদিক ওদিক ঘুরতে যাবে। আর এই ঘুরাঘুরির মাঝে যদি বাচ্চারা কিছু জানতে পারে, শিখতে পারে, তাহলে কিন্তু তাদের অভিভাবকেরাও শান্তির নিঃশ্বাস ফেলে।
এমনই এক স্থান “Bangabandhu Military Museum” “বঙ্গবন্ধু সামরিক জাদুঘর”। যা বিজয় স্মরনিতে অবস্থিত। একেবারেই নতুন আঙ্গিকে, আরও আধুনিকভাবে। এখানে জানার ও শেখার আছে অনেক কিছু। সবচেয়ে মজা পাবে ছোটরা। ১০০% গ্যারান্টি। সেনাবাহিনী, নৌ বাহিনী, বিমান বাহিনী সম্পর্কে অনেক অজানা তথ্য জানতে ও দেখতে পারবে।
অতীতে দর্শনার্থীদের জন্য কোনও প্রবেশ ফি না থাকলেও বর্তমানে আধুনিকায়নের পরে প্রবেশ ফি ধার্য করা হয় জনপ্রতি মাত্র ২০ টাকা। পুরো জাদুঘর ঘুরে দেখার পর মনে হবে এই ২০ টাকা কিছুই নয়।
জ্ঞাতার্থে জানিয়ে রাখি, পুরো জাদুঘর ৬ তলা পর্যন্ত বিস্তৃত। ভুগর্ভস্ত মানে মাটির নিচে ২ তলা এবং উপরে চারতলা। ওঠানামার জন্য রয়েছে চলন্ত সিঁড়ি এবং লিফট।
বুধবার সাপ্তাহিক ছুটি। অন্যান্য দিন সকাল ১০ টা থেকে বিকেল ৬ টা (শুক্রবার বিকেল ৩ টা থেকে রাত ৮ টা পর্যন্ত) খোলা থাকে।
দিনক্ষণ ঠিক করে একবার হলেও ঘুরে আসুন, জানুন এবং জানান।
২| ০৬ ই মার্চ, ২০২২ দুপুর ১:২৫
রাজীব নুর বলেছেন: গিয়েছি। ভালো লাগে নি।
৩| ০৬ ই মার্চ, ২০২২ সন্ধ্যা ৬:৫১
ঋণাত্মক শূণ্য বলেছেন: শেষ গিয়েছি ২০১৫তে। তখনও তেমন কিছু ছিলো না। হুদা কামে বড় একটা জায়গা দখল করে অল্প কয়েকটা গাড়ি ফালায় রাখছে! এখন কি অবস্থা জানা নাই।
০৭ ই মার্চ, ২০২২ দুপুর ১:০৬
মো: এম রহমান বলেছেন: বর্তমানে একবার গিয়ে ঘুরে আসুন .।
©somewhere in net ltd.
১|
০৬ ই মার্চ, ২০২২ দুপুর ১:০৫
মরুভূমির জলদস্যু বলেছেন: আগে মনে হয় শুধু সামরিক জাদুঘর নাম ছিলো।