নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মো: এম রহমান

মো: এম রহমান › বিস্তারিত পোস্টঃ

কর্পোরেট জীবন বনাম ... ...

১৪ ই জুন, ২০২৩ দুপুর ২:৩৮

কিছু জিজ্ঞাসা, কিছু কথোপকথন। সময় হলে পড়তে পারেন। একটু বড় লেখা, কিন্তু মনে হয় না আপনি বিরক্তবোধ করবেন।


-আচ্ছা, আপনি সকালে ঘুম থেকে উঠে কী করেন?
-অফিসে যাই।
-সকালের সূর্য ওঠা দেখেন কখন?
- অফিসে যাওয়ার সময়।
-সকালের নাশতা কোথায় করেন?
-অফিসে।
-লাঞ্চ?
-অফিসে।
-বিকেলে ভাত ঘুম পেলে করেন?
-অফিসেই একটু জিরিয়ে নিই।
-যাক একটু অন্য প্রসঙ্গে আসি। দিনে চা কতবার খাওয়া হয়? এবং কোথায় খান?
-এক–দুবার খাওয়া হয়, অফিসের ক্যানটিনে।
-সূর্যাস্ত দেখতে পারেন?
-জি। অফিস থেকে বাসায় ফেরার সময়।
-আপনার আদর্শ কে?
-আমার অফিসের বস।
-আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কী?
-অফিসে বড় একটা ডেজিগনেশন হোল্ড করা।
-পরিবারকে সময় দেন কীভাবে?
-অফিসের ফাঁকে ফাঁকে।
-একটু অবসর পেলে কী করেন?
-অফিসের কোন কাজটা কীভাবে করব তা ভাবি।
-কখনো ঘুরতে বা বেড়াতে যান না?
-জি যাই। অফিস থেকে ছুটি পেলে।
-সময়ানুবর্তিতার একটা উদাহরণ দিতে পারেন?
-জি। অফিসে আটটায় পৌঁছে ঠিকমতো পাঞ্চ করা।
-মাঝেমধ্যে অফিস শেষে কী করেন?
-অফিসেই থাকি আই মিন ওভারটাইম করি।
-বাসায় বউ–বাচ্চাকে কীভাবে ম্যানেজ করেন?
-অফিসের কাজের দোহাই দিয়ে।
-আড্ডাটাড্ডা কিছু কি দেওয়া হয়? দিলে কাদের সঙ্গে এবং কোথায়?
-জি। অফিসের সহকর্মীদের সঙ্গে। ক্যানটিনে।
-মোবাইলে সবচেয়ে বেশি কল করে কে বা কারা?
-এই তো অফিস সহকর্মীরাই।
-সবচেয়ে প্রিয় জায়গা কোথায়?
-আমার অফিস ডেস্ক।
-জীবনের সবচেয়ে আকাঙ্ক্ষিত বিষয় কী?
- অফিসের প্রমোশন।
-একটু রোমান্টিক প্রসঙ্গে আসি। বৃষ্টি দেখেছেন লাস্ট কবে ও কোথায়?
-এই তো কিছুদিন আগে অফিস থেকে ফেরার সময়।
-রাতে ঘুমানোর আগে কী করেন?
-পরের দিন অফিসে যাওয়ার জন্য ড্রেস গুছিয়ে রাখি।
-স্বপ্ন দেখেন মাঝেমধ্যে? কী নিয়ে দেখেন?
-জি দেখি। দেখি যে অফিসে সময়মতো পৌঁছাতে পারিনি।
-অসুস্থ হলে কী করেন?
-অফিস থেকে ছুটি নিই।
-আপনি এখন কোথায়?
-অফিস বাসে।
-আচ্ছা, আপনার ফেভারিট ফুড মেন্যু কী?
-অফিস ক্যানটিনের গরুর মাংস।
-আমাদের সাক্ষাৎকার আর কতক্ষণ চলতে পারে?
-আপাতত শেষ করা যেতে পারে।
-কিন্তু কেন?
-কারণ, আমি অফিসে পৌঁছে গেছি।
-আবার কবে আপনার সাক্ষাৎ পাব?
-এই তো কোনো একদিন অফিসে যাওয়া কিংবা অফিস থেকে ফেরার সময়।


--------------- বেসরকারি চাকরিজীবীদের জীবনচক্র বলতে পারেন আবার অধিক চাটুকারিতাও বলতে পারেন। যার সাথে এই কথোপকথন ১০০% মিলে যাবে, তাদের কাছে প্রশ্ন- তাহলে পরিবার গড়ে তোলেন কেন, পরিবার কি আপনাকে চায় নাকি আপনার অর্থকে? তবে এটা ঠিক এদেশে বেসরকারি চাকরি করা মানেই পরিবারকে দূরে রাখা। কিন্তু সেটা যেন এতটাই না হয়ে যায়, যতটা আপানার পরিবারের সদস্যরা আপনার প্রতি বিরুপ ধারনা গড়ে তোলে। আপনার পরিবারের সদস্যদের জিজ্ঞেস করে দেখুন তো তারা আপনার অনুপস্থিতি বোধ করে কিনা? আপনার পথ চেয়ে বসে থাকে কিনা? উত্তর যদি হ্যাঁ হয়, তাহলে আপনি মহান আর যদি উত্তর না হয় তাহলে পরিবারের সদস্যদের দিকে খোঁজ রাখুন।

মন্তব্য ১০ টি রেটিং +৩/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৪ ই জুন, ২০২৩ বিকাল ৩:০০

জটিল ভাই বলেছেন:
এই পোস্টটা কেমন লাগলো?
-অফিসের মিটিং-এর মতো।
এই পোস্টে কি একটা মন্তব্য করবেন?
-অফিসের কাজ শেষে সময় পেলে।

১৪ ই জুন, ২০২৩ বিকাল ৩:১৬

মো: এম রহমান বলেছেন: মন্তব্য সেই লেভেলের হলো

২| ১৪ ই জুন, ২০২৩ বিকাল ৩:১২

গেঁয়ো ভূত বলেছেন: জী, অফিসে বসেই পোস্টটি পড়লাম।

১৪ ই জুন, ২০২৩ বিকাল ৩:১৫

মো: এম রহমান বলেছেন: অফিসে বসেই আপনাকে রিপ্লাই দিলাম

৩| ১৪ ই জুন, ২০২৩ বিকাল ৩:২১

ফুয়াদের বাপ বলেছেন: অফিসে কাজের ফাঁকে পত্রিকা/ব্লগ পড়ি। আপনার লেখাটাও চোখ এড়ালোনা। অফিসে কাজের ফাঁকেই মন্তব্য লিখছি-মজারু হয়েছে আপনার লেখাটি।

১৪ ই জুন, ২০২৩ বিকাল ৩:২৪

মো: এম রহমান বলেছেন: কাজের ফাকেই আপনাকে রিপ্লাই দিলাম

৪| ১৪ ই জুন, ২০২৩ বিকাল ৫:০৫

মোহামমদ কামরুজজামান বলেছেন: কি আর করা ভাই ;) সবই পেটের (খাওয়ার) জন্য ।
আর আমাদের সবার জীবনই এখন তাকে (অফিস) ঘিরেই।

যদি আমাদের পেট পুজা (খাওয়া) না লাগত ,তাহলে এই অফিসের গল্পটা অন্যরকম ঐবার পারত।

২১ শে জুন, ২০২৩ দুপুর ১২:০৪

মো: এম রহমান বলেছেন: পেটের জন্য- কথাটা ঠিক। কিন্তু "সবার জীবনই" -কথাটার সাথে দ্বিমত আছে।

৫| ১৪ ই জুন, ২০২৩ রাত ৯:৩২

রাজীব নুর বলেছেন: জীবনে দরকার টাকা।
সেই টাকা কেউ এমনি এমনি দেয় না। পরিশ্রম করে আয় করতে হয়।

২১ শে জুন, ২০২৩ দুপুর ১২:০৫

মো: এম রহমান বলেছেন: অবশ্যই পরিশ্রম করে টাকা আয় করতে হয়। কিন্তু .।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.