নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাদা_চোখ

মোস্তাক_আহম্মদ

আমি মোস্তাক, সাদা চোখেই সব দেখতে পছন্দ করি।

মোস্তাক_আহম্মদ › বিস্তারিত পোস্টঃ

এদের কি গুম হওয়ার ভয় নেই

২৯ শে এপ্রিল, ২০১৫ রাত ৮:৩৫



ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনকে প্রশ্নবিদ্ধ এবং জাতীয় ও আন্তর্জাতিকভাবে বিব্রতকর বলে মন্তব্য করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

টিআইবি নির্বাচনে নজিরবিহীন কারচুপি, বিভিন্ন কেন্দ্রে গোলযোগ ও সহিংসতা, ভোট প্রদানে বাধা, দেশি-বিদেশি সাংবাদিক ও পর্যবেক্ষকদের পেশাগত দায়িত্ব পালনে অনৈতিক প্রতিবন্ধকতা প্রতিহত করে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও সমান প্রতিযোগিতার ক্ষেত্রনির্ভর নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যর্থতায় গভীর হতাশা ও উদ্বেগ ব্যক্ত করেছে।

একই সঙ্গে টিআইবি বলেছে, বিতর্কিতভাবে মাঝপথে নির্বাচন বর্জন দেশের রাজনৈতিক অঙ্গনে সুস্থ পরিবেশ প্রতিষ্ঠার পথে নতুন করে ঝুঁকির সৃষ্টি করেছে। এ অবস্থায় সব রাজনৈতিক দলকে সংযত, সহনশীল ও গণতান্ত্রিক চর্চার প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানিয়েছে টিআইবি।
সুত্রঃ Click This Link
http://www.prothom-alo.com/bangladesh/article/515767



তিন সিটি করপোরেশন নির্বাচনে উল্লেখযোগ্য মাত্রায় অনিয়ম ও সহিংসতা হয়েছে বলে জানিয়েছে দেশের বৃহত্তম নির্বাচন পর্যবেক্ষণকারী জোট ইলেকশন ওয়ার্কিং গ্রুপ (ইডব্লিউজি)।

নির্বাচনের দিন সংগঠিত ‘অপকর্ম’ এবং অনিয়মের কারণে এই নির্বাচনকে বিশ্বাসযোগ্য হয়নি বলে মন্তব্য করেছে ২৮টি সংগঠনের সমন্বয়ে গঠিত এই জোট।
বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে ইডব্লিউজি তাদের পর্যবেক্ষণের প্রাথমিক তথ্য তুলে ধরে এসব মতামত ব্যক্তি করে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, তিন সিটিতে ৬১৯টি কেন্দ্র থেকে তাদের ৬১৯ জন পর্যবেক্ষকের দেওয়া ভোট চিত্রের তথ্য দেখে এ প্রতিবেদন তৈরি করা হয়েছে। এতে দেখা যায়, ৯৯% কেন্দ্রেই অনিয়ম হয়েছে।


সংবাদ সম্মেলনে লিখিত তথ্য তুলে ধরেন ইডব্লিউজি’র পরিচালক ড. মুহাম্মদ আব্দুল আলীম। এ সময় নির্বাচন সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের জবাব দেন ইডব্লিউজি’র স্টিয়ারিং কমিটির সদস্য নাজমুল আহসান কলিমুল্লাহ, তালেয়া রেহমান ও কামরুল হাসান।

সুত্রঃ Click This Link

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৯ শে এপ্রিল, ২০১৫ রাত ৮:৪১

বিদ্রোহী ভৃগু বলেছেন: এই অগ্রহনযোগ্য নির্বাচন বাতিল ঘোষনা করে সুষ্ঠু সুন্দর অবাধ সন্ত্রাস, দলীয়করণমুক্ত সিটি ত্ত্ববধায়কের অধীনে পুন: নির্ভাচন দেয়া হোক।

জনতার রায়ে নির্ধারিত হোক, নির্বাচিত হোক জনতার সেবক!!!

নকল করে পাস জিপিএ ৫ পেলেও যেমন আনন্দ থাকে না- আত্মায় সেই জ্ঞানের জোর থাকেনা- বর্তমান পাস বলে ঘৌষিত রা কি সেটা ছাত্র ঝীবনে অনুবভ করেন নি!

বিবেকর কাছৈ স্বচ্ছ থাকতে তবে আপনারাও উচ্চ কন্ঠে বলুন- আপনার জনরায়ে পাস করে সেবক হতে চাই!
চুরি করা, জালীয়াতি করা পাসে নয়!!!!!!!!!!

অবশ্য তা বলার জণ্য হিম্মত লাগে- আত্মায়, বিবেকে। মৃতরা বলতে পারেনা।

২৯ শে এপ্রিল, ২০১৫ রাত ৯:১১

মোস্তাক_আহম্মদ বলেছেন: ঃ) নকল করে জিপিএস ৫ ও কিন্তু পাস 

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.