নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাদা_চোখ

মোস্তাক_আহম্মদ

আমি মোস্তাক, সাদা চোখেই সব দেখতে পছন্দ করি।

মোস্তাক_আহম্মদ › বিস্তারিত পোস্টঃ

স্বাধীনের ৪৫ বছরের মধ্যেও তারা সাধারন জনগনের জন্য দূরে থাক নিজেদের উন্নত চিকিৎসার ব্যবস্থা এই দেশে করতে পারলেন না। এর চেয়ে জঘন্য ব্যর্থতা আমার মতে আর কিছুই হতে পারে না।

২৭ শে জুলাই, ২০১৫ সকাল ১০:৩৪

দেশ সোনা দিয়ে মুড়ে যাচ্ছে, শুনতে ভালই লাগে। কিন্তু যারা সরকারে আছে, ছিলেন অথবা থাকবেন তাদের চিকিৎসা এই দেশে হয় না বা দেশ স্বাধীনের ৪৫ বছরের মধ্যেও তারা সাধারন জনগনের জন্য দূরে থাক নিজেদের উন্নত চিকিৎসার ব্যবস্থা এই দেশে করতে পারলেন না। এর চেয়ে জঘন্য ব্যর্থতা আমার মতে আর কিছুই হতে পারে না।
সরকারী মন্ত্রী্রা যদি সরাকারী খরচে উন্নত চিকিতসার জন্য বিদেশ যান, তার মানে এদেশের একজন ট্যাক্স পরিশোধকারীর টাকায় উনি বিদেশ যাচ্ছেন। আর যিনি ট্যাক্স দিচ্ছেন তিনি ট্যাক্স দিয়ে এই দেশে কি সুবিধা পাচ্ছেন? ব্যাপারটা চিন্তনীয়।
একজন ট্যাক্স পরিশোধকারী সুবিধা একটা পান শুনেছি , “ সেটা হল, উনি যদি কোন কারনে জেলে যান, তবে ট্যাক্স এর কাগজ-পত্র প্রমান সাপেক্ষে উনি জেলে ডিভিশন পাবেন”। হাঃ সেলুকাস বিচিত্র এই দেশ।


মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৭ শে জুলাই, ২০১৫ সকাল ১০:৪০

জাহিদ হাসান মিঠু বলেছেন:
জঘন্য ব্যার্থতা ! ভাল বলেছেন।
ধন্যবাদ।

২৭ শে জুলাই, ২০১৫ সকাল ১১:০৮

মোস্তাক_আহম্মদ বলেছেন: আম জনতা ঢাকা মেডিকেল কলেজের বারান্দায় পড়ে থাকে, আর রাজনীতিবিদরা সিংগাপুর/ইংল্যান্ড/আমেরিকায় যায় চিকিৎসার জন্য। তারাই আবার ভোটের সময় ভোট ভিক্ষা করতে আসে আম জনতার দরজায়.।.।

২| ২৭ শে জুলাই, ২০১৫ সকাল ১১:৫৯

প্রামানিক বলেছেন: চমৎকার বিষয়

২৭ শে জুলাই, ২০১৫ দুপুর ১:১৯

মোস্তাক_আহম্মদ বলেছেন: বিষয় চমৎকার, কিনতু বেদনাদায়ক

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.