![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সুন্দরবনের বাঘ ভারতের পশ্চিমবঙ্গে বেড়াতে গেছে বলে মন্তব্য করেছেন বন ও পরিবেশ মন্ত্রী আনোয়ার হোসেন। তাই বাঘের সংখ্যা কম হওয়ায় হতাশ না হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। মন্ত্রী বলেন, যখন ওই বাঘগুলো ফিরে আসবে, তখন সংখ্যা বাড়বে।
বিশ্ব বাঘ দিবস-২০১৫ উপলক্ষে আজ বৃহস্পতিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে এক অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।
সুত্রঃ
http://www.prothom-alo.com/bangladesh/article/588904
৩০ শে জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:৩২
মোস্তাক_আহম্মদ বলেছেন: বাঘেরা তাদের পিতৃভূমিতে বেড়াতে গেছে
২| ৩০ শে জুলাই, ২০১৫ বিকাল ৫:০৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা ...
আমি হাসি নাই কিন্তু...
হাসি আবার পশ্চিমবঙ্গে চলে যায় যদি
৩০ শে জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:৩১
মোস্তাক_আহম্মদ বলেছেন: আপনার হাসিও কি এখন ভারতে বেড়াতে গেছে?
৩| ৩০ শে জুলাই, ২০১৫ বিকাল ৫:২৭
ঢাকাবাসী বলেছেন: বাঘের সংখ্যা কমা সম্পর্কে অযোগ্য অদক্ষ লোকের হাস্যকর মন্তব্য!
৩০ শে জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:৩৩
মোস্তাক_আহম্মদ বলেছেন: মন্ত্রী বলেন, যখন ওই বাঘগুলো ফিরে আসবে, তখন সংখ্যা বাড়ব------------ দক্ষ মন্ত্রীর দক্ষ বক্তব্য! আপনি যে কি বলেন?
৪| ৩০ শে জুলাই, ২০১৫ বিকাল ৫:৪৩
প্লাবন২০০৩ বলেছেন: এই তথ্যে হাসিবার কিছুই নাই। বিশ্বস্ত সূত্রে জানা গিয়াছে আমাদের বন ও পরিবেশ মন্ত্রী আনোয়ার হোসেন সাহেবকে পশ্চিমবঙ্গ হইতে বাঘগুলান ই-মেইল করিয়া তাহাদের অবস্থান নিশ্চিত করিয়াছেন।
এই বিষয়ে কাহারও কোন প্রকার সন্দেহ থাকিলে পশ্চিমবঙ্গে যাইয়া বাঘগুলানের সহিত কথা বলিয়া আসিতে পারেন।
৩০ শে জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:৪২
মোস্তাক_আহম্মদ বলেছেন: আগের বার উনি যোগযোগ মন্ত্রী ছিলেন কিনা, বাঘেদের ভারতে যাওয়ার রাস্তা ঘাট উনার আমলেই মনে হয় তৈরী করে দিয়েছিলেন ?
৫| ৩০ শে জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:৪৫
আলী আকবার লিটন বলেছেন: এই সব আবাল মন্ত্রী সুমুদয়কে সুন্দরবনের গহীন জঙ্গলে পাঠানো দরকার
৩১ শে জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:০৬
মোস্তাক_আহম্মদ বলেছেন: সুন্দরবনে তো এখন গহীন জঙ্গল নাই। যাও আছে সেখানে (রামপাল) বিদ্যুত কেন্দ্র নির্মানের পায়তারা চলছে।
৬| ৩০ শে জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:৫৬
অলস শরীফ বলেছেন: মন্ত্রী সাহেব ঠিক মন্তব্য করেছেন । উনার ভূল ধরা আমাদের উচিত হয়নি কারন বাঘ কি আপনারা গুনে দেখেছেন? । উনাকে হেয় করার জন্য এসব মিথ্যা সংবাদ ছাপা হয়েছে। বাঘ গুলো কোথায় লুকিয়ে আছে মন্ত্রী সাহেব তা জানেন।
০১ লা আগস্ট, ২০১৫ রাত ১:৪৯
মোস্তাক_আহম্মদ বলেছেন: 'বাঘ গুলো কোথায় লুকিয়ে আছে মন্ত্রী সাহেব তা জানে----' বাঘ লুকিয়ে নেই, বেড়াতে গেছেন
©somewhere in net ltd.
১|
৩০ শে জুলাই, ২০১৫ বিকাল ৫:০৬
চাঁদগাজী বলেছেন:
ওদিক দিয়ে কি কাঁটাতার নেই? বাঘেরা কি ফেলানীর মতো মই ব্যবহার করে?