![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভারত থেকে অবৈধভাবে আসা গরু দিয়ে কি কুরবানী হবে? যদি না হয় আসুন তবে আমরা এই অবৈধ কাজটি বাদ দেই। তাতে করে দুটি লাভ এক আপনার কুরবানী সহি হয়ে গেল আর কুরবানী অথবা কুরবানীর বাইরে ভারত থেকে গরু আমদানির বিনিময় বাবদ প্রায় চল্লিশ হাজার কোটি (রেফারেন্সঃ http://www.dailyinqilab.com/details/29984/) টাকা বেচেঁ যাবে।
আরেক বড় লাভ হবে দেশীয় ভাবে বিপুল এক কর্ম সংস্থান হবে।
২| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:২৬
পলাশমিঞা বলেছেন: ওরা গরু দেয়, পরে অত্যাচার করে। যে গরু দেশে আসে তা কিন্তু অসুস্থ এবং ভারতের জন্য বোঝ। জঞ্জাল বাংলাদেশে চালান করে।
১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ ভোর ৫:৩৩
মোস্তাক_আহম্মদ বলেছেন: জঞ্জাল বা চোরা পথে আসা গরু দিয়ে কি কুরবানি হবে?
৩| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:৩৬
সাইবার অভিযত্রী বলেছেন: গরু আসা অবৈধ হবে কেন ? আল্লাহর মাল আল্লাহর জমিনে অবৈধ হইল কিভাবে ?
১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৪২
মোস্তাক_আহম্মদ বলেছেন: গরু তো নিজে নিজে হাইটা আসে না। তাই বলছিলাম আর কি!
১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ ভোর ৫:৩৫
মোস্তাক_আহম্মদ বলেছেন: গরু আসা অবৈধ হবে কেন? কিন্তু চোরা পথে আসা গরু?
৪| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২৫
জেকলেট বলেছেন: ভারত থেকে গরু বৈধ বা অবৈধ যেভাবেই আসুকনা কেন তা দিয়ে কোরবানি হবে না কেন?? গরু ত আর মানুষের মত জন্মের কারনে বৈধ বা অবৈধ হওয়ার সুযোগ নাই।
গরু যেভাবেই আসুক কোরবানি যোগ্য হলে সেটা দিয়ে কোরবানি হবে। কারন, গরু বৈধ নাকি অবৈধ তা রাস্ট্রের আইন দ্বারা নির্ধারন হয়। এর সাথে ইসলামি আইনের কোন সম্পর্ক নাই। উদাহরন: বাংলাদেশে সুদ বৈধ তাই বলে ইসলামে তা বৈধ নয়। আবার অনেক দেশে বা জাতিতে এলকোহল বা শুকর খাওয়া বৈধ তাই বলে ইসলামে তা বৈধ নয়। আবার আল্লার নাম না নিয়ে যদি একটা হালাল পশুও জবাই করা হয় তাও মুসলমানের জন্য অবৈধ। তবে আপনি যদি জানেন এই গরুটি কারো কাছ থেকে চুরি করে আনা বা জোর-জবরদস্তি করে আনা তাহলে সেই গরু দিয়ে কোরবানি হবেনা। এখানে রাষ্ট্র না বরং ব্যাক্তির কথা বলা হচ্ছে। আশা করি প্রশ্নের উত্তর পেয়েছেন।
১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ ভোর ৫:৪৩
মোস্তাক_আহম্মদ বলেছেন: আপনার বাসায় কিছু লোক বাইরের বা ভিতরেরে আপনার অজ্ঞাতসরে আপনার কিছু দামী সোনাদানা নিয়ে চলে আসলো, যা কিনা আপনার সৎ টাকার কামাই। বাইরে আনার পর এইগুলি কি জেনে শুনে অন্য মানুষ কিনতে পারবে। পুলিশ কি তাদের ছেড়ে দেবেন?
বিমান একটি বৈধ পথ, স্বর্নও একটি খাটি সম্পদ শুধু মাত্র ট্যাক্স ফাকি দিয়ে আনার কারনে তা অবৈধ হয় যায়। শুধু মাত্র গরু কুরবানীর ক্ষেত্র চোরা পথে আসা গরুর ব্যাপারে আমরা এত উদাসীন কেন?
৫| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০০
মামু১৩ বলেছেন: "জেকলেট" কে বলছি, ধর্মের নামে সব কিছুকে বৈধ বলে ফতোয়া দিলেই হল! চোরাচালান বৈধ, যদি ধর্মের নামে হয়!
১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ ভোর ৫:৪৯
মোস্তাক_আহম্মদ বলেছেন: তাই কি আর হয়?
৬| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:০৪
জেকলেট বলেছেন: তার আগে আপনাকে বুঝতে হবে চোরাচালানটা অবৈধ কেন??? এই অবৈধের ঘোষনাটা কে দিছে এবং কেন দিছে?? এই যে ইন্ডিয়া বাংলাদেশের সীমান্ত এইটা কি ধর্ম করে দিছে?? যেই সীমান্ত ধর্ম করেনি সেই সীমান্তের রোল কেমনে ধর্মের উপর পড়ে?? চোরাচালানটা রাস্ট্রের আইনদ্বারা নির্ধারিত আল্লার আইনদ্বারা নয়। তাই এখানে ধর্মের কোন কাজ নাই। আর আমি সব কিছুকে কখনই বৈধ বলে ফতোয়া দেয়নি। আমার লেখাটা ভালো করে পড়েন। হারাম, অবৈধ কাজ এইগুলো ইসলাম ফিক্সড করে দিছে। আপনার বা আমার জন্য হারাম কাজ নয়া করে বানানোর কোন জায়গা নাই।
২০ শে অক্টোবর, ২০১৫ ভোর ৪:০৫
মোস্তাক_আহম্মদ বলেছেন: "চোরাচালানটা রাস্ট্রের আইনদ্বারা নির্ধারিত আল্লার আইনদ্বারা না"-- ইহা আপনি কি বলিলেন।
৭| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৪
পলাশমিঞা বলেছেন: জেনে করলে তো হওয়ার কথা নয়।
৮| ২৫ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৫:১০
জেকলেট বলেছেন: যাহা বলিলাম জানিয়া বুজিয়া বলিলাম। আপনাকে ধর্মের আইন এবং রাষ্ট্রের আইনের মাঝে ব্যাবধানটা বুজতে হবে। রাষ্ট্র জিওগ্রাফি মানে কিন্তু ধর্ম আলাদাভাবে ইসলাম জিওগ্রাফির ভিত্তিতে মানুষের বিভক্তি পুরোপুরি অস্বিকার করে।
আপনাকে ব্যাপরটা একটু সহজ করে দেই: ধরেন এই গরু গুলো যদি একজন ইন্ডিয়ান ক্রয় করে তাহলে কি তা বৈধ না অবৈধ?? নিশ্চই আপনি বলবেন বৈধ। আর একজন ইন্ডিয়ান মুসলমান কিনে যদি কোরবানী দেয়ে তাহলে কি তার কোরবানী হবে নাকি হবে না??? আশা করি আপনি বলবেন হবে। এখন প্রশ্ন হচ্ছে সেই একি গরু বাংলাদেশে আসলে আর বাংলাদেশের কোন মুসলমান ক্রয় করলে হারাম হবে কেন?? যে আইনের ভিত্তিতে আপনি একে হারাম বলতেছেন তা কি আদৌ ইসলামি আইন বা ইসলামের এই সংক্রান্ত আইন কি বলে??? কোরআনে পরিষ্কার ভাষায় বলা হয়েছে তোমরা নামাজ আদায় কর এবং তারপর আল্লার জমিনে হালাল রিজিকের তালাশে বের হয়ে পড়। এখানে কি আল্লাহ ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্থান, আমেরিকার কথা আলদা করে বলেছেন?? নাকি প্রফেট নিজে দেশের ভিত্তিতে মুসলমানদের আলাদা করেছেন যে আরবি মুসলামান, ইউরোপিয়ান মুসলমান, বাংলাদেশি মুসলামন, ইন্ডিয়ান মুসলমান??? আল্লার রাসূল বলেছেন দুনিয়ার সব মুসলমান ভাই ভাই। আল্লার কাছে সেই ব্যাক্তি সর্ব উ্ত্তম যার আমল সর্ব উত্তম। এই যে চোরাকারবারের ব্যাপারটা আসল কোথা থেকে?? এইটা কি কোরআন, হাদীস, ফিকাহ নির্ধারন করে দিছে?? অথবা ভ্যাট, টেকসের ব্যাপরটা ইসলাম তৈরি করে দিছে?? এইটার কোনটাই ইসলাম করে নি তাহলে এই ব্যাপারটা কেমনে আপনি ইসলামের আইন হিসেবে চালাবেন?? আর আল্লার আইন বলতে আমি ইসলামের আইনকেই বুজাচ্ছি। আল্লাহ এই গোটা জাহানের সৃষ্টি কর্তা তাই উনার আইন হবে জেনারেল সবার জন্য সমান। এখানে ভ্যাট, টেক্সের ব্যাপার নাই। আর তাছাড়া ইসলামে ইন্ডিয়া বাংলাদেশ নামে কোন রাষ্ট্র নাই। ইসলামে মাত্র দুইটা রাষ্ট্র আছে ইসলামে শুধু দুই রকমের রাষ্ট্র আছে একটা হচ্ছে দারুল হারব আরেকটা হচ্ছে দারুল ইসলাম (এই ব্যাপারে বিস্তারিত লেখতে গেলে একটি আলাদা ব্লগ ই লিখতে হবে)। আমি আামার আগের উত্তরেই ব্যাপারটা অনেকটাই পরিষ্কার করেছি। কোন রাষ্ট্র তার নিজস্ব আইন দ্বারা অনেক কিছুকেই বৈধ করেছে যে গুলো ইসলামে অবৈধ আবার এমন অনকে কিছুকেই অবৈধ করেছে যেগুলো ইসলামে বৈধ। তাই রাষ্ট্রের আইনের সাথে ইসলামের আইনকে গুলিয়ে ফেলবেন না।
মনে রাখবেন মানুষের তৈরী রাষ্ট্র যুগে যগে তার সীমান্ত পরিবর্তন করেছে। ৪৭ এর আগে ইন্ডিয়া, বাংলাদেশ একি দেশ ছিলো আজ আবার আমরা আলাদা আলাদা। আগামীতে যে আবার পরিবর্তন হবেনা তা আমরা কেউ বলতে পারিনা। কিন্তু ইসলাম শ্বাসত অপরিবর্তনিয় এবং তার আইনের ভিত্তি ও একি রকম মৌলিক এবং অপরিবর্তনিয়। আশা করি উত্তর পেয়েছেন।
@মামু১৩ : ধর্মের নামে সবকিছু বৈধ আমি বলিনি। আমি খুব স্পেসিফিকালি একটা ব্যাপারে বৈধ এবং অবৈধ হো্ওয়ার ইসলামি কারন ব্যাখ্যা করেছি। আপনার প্রশ্নে ব্যাপারে আপনি আরো পড়ালেখা করুন। সব কিছু একসাথে করবেন না। ফিজিক্স ও সাইন্স, কেমেস্ট্রি ও সাইন্স তাই বলে বিজ্ঞানের নাম বলে ফিজিক্স এবং কেমেস্ট্রিকে এক করা কি ঠিক?? আর ফতোয়া দেয়ার মত পড়ালেখা বা অধিকার কোনটাই আমার নাই। আমি অন্যান্য ধর্মের ব্যাপারে জানিনা কিত ইসলাম তার গন্ডির প্রতিটা ব্যাপারে অত্যন্ত পরিষ্কার এবং স্বচ্ছ। এখানে হারাম নির্ধারিত আল্লাহ এইটা নির্ধারন করে দিছেন। দুনিয়ার কাউকেই আর নতুন করে কোন কিছু হারাম নির্ধারন করার কোন ক্ষমতা ইসলাম দেয়নি
২৬ শে অক্টোবর, ২০১৫ সকাল ৯:৩৬
মোস্তাক_আহম্মদ বলেছেন: ভারত থেকে অবৈধভাবে আসা গরু দিয়ে কি কুরবানী হবে? যদি না হয় আসুন তবে আমরা এই অবৈধ কাজটি বাদ দেই।
৯| ২৫ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৫:১৮
জেকলেট বলেছেন: @মামু: আপনিতো শুরুতে আপনার আইডেন্টিটি প্রকাশ করে ফেলেছেন। আপনি তো বলেই ফেলেছেন "অন্ধের 'ধর্ম' পালন করবেন!" তো ভাই আপনি তো চক্ষুমান তো আপনি না পড়িয়া শুধু যদি অন্ধের মত খালি প্রশ্ন করেন তাইলে কামনে হবা??? আপনি আমাদেরকে যদি একটু জ্ঞান দিতেন তাহলে আমাদের চক্ষুদ্বয় একটু আলোকিত হত।
১০| ২৬ শে অক্টোবর, ২০১৫ সকাল ৯:৪৫
আহলান বলেছেন: জব্বর প্রশ্ন ...চিন্তার বিষয় ...
২৬ শে অক্টোবর, ২০১৫ সকাল ১০:০৯
মোস্তাক_আহম্মদ বলেছেন: ঠিক
©somewhere in net ltd.
১|
১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:১৭
মামু১৩ বলেছেন: আপনাদের নিয়ে হয়েছে সমস্যা! খালি প্রশ্ন করেন! অন্ধের 'ধর্ম' পালন করবেন! কোন প্রশ্ন নয়, উচিত/অনুচিত নয়, ধর্মের নামে সব কিছু মেনে নেবেন। যদি 'অবান্তর' প্রশ্ন করেন, যতই ধার্মিক হন না কেন, নাস্তিক-মুরতাদ হিসাবে চিন্হিত হবেন।