নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

“Those who have the privilege to know have the duty to act.”― Albert Einstein

মোস্তফা কামাল পলাশ

"সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে"

মোস্তফা কামাল পলাশ › বিস্তারিত পোস্টঃ

ঘূর্ণিঝড় ‘বুলবুল’ বা MATMO আজ শনিবার সন্ধ্যার সময় সাতক্ষিরা ও খুলনা জেলার উপর দিয়ে বাংলাদেশে প্রবেশ করতে পারে।

০৯ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১:৩৭



২৪ ঘণ্টা পূর্বে পূর্বাভাষ করেছিলাম যে শনিবার বিকেল থেকে ঘূর্ণিঝড় ‘বুলবুল’ (যদিও আন্তর্জাতিক সাইট গুলোতে নাম বলছে MATMO) সাতক্ষিরা ও খুলনা জেলার উপর দিয়ে বাংলাদেশে প্রবেশ করবে। ২৪ ঘণ্টা চেক করে দেখা গেলো যে পূর্বে সেই পূর্বাভাষ অনুসারেই উপকূলের দিকে এগিয়ে চলছে ঘূর্ণিঝড়। তবে সু-সংবাদ হলও যে ঘূর্ণিঝড়টি দুর্বল হয়ে পড়েছে কারণ বর্তমানে সে অংশে অবস্থান করছে সেই স্থানের সমুদ্রের পানির তাপমাত্রা অপেক্ষাকৃত কম আন্দামান ও নিকবার দ্বীপপুঞ্জের কাছের সমুদ্র অপেক্ষা।



বর্তমান গতিপথ ঠিক থাকলে ঘূর্ণিঝড়টি কোলকাতার হলদিয়া বন্দরের উপর দিয়ে স্থাল ভাগে প্রবেশ করবে ক্যাটেগরি ১ মানের ঘূর্ণিঝড় হিসাবে। কোলকতার উপকূলে আঘাত হানার সময় ঘূর্ণিঝড় কেন্দ্রে বাতাসের সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘণ্টায় ১০০ থেকে ১২০ কিলোমিটার। যেহেতু স্থলভাগে প্রবেশের পরে বেশিভাগ ক্ষেত্রে ঘূর্ণিঝড় দুর্বল হয়ে পড়ে তাই ঘূর্ণিঝড়টি বাংলাদেশের স্থলভাগে প্রবেশের সময় বাতাসের সর্বোচ্চ গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ৯০ থেকে ১১০ কিলোমিটার। সাতক্ষিরা ও খুলনা জেলার উপর দিয়ে বাংলাদেশে প্রবেশ করতে পারে। এর পরে ঘূর্ণিঝড়টি বৃহত্তর ফরিদপুর-মাদারীপুর, চাঁদপুর, লক্ষ্মীপুর, ফেনি হয়ে কুমিল্লা জেলার উপর দিয়ে প্রবাহিত হয়ে ভারতে প্রবেশ করবে। ফলে আগামী ২৪ ঘণ্টা এই সকল জেলায় মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত হবে।

আবহাওয়া পূর্বাভাষ মডেল গুলোর সঠিক পূর্বাভাষের অসাধারণ সক্ষমতার প্রমাণ হয়ে গেলো এই ঘূর্ণিঝড়টির ক্ষেত্রে।


মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৯ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১:৪১

লুৎফুর হুমায়ূন বলেছেন: ঝড়টি সন্ধ্যায় আঘাত হানবে বলে শুনছি। এতে বড় জলোচ্ছ্বাসের আশঙ্কা থাকায় আমরা বিপদে পড়ে যাব। কারণ গতকাল এখানে জোয়ার শুরু হয়েছিল বিকেল পাঁচটায়। আর পূর্ণ জোয়ার হয় রাত সাড়ে আটটায়। তাই সন্ধ্যায় আঘাত হানলে জোয়ার বেশি হয়ে বড় জলোচ্ছ্বাসের আশঙ্কা রয়েছে।

২| ০৯ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১:৫৮

নুরহোসেন নুর বলেছেন: প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করার জন্য আমাদের সচেতনতা জরুরী,
সৃষ্টিকর্তা সবাইকে রক্ষা করুন।

৩| ০৯ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৩:৪৭

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: ক্ষয়ক্ষতি যত কম হয় ততই মঙ্গল। রহম করো প্রভু

৪| ০৯ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৫:২৬

রাজীব নুর বলেছেন: আল্লাহ বুলবুল দিছেন আল্লাহই মাফ করবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.