![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
"সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে"
আমি শুরুতেই ক্ষমা চেয়ে নিচ্ছি সকলের কাছে যদি আমার এই পোষ্ট পড়ে কেউ ব্যাক্তিগত ভাবে কষ্ট পেয়ে থাকেন। একটা অ-জনপ্রিয় কথা লিখতে বাধ্য হলাম। অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ও পদে নিয়োগ দেওয়ার ক্ষেত্রে বিবেক দিয়ে সিদ্ধান্ত নেওয়ার পরিবর্তে আবেগ দিয়ে সিদ্ধান্ত নিয়ে এমন মানুষদের এমন পদে বসিয়েছেন বা দায়িত্ব দিয়েছেন যে পদে দায়িত্ব পালনের জন্য ঐ সকল মানুষের কোন অভিজ্ঞতা ছিলও না কিংবা অভিজ্ঞতার যথেষ্ট ঘাটতি ছিল। যেমন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন এর প্রধান নির্বাহী কর্মকর্তা ও সাধরন সম্পাদক নির্বাচন।
৫ ই আগস্টের পরে অন্তর্বর্তীকালীন সরকারের নেওয়া সবচেয়ে সঠিক একটি সিদ্ধান্ত ছিলও জুলাই ও আগস্টের আন্দোলনে নিহত শহীদ ও আহতদের পুনর্বাসনের জন্য জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন গঠন করা। আমি জানি আমার মন্তব্যটি অনেক সমালোচিত হবে তার পরেও বলি অন্তর্বর্তীকালীন সরকারের নেওয়া সবচেয়ে ভুল একটি সিদ্ধান্ত ছিলও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রথমে সাধারণ সম্পাদক ও পরবর্তীতে প্রধান নির্বাহী কর্মকর্তা হিসাবে শহীদ মুগ্ধ এর ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ ও পরবর্তীতে ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক হিসাবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলমকে নিয়োগ দেওয়া।
মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ ও সারজিস আলমের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যদি আমার মতামতের কারণে আপনারা কষ্ট পেয়ে থেকেন।আপনাদেরকে নিশ্চিত করতে চাই যে আপনাদের দুইজনের প্রতি আমার ব্যাক্তিগত কোন ক্ষোভ নাই। বরং শ্রদ্ধা রয়েছে যে আপনারা দুই জন গুরু দায়িত্ব পালন করার সাহস দেখিয়েছেন। আপনাদের সাহস ও চেষ্টার প্রতি আমার শ্রদ্ধা জানবেন। আমি কেন বলছি যে আপনারা দুইজন আপনাদের উপর অর্পিত দায়িত্ব পালন যথাযথ ভাবে পালন করতে সক্ষম না তার জন্য ভিন্ন একটি উদাহারণ দিতে চাই।
জৈবিকভাবে, একটি নারি যখন বয়ঃসন্ধিতে পৌঁছায় তখন তিনি একটি সন্তানের জন্ম দিতে সক্ষম হন, যা সাধারণত ১০ থেকে ১৬ বছর বয়সের মধ্যে ঘটে। যাইহোক, সম্ভাব্য গর্ভধারণের প্রথম বয়সটি প্রথম মাসিক চক্র দ্বারা চিহ্নিত করা হয়, যা সাধারণত ৯ থেকে ১৫ বছর বয়সের মধ্যে ঘটে। যদিও একজন মেয়ে বয়ঃসন্ধিকালে গর্ভধারণ এবং সন্তান জন্মদানে শারীরিকভাবে সক্ষম হতে পারে, তার শরীর নিরাপদে গর্ভধারণ পরিচালনা করার জন্য সম্পূর্ণরূপে বিকশিত নাও হতে পারে। চিকিৎসা বিশেষজ্ঞদের মতে নিম্ন স্বাস্থ্য ঝুঁকির জন্য আদর্শ প্রজনন বয়স সাধারণত ২০ থেকে ৩৫ বছরের মধ্যে। খুব অল্প বয়সে (প্রাথমিক কিশোর) বা ৩৫ বছরের পরে গর্ভধারণ মা এবং শিশু উভয়ের জন্য উচ্চ স্বাস্থ্য ঝুঁকি বহন করে।
নিরাপদে একটু সুস্থ ও স্বাস্থ্যবান সন্তান জন্মদানের জন্য যেমন একটি নির্দিষ্ট বয়স সীমার নারীর দরকার, তেমন কোন প্রতিষ্ঠান পরিচালনা ও ব্যবস্থাপনার জন্য একজন ব্যবস্থাপক দরকার যার থাকবে স্বাতন্ত্র্য ভাবে কোন প্রতিষ্ঠান পরিচালনা ও ব্যবস্থাপনার অভিজ্ঞা। দুঃখজনক হলেও বলতে হচ্ছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ ও সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক সারজিস আলমের কোন নন-প্রফিট সংস্থা পরিচালনা ও ব্যবস্থাপনার কোন পূর্ব অভিজ্ঞতা ছিলও না। ফলে এই দুই জন ব্যক্তিকে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ও সাধারণ সম্পাদক পদে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত ছিলও অন্তর্বর্তীকালীন সরকারের একটি আবেগই সিদ্ধান্ত কোন বিবেকই সিদ্ধান্ত না। অন্তর্বর্তীকালীন সরকারের এই ভুল সিদ্ধান্তের জন্য শুধু নিহত ও আহত পরিবারের সদস্যদের কাছেই অ-জনপ্রিয় হচ্ছেন তা না, বরং পুরো দেশের মানুষের কাছে সমালোচিত হচ্ছেন যার সুবিধা নিতে চাচ্ছে পালাতক স্বৈরাচারের নেতা-কর্মী ও দোসররা।
আমি আমি আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি সকলের কাছে। আমি দুঃখের সাথে বলতেছি জুলাই ও আগস্টের আন্দোলনে নিহত প্রায় ৯ শত (সরকারি গেজেট অনুসারে) ও আহত ২০ হাজার মানুষের পুনর্বাসনের জন্য একজন প্রধান নির্বাহী কর্মকর্তার প্রতিষ্ঠান পরিচালনা ও ব্যবস্থাপনা যে দক্ষতা ও অভিজ্ঞতা দরকার তার কোনটাই ছিলও না শহীদ মুগ্ধ এর ভাই ও সমন্বয়ক সারজিস আলমের। শহীদ মুগ্ধ এর ভাই ও সমন্বয়ক সারজিস আলমকে কোন দোষ দিতে চাই না। তারা নিশ্চয় নিজে থেকে গিয়ে ঐ সকল পদে বসেনি। একটি শিশু শৈশবে পোলিও রোগে আক্রান্ত হলে যেমন অবশিষ্ট জীবনে খুঁড়িয়ে চলে; ঠিক একই ভাবে যোগ্য নেতৃত্বের অভাবে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন চলতেছে। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পরিচালনা-গত ব্যর্থতার জন্য মূল্য পরিশোধ করতে হচ্ছে জুলাই ও আগস্টের আন্দোলনে নিহত প্রায় ৯ শত (সরকারি গেজেট অনুসারে) ও আহত ২০ হাজার পরিবার। প্রতিদিনই সামাজিক গণমাধ্যমে প্রকাশ হচ্ছে আহত মানুষগুলোর চিকিৎসার দুর্দশার চিত্র ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর চিকিৎসা চালাতে আর্থিক সংগ্রামের কাহিনী।
অন্তর্বর্তীকালীন সরকার আবেগের পরিবর্তে বিবেক কাজে লাগাত তবে গত ৬ মাসে আরও বেশি সফলতা অর্জন করতে পারত ও আরও কম সমালোচিত হতো বলে আমি বিশ্বাস করি। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের ভাগ্য অনেক ভালো। কানাডা মাত্র সাড়ে ৩ কোটি মানুষের দেশ। এই দেশে ৫ থেকে ১০ টির মতো জরিপ সংস্থা রয়েছে যে সংস্থাগুলো সাপ্তাহিক, মাসিক, ত্রৈমাসিক, ও বার্ষিক ভাবে সরকারে জনপ্রিয়তা ও ও সরকার প্রধানের এপ্রুভাল রেটিং প্রকাশ করে।
অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কর্মরত অনেক পরিচিত মানুষ রয়েছেন আমার ফেসবুক বন্ধু লিস্টে। আমি বিনীত ভাবে অনুরোধ করতে চাই, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের ব্যবস্থাপনা ও পরিচালনা বোর্ড পৃথক করুন। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের ব্যবস্থাপনা বোর্ডে ১০ থেকে ২০ বছরের অভিজ্ঞতা সম্পন্ন পেশাদার ব্যবস্থাপক নিয়োগ করুন যাদের নন-প্রফিট সংস্থা পরিচালনার অভিজ্ঞতা আছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি বিনীত অনুরোধ শহীদ স্মৃতি ফাউন্ডেশনের ব্যবস্থাপনা বোর্ডে আবেগের পরিবর্তে বিবেক দিয়ে যোগ্য ম্যানেজার নিয়োগ করুন।
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের একটি পরিচালনা বোর্ড তৈরি করুন যে বোর্ডের কাজ হবে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের ব্যবস্থাপনা বোর্ডের কাজের পর্যবেক্ষণ ও মূল্যায়ন। এই পরিচালনা বোর্ডের প্রধান উপদেষ্টা হিসাবে আলংকারিক দায়িত্ব পালন করতে পারেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মুহাম্মদ ইউনুস ও বোর্ডের সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করতে পারেন শহীদ মুগ্ধের ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। সেই সাথে পরিচালনা বোর্ডে রাখা যেতে পারে এক বা একাধিক ছাত্র সমন্বয়ক, নিহত ও আহত পরিবারের ৩ থেকে ৫ জন সদস্য (বিভিন্ন শ্রেণির), বিভিন্ন চিকিৎসক, মনোবিজ্ঞানী।
অন্তর্বর্তীকালীন সরকার অন্য সকল ক্ষেত্রে যতই সফল হউক না কেন, জুলাই ও আগস্টের আন্দোলনে নিহত ও আহত প্রত্যেকটি পরিবার যদি সরকার ঘোষিত আর্থিক ও চিকিৎসা সহায়তাগুলো না পায় তবে সরকারের চূড়ান্ত অর্জন হবে শূন্য ঠিক যেমন করে কোন সংখ্যাকে শূন্য দিয়ে গুন করলে ফলাফল হয় শূন্য।
আমি মনে-প্রানে চাই, অন্তর্বর্তীকালীন সরকার তাদের সময়কালে একটি মাত্র কাজে ১০০% সফল হলে সেই কাজটি যেন হয় জুলাই ও আগস্টের আন্দোলনে নিহত ও আহত সকল মানুষকে পুনর্বাসন।
অন্তর্বর্তীকালীন সরকারের সফলতা কামনা করছি।
২| ২৭ শে জানুয়ারি, ২০২৫ সকাল ১০:১২
রাজীব নুর বলেছেন: ভালো কথা বলেছেন।
সহমত।
৩| ২৭ শে জানুয়ারি, ২০২৫ দুপুর ১:১৭
নতুন বলেছেন: খুবই যৌক্তিক পরামর্শ। টুইটারে প্রধানউপদেস্ঠার একাউন্টে ট্যাগ দিন যদি কারুর চোখে পড়ে।
৪| ২৭ শে জানুয়ারি, ২০২৫ দুপুর ১:৪৩
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
এটাই এক মাত্র অরাজকতাপূর্ণ আন্দোলন ছিল যেখানে আন্দোলনকারী সন্ত্রাসীরা ইচ্ছেমতো রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করেছে।
আন্দোলন হতে হবে শান্তিপূর্ণ।
৫| ২৭ শে জানুয়ারি, ২০২৫ রাত ৯:১৭
ঢাবিয়ান বলেছেন: সারজিস ও স্নিগ্ধর দ্বায়িত্ব ছিল মুলত টাকা , চেক বা সাহায্য আহত ও নিহত পরিবারের কাছে পৌছে দেয়া। আসল সমস্যা হচ্ছে আমলাতন্ত্র জটিলতা যেটা ডঃ ইউনুস নিউ এজ এর সাথে এক সাক্ষাৎকারে বলেছেন। উনার কথায় বোঝা গেছে যে, আমলারা জায়গায় জায়গায় নিয়ম, আইনের দোহাই দিয়ে পদে পদে বাধা সৃষ্টি করায় সঠিকভাবে টাকা ডিস্ট্রিবিউশন সম্ভব হচ্ছে না। এ কথা কে না জানে যে, আমাদের আমলারা জনগনের টাকা লুট করতে অভ্যস্ত , জনসেবায় ব্যায় করতে অভ্যস্ত নয়। স্বৈরাচারের পতন হয়েছে কিন্তু স্বৈরাচারী সিস্টেমের এক বিন্দু বদল হয়নি।
৬| ২৭ শে জানুয়ারি, ২০২৫ রাত ৯:৩৮
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ঢাবিয়ান যথার্থ বলেছেন।
৭| ২৮ শে জানুয়ারি, ২০২৫ দুপুর ১:২৫
করুণাধারা বলেছেন: অনেকদিন পর আপনার পোস্ট দেখে ভালো লাগলো। আবহাওয়া এবং ভূমিকম্প সম্পর্কিত আপনার পোস্টগুলো খুব ভালো হয়।
স্নিগ্ধ এবং সারজিসের নিয়োগের ব্যাপারে কিছুটা দ্বিমত পোষণ করি আপনার সাথে। এরা অনভিজ্ঞ নিঃসন্দেহে, তাই ঠিকমতো কাজ করতে পারছে না, কিন্তু এদের আন্তরিকতায় সন্দেহ নেই আমার। এখানে যদি কোন আমলাকে নিয়োগ দেওয়া হতো, তিনি প্রথমেই দেখতেন প্রকল্পটাকে (জুলাই ফাউন্ডেশন) কিভাবে নিজের জন্য লাভজনক করা যায়। সেক্ষেত্রে ভুক্তভোগীদের কতটুকু সুবিধা হতো জানিনা।
ভালো হতো, যদি প্রশাসনে দক্ষ কিছু মানুষ স্নিগ্ধ এবং সার্জিসকে সাহায্য করতেন।।
৮| ২৯ শে জানুয়ারি, ২০২৫ বিকাল ৫:০৮
কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: লেখক বলেছেন:
'অন্তর্বর্তীকালীন সরকার তাদের সময়কালে একটি মাত্র কাজে ১০০% সফল হলে সেই কাজটি যেন হয় জুলাই ও আগস্টের আন্দোলনে নিহত ও আহত সকল মানুষকে পুনর্বাসন।
---্এটা সফল হতে দিলে তো আফসোসলীগের মনোকষ্ট দিগুন হয়ে যাবে! তবু এই পদক্ষেপে্র সফল বাস্তবায়ন চাই।
৯| ২৯ শে জানুয়ারি, ২০২৫ রাত ৯:৫৯
মৌরি হক দোলা বলেছেন: যৌক্তিক পোস্ট; তবে বারবার ক্ষমা চাওয়া যুক্তিকে দুর্বল করে দেয়।
১০| ৩১ শে জানুয়ারি, ২০২৫ ভোর ৫:৫৬
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
প্রতারণার আন্দোলন।
১১| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৪:৫৩
সৈয়দ মশিউর রহমান বলেছেন: আপনার চমৎকার লিখনি আমাকে মুগ্ধ করেছে এবং সেই সংগে ব্লগার ঢাবিয়ান ও করুণাধারার সংগেও আমি একমত।
১২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৮:২৯
জুল ভার্ন বলেছেন: চমৎকার লিখেছেন। তবে এখন পর্যন্ত ডক্টর ইউনুস সরকারের অর্জন ১০%! যদি তারা প্রত্যাশার ৫০% পূরণ করতে পারেন এবং সেই ধারাবাহিকতা নির্বাচিত সরকার ধরে রাখতে পারে তাহলে দেশের মানুষের ভবিষ্যত উজ্জল হবে।
১৩| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১০:৫০
আব্দুল মতিন মুনি্স বলেছেন: সুন্দর কথা বলেছেন আপনার মতামতের সাথে একমত
১৪| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ৭:২৪
রাবব১৯৭১ বলেছেন: ছাত্রদের পরিসংখ্যান দিলেন। পুলিশ মরে নাই?
১৫| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ২:৩৯
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: পলাশ ভাই, এই দুঃসময়ে আপনার এই পরামর্শটি গুরুত্বপূর্ণ। আশা করি, কেউ না কেউ এই বিষয়টি উপর মহলে নিয়ে যাবেন।
আপনি যে উদাহরণটি দিয়েছেন সে বিষয়ে আমার পরামর্শ হচ্ছে, যেহেতু এরা উভয়ই মুসলমান পাশাপাশি বর্তমানে এদের একটা প্রোফাইল তৈরি হয়েছে, সেই দিকে দৃষ্টি দিয়ে যদি সম্ভব হয় তবে উদাহরণটি সংশোধন করা যায়।
নবীজি (সা)র উপর ৪০ বছর হওয়ার আগ পর্যন্ত নবুওত পাঠানো হয় নি। যেদিন উনার ৪০ বছর পূর্ণ হল সেদিনই নবুওত পাঠানো হয়। এর পরিচ্ছন্ন অর্থ হচ্ছে, দায়িত্বের জন্য একটা নির্দিষ্ট বয়স সীমা ও অভিজ্ঞতার প্রয়োজন রয়েছে। সেটা পূর্ণ না হওয়ার আগ পর্যন্ত দায়িত্ব দেওয়া ও নেওয়া উভয়টাই উনুপযোগি। ভালোবাসা ও কৃতজ্ঞতার প্রকাশ আল্লাহ সুবহানাহু ও্য়া তা'য়ালা আমাদের চাইতে বেশি জানেন, কেবল সেই দিকে যদি তিনি গুরুত্ব দিতেন তবে নবীজিকে ৪০ বছর হওয়ার পূর্বে নবুওত সমজে দিতেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা তা করেন নি। এখান থেকে আমরা শিক্ষা নিতে পারি যে, নতুন দেশ গঠনে আবেগ ও ভালোবাসাকে তার জায়গায় রেখে দায়িত্বের পূর্ণতা আদায়ের জন্য যোগ্যতাকে প্রায়োরিটি দেওয়া ।
আমি এই উদাহরণটি দেওয়ার কারনটি বলি। একটা গল্পের প্রচলন আছে এভাবে যে, এক রাজা একবার তার রাজ্যের সকল কবিদের নিয়ে একটি রাজ সভার আয়োজন করলেন। যেখানে উনি কবিদের অনুরোধ করলেন নিজদের কবিতা আবৃতি করার জন্য। ধারাবাহিকভাবে কবিরা নিজেদের সেরা কবিতা শুনাতে লাগলেন। একজন কবি এসে কবিতা পাঠ করতে গিয়ে রাজার প্রশংসা করলেন এভাবে, ( আমি কবিতাটি হুবহু ভুলে গিয়েছি, তবু মূল কথাগুলো বলার চেষ্টা করি,) রাজার সচেনতা শেয়ালের মতো, রাজার প্রজাপ্রেম কুকুরের মতো, ইত্যাদি ইত্যাদি।
রাজা এটা শুনে রাগান্বিত হলেন। কিন্তু পরবর্তিতে তাকে রাজ্যের অর্থে কয়েক মাস ট্রেনিং দিলেন, কবির পরিবর্তন আসলো। তিনি তার কবিতার এই কথাগুলোই তখন সুন্দর উদাহরেন মাধ্যমে প্রকাশ করলেন।
©somewhere in net ltd.
১|
২৭ শে জানুয়ারি, ২০২৫ ভোর ৫:২৯
কামাল১৮ বলেছেন: সিধান্ত নেয়ার ক্ষেত্রে বিবেক বা আবেগ কোনটাই সঠিক না।সিধান্ত নিতে হবে যুক্তি সহকারে।োবাস্তবতার আলোকে।