![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইত্তেফাক রিপোর্ট
রনির সংসদ সদস্য পদ বাতিল ও গ্রেফতার দাবিসাংবাদিক পেটানোর অভিযোগে গোলাম মাওলা রনির সংসদ সদস্য পদ বাতিল করে অবিলম্বে তাকে গ্রেফতারের দাবি জানিয়েছেন সাংবাদিক নেতৃবৃন্দ ও ইনডিপেনডেন্ট টেলিভিশন পরিবার। আজ সোমবার এক মানববন্ধনে তারা এই দাবি জানান।
দুপুর ১২টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত ঐ মানববন্ধনে বক্তব্য রেখেছেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি শাহেদ চৌধুরী, সেক্রেটারি ইলিয়াস খান, ঢাকা সাংবাদিক ইউনিয়নের আরেক অংশের নেতা রহুল আমীন গাজী, বাকের হোসেন ও ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের বার্তা সম্পাদক মুহিতুল ইসলাম রাজু।
গত শনিবার হত্যাচেষ্টা, মারধর ও ভাংচুরের অভিযোগে বিকালে সাংসদ রনিসহ অজ্ঞাত ২০/২৫ জনকে আসামি করে শাহবাগ থানায় মামলাটি করেন ওই টেলিভিশনের সহকারী ব্যবস্থাপক ইউনুছ আলী।
এজাহারে বলা হয়, শনিবার দুপুর দেড়টার দিকে রাজধানীর ৩৩ তোপখানা রোড মেহেরবা প্ল্লাজার ১০ তলায় অবস্থিত সাংসদ গোলাম মাওলা রনির অফিসে সংবাদ সংগ্রহ করতে গেলে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সাংবাদিক ইমতিয়াজ সনি ও ক্যামেরাম্যান মহসিন মুকুলকে আটকে রেখে বেধড়ক মারধর করেন। এসময় রনির নেতৃত্বে ক্যামেরা ও বুম ভাংচুর করে ক্যামেরার মেমোরি কার্ড খুলে রাখা হয়। এতে গুরুত্বর আহত মুকুল ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন।
টেলিভিশন চ্যানেল ইন্ডিপেন্ডেন্ট এ প্রচারিত অপরাধমূলক অনুসন্ধানভিত্তিক জনপ্রিয় অনুষ্ঠান 'তালাশ' এর সংবাদ সংগ্রহের জন্য কাজ করছিল তাদের টিম। সংসদীয় এলাকা থেকে দুই কোটি টাকার একটি ঘুষ কেলেঙ্কারির খবর ছিল এই টিমের কাছে। যার প্রেক্ষিতে গত কয়েকদিন ধরেই কাজ করছিল টিমটি। মেহেরবা প্ল্লাজার কাছাকাছি স্থান থেকে গোপন ক্যামেরায় অফিসের কার্যক্রম ধারণ করতে যায় টিমটি। কিন্তু তা না পারায় ওই টিমটি অফিসের কাছে গেলে রনির সন্ত্রাসী বাহিনীর কর্মীরা সাংবাদিকদের ওপর অতর্কিতে হামলা চালায়। এ সময় রনি নিজেও সাংবাদিকদের মারধর করেন। অন্যদিকে চাঁদা দাবি এবং তা না পেয়ে হত্যাচেষ্টা এবং অপহরণের অভিযোগ তুলে সালমান এফ রহমানের বিরুদ্ধে রাতে পাল্টা মামলা করেন গোলাম মাওলা রনি।
২| ২২ শে জুলাই, ২০১৩ দুপুর ২:২৯
পরিবেশ বন্ধু বলেছেন: বাংলাদেশ সংবিধানে সংবাদ পত্রের স্বাধীনতার বিষয়টি স্পষ্ট
রনি সাহেব যে কাজ করলেন তা সম্পূর্ণ কুকর্ম এবং বিচার অযোগ্য
অপরাধ । অবশ্যই তার সাংসদ পদবী কেড়ে নেওয়া এবং গ্রেফতার করা সমুচিত কর্তব্য বলে দাবি জানাই ।।
সাংবাধিক নির্যাতন চল্বেনা বন্ধ হোক
এরাই সাগর রুনির হত্তাকারী
এদের বিরুদ্ধে চূড়ান্ত ফ্রেফতারি রুল জারি চাই
৩| ২২ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:০৭
মো ঃ আবু সাঈদ বলেছেন: কুকুর সাংবাদিকগুলারে তো লাথ্তি মাইরা বের কইরা দেয়া উচিত। এই সব সাংবাদিক এখন এক একটা কুকুর!
দূর্ণীতিবাজরা এসব কুকুর পোষে আর এই কুকুরগুলো মানুষের দুয়ারে দুয়ারে ঘোরে
৪| ২২ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:০৮
মো ঃ আবু সাঈদ বলেছেন: কুকুর সাংবাদিকগুলা দরবেশ বাব দের রক্ষক এরা এখন সাংবাদিকতার ক্ষমাতা দেখায় ।
৫| ২২ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:০৯
মো ঃ আবু সাঈদ বলেছেন: আজ থেকে তালাশ দেখা বন্ধ....
৬| ২২ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:৩১
আরািফন বলেছেন: বাংলাদেশের এখন বড় সন্ত্রাস হচ্ছে সাংবাদিকগুলা......হলুদ সাংবাদর এর মাধ্যমে দেশকে জিম্মী করে রেখেছে........এই সাংবাদিকগুলারে এইবাবে লাথ্তি মাইরা বের কইরা দেয়া উচিত। সংসদ সদস্য গোলাম মাওলা রনি যা করছে উচিত করছে .....
৭| ২২ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:১১
বাংলার আকাশ বলেছেন: বুঝলাম না , সবাই সাংবাদিক গো দোষ দিচ্চে কেন ?? পোষ্ট এর সাবজেক্ট অনুযা্য়ী রনি কে নিয়া কমেন্ট পরার কথা ..!!!
৮| ২২ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:০৭
আমি মাসুদ বলেছেন: বুঝলাম না , সবাই সাংবাদিক গো দোষ দিচ্চে কেন ?? পোষ্ট এর সাবজেক্ট অনুযা্য়ী রনি কে নিয়া কমেন্ট পরার কথা ..!!! আমারও একই কথা আকাশ ভাই.।
হয়তো দরবেশ বাবা শেয়ার বাজার থেকে কোটি োি টাকা .।
©somewhere in net ltd.
১|
২২ শে জুলাই, ২০১৩ দুপুর ২:২৬
নীলতিমি বলেছেন: কুকুর সাংবাদিকগুলারে তো লাথ্তি মাইরা বের কইরা দেয়া উচিত। এই সব সাংবাদিক এখন এক একটা কুকুর!
দূর্ণীতিবাজরা এসব কুকুর পোষে আর এই কুকুরগুলো মানুষের দুয়ারে দুয়ারে ঘোরে !