নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মতিলাল

আমি সাদা মনের মানুষ। ধর্ম বর্ণ আমার কাছে সমান

মতিলাল › বিস্তারিত পোস্টঃ

ক্যাথলিকবাদ ছেড়ে মুসলিম হচ্ছেন হিস্পানিক আমেরিকানরা

২২ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:০৩

আমেরিকার যুক্তরাষ্ট্রে প্রায় ৫ কোটিরও বেশি হিস্পানিকের (স্পেনীয়) বাস রয়েছে। এই ল্যাটিনো সম্প্রদায়টি বর্তমানে দেশটির সবচেয় বড় সংখ্যালঘু সম্প্রদায়।



এদের বেশির ভাগই খ্রিস্টান ধর্মের ক্যাথলিক মতবাদের অনুসারী। কিন্তু সম্প্রতি তাদের এক বিশাল সংখ্যক লোকই ইসলাম গ্রহণ করতে শুরু করেছে।



তবে ঠিক কত সংখ্যক হিস্পানিক আমেরিকান ইসলাম গ্রহণ করছে তা বলাটা মুশকিলই বটে। কারণ যুক্তরাষ্ট্রের জরিপে ধর্মীয় তথ্য সংগ্রহ করা হয় না।



তবে ল্যাটিনো মুসলিমদের সংখ্যা ১ লাখ থেকে ২ লাখের মধ্যেই হবে বলে ধারণা করা হয়। আর এই ধর্মান্তরণ প্রক্রিয়া অব্যাহত গতিতেই চলছে বলে উঠে এসেছে বিবিসির এক অনুসন্ধানী প্রতিবেদনে।



যুক্তরাষ্ট্রের নিউ জার্সির ইউনিয়ন সিটির জনসংখ্যার ৮০ শতাংশই হিস্পানিক। বিবিসির কেটি ওয়াটসন ইউনিয়ন সিটির কয়েকজন ধর্মান্তরিত হিস্পানিক আমেরিকানের সাক্ষাৎকারের ভিত্তিতেই ওই প্রতিবেদনটি তৈরি করেন।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২২ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:২৯

ছািব্বর বলেছেন: সত্য সমাগত,মিথ্যা দুরিভুত

২| ২২ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:৫২

নিজাম বলেছেন: আলহামদুলিল্লাহ। এই ঘটনা থেকে মুসলমানদের শিক্ষা কী? আমাদের শিক্ষা নিতে হবে যে নন-মুসলিমগণ ইসলাম গ্রহণ করে দুনিয়া ও আখিরাতের সাফল্য লুফে নিচ্ছে। আর আমরা মুসলমানরা নিজ ধর্ম ঠিকমত না মানার কারণে পদে পদে মার খাচ্ছি আর আজাব-অশান্তির মধ্যে দিন কাটাচ্ছি। এখনও সময় আছে মুসলমানদের জীবনকে পশ্চিমামূখী না করে ইসলামী শরীয়তমুখী করা। নতুবা কোরআন-হাদীস মোতাবেক আল্লাহ অন্য জাতিকে ইসলামে দাখিল করে মুসলমানদের ধ্বংস করে দিবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.