নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মতিলাল

আমি সাদা মনের মানুষ। ধর্ম বর্ণ আমার কাছে সমান

মতিলাল › বিস্তারিত পোস্টঃ

রাবি ছাত্রলীগ সম্পাদকের হাত পায়ের রগ কেটে দিয়েছে দুবৃর্ত্তরা

২২ শে আগস্ট, ২০১৩ রাত ১১:৫৬

রাবি ছাত্রলীগ সম্পাদকের হাত পায়ের রগ কেটে দিয়েছে দুবৃর্ত্তরা

রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম তৌহিদ আল হোসেন তুহিনের পায়ের রগ কেটে দিয়েছে দুবৃর্ত্তরা। ছাত্রলীগের দাবি শিবির নেতা-কর্মীরাই এ কাজ করেছে। বৃৃহস্পতিবার রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের মাদার বখশ হলের কাছে এ ঘটনা ঘটে। আশংকাজন অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছ। তুহিন বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের এমবিএর শিক্ষার্থী।



প্রত্যক্ষদর্শী ও বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, সৈয়দ আমির আলী হলে শোক দিবসের আলোচনা শেষে মাদার বখশ হলের দিকে যাচ্ছিলেন তৌহিদ আল হোসেন তুহিন। এসময় মোটরসাইকেল যোগে এসে কতিপয় অজ্ঞাত সন্ত্রাসী ক্যাডার অতর্কিত হামলা চালিয়ে কুপিয়ে তুহিনের হাত ও পায়ের রগ কেটে দেয়। পরে তারা দুটি হাত বোমার বিস্ফেরণ ঘটিয়ে পালিয়ে যায়। পরে প্রত্যক্ষদর্শীদের সহায়তায় দলের নেতা-কর্মীরা তুহিনকে উদ্ধার করে এবং গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে এ ঘটনার পর রাবি ছাত্রলীগের নেতাকর্মীরা অস্ত্র নিয়ে বিভিন্ন হলে অবস্থান নেয়। ক্যাম্পাসে চরম উত্তেজনা বিরাজ করে।

ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান রানা বলেন, ‘শিবির ক্যাডাররাই তুহিনের হাত পায়ের রগ কেটে দিয়েছে।’ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক তারিকুল হাসান বলেন, ‘আমরা শুনেছি হাত বোমার বিস্ফোরণ ঘটেছে এবং একজন আহত হয়েছে। প্রকৃত ঘটনা খোঁজ নিয়ে দেখছি। ক্যাম্পাসের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে দাবি করেন তিনি।’

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৩ শে আগস্ট, ২০১৩ রাত ১২:২৭

মোহাম্মদ সোহেল হাসান বলেছেন:

২| ২৩ শে আগস্ট, ২০১৩ ভোর ৬:৫৪

পানকৌড়ি বলেছেন: ছবিটা তো সুন্দর ।

৩| ২৩ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:৪৫

অবুঝ পাঠক বলেছেন: বিয়াফক বিনোদন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.