![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঢাকা: মিশরে সেনাপ্রধান জেনারেল আবদের ফাত্তাহ আল শিশির নামে নিজের গাধার নাম রাখায় মিশরের এক কৃষককে আটক করা হয়েছে।শনিবার দেশটির সরকারি সংবাদ মাধ্যম মিনায় এ খবর প্রকাশিত হয়।
মিনা জানায়, শুক্রবার রাতে ওমর আবু আল মাগদ আলি আল সাগির নামের ৩১ বছরের ওই কৃষককে মিশরের কুয়েনা প্রদেশ থেকে আটক করা হয়।তার বিরুদ্ধে সেনাপ্রধান শিশিকে অসম্মান করার অভিযোগ আনা হয়েছে।সাগির তার গাধার পিঠে চরে তার গ্রামের রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার পর তাকে আটক করা হয়। তার এ কর্মকাণ্ডকে সেনাবাহিনীর জন্য সরাসরি অপমান হিসেবে দেখা হচ্ছে।
গত ৩ জুলাই সেনাপ্রধান শিশির দ্বারা ক্ষমতাচ্যূত হন প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে। কিন্তু মিশরের সাধারণ মানুষের কাছে তার জনপ্রিয়তিা এখনও অটুট রয়েছে। এখনও অনেক দোকান, যানবাহন এবং লোকজনের ঘরে দেয়োলে শোভা পাচ্ছে তার ছবি। মুরসির পতনের পর অন্তর্বর্তী সরকার তার দলের নেতা কর্মী ও সমর্থকদের বিরুদ্ধে ব্যাপক দমনাভিযান চালায়।
২| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:০১
তিক্তভাষী বলেছেন: এরকম একটা ভালো কাজ করেও লোকটা বিপদে পড়লো?
৩| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:১৮
আল ইফরান বলেছেন: নীচের গাধাটাকেই তো বেশী সুন্দর লাগতেছে
©somewhere in net ltd.
১|
২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:২৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: ওই কৃষককে আরো শাস্তি দেওয়া উচিত!
কারণ গাধাকে সে অপমান করেছে!
গাধারা গাধামি করলেও দেশের সাথে মানুষের নাথে বেইমানি করেনা!!
গাধারা গাধা হলেও গণতন্ত্রের হত্যাকারী, সুবিধাবাদী আমেরিকার পা চাটেনা!!!
ঐ শিশি না বোতল তো গাধার চেয়ে নিকৃষ্ট!!!!!!!!
দেশ, গণতন্ত্র, নির্বাচিত সরকারকে হত্যকরেছে।