নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মৌরী ইসলাম

মৌরী ইসলাম › বিস্তারিত পোস্টঃ

সিলেটের আইসিটি মেলায় গ্লোবাল ব্র্যান্ডের যত অফার

৩০ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৩৩

সিলেটে ২৯ ডিসেম্বর থেকে শুরু হওয়া ‘ বিসিএস আইসিটি এক্সপো, ২০১৫’তে বিশ্বখ্যাত ‘আসুস’ ও ‘লেনোভো’ ব্র্যান্ডের ল্যাপটপ এবং রাপু, গোল্ডেনফিল্ড ,এডাটা, পান্ডা, টোটোলিংক ও হান্টকি ব্র্যান্ডের কম্পিউটার এক্সেসোরিজ নিয়ে অংশগ্রহণ করছে বাংলাদেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি শিল্পের অন্যতম পরিবেশক গ্লোবাল ব্র্যান্ড (প্রা.) লিমিটেড। পাচঁদিন ব্যাপি আয়োজন করা হয়েছে এই আইটি মেলা।মেলা উপলক্ষ্যে আসুস ও লেনেভোর পক্ষ থেকে রয়েছে বিশেষ অফার। আসুসের রয়েছে আকর্ষণীয় “উইন্টার জ্যাকেট অফার ”। যে কোনো আসুস ল্যাপটপ কিনে ক্রেতারা পাবেন স্টাইলিশ উইন্টার জ্যাকেট।লেনেভোর পক্ষ্য থেকে রয়েছে ‘নিউ ইয়ার ফেসটিভ্যাল ’শীর্ষক বিশেষ অফার। । এই অফারের আওতায় লেনোভো ল্যাপটপ বা অল-ইন-ওয়ান পিসি ক্রয়ে ক্রেতারা পাচ্ছেন একটি স্ক্র্যাচ কার্ড। স্ক্র্যাচ কার্ডের মাধ্যমে ক্রেতারা পেতে পারেন ট্যাবলেট পিসি,এলিডি টিভি, স্মার্টফোন, টাচ্ মোবাইল ফোন, পেনড্রাইভ, ব্রাদার প্রিন্টার, পান্ডা ইন্টারনেট সিকিউরিটি, মাউস বা টি-শার্ট।

এছাড়াও হান্টকির পক্ষ্য থেকে রয়েছে ‘নিউ ইয়ার গিফট’ শীর্ষক বিশেষ অফার । হান্টকির পন্য ক্রয়ে ক্রেতারা পাচ্ছেন একটি স্ক্র্যাচ কার্ড। স্ক্র্যাচ কার্ডের মাধ্যমে ক্রেতারা পেতে পারেন স্মার্টফোন, সেলফি স্টিক, টি-শার্ট এবং আরোও আকর্ষণীয় উপহার।


আরো বিস্তারিত তথ্যের জন্য অনুগ্রহ করে পরিদর্শন করুন:
view this link

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.