নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বহুদিন আগে কোন এক বারান্দায় শেষ বিকেলের আলোয় আলোকিত উড়ন্ত খোলা চুলের এক তীক্ষ্ণ হৃদয়হরনকারী দৃষ্টি সম্পন্ন তরুনীকে দেখে ভেবেছিলাম, আমি যাদুকর হব। মানুষ বশীকরণের যাদু শিখে, তাকে বশ করে নিশ্চিন্তে কাটিয়ে দিব সারাটি জীবন।

কাল্পনিক_ভালোবাসা

একদিন সব হাসির ময়নাতদন্ত হবে, ফরেনসিক রিপোর্টে লেখা থাকবে - সবই মিথ্যে।

কাল্পনিক_ভালোবাসা › বিস্তারিত পোস্টঃ

মধ্যবিত্তের বিবাহ দর্শনঃ মিলনের বর্ষা

২৬ শে জুন, ২০১২ রাত ২:১০

বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন, পাড়াপ্রতিবেশী ইত্যাদি সব মিলিয়ে এই মাসে ৮ টি বিয়ের দাওয়াত পেয়েছি। শুনতে পাচ্ছি আরো ২ টা নাকি 'প্রক্রিয়ারত' আছে।:| বর্ষাকালে শুনেছি অনেক বৃষ্টি হয়। কিন্তু এইবারের বর্ষা হচ্ছে, মিলনের বর্ষা। প্রেমিকরা নিজেদের রোমান্টিকতার প্রমানস্বরুপ প্রেমিকার কাছে কোন এক বর্ষারাতে বিয়ের প্রস্তাব দেয় B-)। প্রেমিকারাও স্বীয় প্রেমিকার রোমান্টিকতার মুগ্ধ হয়ে গদগদ হয়ে বিয়ের পিঁড়িতে বসে। তাহাদের জন্য শুভকামনা।





এখন আসি বাস্তবতায়। দয়া করে আমাকে কেউ ছোটলোক ভাববেন না। আমি বাস্তবতার কথা বলছি। ৮টা বিয়ের অনুষ্ঠান মানে গড়ে ১৬ দিন আমার বিয়ে খেতে খেতেই কেটেছে বা কাটবে। বর্তমান যুগে ৮ টি বিয়ের অনুষ্ঠানে নিমন্ত্রন রক্ষা করা মানে মাস শেষে খালি হাতে বাসায় ফেরা। /:) যা বেতন পাই, তার অধিকাংশ এ যাবে, এই বিয়ের অনুষ্ঠানে উপহার কিনতে। ২০০০ - ৩০০০ টাকার নিচে কোন পছন্দসই উপহার পাওয়া যায় না। আর ২০০০-৩০০০ টাকার মধ্যে নতুন সংসারে লাগে এমন ভালো কিছুও পাওয়া যায় না। দেখা যায় একই উপহার অনেকগুলো পাওয়া যায়। যা দিয়ে কিছুই করা যায় না। ( আমার এক মামা তার বিয়েতে, ১৮ টা ডিনার সেট পেয়েছিল। মামা হতভম্ব হয়ে আমাকে জিজ্ঞেশ করেছিল, কিরে ফ্যামিলিতে মানুষজন কি মনে করে আমি হোটেল ব্যবসা করি? সবাই দেখি ডিনার সেট দিসে।) তাই আমি টাকাই দিয়ে দেই। কারন বিয়ে করার পর টাকা পয়সার সমস্যা হতেই পারে। সবটাকা মিলিয়ে একটা ভাল অংক পেলে হানিমুন বা সংসারের সত্যিকারের দরকারী কিছু জিনিসপত্র কেনাকাটা হয়ে যেতে পারে। তাই এই ৮ টি প্রোগ্রামে নুন্যতম ৩০০০ টাকা করিয়া দিতে হইলেও আমার প্রায় অর্ধেক বেতন চলে যাবে। :| সাথে যাওয়া আসার খরচ ধরিলে প্রায় ৫০০০ টাকাই পড়ে। সেই হিসাবে মাস শেষে বেতনের কতখানি অবশিষ্ট থাকবে, তা নিয়ে কিঞ্চিত চিন্তায় আছি।



এইদিকে সামনের বছরই নাকি আমার বিবাহ। :P। বর্তমানে সোনার বাজারের উর্দ্ধমুখী দাম সহ সকল পন্যের দাম বৃ্দ্ধির কারনে বিবাহ নিয়ে আমি স্বপ্ন কম দুঃস্বপ্নই বেশি দেখি। /:) মধ্যবিত্তের জীবন হচ্চে শাঁখের করাত। ভদ্রতাও রক্ষা করতে হয়, অনুরোধে ঢেঁকিও গিলতে হয়। সেই কারনে কারো কারো অনুষ্ঠান যাওয়ার নিশ্চয়তা দিতে না পারলে তাদের মুখ কাল হয়ে যায়। কোন যোগাযোগ রাখবে না, জীবনে আর কথা বলবে না ইত্যাদি নানারকম হুমকির মধ্য দিয়ে যেতে হয়। কিন্তু তাদের কেমনে বুঝাই, এতগুলো দাওয়াত রাখা মানে আগামী মাসে ৩ নাম্বার বাসে চড়ে অফিস করা। দুপুরে রুটি কলা খাওয়া, মোবাইলে কথা কমিয়ে দেয়া। কথা কমে যাওয়া মানে হয়ত কোন এক বান্ধবীর সাথে ফোনে কথা কমিয়ে দেয়া। এই নিয়ে মান অভিমান এবং শেষে মান অভিমান ভাঙ্গানো নিয়ে আরো বড় খরচের সম্মুখীন হওয়া কিংবা ইত্যাদি আরো অনেক ঝামেলা।



যাই হোক অন্যকে খুশী করে নিজে অখুশী হলেও নাকি ভালো। তাই আমাকে বিয়ে গুলোতে যেতেই হয়।



তবে যেহেতু শুনেছি, সামনের বছর নাকি বিয়ে। জোরেসোরে নাকি পাত্রিও খোঁজা হচ্ছে। কিন্তু কোন টাকাই জমে নাই। সেহেতু নিজের বিবাহটা বুঝি কোন বোকা মেয়ের সাথে পালিয়ে গিয়েই করতে হবে।



কিন্তু মেয়েরা কি বোকা হয়?



বি.দ্র. : আমার বিবাহের কার্ডে লেখা থাকবে, দয়া করে কেউ কোন উপহার আনিবেন না। শুধুমাত্র মৌখিক আর্শীবাদই কাম্য। তাই নিশ্চিন্তে চলে আসবেন। :P

মন্তব্য ২৯ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৯) মন্তব্য লিখুন

১| ২৬ শে জুন, ২০১২ রাত ২:৪১

উৎস১৯৮৯ বলেছেন: বি.দ্র. : আমার বিবাহের কার্ডে লেখা থাকবে, দয়া করে কেয় কোন উপহার আনিবেন না। শুধুমাত্র মৌখিক আর্শীবাদই কাম্য। তাই নিশ্চিন্তে চলে আসবেন। :P


ভাই আমারে আপনার বিয়েতে দাওয়াত দিয়েন। :#) :#) :#) :#)

২৬ শে জুন, ২০১২ রাত ২:৪৭

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: দাওয়াত রইল। :D

২| ২৬ শে জুন, ২০১২ রাত ২:৫৫

শিপন মোল্লা বলেছেন: মধ্যবিত্তের জীবন হচ্চে শাঁখের করাত। আয়তেও কাটে যায়তেও কাটে। গোপন অসুবিদার কথা সহজ করে প্রকাশ করে দিলেন। মনে হচ্ছে আপনার পোস্টটি অনেকে পড়েও মন্তব্য করা থেকে বিরত থাকবে। কারন ......

২৬ শে জুন, ২০১২ রাত ৩:০৬

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হা হা ভালো বলেছেন ভাই।
থাক, মানুষের গোপন কথা গুলো না হয় গোপনই থাক। :)

৩| ২৬ শে জুন, ২০১২ রাত ৩:১৪

আলুমিয়া বলেছেন: খুবই সুন্দর কথা লিখেছেন। সবারই এই ব্যাপারগুলা বুঝা উচিত।
-------------------------------
বাইরের দেশগুলোতে একটা ব্যাপার আছে। ওয়েডিং রেজেষ্ট্রি। কিছু ষ্টোর আছে - ওখানে সব পাওয়া যায় - নুনদানি (লবনদানি/সল্টসেকার) থেকে বালিশকাথা সব। তো নবদম্পতিরা ওখানে রেজেষ্ট্রি করে কার্ড পাঠানোর সময় দোকানের নাম ঠিকানা দিয়ে দেয়। আর দোকানে বলে দেয় ওরা কি কি চায় ওদের সংসার শুরু করার জন্য। তখন আপনি দোকানের থেকে ঐ লিষ্ট থেকে আপনার যা সামর্থ তার টাকাটা দোকানকে দিয়ে দেন আপনার নাম সহ। বিয়ের পরের দিন দোকান থেকে সব জিনিষ চলে আশে। ফলে ৮টা ডিনার সেট পাওয়ার সমষ্যা থাকে না। আপনাকে গিফট নিয়ে বিয়ে বাড়ি যেতে হয় না। কোন গিফটটা দিলে ভাল লাগবে তাও চিন্তা করতে হয় না। কত ভাল আর চিন্তাহীন আইডিয়া।
যেমন এখানে দেখেন কেনেডিয়ান একটা ........
বে
Click This Link

২৬ শে জুন, ২০১২ সকাল ১১:২০

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: চমৎকার একটা ব্যবস্থা। আমাদের দেশে এই রকম কিছু থাকলে ভালোই হতো। :)

৪| ২৬ শে জুন, ২০১২ সকাল ১০:১৬

sushama বলেছেন:
গবেষণার বিষয়টা চমৎকার। :P আমিও আমার বিয়েতে ৭টা ডিনার সেট আর ১১টা ননস্টিকি কড়াই পাইছি X((
অফটপিক ঃ আপনি হাজার পঞ্চাশের চেয়ে বেশি বেতন পেয়ে( ৮টা বিয়েতে গিফটের পরিমাণ হিসেব করে ) আবার নিজেরে মধ্যবিত্ত কন :|| :|

২৬ শে জুন, ২০১২ সকাল ১১:৩২

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: খাইসে! আপনার তো দেখি সেই পর্যবেক্ষন ক্ষমতা। হা হা হা।
না রে ভাই, ঢাকা শহরে সংসার চালানো, বড়ই কঠিন ব্যাপার।
এখন ৫০,০০০/- কিছুই না। :( বাড়ি ভাড়া, যাতায়াত, সংসার খরচ ইত্যাদি ব্যাপক ভাবে বেড়ে গিয়েছে।

নিজে তো এখনো বিয়ে করি নাই। করার পর নিজেকে নিম্নবিত্ত বলে মনে হবে। :P

৫| ১৫ ই জুলাই, ২০১২ রাত ৮:২৫

আরমিন বলেছেন: আলুমিয়া ভাই যে ব্যবস্থার কঠা বললো, এরকম ব্যবস্থা আমাদের দেশে করা গেলে খুবই ভাল হতো!

সুসমা আপু বলেছেন, আপনি হাজার পঞ্চাশের চেয়ে বেশি বেতন পেয়ে( ৮টা বিয়েতে গিফটের পরিমাণ হিসেব করে ) আবার নিজেরে মধ্যবিত্ত কন
এটা আমিও বলতে চেয়েছিলাম!

বিয়ের জন্য পাত্রী খোঁজা হচ্ছে মানে? আবার যে বললেন, বিশেষ বান্ধবীর সাথে ফোনে কথা! :-* বুঝলাম না!

৬| ১৬ ই জুলাই, ২০১২ দুপুর ২:৫৪

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হা হা হা, ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। আপনাদের পর্যবেক্ষন শক্তিতে আমি মুগ্ধ।

আসলে মধ্যবিত্ত বোধ একটি আপেক্ষিক বিষয়। দু'জন মানুষের জন্য প্রতি মাসে হাজার পঞ্চাশ একটি উচ্চবিত্ত বাজেট। কিন্তু যদি সদস্য সংখ্যা আরো বেশি হয়, সেই ক্ষেত্রে হাজার হাজার পঞ্চাশ একটি মধ্যবিত্ত বাজেট।

কই আমি তো কোন বিশেষ বান্ধবীর কথা বলি নি? আমি বলেছি কোন এক বান্ধবীর কথা। এটাকে রূপক অর্থে ব্যবহার করতে চেয়েছি। আমি এই ভাবে ভেবেছিলাম, যদি আমার কোন বিশেষ বান্ধবী থাকত তাহলে, এইভাবে কস্ট ডিডাকশনের কারনে তার সাথে সর্ম্পকে একটা প্রভাব পড়তে পারত। :P :P

৭| ২৪ শে সেপ্টেম্বর, ২০১২ সকাল ১১:১০

সৈয়দ মশিউর রহমান বলেছেন: আপনার বিবাহের কার্ডে যেহেতু লেখা থাকবে দয়া করে কেউ কোন উপহার আনিবেন না সেহেতু নিশ্চিন্তে চলে যাব। কারন মাস শেষে আপনার মত অবস্থায় পড়তে হবেনা

দাওয়াত কিন্তু অবশ্যই চাই। হাজার হলেও নবদম্পতিকে দোয়া করতে হবে তো তাই!

২৪ শে সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১:২৪

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অবশ্যই আপনারা দাওয়াত পাবেন। তবে ভাবছি বিয়ের কার্ডে একটু সংস্কার করব। সেখানে লিখিবঃ

দয়া করে কেউ কোন উপহার আনিবেন না শুধু মাত্র নগদ অর্থই স্বাগতম। :P :P :P

আশা করি নগদের মাধ্যমে দোয়া করিয়া আসিবেন, আমি বড়ই প্রীত হইব। :)

৮| ২৪ শে সেপ্টেম্বর, ২০১২ দুপুর ২:১৮

রঙ তুলি ক্যানভাস বলেছেন: বিয়ে বিশেষজ্ঞ নামটা তো একদম পারফেক্ট দিছি আমি! :P

ভাইয়ার শয়নে স্বপনে ধ্যানে জ্ঞানে ভাবনায় চিন্তায় দুঃশ্চিন্তায় গবেষনায় শুধু বিয়ে আর বিয়ে,এখন বুঝলাম কেন,নেক্সট ইয়ার নিজের বিবাহ তাই :P

sushama বলেছেন:

অফটপিক ঃ আপনি হাজার পঞ্চাশের চেয়ে বেশি বেতন পেয়ে( ৮টা বিয়েতে গিফটের পরিমাণ হিসেব করে ) আবার নিজেরে মধ্যবিত্ত কন

=p~

ইয়ে মানে আমি নিজেও না হিসেবটা করেছিলাম, :!> যেকেউ এরকম কিছু দিলে হিসাব করে বের করি,সেইটা বেতনই হোক আর বয়সই হোক :P ব্লগে কয়জনকে আপু ডেকে ভাইয়া ঢেকে পরে এরকম হিসেব করে দেখি তারা আমার ভালই ছোট :P

২৪ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:১২

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হা হা হা, আমার বিয়ে খেতে ভালো লাগে। :) দুজন মানুষের নতুন জীবনের শুরুটা দেখতে পাচ্ছি- অনুভুতিটাও সুখের। :)

আমি মোটামুটি একটি বিশাল পরিবারে বাস করি :) আমার খালাত, মামাতো ভাই বোনের সংখ্যা অনেক। দায়িত্বশীল হিসেবে আমার কিছুটা খ্যাতি আছে :P :P তাই বিয়ের বিভিন্ন অনুষ্ঠানে আমার ডাক পড়ে প্রধান সম্বনয়কারী হিসেবে। :) ব্যাপারটি নিঃসন্দেহে আমি উপভোগ করি।


ভেবেছিলাম বিয়ে শাদী না করে থাকতে পারলেই বোধহয় ভালো হত। একাকী স্বাধীন জীবন। কিন্তু আম্মুর কঠিন চাহুনির কথা মনে হলে মনে হয় ' দিল্লিকা লাড্ডু 'খেয়েই পস্তানো ভালো। 8-| ;)

আপনাদের মেয়েদের পর্যবেক্ষন শক্তি দেখে আমি মুগ্ধ। হা হা হা। একে বারে গভীরে হাত দিয়ে ফেলেছেন। B:-) :P :#>

তবে মনে রাখবেন, মধ্যবিত্ত একটি আপেক্ষিক ব্যাপার। :| 8-| :)

৯| ২৪ শে সেপ্টেম্বর, ২০১২ দুপুর ২:২৫

লিন্‌কিন পার্ক বলেছেন:
৫০,০০০ টাকা বেতন পান আবার কন মধ্যবিত্ত !!! X(


ভাল হয়া যান ;) আপনার জন্য শুভকামনা রইল :)

২৪ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:১৩

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আমি তো ভালই আছি। তয় মনে হয় ভাই বিয়া কইরা নিম্নবিত্ত হইয়া যামুগা। :P :P :-B

১০| ২০ শে মার্চ, ২০১৩ রাত ১২:৫০

গৃহ বন্দিনী বলেছেন: লিন্‌কিন পার্ক বলেছেন:
৫০,০০০ টাকা বেতন পান আবার কন মধ্যবিত্ত !!!


৫০,০০০++ হইবে :P :P :P :P :P =p~ =p~ =p~

২০ শে মার্চ, ২০১৩ রাত ১:১৩

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আপনে কেমনে জানেন?? গুজব ছড়াইয়েন না। :P :P :P

১১| ২১ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:২৬

গৃহ বন্দিনী বলেছেন: যা রটে তা কিছু তো বটেই । ঠিক কিনা???? :P :P :P :P

১২| ২৫ শে মে, ২০১৩ রাত ২:৩৬

ফারজানা শিরিন বলেছেন: বিবাহ কি ঠিক হইল ?

২৫ শে মে, ২০১৩ দুপুর ১২:৩০

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ঠিক হোক, আমি দাওয়াত দিব ইনশাল্লাহ!

১৩| ২৫ শে মে, ২০১৩ রাত ২:৫৩

অদ্বিতীয়া আমি বলেছেন: তাহলে বিয়ের দাওয়াতে যাওয়া কনফার্ম :P । কবে জানাইয়েন কিন্তু

২৫ শে মে, ২০১৩ দুপুর ১২:৩১

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হাহা! ঠিক আছে তাহলে আপনি আমার হয়ে অন্য কয়েকটা বিয়ে খেয়ে আসেন। :)

১৪| ২৫ শে মে, ২০১৩ দুপুর ১২:৩৪

কালোপরী বলেছেন: আচ্ছা অবশ্যই আসব ইনশাআল্লাহ :)

২৫ শে মে, ২০১৩ দুপুর ১২:৩৮

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আলহামদুলিল্লাহ!

১৫| ২৫ শে মে, ২০১৩ বিকাল ৩:০৯

ফারজানা শিরিন বলেছেন: :#) :#) :#)

১৬| ০৭ ই জুন, ২০১৩ রাত ১:০০

লেজকাটা বান্দর বলেছেন: বিয়ের উপহার মানেই ডিনার সেট আর পারফিউম।

যাই হোক, ভাই দাওয়াত দিচ্ছেন কবে?

১৭| ৩১ শে জুলাই, ২০১৩ রাত ১০:১৯

আমিভূত বলেছেন: ভ্রাতা বছর একটা গড়িয়ে গেল ,বিয়ের দাওয়াত কই ?


গত মে মাসে আমি টানা চারটি বিয়ে হলুদের প্রোগ্রামে এটেন্ড করার পর আমার মনে হয়েছিল বিয়াই করুম না মানুষের বিয়ে খাইতে এত খরচ নিজেরটাতো কুলাইতেই পারুম না !!

৩১ শে জুলাই, ২০১৩ রাত ১০:২৪

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হাহা! আমারও একই অনুভুতি!!!! ভাবছি অন্যের বিয়েতে খুব মাঞ্জা মেরে গিয়ে নিজের বিয়ে বলে চালিয়ে দিব। হাহাহাহ!!!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.