নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদিন সব হাসির ময়নাতদন্ত হবে, ফরেনসিক রিপোর্টে লেখা থাকবে - সবই মিথ্যে।
আজ ১৬ই ডিসেম্বর। আমাদের মহান বিজয় দিবস। সবাইকে জানাই মহান বিজয় দিবসের অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। নয় মাস রক্তক্ষয়ী প্রচন্ড যুদ্ধ এবং নানা আন্তর্জাতিক কূটকৌশলকে পরাজিত করে আমরা অর্জন করেছি এই স্বাধীনতা। আমাদের এই বিজয় আনন্দের সাথে মিশে আছে লাখো শহীদের রক্ত এবং আত্মত্যাগ। এই মানুষগুলো শুধু মাত্র দেশকে ভালোবেসে হাসিমুখে মৃত্যুকে বরন না করলে, আমরা এই বিজয় অর্জন করতে পারতাম না। তাই তাদের প্রতি রইল আমাদের গভীর শ্রদ্ধা।
সম্প্রতি যুদ্ধাপরাধীদের বিচারের রায় কার্যকর করার মাধ্যমে দীর্ঘ বেয়াল্লিশ বছরের যে কলংক অবসানের সূচনা হয়েছে, আমরা আশা করি, দলমত নির্বিশেষে সকল যুদ্ধাপরাধীদেরকে বিচারের মুখোমুখি দাঁড় করাবার মাধ্যমে তা অব্যহত থাকবে।
আমরা হচ্ছি এমন একটি জাতি যারা প্রতিনিয়ত নানা ধরনের প্রতিবন্ধকতা, রাজনৈতিক অস্থিরতা, সীমিত সুযোগের সর্বোচ্চ ব্যবহার এবং মেধাকে কাজে লাগিয়ে একটু একটু করে সামনে এগিয়ে যাচ্ছি। এটা নিঃসন্দেহে দূর্লভ একটি ব্যাপার। আর তাই একজন বাংলাদেশী হিসেবে আমি সত্যি গর্ববোধ করি। আমি বিশ্বাস করি, স্বাধীনতা পরবর্তী সময় থেকে বর্তমান সময় পর্যন্ত আমাদের যে অগ্রগতি হয়েছে, তার পিছে রয়েছে দেশের খেটে খাওয়া সাধারন মানুষগুলোর অক্লান্ত পরিশ্রম, ধৈর্য এবং লড়াই করার মানসিকতা। আমি তাদেরকে ধন্যবাদ জানাই। তারাই আমাদের মূল চালিকা শক্তি। আমি এখন পর্যন্ত ক্ষমতায় থাকা সকল সরকারকে জনগনের জন্য কম বেশি যে কাজই তারা করার চেষ্টা করেছেন তার জন্য ধন্যবাদ জানাই। আমাদের রাজনৈতিক দলগুলো যদি নিজেদের মাঝে হানাহানি না করত, একে অপরকে সম্মান করত, তাদের নিজ নিজ আদর্শের যদি বাস্তবায়ন তারা করতে পারত, তাহলে নিঃসন্দেহে আমরা আরো অনেক এগিয়ে যেতাম।
এই মহান বিজয় দিবসে আমরা নতুন একটি কাজ করতে চাই। আমরা এখন থেকে ভালোকে ভালো এবং মন্দকে মন্দ বলার সৎ সাহস অর্জন করতে চাই। আমরা মানুষকে তাদের ভালো কাজের জন্য ধন্যবাদ দিতে চাই। আসুন আমরা বিনয়ী হই। বিনয় মানুষকে দূর্বল করে না বরং শক্তিশালী করে। বাসায় ক্লান্ত হয়ে ফিরে আসার পর যখন, বাসার কাজের লোকটা আপনার জন্য এক গ্লাস পানি নিয়ে আসে তাকে ধন্যবাদ দিন। যে রিকশাওয়ালাটা আপনাকে টেনে নিয়ে আসল, তাকে ভাড়া দেয়ার সময় ধন্যবাদ দিন। যে সব্জি ওয়ালা থেকে আপনার বাজার করেন, তাকে ধন্যবাদ দিন। আমরা যদি অন্যকে সম্মান করি তাহলে নিজেরাও সম্মান পাব। অন্যকে অসম্মান করে নিজেরা কখনও সম্মানিত এবং উন্নতি করতে পারব না। আমি বিশ্বাস করি, আমাদের দেশের সামগ্রিক উন্নতিতে সবারই সম্মিলিত ভূমিকা আছে। তাই আমরা সবাইকে ধন্যবাদ জানাতে পারি।
আমাদের দেশে ধন্যবাদ দেয়ার রীতিটা এখনও খুবই প্রাথমিক পর্যায়ে আছে এবং প্রচলিত এই ধারা থেকে বের হয়ে আসা বেশ কঠিনও। কিন্তু তারপরও সবাই যদি সম্মিলিত ভাবে চেষ্টা চালাই তাহলে অনেক কিছুই হতে পারে। তাই চলুন আমরা এই বিজয় দিবসে যার যতটুকু ভালো কাজ আছে সেটার জন্য তাকে প্রসংশা করি, তাকে ধন্যবাদ জানাই। আমাদের সামাজিক, রাজনৈতিক এবং সর্বপরি ব্যক্তিগত জীবনে উন্নতির জন্য এই চর্চাটি ভীষন দরকার। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, বাংলাদেশ একদিন সকল বাধা বিপত্তি পেরিয়ে আরো উন্নতির দিকে এগিয়ে যাব। পৃথিবীর বুকে মাথা উচু করে দাঁড়াবে। সেই দিন নিশ্চয় খুব দেরী নয়। সবার প্রতি রইল বিজয় দিবসের অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন।
***************************************************
এবার ঢাকায় আমরা ব্লগ ডে আয়োজন করে পালন করতে পারছি না। নিঃসন্দেহে মন খারাপ করার মতই একটি ঘটনা। ব্লগারদের সাথে দেখা হবার এই দূর্লভ সুযোগটি হারিয়ে আমি সত্যি ব্যথিত। কিন্তু এর মাঝে একটি আনন্দের ব্যাপার হচ্ছে আগামীকাল আমরা একটি বিজয় মিছিল করতে যাচ্ছি। সকাল নয়টায় জাদুঘরের সামনে থেকে আমাদের বিজয় মিছিলটি শুরু হবে। যারা ঢাকায় আছেন, যদি সম্ভব হয় তাহলে অংশগ্রহন করবেন। এবং তারপর চলবে সেখানে ম্যারাথন আড্ডা। যারা ঢাকায় আছেন, যদি সম্ভব হয় তাহলে অংশগ্রহন করবেন। এতে আমাদের একে অপরের সাথে দেখা হবার সুযোগ থাকবে।
১৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৩৯
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অনেক ধন্যবাদ সুমন দা! আপনাকেও জানাই বিজয় দিবসের শুভেচ্ছা।
২| ১৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৩৭
উপপাদ্য বলেছেন: বিজয় দিবসের শুভেচ্ছে।
ও
বীর সেনানীদের নিনম্র শ্রদ্ধা।
১৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৩৯
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ আপনাকেও জানাই বিজয় দিবসের শুভেচ্ছা।
৩| ১৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৪৫
মামুন রশিদ বলেছেন: বিজয়ের শুভেচ্ছা!
১৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৫০
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: বিজয় দিবসের শুভেচ্ছা রইল মামুন ভাই।
৪| ১৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৫০
এহসান সাবির বলেছেন: শহীদ'দের প্রতি রইল বিনম্র শ্রদ্ধা।
বিজয়ের শুভেচ্ছা!
১৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৫৩
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ। আপনাকেও শুভেচ্ছা জানাই।
৫| ১৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১:০১
নাজিম-উদ-দৌলা বলেছেন:
খারাপ লাগছে কাভা ভাই। ইচ্ছে ছিল এবার ব্লগ ডে তে সবার সাথে মিলিত হব। গতবারেরটা মিস করেছিলাম এক্সামের কারনে।
এদিকে কাল সকাল নয়টায় আবার অন্য প্লান করে রেখেছি।
বিজয়ের শুভেচ্ছা আপনার জন্য।
১৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১:৫৩
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হুমম। মনটাই খারাপ হয়ে গেল নাজিম ভাই। দেখা হলে খুবই ভালো লাগত!! যাই হোক কি আর করা!! আপনাকেও জানাই বিজয় দিবসের শুভেচ্ছা।
৬| ১৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১:৫৫
স্বপ্নবাজ অভি বলেছেন: আমি দাম দিয়ে কিনেছি বাংলা
কারো দানে পাওয়া নয়।
আমি দাম দিছি প্রাণ লক্ষ কোটি
জানা আছে জগৎময়
এত বছর পরেও আমাদের এই বারবার পিছিয়ে পড়ার কারণ কি জানেন??
ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় নিয়ে আমরা বিভক্ত হয়ে পড়ি , নিজেরদের ভিতর অর্থহীন দ্খুবই বন্ধে লিপ্ত হয়ে পড়ি , ব্যাপারটা এতটাই নির্মম সত্য যে ছোটখাট সবগুলো কমিউনিটিতে এই ব্যাপারগুলো পরিলক্ষিত হয় আর তা ঘিরে নোংরা পলিটিক্স! আমরা সত্য মেনে নিতে পারিনা ! আমরা না মানতে পারলে আমাদের নিয়ে গড়া রাজনৈতিক দলগুলোই বা কেন মেন নিবে ? ওখানে তো আমাদের কারো বাবা , কারো মামা , কারো চাচা আছেন ! ওনারা তো দোযখ থেকে আসেন নাই !
আর তার সুযোগ নেয় দেশের বাইরের শক্তি !
বিজয় দিবসে পতাকার ছবি বুকে নিয়ে আর শুধু অনলাইনে ছাগু কোপাইলে
বিজয় দিবসের স্বার্থকতা রক্ষা করা যায়না! এই বছর দেশ আসলেই এমন এক ক্রান্তিকালে এসে দাঁড়িয়েছে যে অনেক কিছুই ভাবতে হয়! কয়ভাগে বিভক্ত হয়ে আছি আমরা ?? এই প্রশ্নের উত্তর খুঁজার আগে আমাদের শপথ নেয়া উচিৎ মানুষ হই , অর্থহীন দাম্ভিকতা এড়িয়ে ভুল করলে ভুল স্বীকার করে সামনে কিভাবে সৌহার্দপূর্ণ সম্পর্ক ঠিক রাখা যায় সেটা ভাবি!
চারজনের ভিতরে হলে , দশজনের ভিতরে হবে , দশজনের ভিতরে হলে ১০০০ জনে হবে ! যারা ৪২ বছর আগের ইতিহাস ভুলে সামনে আগাতে চায় তাদের বুঝতে হবে শেকড় নড়ে গেলে গাছ বাঁচতে পারেনা !
বিজয়ের শুভেচ্ছা , এবারের বিজয় দিবস টা এমন সময়ে এসেছে যে অনেক কথাই বলতে হয় !
১৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:২৭
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: খুব চমৎকার বলেছ অভি!! সহমত জানাই।
বিজয়ের অনেক শুভেচ্ছা রইল।
৭| ১৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১:৫৭
স্বপ্নবাজ অভি বলেছেন: ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় নিয়ে আমরা বিভক্ত হয়ে পড়ি , নিজেরদের ভিতর অর্থহীন দ্খুবই বন্ধে লিপ্ত হয়ে পড়ি
ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় নিয়ে আমরা বিভক্ত হয়ে পড়ি , নিজেরদের ভিতর অর্থহীন খুবই কারণে দ্বন্ধে লিপ্ত হয়ে পড়ি
ভুল হইছিল !
১৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:২৮
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ওকে।
৮| ১৬ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৭:২৪
ইমরাজ কবির মুন বলেছেন:
বিজয়ের শুভেচ্ছা !!
১৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:২৮
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ। আপনাকেও জানাই বিজয়ের শুভেচ্ছা।
৯| ১৬ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৫৯
মাহমুদ০০৭ বলেছেন: সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা । সব বাধা - বিপত্তি পেরিয়ে বাংলাদেশ এগিয়ে যাক
।
ভাল থাকেন গুরু । সামুতে এসে আপনার পোস্ট দেখে মন টা ভাল হয়ে গেল ।
১৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৩১
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হাহা! আপনাকেও বিজয় দিবসের অনেক শুভেচ্ছা জানাই প্রিয় মাহমুদ ভাই। অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য।
১০| ১৬ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৫৬
মশিকুর বলেছেন:
বিজয় দিবসের শুভেচ্ছা।
১৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৩৫
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অনেক ধন্যবাদ। আপনাকেও জানাই বিজয় দিবসের অনেক শুভেচ্ছা।
১১| ১৬ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১০
এম ই জাভেদ বলেছেন: এবারের বিজয় দিবসে সত্যিকারের বিজয়ের স্বাদ অনুভূত হচ্ছে। সকল ভেদাভেদ ভুলে গিয়ে সামনে এগিয়ে চলার প্রত্যয় হোক বিজয় দিবসের অঙ্গীকার।
ব্লগ ডে পালন না হবার কারনে মন একটু খারাপ হল। আগে কখনো যাইনি তো।
১৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৩৯
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আমারও ভীষন মন খারাপ হয়েছে। হ্যাঁ, এবারের বিজয় উৎসব সত্যিকারভাবে কেন যেন অনেক ভালো কেটেছে, আমরা বিজয়ের স্বাদ অনুভব করেছি।
১২| ১৬ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২২
হাসান মাহবুব বলেছেন: পোস্টের জন্যে ধন্যবাদ!
১৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৪০
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ ভাই।
বিজয় দিবসের শুভেচ্ছা রইল।
১৩| ১৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৪৭
গৃহ বন্দিনী বলেছেন: কিছু কিছু মানুষকে খুব সাধারণ কারণে ধন্যবাদ দিতে গেলে তারা বেশ অবাক চোখে তাকিয়ে থাকে । যেন খুব অপ্রত্যাশিত কিছু বলা হয়েছে তাকে । এতেই বোঝা যায় ধন্যবাদ দেয়ার রীতিটা আমাদের মধ্যে কত কম ।
এবার ঢাকায় আমরা ব্লগ ডে আয়োজন করে পালন করতে পারছি না। নিঃসন্দেহে মন খারাপ করার মতই একটি ঘটনা।
আমার কিন্তু অনেক খুশি লাগছে অনলাইনে ব্লগ ডে পালন করা হবে শুনে । এবার সবার মধ্যে আমি থাকতে পারব।
অবরোধকারীদেরকে কি ধন্যবাদ দেয়া উচিত এই সুযোগ করে দেয়ার জন্য ? ঠিক বুঝতে পারছি না
১৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৪২
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: একেই বলে কারো সর্বনাস আর কারো পোষ মাস!!!
হ্যাঁ, ধন্যবাদ দেয়ার রীতিটা আসলেই অনেক কম আমাদের মধ্যে! এটা চালু করা উচিত।
১৪| ১৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:২৬
মাসুম আহমদ ১৪ বলেছেন: আমরা এখন থেকে ভালোকে ভালো এবং মন্দকে মন্দ বলার সৎ সাহস অর্জন করতে চাই। আমরা মানুষকে তাদের ভালো কাজের জন্য ধন্যবাদ দিতে চাই। আসুন আমরা বিনয়ী হই। বিনয় মানুষকে দূর্বল করে না বরং শক্তিশালী করে।
ফ্রেমে বাইন্ধায়া রাখার মত কয়েকটা লাইন!
১৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৪৫
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আপনার ভালো লেগেছে জেনে আনন্দিত হলাম ভাই।
বিজয় দিবসের অনেক শুভেচ্ছা রইল।
১৫| ১৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৪৪
পরাজিত মধ্যবিত্তের একজন বলেছেন: দেশের অস্তিত্ব নিয়ে টান দিয়ে নিজের অস্তিত্ব রক্ষা করা যায় না। অনলাইনের ছাগুরা শিগগিরই বুঝতে পারবে । দেশকে স্বীকার না করলে সেই দেশে নিজের অস্তিত্ব থাকে না এই বোধটা ছাগুর বাচ্চাদের নেই। সব সুস্থ সভ্য দেশেই নানান মতের মানুষ থাকতে পারে। কিন্তু দেশের প্রশ্ন আসলে সব এক। সব জাতিরই একতার এই মোলিক যায়গাটাই রক্ষা করেনি জামায়াত। জামায়াতের সমর্থকদের বলি , ভালো করে চিন্তা করুন। এই যায়গাটায় কি আদেৌ আঘাত দেয়া যায়।
১৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৪৭
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হুমম। সহমত। দেশের অস্তিত্ব নিয়ে যারাই কাহিনী করুক না কেন, তাদের নিজেদের অস্থিত্বই চিরকাল বিলীন হয়েছে।
১৬| ১৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৫০
পরাজিত মধ্যবিত্তের একজন বলেছেন: জামায়াত এর সমর্থকদের উল্টোপথ ছে ড়ে দেয়ার আহবান জানিয়ে পোস্ট লিখুন। ছাগু শব্দ বাদ দিয়ে। প্রতিহিংসা ভুলে দেখুন এদের লাইনে আনা যায় কিনা। আমাদের তো আর চেষ্টা করতে দোষ নেই।
১৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৫১
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হ্যাঁ, এটা করা যেতে পারে। তবে আমরা নিজে থেকে গায়ে পড়ে তাদের সাথে লাগতে চাই না, ইনফ্যক্ট আমরা কারো সাথেই লাগি না। কিন্তু যখন আমাদের নিজেদের দেশের অস্থিত্ব নিয়ে প্রশ্ন আসে তখন আর স্বাভাবিক যুক্তি সংগত কাজ করা যায় না। তাছাড়া অনেকে সময় মানসিক ভাবে অনেকেই এত বেশি বায়াসর্ড থাকেন, তাদেরকে কিছু বুঝানোর চেষ্টা করা মানেই সময় ও শক্তির অপচয়। কিন্তু তাও, চেষ্টা করতে দোষ কি!
১৭| ১৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৩৪
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
শুভ বিজয় দিবস। পোস্টে ধইন্যা
১৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৫২
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: শুভ বিজয় দিবস। আপনে মিয়া গেলে আরো বেশি ভালা পাইতাম!!
১৮| ১৭ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:৪০
মোঃ ইসহাক খান বলেছেন: বিজয় দিবসের শুভেচ্ছা রেখে যাচ্ছি।
ধন্যবাদের বিষয়টি সত্যিই অভিনব, ভেবে দেখার মত।
শুভকামনা নিরন্তর।
১৭ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৪৬
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আপনাকেও বিজয় দিবসের শুভেচ্ছা 'ধন্যবাদ' এর বিষয়টি ভেবে দেখার জন্য ধন্যবাদ।
১৯| ১৭ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৫১
জুনায়েদ রাহিমীন বলেছেন: পোস্টের জন্য ধন্যবাদ।
অনেক ক্ষেত্রে ধন্যবাদ না বলেও অনেক বেশি আন্তরিক সৌহার্দ্য এবং সংস্পর্শ প্রকাশ সম্ভব। তবে ধারণাটা সুন্দর
১৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:২৬
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ঠিক বলেছেন, অনেক ক্ষেত্রে ধন্যবাদ না বলেও অনেক বেশি আন্তরিক সৌহার্দ্য এবং সংস্পর্শ প্রকাশ সম্ভব। তাই হোক ধন্যবাদ কিংবা আন্তরিক সৌহার্দ্য প্রদর্শন আমরা এই অভ্যাসটি চালু করতে চাই।
২০| ১৭ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৫৬
অদৃশ্য বলেছেন:
ছবিগুলো দেখলাম... বেশ মজা হয়েছে বুঝা যাচ্ছে...
শুভকামনা...
১৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৩০
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আপনাকে বিজয় দিবসের শুভেচ্ছা জানাই প্রিয় অদৃশ্য ভাই।
২১| ১৭ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:১৪
ৎঁৎঁৎঁ বলেছেন: আপনাকে দিয়েই শুরু করি কা_ভা ধন্যবাদ দেওয়া!
আপনাকে অনেক ধন্যবাদ এই চমৎকার পোস্টের জন্য!
১৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৩৪
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হাহাহ! ধন্যবাদ প্রিয় কবি!!!
২২| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:২২
এন এফ এস বলেছেন: ভাইয়া আছেন কেমন?
২১ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:০১
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আরে কেমন আছেন? আমি ভালো আছি।
২৩| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৩২
জুলিয়ান সিদ্দিকী বলেছেন: সবার জন্য শুভ কামনা।
২১ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:০২
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আপনাকেও অনেক শুভেচ্ছা প্রিয় জুলিয়ান দা!!
২৪| ২১ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৫৭
জুন বলেছেন: বিজয় দিবসের শুভেচ্ছে। বীর সেনানীদের প্রতি শ্রদ্ধা।
সবার জন্য রইলো শুভ কামনা কাল্পনিক।
২১ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:১৪
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অনেক ধন্যবাদ জুনাপু!!!
২৫| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৪৫
উদাসী স্বপ্ন বলেছেন: এইবার কি সামু থেকে ব্লগ ডে পালন হয় নাই?
২৪ শে ডিসেম্বর, ২০১৩ রাত ২:১৩
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: না, নোটিশ বোর্ড থেকে তো জানাইল, সকল প্রস্তুতি থাকা স্বত্তেও পালন করা সম্ভব হয় নাই।
২৬| ২৪ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:২০
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আমাদের রাজনৈতিক দলগুলো যদি নিজেদের মাঝে হানাহানি না করত, একে অপরকে সম্মান করত, তাদের নিজ নিজ আদর্শের যদি বাস্তবায়ন তারা করতে পারত, তাহলে নিঃসন্দেহে আমরা আরো অনেক এগিয়ে যেতাম। ” ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,ভাল লাগলো,,,,,,,,,,,,,,,,,
২৪ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:০০
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অনেক ধন্যবাদ
২৭| ২৬ শে ডিসেম্বর, ২০১৩ রাত ২:৫৭
রৌহান খাঁন বলেছেন: নিচের লিংকে ফ্রেবরিগাস টা কে সেটা একটু দেখে আসবেন
Click This Link
২৬ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৪৭
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ওকে। দেখছি।
২৮| ২৬ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:১৭
আরজু পনি বলেছেন:
ভালোকে ভালো এবং মন্দকে মন্দ বলার সৎ সাহস অর্জন করতে চাই
+
শুভেচ্ছা রইল ।।
২৭ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৪০
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অনেক ধন্যবাদ আপু! আপনার দেখা পাইলে আরো বেশি আনন্দিত হইতাম।
২৯| ২৭ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:০০
ঢাকাবাসী বলেছেন: বিজয় দিবসের লেইট শুভেচ্ছা।
২৭ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৪০
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আপনাকেও শুভেচ্ছা ভাই। কিছুদিন একটু ব্যস্ত ছিলাম। তাই ঠিক মত আশা যাওয়া হয় নি। এখন আবার ব্লগে আছি।
©somewhere in net ltd.
১| ১৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৩৫
সুমন কর বলেছেন: বিজয় দিবসের শুভেচ্ছা।