নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বহুদিন আগে কোন এক বারান্দায় শেষ বিকেলের আলোয় আলোকিত উড়ন্ত খোলা চুলের এক তীক্ষ্ণ হৃদয়হরনকারী দৃষ্টি সম্পন্ন তরুনীকে দেখে ভেবেছিলাম, আমি যাদুকর হব। মানুষ বশীকরণের যাদু শিখে, তাকে বশ করে নিশ্চিন্তে কাটিয়ে দিব সারাটি জীবন।

কাল্পনিক_ভালোবাসা

একদিন সব হাসির ময়নাতদন্ত হবে, ফরেনসিক রিপোর্টে লেখা থাকবে - সবই মিথ্যে।

কাল্পনিক_ভালোবাসা › বিস্তারিত পোস্টঃ

পয়সা উসুল

০৭ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:০৯





উদ্ভিন্ন যৌবনের উষ্ণ নায়িকার আধো ভেজা অস্বচ্ছ শাড়ির ম্যাটিনি শো!

- না বন্ধু আমার পয়সা উসুল হয় নি, চলো ভাঙি কোন হিন্দুর বাড়ি।

তরঙ্গায়িত প্রেমে ক্লান্ত ঘুম বিদায়ের শেষ আবদারে প্রেমিকা চুমু খায় নি!

- না বন্ধু আমার পয়সা উসুল হয় নি, চলো ভাঙি কোন বৌদ্ধের বাড়ি।

লিটনের ফ্ল্যাটে ভুজিয়ে-ভাজিয়ে আনা কোন তরুনীর হঠাৎ জাগ্রতসতীত্বের আস্ফালনে কামরতিতে অস্বস্তি!

-না বন্ধু আমার পয়সা উসুল হয় নি, চলো ভাঙি কোন হিন্দুর বাড়ি।

শত ঠোঁটে ভেজা টং দোকানের চা এর কাপে আলতো শেষ চুমুকের উপলব্ধি, চিনি কম!

- না বন্ধু আমার পয়সা উসুল হয় নি, চলো ভাঙি কোন বৌদ্ধের বাড়ি।

পত্রিকার পাতায় বোরকাওয়ালীর পিছেনে সিঁথিতে লাল-সিঁদুর ভোটযাত্রার ছবি,

- বন্ধু, কি সাহস দেখেছিস? চল পোড়াই মালাউনদের বাড়ি।

আমার সুন্দর শ্যামল বাংলায় পাশাপাশি হিন্দু, বৌদ্ধ আর মুসলিমের বাড়ি!

- বন্ধু আমার সহ্য হয় না! চলো ভাঙি শালাদের বাড়ি।

বিমুঢ়, চাপা কান্নার গুনগুন আর অঙ্গারে বিদীর্ন বেদীর আদরের কৃষ্ণের দীর্ঘশ্বাসের বাঁশি।

-বন্ধু! আমার কিচ্ছু ভাল্লাগেনা,শরীরে ম্যাজম্যাজানি- চলো ভাঙি কিছু হিন্দু শালাদের বাড়ি।

একি তোর চোখে জল? খসখসে শুকনো চেহারায় চাপা ক্রোধের অসহায়ত্বে বিধাতার খোঁজে উদাসী দৃষ্টি যেন!

হাহা! মাইরি বলছি দাদা এবার পয়সা উসুল, বন্ধ করো সব নাটুকে অপসৃষ্টি।

মানুষ হ' শালা! তুইও কি সংখ্যালঘু নাকি?

মন্তব্য ১১০ টি রেটিং +৯/-০

মন্তব্য (১১০) মন্তব্য লিখুন

১| ০৭ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:১১

শুঁটকি মাছ বলেছেন: শেষ লাইনগুলো শরীর কাপিয়ে দেয়!!!!!

০৭ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:১৪

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ প্রিয় শুঁটকি। :)

২| ০৭ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:১৫

স্নিগ্ধ শোভন বলেছেন:



একি তোর চোখে জল? খসখসে শুকনো চেহারায় চাপা ক্রোধের অসহায়ত্বে বিধাতার খোঁজে উদাসী দৃষ্টি!
হাহা! মাইরি বলছি বন্ধু এবার পয়সা উসুল, বন্ধ কর সব নাটুকে অপসৃষ্টি।
মানুষ হ' শালা! তুইও কি সংখ্যালঘু নাকি?


দুর্দান্ত ভ্রতা!

০৭ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:১৭

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: লাইনগুলো হয়ত দূর্দান্ত, কিন্তু বাস্তবতা অতি ভয়াবহ!

৩| ০৭ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:২০

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
মানুষের এই দেশে শুয়োর বেড়ে যাচ্ছে জ্যামিতিক হারে, যারা মানুষের রক্তে ঈশ্বর খুঁজে। যারা মানুষের ছিন্ন ভিন্ন শরীর আর এই মাটিকে দ্বিখন্ডিত করে ধর্ম-ক্ষমতার চাবিকাঠি খুঁজে। তাদের ধিক্কার।

০৭ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:২৪

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: দারুন বলেছেন সহমত জানাই।

৪| ০৭ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:২৩

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: লিটনের ফ্ল্যাটে :)

সুন্দর শব্দ বিন্যাস
অনেক ভালো লাগা

++++

০৭ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:২৪

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ। :)

৫| ০৭ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:০৫

মাহমুদ০০৭ বলেছেন: আপনি গুরু সবই পারেন । কবিতা অসাধারণ হইছে , বলার বাইরে ।

ক্ষোভটা স্পষ্ট ।

কিন্তু আসলে এসব বলতে ইচ্ছে করছে না ।

ঘটনাটাই চোখে ভাসছে ।

ভাল থাকুন গুরু ।

০৭ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৩০

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অনেক ধন্যবাদ মাহমুদ ভাই। আপনার ভালো লেগেছে শুনলে আমার ভালো লাগে। আসলে কবিতা নয় আমি চিন্তিত এই বাস্তবতার জন্য। এই মানুষগুলোর মুখোস চিনি। এদের আসল চেহারা এদের মুখোসের চেয়েও ভয়ংকর।

৬| ০৭ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:১৯

লেখোয়াড় বলেছেন:
ক্ষোভ, প্রতিবাদ ব্লগ থেকে রাজপথে আনা জরুরী।

অনেক কিছুই হলে তো ব্লগাররা রাজপথে নেমে আসে, এবারো আসা উচিত।
ব্লগারদের অবশ্যই প্রতিবাদ করা উচিত।

কিন্তু কে আসবে, ওরা যে হিন্দু! ওরা অনেক অপরাধী!!
ধিক ধিক ধিক। জাত-ধর্মের বড়াই।

লেখা ভাল হয়েছে।

০৭ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৩৯

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: চমৎকার বলেছেন! আমরা অবশ্যই প্রতিবাদ জানাই এই সমস্ত ঘটনার। তবে সাথিয়া এবং রামু ঘটনার কিছু প্রতিবেদন আমাদের স্বস্তি দেয় না।

কোথায় যেন পড়েছিলাম, বিধাতা তোমায় ধিক্কার তুমি সংখ্যালঘুরও প্রভু!

আপনি আমার অত্যন্ত পছন্দের কবি। আপনাদের পরামর্শ এবং ভালোলাগা আমার জন্য খুব গুরত্বপূর্ন প্রিয় লেখোয়াড় ভাই।

৭| ০৭ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:২১

মামুন রশিদ বলেছেন: মনের খেদ মনের যন্ত্রনা সব উগরে দিয়েছেন । এটা অসহ্য এটা পৈচাশিক । হাজার বছরের বাঙালী সত্ত্বা আজ ভুলুন্ঠিত কিছু ধর্ম পিচাশের উগ্রতায় । আমরা হিন্দু নই, আমরা মুসলিম নই, আমরা বৌদ্ধ নই, আমরা খ্রীস্টান নই । আমাদের একটাই পরিচয়- আমরা বাঙালী ।

০৭ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৪০

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: চমৎকার বলেছেন। আমি চাই আমাদের দেশ থেকে সংখ্যালঘু শব্দটি যেন মুছে যায়। আমরা সবাই বাংলাদেশী, বাঙালি এটাই হোক আমাদের বড় পরিচয়।

৮| ০৭ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৩৫

অপর্ণা মম্ময় বলেছেন: বাস্তবতা নিরিখে বেদনাময় ঘটনা। লজ্জা লাগে ! কিন্তু ক্ষমতালিপ্সুদের , বিবেক হীনদের লজ্জা নাই ।

প্রথম লাইন আর এই লাইন --

বিমুঢ়, চাপা কান্নার গুনগুন আর অঙ্গারে বিদীর্ন বেদীর আদরের কৃষ্ণের দীর্ঘশ্বাসের বাঁশি।

---- পড়তে আরাম হয় না। বিকল্প কিছু ভাবলে ভালো হবে

০৭ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৪৭

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: সহমত আপু, ক্ষমতালিপ্সু আর বিবেকহীনদের লজ্জা নাই।


অনেক ধন্যবাদ আপু, ব্যাপারটি নোটিস করার জন্য। আমি চেষ্টা চালাচ্ছি, উদ্বিগ্ন যৌবনের উষ্ণ নায়িকার আধো ভেজা অস্বচ্ছ শাড়ির ম্যাটিনি শো! এই লাইনটি আর বিমুঢ়, চাপা কান্নার গুনগুন আর অঙ্গারে বিদীর্ন বেদীর আদরের কৃষ্ণের দীর্ঘশ্বাসের বাঁশি। এই দুটি লাইন আরো গুছিয়ে লেখার জন্য। আসলে এইভাবে না সাহায্য করলে, লেখার মান বাড়ানো বেশ মুসকিলের ব্যাপার।

মন্তব্যে প্লাস।

৯| ০৭ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:১৩

আরজু পনি বলেছেন:
কী বলবো ! :|

০৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:৫৮

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হয়ত কিছু বলার নেই। :(

১০| ০৭ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৪৯

ৎঁৎঁৎঁ বলেছেন: চমৎকার লিখেছ হে, অনেক ভাল লেগেছে, সেটা আগেই জানিয়েছি! :)
উপরে অপর্নাদির মন্তব্যে প্লাস! (তুই শুধু মুখে প্লাস দিসোস, আমি কী বোর্ড চাইপা দিসি :P )
এইবার আসো কিছু বিনীত আলোচনা সমালোচনায়, প্রথম কথা হইল কবিতায় ঝাঁজ থাকতে হবে, স্ট্রাইক করার ক্ষমতা থাকতে হবে, প্রচলিত ভাষায় যাকে বলে ধক বা টেম্পার।
এই লাইন বিন্যাসে আমি সেই ঝাঁজ পেয়েছি, আমার ভালোলাগার জায়গাটা এখানে।

এইবার কিছু জিনিস যেইটা আমার একটু চোখে লাগে, তোমার আগের কিছু লেখাতেও এইটা দেখসি, সেটা হল বিশেষণের আধিক্য! কবিতা কিছুই না, শুধুমাত্র শব্দ ও উপমায় সাজিয়ে কিছু বলা। এই শব্দ বিশেষণ আর উপমা হচ্ছে কবিতার লবন, কম হইলে ঝাঁঝ থাকবে না, বেশী হইলে আরাম থাকবে না।

তোমার প্রথম লাইন নিয়েই আসি,

উদ্বিগ্ন যৌবনের উষ্ণ নায়িকার আধো ভেজা অস্বচ্ছ শাড়ির ম্যাটিনি শো!
-

উদ্বিগ্ন, উষ্ণ, আধো ভেজা অস্বচ্ছ,- এখানে ম্যাটিনি শোর নায়িকার ভেজা শাড়ির সুড়সুড়ি বুঝতে আমাকে অনেক গুলো শব্দ পড়তে হচ্ছে,

বিমুঢ়, চাপা কান্নার গুনগুন আর অঙ্গারে বিদীর্ন বেদীর আদরের কৃষ্ণের দীর্ঘশ্বাসের বাঁশি।
-
এই লাইনেও বেদীর আদরের কৃষ্ণের দীর্ঘশ্বাসের - 'এর' দিয়ে অনেক কিছু হয়ে যাচ্ছে না? যেমন তোমার জামার পকেটের চিপার মোবাইলের ভিতরের নাম্বার - অনেক গুলো 'এর' দিয়ে জটিল হয়ে গেল না? - পাঠকের আরাম ক্ষতিগ্রস্ত হল। একটা সার্থক কবিতা বা লেখা আনন্দময় মৈথুনের মতই, দুই পক্ষের আরাম এইখানে গুরুত্বপূর্ণ!

আপাতত এইটুকু থাকুক, আমি হইতেসি নাপিত, নাপিতের বুঝে আমি ফোঁড়া কাটি, তুমি আমারে ডাক্তার সমাবেশে লেকচার দেওয়াইলা, যাবতীয় রিস্ক তোমার!

শেষ কথা- কবিতার কোনো নিয়ম, প্লট, ফর্মূলা কিছুই হইতে পারে না, এই জন্য কবিতা হইতেসে সাহিত্যের সুরভিত ফুল, গাছ দেখে বোঝা যায় না, ফুল ফুটলেই আমরা বুঝতে পারি কবিতা কেমন হইসে! আর কবির একমাত্র সমালোচক সে নিজে, আর কারো কথায় সে পাত্তা দেবে না, কিন্তু শুনবে, ভাববে, লিখবে তার কলম যা বলে। একজন কবির শিক্ষক কেবল সে নিজেই হতে পারে, আর কেউ না!

হাতের মাসল ফুলে বেশী বেশী বুক ডন দিয়ে, কবিতার ঝাঁঝ আসে বেশী বেশী লিখে, তোমার কাছ আরও অনেক কবিতার প্রত্যাশা তৈরী হয়েছে। আর কবিতা হইতেসে সাহিত্যের শাস্ত্রীয় সঙ্গীত, শুধু খেয়াল গাইতেই লাগে না, যারা আধুনিক গান গাইবে, যার যত ক্ল্যাসিকাল বেজ ভাল, তার গান তত ভাল, এই রকম একটা চিন্তা হতে পারে কবিতা লেখা, কবিতা অমর বা সার্থক হওয়ার দরকার নেই, লেখার অভিজ্ঞতা অভ্যাস অনেক কিছু। এইটা থাকলে গল্প, উপন্যাস, প্রবন্ধ, যাই লেখি না কেন, শব্দ ও অনুভূতি বিন্যাসে অনেক কাজে দেয়। কবি হওয়ার শখ না থাকলেও প্র্যাক্টিস ম্যাচ হিসেবে কবিতা লেখা ভাল অভ্যেস!

শুভকামনা কা_ভা!




০৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:৩৯

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: প্রিয় কবি, তোমাকে অনেক ধন্যবাদ তুমি এই কথাগুলো জানিয়েছ। আসলে ইদানিং পোষ্ট দিয়ে পূর্ন আরাম পাওয়া যায় না। কারন অভিজ্ঞ পাঠক বা লেখক থেকে স্বতস্ফুর্ত অভিমত জানা যায় না। অথচ যারা শৌখিন ভাবে লেখালেখি করেন, বা নিয়মিত লেখালেখির প্রতি আগ্রহ আছে তাদের জন্য এই মতামত ও পরামর্শ পাওয়া খুবই গুরুত্বপূর্ন। খালি কমেন্ট বাড়লে তো লাভ না বন্ধু, লেখার মান বাড়তে হবে। আর তাই যারা আমাকে আমার লেখার ভালো মন্দ দিকগুলো তুলে ধরে লেখার মান বৃদ্ধিতে সাহায্য করে আমি তাদের প্রতি অনেক কৃতজ্ঞ।

এখন আসো কবিতার ব্যাপারে। সত্যি বলতে আমি কবিতা পড়তে ভালোবাসি। আমার কবিতা লেখার অভিজ্ঞতা দুই লাইন কিংবা চার লাইন। আমি বিশ্বাস করি সেই দুই চার লাইন আমি বেশ আত্মবিশ্বাসের সাথে লিখি। তবে সমস্যা হয় যখন আমি আরো দীর্ঘায়িত করি। টি টুয়ান্টি খেলে আমি টেস্ট ম্যাচ খেলতে পারি না।

যে পরামর্শগুলো আমি পেয়েছি, সে অনুযায়ী আমি অবশ্যই এই কবিতাই আবার লেখার চেষ্টা করব। দেখি কতখানি পাঠকের জন্য আরামদায়ক পাঠের ব্যবস্থা করতে পারি।

তোমার জন্য এক ড্রাম কারণবারি মাম্মা! ;) ;)

১১| ০৭ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৪৯

নাইট রিডার বলেছেন: কিছু সংখ্যক কুলাঙ্গারের সাম্প্রদায়িক মন মানসিকতার জন্য আজ অসাম্প্রদায়িক বাংলাদেশের নাম মুছে যেতে বসেছে। এদেরকে এখনই রুখতে হবে।

০৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:৫০

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: সহমত। সেই সাথে দাবি জানাই পূর্বের ঘটনা গুলোর সঠিক বিচার।

১২| ০৭ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:১৬

বোধহীন স্বপ্ন বলেছেন: নাইট রিডার বলেছেন: কিছু সংখ্যক কুলাঙ্গারের সাম্প্রদায়িক মন মানসিকতার জন্য আজ অসাম্প্রদায়িক বাংলাদেশের নাম মুছে যেতে বসেছে। এদেরকে এখনই রুখতে হবে।

০৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:৫৩

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ। সহমত জানাই।

১৩| ০৭ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:০১

সকাল রয় বলেছেন:
সবকিছুর শেষ আছে তবে সে পর্যন্ত একটা জাতিকে বিসর্জন দিতে হবে এভাবেই প্রান, মান,ধান।

অনেক ধন্যবাদ লেখককে....

বিবেক জাগ্রহ হোক

০৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:৫৫

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: সেটাই বিবেক জাগ্রত হোক।

১৪| ০৭ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:১৩

ঐতিহাসিক বলেছেন: চলো ভাংচুর কে "না" বলে, চলো গড়ি মৈত্রী ।

০৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:০১

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: চলুন! সেই সাথে আমরা চাই, আমাদের দেশ থেকে এই বর্বর ঘটনারগুলোর সাথে যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক।

১৫| ০৭ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:১৭

ইখতামিন বলেছেন:
ওরাও তো মানুষ।।
কিন্তু যারা অন্যের ঘর-বাড়ি ভাঙে তারা কি মানুষ?

০৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:২৯

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: তারা কি আমি জানি না। তবে তারা মানুষ নয় এটা নিশ্চিত

১৬| ০৭ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:১৯

নাছির84 বলেছেন: মেধাহীন ব্লগারের ব্লগে স্বাগতম.....এই হেঁয়ালীটা দয়া করে মুছে ফেললে ভাল হয়।
কবিতাটা পড়ার পর ডাহা মিথ্যে কথাটি চোখে পড়ায় মেজাজ খারাপ হয়ে গেল। আমি দুঃখিত।
ক্ষোভে সহমর্মিতা এবং দ্রোহের বাক্যেগুলোর প্রতি স্যালুট ভ্রাতা।

০৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:৩৩

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হাহাহাহ! :) ধন্যবাদ নাছির ভাই। শুভেচ্ছা জানবেন। :)

১৭| ০৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:০৩

হাসান মাহবুব বলেছেন: কবিতায় ক্ষোভের যথাযথ প্রতিফলন ঘটেছে। প্রথম লাইনে উদ্বিগ্ন যৌবনার বদলে উদ্ভিন্ন হবে বোধ হয়।

০৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:৩৬

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ প্রিয় হাসান ভাই। আমি ঠিক করে নিয়েছি।

১৮| ০৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:২১

স্বপ্নবাজ অভি বলেছেন: সংখ্যালঘু শব্দটার সাথেই আমার আপত্তি !
ধর্ম যার যার দেশ সবার !
যারা এসব করছে তাদের জন্ম পরিচয় নিয়েই আমি সন্দিহান !

০৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:৪০

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: এটাও তুমি মন্দ বলো নি। সংখ্যালঘু শব্দটা আসলে ব্যান করা উচিত।

১৯| ০৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:১২

সুমন কর বলেছেন: এক কথায় অসাধারণ লিখেছেন। পড়তে পড়তে আমারও মাথা গরম হয়ে যাচ্ছিল। তাদের পয়সা কখনো উসুল হবে না। তারা মন্দির ভাঙ্গবে, শত বছরের পুরনো বৌদ্ধ বিহার পুড়ে ছাই করবে.......তাও উসুল হবে না।
++++

০৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:৪১

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অনেক ধন্যবাদ সুমন দা!! মাথা এমনিতেই গরম হয়ে আছে।

২০| ০৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:২৩

মাসুম আহমদ ১৪ বলেছেন: আপনার এই লেখা দেখে হয়ত ওরা বলবে, সামুতে এরকম লেখা পোস্ট হল কেন, চল হিন্দুর বাড়ি পুড়াই!

লেখা ভালা লাগছে

০৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:৪৪

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ভালো বলেছেন। এমনটা ভাবলে অবাক হবার কিছু নেই মাসুম ভাই!!

২১| ০৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:৪৮

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: সময় মতো বিচার হয় না বলেই এই অবস্থা ।

রামুর ঘটনার সুষ্ঠ বিচার হলে এই খাঃপোঃ গুলা এতো নির্ভয়ে এই কাজগুলা করতে পারতো না কাভা ভাই ।

আমাদেরই দোষ । ব্লগে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে কিচ্ছু হয় না ।

০৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:৫১

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: রুপম, যতদিন না বিগত দিন গুলোর ঘটনার জন্য কাউকে শাস্তি দেয়া হবে না, ততদিন আসলে কিছুই হবে না। এটাই বাস্তব।

২২| ০৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:১২

ইমরাজ কবির মুন বলেছেন:
ব্বাহ্হ !!

০৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:৫৮

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ।

২৩| ০৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:১৫

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
খুবই ভাল।

০৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:৫৯

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অনেক ধন্যবাদ স্বর্না। আশা করি ভালো আছেন। :)

২৪| ০৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:১৭

অপ্রচলিত বলেছেন: স্বপ্নবাজ অভি বলেছেন: সংখ্যালঘু শব্দটার সাথেই আমার আপত্তি !
ধর্ম যার যার দেশ সবার!

ঠিক আমার মনের কথাটাই বলেছেন। পূর্ণ সহমত।

আর কাল্পনিক_ভালোবাসা, দুর্দান্ত লিখেছেন।
মানুষ হ' শালা! তুইও কি সংখ্যালঘু নাকি?

বুকে কাঁপন ধরিয়ে দিয়ে গেল লাইনটি। তবে অনেক হয়েছে, আসুন আমরা প্রতিরোধ করি এদের মত মানুষরূপী পিশাচদের বিরুদ্ধে। প্রয়োজন সামাজিক সচেতনতা এবং কঠোর আইনি শাস্তি। নির্মম হলেও বাস্তব তো এটাই যে আমাদের আশেপাশেও ভদ্র মুখোশের আড়ালে সাম্প্রদায়িকতার বিষ মনে নিয়ে অনেকেই ঘুরে বেড়ায়। আমাদের স্বপ্নের বাংলাদেশ তো অসাম্প্রদায়িক। সেখানে আমাদের একটাই পরিচয়, যে আমরা গর্বিত বাঙালী।

০৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:০৪

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ চমৎকার একটা মন্তবের জন্য। :) ভালো থাকবেন। শুভেচ্ছা রইল।

২৫| ০৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:২৫

মিমা বলেছেন: দুঃস্বপ্ন আর বাস্তবতার দূরত্ব আমরা ঘুচিয়ে দিয়েছি, আমাদের দিয়েই হবে!
এ দুটোর মিশেলে যে নির্মমতার জন্ম হয়েছে, তা স্বীকার করে নিতেও আমরা পিছপা হচ্ছি, আমাদের দিয়েই হবে!
গাড়ি পোড়াতাম, গাছ পোড়াতাম, মন্দির পোড়াতাম, এখন মানুষ পোড়াচ্ছি, তাদের ঘরও পোড়াচ্ছি।
যারা পোড়াচ্ছি না, তারা মুখ ঘুরিয়ে নিচ্ছি, পত্রিকার পাতা ঘুরিয়ে নিচ্ছি, টিভির চ্যানেল ঘুরিয়ে দিচ্ছি, সত্যি, আমাদের দিয়েই হবে!

প্রতিটি সংগ্রাম বীরের বেশে লড়েছি, জিতেছি। যুদ্ধ করেছি, বিজয় অর্জন করে নিয়েছি। অধিকার ছিনিয়ে নিয়েছে, পাল্টা ফিরিয়ে এনেছি। আমাদের দিয়ে হবে না তো কাদের দিয়ে হবে?

সমস্যা একটা জায়গাতেই, যখন মুখ ঘুরিয়ে নিচ্ছি, একসাথে ঘুরিয়ে নিচ্ছি; আর যখন লড়ছি, একসাথে লড়ছি। বাঙালির একতা প্রশংসনীয়।
একটু শুধু জেগে ওঠার প্রতিক্ষা।

পোস্টে মুগ্ধতা কাল্পনিক ভালোবাসা। এতো প্রিয় ব্লগারের এতো চমৎকার পোস্টে কিবোর্ডে খটখট থামাতে পারিনি, এখানে নিজের প্রথম মন্তব্য কিনা! :P
ভালো থাকুন, এমন আরও অনেক পোস্ট চাই!
শুভেচ্ছা ও শুভকামনা রইলো।

০৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:০৭

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে। আমার ব্লগে আপনাকে স্বাগতম। আপনার মন্তব্যটাই তো পড়তে কাব্যিক লাগছে। আপনার ভালো লেগেছে শুনে আমি আনন্দিত। আসলে আমাদের আস্তে আস্তে দেয়ালে পিঠ ঠেকে যাচ্ছে। আর বেশি দিন নয়, যেদিন আমরা গর্জে উঠব। অপেক্ষায় আছি শুধু সেদিনের।

আর এই সব ঘটনা যারা করে তাদের মুখোসধারী চেহারা যেমন ভয়ংকর তাদের মুখোসের আড়ালে থাকা চেহারা আরো বেশি নোংরা। আমরা তাদের চিনি। খুব ভালো ভাবেই চিনি।

২৬| ০৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:০৫

জেরিফ বলেছেন: এবার তোরা মানুষ 'হ'


ভালো লাগলো । প্রতিবাদ জানায় সাথে একান্ত সহমর্মিতা যারা আজ নিপীড়িত ।

০৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:০৮

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ জেরিফ।

২৭| ০৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:১৬

এহসান সাবির বলেছেন: দারুন লিখেছেন ভাই..

০৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:০৯

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: উহু! চলবে না! আপনার মত একজন অভিজ্ঞ পাঠকের কাছ থেকে সামান্য এই দারুন লিখেছেন ভাই কমেন্টটি প্রহশন। :)

যাই হোক, তাও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

২৮| ০৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:১৯

সেলিম আনোয়ার বলেছেন: কেমন কর্মকান্ড শুরু হলো কিছু হলেই ভাঙা ভাঙি। হয় গাড়ী ভাঙো নয় হিন্দুদের বাড়ী ভাঙো।একেবারে সময়োপযোগী কাব্য ।

দারুণ লিখেছেন।

০৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:১০

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ সেলিম ভাই।

২৯| ০৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:৪৬

সাবরিনা সিরাজী তিতির বলেছেন: দিনদিন অসহায় হয়ে পড়ছে সাধারণ মানুষ ! নিজের দেশে যদি জীবনের নিরাপত্তা না থাকে কোথায় যাবো ?
লেখায় ++++++++++++++++++++

০৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:১১

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: সেটাই কথা আপু! নিজ দেশে যদি নিজেদেরকে পরবাসীর মত নিগৃত হতে হয় তাহলে মানুষ যাবে কোথায়?

৩০| ০৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:০৪

উদাস কিশোর বলেছেন: এ দেশ নাকি স্বাধীন !
এ দেশের মানুষ গুলো নাকি স্বাধীন !
এই কি স্বাধীন দেশের স্বাধীন মানুষের অবস্থা ?
আমাদের দেশ স্বাধীন , কিন্তু আমরা এখনো পরাধীন হয়ে আছি গুটি কয়েক মানুষ রুপি পশুদের কাছে । ওদের পশু বল্লেও পশুদের অপমান করা হয় ।
সবাই সচ্চার হয়ে এবার জনসাধারনের স্বাধীনতার জন্য ঐসব পশুদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করার সময় হয়েছে ।

০৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:১২

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: কঠিন কিছু প্রশ্ন করেছেন!! এর জবাব যত দ্রুত পাব আমরা তত আমাদের স্বাধীনতার সুফল পাব।

৩১| ০৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:০৪

বটবৃক্ষ~ বলেছেন:



চরম লিখেছেন ভাইয়া!!

০৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:১২

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ প্রিয় বটবৃক্ষ। তোমার অনুরোধ ছিল, ভাইয়া একটা কবিতা দিন ব্লগে, তাই দিলাম। :)

৩২| ০৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:০৯

বোকা মানুষ বলতে চায় বলেছেন: 'সংখালুঘু' আর 'সংখ্যাগুরু' নয়, সমস্যা হচ্ছে 'দুর্বল' আর 'সবল' এর। 'ক্ষমতা' আর 'অসহায়ত্ব'র। 'শোষণ' আর 'শোষিত' এর। এটাই সত্য, এটাই সত্য। অপরাধকারীর একটাই পরিচয়, 'অপরাধী'।

সকল অপারাধের সুষ্ঠু এবং ন্যায় বিচার চাই। অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। প্রতিটি মানুষের মৌলিক অধিকারের নিশ্চয়তা এবং সংরক্ষণ চাই।

কবিতায় +++

০৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:১৫

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অপরাধকারীর একটাই পরিচয়, 'অপরাধী'। ঠিক বলেছেন। আমরা এখনও দেখি নি বিগত সময়ে যারা এই সকল অভিযোগে অভিযুক্ত তাদের কোন বিচার হয়েছে!! যতদিন না এই সবের দৃষ্টান্তমূলক শাস্তি হবে ততদিন কিছুই হবে না।

৩৩| ০৮ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৫৯

নাহিদ রুদ্রনীল বলেছেন: সাম্প্রদায়িক দাঙ্গার পথে বাংলাদেশ। এখনই ব্যবস্থা না নিলে একদিন আমরাও ঐ বার্মাই হয়ে যাবো !

০৮ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৩৮

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: না। আমি তা মনে করি না। সাম্প্রদায়িক দাঙ্গা এত সহজে এখানে সৃষ্টি করা যাবে না, শুধু মাত্র আমাদের দেশের সাধারন মানুষের শক্তির কারনেই।

৩৪| ০৮ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:১৪

সামাইশি বলেছেন: আরো স্পষ্ট মেসেজ দিলে অর্থাত পরিস্কার করে বললে ভালো হত হয়তবা। শুভেচ্ছা নেবেন। :D :D :D :D :D

০৮ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৩৯

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আপনাকে ধন্যবাদ। বক্তব্য খুবই পরিষ্কার, হিন্দুদের ঘর বাড়ি ইচ্ছে মত পুড়ানো বন্ধ কর। :)

৩৫| ০৮ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৫৭

সায়েম মুন বলেছেন: ঝাঝালো কবিতা।

০৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:১৭

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ :)

৩৬| ০৮ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৫২

প‌্যাপিলন বলেছেন: আমরা জানি কখন কখন হিন্দুদের ওপর হামলা হতে পারে। তারপরও তারা হামলার শিকারই হয়। রাষ্ট্র কোন ব্যবস্থা নিতে পারেনা নাকি ইচ্ছে করেই নেয়না সেটাই হলো প্রশ্ন।

০৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:১৭

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: একই প্রশ্ন আমারও!

৩৭| ০৯ ই জানুয়ারি, ২০১৪ রাত ৩:১৮

ভিয়েনাস বলেছেন: ক্ষোভ ঝরে পড়েছে লেখায়।প্রতিবাদী হই লেখনীর মাধ্যমে.....

০৯ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৫৩

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অনেক ধন্যবাদ।

৩৮| ০৯ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৫০

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: বিবেক জাগ্রত হোক,,,,,,,,,

০৯ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৫৩

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হ্যাঁ! সেটাই!!!

৩৯| ০৯ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৩৪

আমি ময়ূরাক্ষী বলেছেন: আবার আমরা মানুষ হই ... এই প্রত্যাশা..

০৯ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:০৪

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আমরা মানুষই আছি, শুধু মানুষের মুখোস পড়া কিছু পশুকে সরিয়ে দিতে হবে।

৪০| ০৯ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:০৭

ঢাকাবাসী বলেছেন: নিজেকে এদেশের একজন বলে ভাবতে ঘৃনাই হয়! আর একটা কথা জানি, এধরনের সাম্প্রদায়িক দাঙ্গা আর ..ন্দুদের বাড়ীতে হামলা সরকারী বাহিনীর পৃষ্ঠপোষকতাতেই হয় এটা নিশ্চিত। ১৯৯১ থেকে এটাই দেখে আসছি। ..ন্দুদের জমি দখল করার লোভ বড্ড মারাত্মক, সাথে আছে প্রশাসন, পুলিশ ব্যাস আর কি চাই, মার ..ন্দু।

০৯ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:০৪

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: খুবই দুঃখজনক একটি পরিস্থিতি ভাই। খুবই হতাশাজনক।

৪১| ১১ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:৪৯

রোমেন রুমি বলেছেন:
বঙ্কিমতায় প্রকাশিত ক্ষোভ কাব্যে স্পষ্ট ; কাব্য ভাল লাগল । আর এই প্রসঙ্গে বলতেই হয়; ১৯৪৭ সালে ব্রিটিশদের সূক্ষ্ম সুদূরপ্রসারী চক্রান্ত আর কালো চিন্তার প্রতিফলন অথবা অভূতপূর্ব ফলাফল দ্বি-জাতিত্বের ভিত্তিতে দেশ বিভাগ । ইতিহাসের চড়াই-উতরাই থেমে ছিল না এক মুহূর্তের জন্য । কত কি ঘটে গেল । ৭১ এল ; আমাদের স্বাধীনতা এল । আজ ২০১৪; পেছন ফিরে সেই ৪৭ এর দিকে তাকালে দেখি পেরিয়ে এসেছি প্রায় ৬৭/৬৮ বছর। দুঃখ জনক হলেও বলতে হয় আমরা আজও বাঙ্গালী বা বাংলাদেশী হতে পারিনি! আমরা এখনও হিন্দু-মুসলমানই রয়ে গেলাম ! আমরা এখনও মানুষ হতে পারিনি; ব্রিটিশরা যেভাবে আমাদেরকে নিম্ন শ্রেণির কোন প্রাণী হিসেবে মুল্যায়ন করত আমরা এখনও সেই নিম্ন শ্রেণির প্রাণীতেই রয়ে গেলাম । কেননা নিম্ন শ্রেণির প্রাণী ব্যাতিত কোন মানুষের পক্ষে কখনোই সম্ভব নয় নির্বিচারে মানুষ হত্যা, মানুষের স্বপ্ন হত্যা এবং মানুষের সর্বস্ব অতি আনন্দের সঙ্গে ধ্বংস করে দেয়া । অবশ্য নিম্ন শ্রেণির প্রানিদের সাথে এদের তুলনা করার ক্ষেত্রে বরং ঐ প্রাণীরাই যে লজ্জিত হবে এ কথা বলাই বাহুল্য । তাই এদেরকে শুধু রুখে দেয়া নয় বরং এদেরকে নিঃচিহ্ন করার শপথ নিতে হবে ।

১৩ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:১৪

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: শুধুমাত্র ভিন্ন ধর্ম অবলম্বন করার কারনে একজন বাংলাদেশী কোনভাবেই সংখ্যালঘু হতে পারেন না। বার বার এই সংখ্যালঘু টার্মটি ব্যবহার করে আমরা নিজেদেরকেই অপমান করছি। একজন বাংলাদেশী হিসেবে আমাদের অল্প যে কিছু গর্বের জায়গা আছে তার মধ্যে একটি হলো বিভিন্ন ধর্মের মানুষদের মাঝে সাম্যবস্থান। ধর্ম, দল,মত যার যার কিন্তু দেশটা আমাদের সবার। তাই চলুন, আমরা এই শব্দটি যেন আর ব্যবহৃত না হয়, সেই ব্যাপারে আওয়াজ তুলি। আপনার আমার এই সম্মিলিত আওয়াজে এক শ্রেনীর সুযোগ সন্ধানী ধর্ম ব্যবসায়ীদের "সংখ্যালঘুদের" নিয়ে ব্যবসা বন্ধ হবে।

৪২| ১২ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৩০

মেহেরুন বলেছেন: http://www.somewhereinblog.net/blog/nmrusho এই আইডি প্রায় এক বছর হয়ে যাবার পরেও পর্যবেক্ষণে আছে। জেনারেল করার জন্য একটু সুপারিশ করেন সবাইকে। ধন্যবাদ

১৩ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:২৫

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ। আপনি সবাইকে না বলে বরং মডারেটরকে ইমেইল করুন, ফিডব্যাক জানান। তাহলে আশা করি কাজটি হবে। আবারও ধন্যবাদ মেহেরুন।

৪৩| ১৩ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৩৪

পি কা চু বলেছেন: আমি গুরুগম্ভীর মন্তব্য করতে পারিনা, তবে লেখাটা যে অসাধারন সেটা অনুমেয় পাঠকদের মন্তব্য দেখে! ধারালো লেখনীর জন্য লেখককে ধন্যবাদ!

১৩ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৫৭

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অনেক ধন্যবাদ পি কা চু। আমার ব্লগে আপনাকে স্বাগতম। :)

৪৪| ১৪ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৪৮

মোঃ ইসহাক খান বলেছেন: সমস্ত অশান্তির অবসান হোক।

কবিতা নিয়ে শ্রদ্ধেয় ৎঁৎঁৎঁ যে আলোচনা করেছেন সেটা সত্যিই দৃষ্টি আকর্ষণ করবার মত।

শুভেচ্ছা জানবেন, সুধী।

১৪ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৫৭

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অনেক ধন্যবাদ ইসহাক ভাই। তিনি চমৎকার বিশ্লেষন করেছেন! আসলে একটা লেখা লিখে যদি তার ব্যাপার সত্যিকার ফিডব্যাক না পাওয়া যায় তাহলে লেখার মান বাড়ানো খুবই মুসকিলের ব্যাপার!

৪৫| ১৫ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৩৫

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: কিছুই বলার নেই। শুধু মনে প্রশ্ন জাগে মানুষ কী করে এমন হয়?






ধন্যবাদ।

১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:২১

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আপনাকেও ধন্যবাদ। আসলে তারা মানুষ না। মানুষ হলে এমনটা হতো না।

৪৬| ১৫ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:০৫

কান্ডারি অথর্ব বলেছেন:


পয়সা উসুল

১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:২৫

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: B:-) B:-) B:-) B:-) B:-) ইয়ে মানে আপনার মন্তব্য পেয়ে এই অভাজন আনন্দিত ও কৃতার্থ। :D

অনেক ধন্যবাদ কান্ডারী ভাই। অনেকদিন পর আপনাকে আমার ব্লগে পেলাম। ভালো থাকবেন। শুভেচ্ছা রইল।

৪৭| ১৬ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৫৩

সাদমান সাদিক বলেছেন: কথাগুলো চরম সত্য :-B :-B অনেক ভাল লিখেছেন ।। :) :)

১৬ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:০৮

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অনেক ধন্যবাদ সাদিক। :)

৪৮| ২১ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১:০৮

শাহেদ খান বলেছেন: খুব তীব্র। এবং স্পষ্ট।

জানি না আর কী বলব।

শুভেচ্ছা, কাল্পনিক_ভালোবাসা। সবসময়ের জন্য। এবং প্রার্থনা সবার জন্য।

২১ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৩৫

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ প্রিয় শাহেদ ভাই! এই ব্যাপারে আসলেই আর কিছু বলার নেই। :(

৪৯| ২১ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১:২২

বুকের মধ্যে বায়ান্নটা মেহগনি কাঠের আলমারি বলেছেন:


................................................ :(



২১ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৫০

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হ্যাঁ! নিন্দাজনক পরিস্থিতি!!!

৫০| ২১ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:০৫

মায়াবী ছায়া বলেছেন: একি তোর চোখে জল? খসখসে শুকনো চেহারায় চাপা ক্রোধের অসহায়ত্বে বিধাতার খোঁজে উদাসী দৃষ্টি যেন!
হাহা! মাইরি বলছি দাদা এবার পয়সা উসুল, বন্ধ করো সব নাটুকে অপসৃষ্টি।
মানুষ হ' শালা! তুইও কি সংখ্যালঘু নাকি?

সুন্দর লিখেছেন

২১ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:০২

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অনেক ধন্যবাদ মায়াবী ছায়া।
শুভ কামনা রইল।

৫১| ২৪ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:৩৮

প্রোফেসর শঙ্কু বলেছেন: কিছু বলতে পারি কি কখনো আমরা? মুখ চেপে থাকি প্রাণপণে। সেই চেপে ধরা মুখের স্পষ্ট উচ্চারণ এসেছে কবিতায়।

সবল প্রতিবাদ, কা_ভা। কখনো কখনো এমন হয়, কবিতার মান, ভুলভ্রান্তি এসব ছোটোখাটো জিনিসের চেয়ে বিষয়বস্তুটা অনেক বেশি কাঁপিয়ে দিয়ে যায়। এক্ষেত্রে তাই ঘটেছে।

শুভেচ্ছা রইল।

২৪ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:২৩

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আরে প্রিয় ব্লগার! আপনি এত দিন কই ছিলেন!! আপনাকে অনেক মিস করেছি। প্লিজ নিয়মিত হয়ে যান তো। আপনার জন্য না। আমাদের জন্য। আমরা একজন ভালো লেখক ও ভালো পাঠক হারিয়ে ফেলছি। :(

আমাদের প্রতিবাদে কত টুকু কি হবে জানি না, আমরা এখনও যে ক্ষোভ দেখাতে পারি এটাই আমাদের সান্তনা।

ভালো থাকবেন, অনেক শুভ কামনা রইল।

৫২| ২৬ শে জানুয়ারি, ২০১৪ রাত ১:৪৩

মুনেম আহমেদ বলেছেন: ভারতের প্রেক্ষাপটে হবেঃ

শত ঠোঁটে ভেজা টং দোকানের চা এর কাপে আলতো শেষ চুমুকের উপলব্ধি, চিনি কম!
- না বন্ধু আমার পয়সা উসুল হয় নি, চলো ধর্ষন করি কোন চন্ঞল তরুনী..
বিমুঢ়, চাপা কান্নার গুনগুন আর অঙ্গারে বিদীর্ন বেদীর আদরের কৃষ্ণের দীর্ঘশ্বাসের বাঁশি।
-বন্ধু! আমার কিচ্ছু ভাল্লাগেনা,শরীরে ম্যাজম্যাজানি- চলো করি ধর্ষন কিছু বিদেশী নারী।

২৭ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:০৮

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ভালোই বলেছেন!!!

৫৩| ২৮ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১:১৪

জোবায়েদ-অর-রশিদ বলেছেন:
আমি একজন মুসলমান। মূমিন বান্দা হওয়ার চেষ্টায় আছি।
আপনি যতবার বলছিলেন ‘চলো ভাঙি’ ঠিক ততবারই বুকের বা’পাশটাতে প্রচন্ড এক আঘাত আছড়ে পড়ছিলো।

আল্লাহ আমাদের সঠিক পথের হেদায়েত দান করুন। এইটুকো প্রার্থনা করছি। হাত-পা-মুখ সবই বাঁধা আছে। কবিতা তাই অস্ত্র হোক ....

শুভকামনা।

২৮ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৫৩

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অনেক সুন্দর বলেছেন ভাই! আমাদের কষ্টটাই ঠিক এখানে। আমরা এই ধরনের ছিলাম না। আমাদেরকে ভালো থাকতে দেয়া হচ্ছে না। !

৫৪| ২৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:২৭

ভাইটামিন বদি বলেছেন: দুর্দান্ত!!!!

২৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:২১

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অনেক ধন্যবাদ বদি ভাই!

৫৫| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:২৫

বোকামন বলেছেন:
সংখ্যালঘু কে
আমি না আপনি ?

সংখ্যালঘু কে
তিনি বা তাঁহারা ?

সংখ্যালঘু কে
এসব না ওসব

সংখ্যালঘু কে
আকাশ না জমিন ?

উত্তর: যাহা অসৎ যাহা পাপ যাহা মানবতাবিরোধী যাহা অমানবিক তাহাই সংখ্যালঘু।


বোকামন আগেও হতাশা প্রকাশ করেছিলো। আমাদের কলমগুলো কি তার দ্রোহের শক্তি হারিয়েছে। কারণ এমন লেখার সংখ্যা কমে যাচ্ছে...

আপনাকে ধন্যবাদ জানাই। লিখুন ... বিবেক বোধটি জাগ্রত রাখুন...
শুভ কামনা রইলো।

০৯ ই মে, ২০১৪ দুপুর ২:৪৭

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হ্যাঁ কঠিন প্রশ্ন করেছেন, সংখ্যালঘু কে! আমাদের সবার বিবেক জাগ্রত হোক! এই কামনাই করি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.