নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বহুদিন আগে কোন এক বারান্দায় শেষ বিকেলের আলোয় আলোকিত উড়ন্ত খোলা চুলের এক তীক্ষ্ণ হৃদয়হরনকারী দৃষ্টি সম্পন্ন তরুনীকে দেখে ভেবেছিলাম, আমি যাদুকর হব। মানুষ বশীকরণের যাদু শিখে, তাকে বশ করে নিশ্চিন্তে কাটিয়ে দিব সারাটি জীবন।

কাল্পনিক_ভালোবাসা

একদিন সব হাসির ময়নাতদন্ত হবে, ফরেনসিক রিপোর্টে লেখা থাকবে - সবই মিথ্যে।

কাল্পনিক_ভালোবাসা › বিস্তারিত পোস্টঃ

একজন ফিরোজা বেগম ও তাঁর গাওয়া কিছু অমর সঙ্গীত এবং হঠাৎ অমোচনীয় শূন্যস্থান।

১০ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:৪৮



মোরা আর জনমে হংস-মিথুন ছিলাম

ছিলাম নদীর চরে

যুগলরূপে এসেছি গো আবার মাটির ঘরে।।



এই অসামান্য গানটির সাথে আমার পরিচয় মায়ের মাধ্যমে। তিনি রান্না করার ফাঁকে অথবা কাজের অবসরে এই গানটি গুনগুন করে গাইতেন। আমার জীবনের সবচেয়ে সুন্দর স্মৃতিরগুলোর মধ্যে একটি হচ্ছে, ক্যাসেটে এই গানটি বাজছে আর আমার মা তাঁর শাড়ির আঁচল দিয়ে ড্রেসিং টেবিলে রাখা ফ্রেমের মাঝে বাবার সাথে তাঁর যুগল ছবিটি মুছছেন। তখন যদিও খুব বেশি কিছু বুঝতাম না, তারপরও আমার কেন যেন ভীষন আনন্দ হতো।



এর বেশ কয়েক বছর পর স্কুল জীবনে যখন ছায়ানটে তবলা শিখতে গেলাম, তখন আবার এই গানটির সাথে আমার নতুন করে পরিচয় ঘটল। আমার মাঝেও গানটা ঢুকে পড়ল। সুযোগ পেলে আমিও গুন গুন করে এই গানটি গাইতাম। তবলা বাজানো কতটুকু শিখেছি জানি না তবে সেই সময়টাতেই এই 'ফিরোজা বেগমের' গানের সাথে আমার পরিচয়। নিউমার্কেটে গিয়ে খুঁজে খুঁজে কিনে ছিলাম তাঁর বেশ কিছু গানের ক্যাসেট। আহা! কি অদ্ভুত সুরেলা মায়াবী কন্ঠ। আমার কেন যেন মনে হয়, নজরুলের গানগুলো তাঁর গাওয়ার মাধ্যমেই আরো বেশি পূর্নতা লাভ করেছে। মাত্র ১৯ বছর বয়সে তাঁর গাওয়া নজরুলের গান নিয়ে প্রথম রেকর্ড বের হয়। তাঁর কন্ঠে অনেক বৈচিত্রময়তা ছিল। নজরুল সংগীতের পাশাপাশি তিনি ইসলামিক গানও গেয়েছেন। মাত্র ১২ বছর বয়সে ভারতের বিখ্যাত গ্রামোফোন কোম্পানী তাঁর গাওয়া ইসলামিক গানের রেকর্ড বের করে।



আজকে বাসায় ফেরার পথে শুনলাম, উপমহাদেশের এই কিংবদন্তী সংগীত শিল্পী আমাদের মাঝে আর বেঁচে নেই। খবরটা শুনে বুকের ভেতরটা কেমন যেন ফাঁকা হয়ে গেল। হূমায়ূন আহমেদের মৃত্যূর পর এই আরেকটি মৃত্যূ আমাকে অসম্ভব কষ্ট দিল। আমাদের মাঝে একটি বিশাল শূন্যস্থান সৃষ্টি করে তিনি পাড়ি দিয়েছেন না ফেরার দেশে। প্রায় সাত দশক ধরে তিনি তাঁর কন্ঠে নজরুলের সুর আর বানী কন্ঠে ধারন করেছেন আর রাজত্ব করেছেন আমাদের অন্তরে। এমন শিল্পী হয়ত আমরা আর পাব না। আমাদের বর্তমান এবং আগের প্রজন্মের অনেকেই নজরুল সংগীত চিনেছে তার হাত ধরে। আমি কিছুটা হলেও হয়ত ভাগ্যবান তার গান সরাসরি শোনার সুযোগ পেয়েছি। আমি বিশ্বাস করি, এই মহান শিল্পী তাঁর গানের মাধ্যমে যুগ যুগ ধরে বেঁচে থাকবেন আমাদের মাঝে। সেই সাথে পরম করুনাময় মহান আল্লাহপাকের কাছে তাঁর আত্মার মাগফেরাত কামনা করি।





তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে, তাঁর গাওয়া আমার প্রিয় কিছু গানের লিরিক্স এবং ইউটিউব ভিডিওর লিংক এখানে যোগ করা হলো।



মোরা আর জনমে হংস মিথুন ছিলাম

মোরা আর জনমে হংস-মিথুন ছিলাম

ছিলাম নদীর চরে

যুগলরূপে এসেছি গো আবার মাটির ঘরে।।

তমাল তরু চাঁপা-লতার মত

জড়িয়ে কত জনম হ’ল গত

সেই বাঁধনের চিহ্ন আজো জাগে

জাগে হিয়ার থরে থরে।।

বাহুর ডোরে বেঁধে আজো ঘুমের ঘোরে যেন

ঝড়ের বন-লতার মত লুটিয়ে কাঁদ কেন

বনের কপোত কপোতাক্ষীর তীরে

পাখায় পাখায় বাঁধা ছিলাম নীড়ে

চিরতরে হ’ল ছাড়াছাড়ি

নিঠুর ব্যাধের শরে।।




আমায় নহে গো

আমায় নহে গো

ভালোবাস শুধু, ভালোবাস মোর গান

বনের পাখিরে কে চিনে রাখে

গান হলে অবসান

চাঁদেরে কে চায়, জোছনা সবাই যাচে

গীতশেষে বীণা পড়ে থাকে ধূলিমাঝে

তুমি বুঝিবে না, বুঝিবে না,

আলো দিতে কত পুড়ে কত প্রদীপের প্রাণ।

যে কাঁটালতার আঁখিজল হায়

ফুল হয়ে ওঠে ফুটে

ফুল নিয়ে তার দিয়েছ কি কিছু

শূন্য পত্রপুটে?

সবাই তৃষ্ণা মেটায় নদীর জলে

কি তৃষা জাগে সে নদীর হিয়াতলে

বেদনার মহাসাগরের কাছে

করো করো সন্ধান।।





আমার গানের মালা

আমার গানের মালা

আমি করব কারে দান।

মালার ফুলে জড়িয়ে আছে

করুণ অভিমান।।

চোখে মলিন কাজল রেখা

কন্ঠে কাঁদে কুহু কেকা।

কপোলে যার অশ্রু রেখা

একা যাহার প্রাণ।।

শাখায় ছিল কাঁটার বেদন

মালায় সূচির জ্বালা।

কন্ঠে দিতে সাহস না পাই

অভিশাপের মালা।

বিরহে যার প্রেমারতি

আঁধার লোকের অরুন্ধতী।

নাম না জানা সেই তপতী

তার তরে এই গান।।




আমি যার নূপুরের ছন্দ, বেণুকার সুর

আমি যার নূপুরের ছন্দ, বেণুকার সুর

কে সেই সুন্দর, কে?

আমি যার বিলাস যমুনা, বিরহ বিধুর

কে সেই সুন্দর, কে?

যাহার গলে আমি বনমালা

আমি যার কথার কুসুমডালা

না দেখা সুদূর

কে সেই সুন্দর, কে?

যার শিখীপাখা লেখনী হয়ে

গোপনে মোরে কবিতা লেখায়

সে রহে কোথায় হায়?

আমি যার বরষার আনন্দ কেকা

নৃত্যের সঙ্গিনী দামিনীরেখা

যে মম অঙ্গের কাঁকন-কেয়ূর

কে সেই সুন্দর, কে?




শুকনো পাতার নূপুর পায়ে



শুকনো পাতার নূপুর পায়ে

নাচিছে ঘুর্ণিবায়

জল তরঙ্গে ঝিল্‌মিল্‌ ঝিল্‌মিল্‌

ঢেউ তুলে সে যায়।।

দীঘির বুকে শতদল দলি’

ঝরায়ে বকুল–চাঁপার কলি

চঞ্চল ঝরনার জল ছল ছলি

মাঠের পথে সে ধায়।।

বন–ফুল আভরণ খুলিয়া ফেলিয়া

আলুথালু এলোকেশ গগনে মেলিয়া

পাগলিনী নেচে যায় হেলিয়া দুলিয়া

ধূলি–ধূসর কায়।।

ইরানি বালিকা যেন মরু–চারিণী

পল্লীর–প্রান্তর–বনমনোহারিণী

আসে ধেয়ে সহসা গৈরিক বরণী

বালুকার উড়্‌নি গায়।।




প্রিয় এমন রাত যেন যায় না বৃথাই



প্রিয় এমন রাত যেন যায় না বৃথাই

পরি চাঁপা ফুলের শাড়ি খয়েরী টিপ,

জাগি বাতায়নে জ্বালি আঁখি প্রদীপ,

মালা চন্দন দিয়ে মোর থালা সাজাই।।

তুমি আসিবে বলে সুদূর অতিথি

জাগে চাঁদের তৃষা লয়ে কৃষ্ণা তিথি,

কভু ঘরে আসি কভু বাহিরে চাই।।

আজি আকাশে বাতাসে কানাকানি,

জাগে বনে বনে নব ফুলের বাণী,

আজি আমার কথা যেন বলিতে পাই।।




দূর দ্বীপবাসীনি, চিনি তোমারে চিনি



দূর দ্বীপবাসীনি, চিনি তোমারে চিনি

দারুচিনিরো দেশে, তুমি বিদেশীনিগো

সুমন্দভাসীনি।।

প্রশান্ত সাগরে তুফানেও ঝড়ে

শুনেছি তোমারি অশান্ত রাগীনি।।

বাজাও কি বুণো সুর পাহাড়ী বা‍শীতে

বনান্ত ছেয়ে যায় বাসন্তী হাসিতে।।

তব কবরী মূলে, নব এলাচীরো ফুল

দুলে কুসুম বিলাসিনী।।




আমি বনফুল গো

আমি বনফুল গো

ছন্দে ছন্দে দুলি আনন্দে

আমি বনফুল গো

বাসন্তীকার কন্ঠে আমি

মালিকা দোদুল গো

বনের পরী আমার সনে

খেলতে আসে কুঞ্জবনে

ফুল ফোটানো গান গেয়ে যায়

পাপিয়া বুলবুল গো, আমি বনফুল

পথিক ভ্রমর শুধায় মোরে

সোনার মেয়ে নাম কি তোর

বলি ফুলের দেশের কন্যা আমি চম্পাবতী নামটি মোর

লতার কোলে চাঁদনীরাতে, বাসর জাগে চাঁদের সাথে

ভোরের বেলা নয়ন কোলে দোলে শিশির দুল গো

আমি বনফুল।




নুরজাহান নুরজাহান

নুরজাহান নুরজাহান

সিন্ধু নদীতে ভেসে

এলে মেঘলামতির দেশে

ইরানি গুলিস্তান ।।



নার্গিস লালা গোলাপ আঙ্গুর লতা

শিরি ফরহাদ শিরাজের উপকথা

এনেছিলে তুমি তনুর পিয়ালা ভরি

বুলবুলি দিলরুবা রবারের গান ।।



তব প্রেমে উন্মাদ ভুলিল সেলিম সে যে রাজাধিরাজ ,

চন্দন সম মাখিল অঙ্গে কলঙ্ক লোক লাজ ।

যে কলঙ্ক লয়ে হাসে চাঁদ নীলাকাশে

যাহা লেখা থাকে শুধু প্রেমিকের ইতিহাসে

দেবে চিরদিন নন্দন লোকচারী

তব সেই কলঙ্ক সে প্রেমের সম্মান ।





শাওনও রাতে যদি

শাওনও রাতে যদি,স্মরণে আসে মোরে

বাহিরে ঝড় বহে,নয়নে বারি ঝরে।।

ভুলিও স্মৃতি মম,নিশীথ স্বপন-সম

আঁচলের গাঁথা মালা,ফেলিও পথ পরে

বাহিরে ঝড় বহে,নয়নে বারি ঝরে।।

ঝরিবে পুবালি বায়,গহনও দূর বনে

রহিবে চাহি তুমি একেলা বাতায়নে

বিরহি কুহু কেকা,গাহিবে নীপশাখে

যমুনা নদী পাড়ে,শুনিবে কে যেন ডাকে,

বিজলি দীপশিখা খুজিবে তোমায় প্রিয়া

দুহাতে ঢেকো আঁখি যদি গো জলে ভরে

বাহিরে ঝড় বহে,নয়নে বারি ঝরে...





এই কি গো শেষ দান



এই কি গো শেষ দান

এই কি গো শেষ দান

বিরহ দিয়ে গেলে

এই কি গো শেষ দান।

মোর আরো কথা, আরো কথা ছিলো বাকি

আরো প্রেম আরো গান।

ক্ষনিকের মালাখানি

তবে কেন দিয়েছিলে আনি

কেন হয়েছিলো শুরু

হবে যদি অবসান।

যে পথে গিয়াছো তুমি

আজ সেই পথে হায়

আমার ভুবন হতে বসন্ত চলে যায়।

হারানো দিনের লাগি

প্রেম তবু রহে জাগি

নয়নে দুলিয়া উঠে

হৃদয়ের অভিমান।




তোরা দেখে যা আমিনা মায়ের কোলে।

তোরা দেখে যা আমিনা মায়ের কোলে।

মধু পূর্ণিমার সেথা চাঁদ দোলে

যেন ঊষার কোলে রাঙ্গা রবি দোলে।।



কুল- মখলুকে আজ ধ্বনি ওঠে,- কে এলো ঐ,

কলেমা শাহাদাতের বাণী ঠোঁটে,- কে এলো ঐ,

খোদার জ্যোতি পেশানিতে ফোটে, -কে এলো ঐ,

আকাশ গোহ তারা পড়ে লুটে- কে এলো ঐ,

পড়ে দরুদ ফেরেশতা, বেহেশতে সব দুয়ার খোলে।।



মানুষে মানুষে অধিকার দিল যে জন,

“এক আল্লাহ ছাড়া প্রভু নাই”, কহিল যে জন,

মানুষের লাগি চির –দীন বেশ ধরিল যে জন,

বাদশাহ ফকিরের এক শামিল করিল যে জন,-

এল ধরায় ধরা দিতে সেই সে নবী,

ব্যথিত মানবের ধ্যানের ছবি

আজি মাতিল বিশ্ব- নিখিল মুক্তি- কলরোলে।।







আপাতত এই কয়টি গানের কথা উল্লেখ্য করলাম। এই গানগুলো আমার বেশ প্রিয়। আসলে ফিরোজা বেগমের মত একজন শিল্পীর গাওয়া গান থেকে পছন্দের গান নির্বাচন করা খুবই কঠিন একটি ব্যাপার। এই উল্লেখ্যকৃত গানগুলোর লিরিকস সংগ্রহ করা হয়েছে বাংলা লিরিক্স ডট কম সহ আরো বেশ কিছু সাইট থেকে এবং ছবি গুলো সংগ্রহ করা হয়েছে গুগল ডট কম থেকে।

মন্তব্য ১৪০ টি রেটিং +২৬/-০

মন্তব্য (১৪০) মন্তব্য লিখুন

১| ১০ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:৫৬

পরিবেশ বন্ধু বলেছেন: নজরুল সঙ্গীত শিল্পি ফিরোজা বেঘম আসলেই তিনি গানের জগতে কিংবদন্তী ।
তার আত্মার প্রতি রইল শ্রদ্ধা । তাকে নিয়ে পোস্ট দেয়ার জন্য ধন্যবাদ কাল্পনিক ভালবাসা ।

১০ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:০২

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ পরিবেশ বন্ধু! তিনি কিংবদন্তী হিসেবেই আজীবন বেঁচে থাকবেন।

২| ১০ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:৫৮

সচেতনহ্যাপী বলেছেন: আমি চিরতরে দুরে সরে যাবো, তবু আমারে দেবো না ভুলিতে।।
আমার প্রিয়দের একজনের বিদায়ের ক্ষনটিতে এই আমার অনুভুতি।।

১০ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:০৩

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: উনার আত্মা শান্তি পাক এই প্রার্থনা করি।

৩| ১০ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:১১

ফেরদাউস আল আমিন বলেছেন: ছোট বেলার অনেক গান মনে করিয়ে দিলেন।
ধন্যবাদ

১০ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:১৩

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হুমমম!! দীর্ঘশ্বাস!

৪| ১০ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:২১

জাহাঙ্গীর.আলম বলেছেন:
শ্রদ্ধাঞ্জলি প্রিয় শিল্পী ও মহৎ হৃদয়ের মানষটির প্রতি ৷

১০ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:৪১

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: শ্রদ্ধা জানাই।

৫| ১০ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ২:২২

অন্ধবিন্দু বলেছেন:
গভীর অধ্যবসায় প্রগাঢ় ভালবাসা সমেত সমগ্র সত্তায় নজরুলের সুর সম্মোহন আর বাণীর ঐশ্বর্য ধারণ করে অসংখ্য শ্রোতার মন মননে যে গায়কী-ছন্দ ও সুরের লহরী রেখে গেছেন তা বহুকাল ঝিলমিল ঝিলমিল ঢেউ তুলে আনন্দ বিরহের মোহনায় অনুরণিত করবে আমাদের।

পরম করুনাময় মহান আল্লাহপাকের কাছে তাঁর আত্মার মাগফেরাত কামনা করি। আপনাকে ধন্যবাদ, কাল্পনিক ভালোবাসা।

১০ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ২:৪০

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: চমৎকার করে বলেছেন ভাই। খুব সুন্দর বলেছেন।
পরম করুনাময় মহান আল্লাহপাকের কাছে তাঁর আত্মার মাগফেরাত কামনা করি।

আপনাকেও অনেক ধন্যবাদ ভাই।

৬| ১০ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ২:৩৮

জাফরুল মবীন বলেছেন: নজরুল সঙ্গীতের একজন কিংবদন্তী গায়িকার জীবনাবসান হলো!
ইন্না নিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আল্লাহ উনাকে জান্নাত নসীব করুন-আমীন।

নিঃসন্দেহে এ এক অপূরণীয় ক্ষতি!

১০ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ২:৪২

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হ্যাঁ এ এক অপূরনীয় ক্ষতি। আল্লাহ উনাকে জান্নাত নসীব করুন-আমীন।

৭| ১০ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৩:০৮

মাহমুদ০০৭ বলেছেন: দেশে নজরুল সঙ্গীত শিল্পী এম্নিতেও কম ।

জানিনা এই গুণী শিল্পীর অভাব পূরণ হয় কিনা ।

আল্লাহ উনাকে জান্নাত নসীব করুক । আমিন ।

১০ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:৩৩

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: এই অভাব পূরন হবার মত নয়!

৮| ১০ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৩:১৪

নাসরিন চৌধুরী বলেছেন: গুণী শিল্পীর আত্মার প্রতি রইল শ্রদ্ধা ,প্রিয় গানগুলো সহ পোষ্টটি সাজিয়েছেন। ধন্যবাদ আপনাকে ।

১০ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:৩৮

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আপনাকেও ধন্যবাদ। আল্লাহ উনাকে জান্নাত নসীব করুক । আমিন ।

৯| ১০ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৯:৫০

মামুন রশিদ বলেছেন: ঘুমিয়ে গেছে শ্রান্ত হয়ে প্রিয় গানের বুলবুলি । নজরুল সঙ্গীত বলতে ফিরোজা বেগমকেই বুঝি । এমন যাদু ভরা মায়াবী কন্ঠ আর পাব না কোনদিন ।

বিনম্র শ্রদ্ধা প্রিয় শিল্পীর জন্য ।

১০ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:৩৯

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হ্যাঁ নজরুল সঙ্গীত বলতে আমিও তাকেই বুঝতাম!

১০| ১০ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:৩৮

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: চার নম্বর লাইকটা আমি দিলাম --- আন্তরিক ধন্যবাদ শেয়ার করার জন্য ---আমারও এই গানগুলো ভীষণ প্রিয় --- বিশ্বাস হচ্ছে না তিনি নেই, তিনি আর গাইবেন না গান ------ তার আত্মার শান্তি কামনা করছি

১০ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:৪৫

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ, আরো অনেক গান আছে, যা দেয়া সম্ভব হয় নি। আসলে এত গান গেয়েছেন, তার থেকে অল্প কিছু প্রিয় গান বের করাও মুসকিল। আস্তে আস্তে সবাই চলে যাচ্ছে!!!!!!! :(

১১| ১০ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:২৫

মামুন ইসলাম বলেছেন: শ্রদ্ধাঞ্জলি প্রিয় শিল্পীকে

১০ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:৪৬

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ।

১২| ১০ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:৪৫

সুমন কর বলেছেন: উনাকে ঘিরে, অাপনার কিছু স্মৃতি জানা গেল।

উনার অভাব কোনদিন পূরণ করা সম্ভব হবে না।

উনার আত্মার শান্তি কামনা করছি।

৬ষ্ঠ ভাল লাগা।

১০ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:৪৮

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হ্যাঁ সুমন ভাই, উনাকে নিয়ে আরো অনেক স্মৃতি আছে আমার। এটা সত্য যে তার মত এত চমৎকার মানুষ আর হয় না। এই অভাব কোনদিনও পূরন সম্ভব হবে না।

১৩| ১০ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:৫৬

অপূর্ণ রায়হান বলেছেন: মহীয়সী এই শিল্পীকে বিনম্র শ্রদ্ধা জানাই ।


ভালো থাকবেন ভ্রাতা ।

১০ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:৫০

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য। আপনার সাথে সাথে আমিও আরো একবার শ্রদ্ধা জানালাম।


অটঃ আপনাকে দেখিই না ভাই!!!

১৪| ১০ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:২৮

কোবিদ বলেছেন:
প্রিয় শিল্পীর জন্য বিনম্র শ্রদ্ধা
আল্লাহ উনাকে জান্নাত নসীব করুন।
আমিন ।

১০ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:১৩

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আমিন!

১৫| ১০ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:৩২

টুম্পা মনি বলেছেন: নাইস পোষ্ট। আল্লাহ পাক ওনাকে বেহেশত নসীব করুন।

১০ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:২৪

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অনেক ধন্যবাদ টুম্পা।

১৬| ১০ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:১২

ইমতিয়াজ ১৩ বলেছেন: ইন্না নিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

১০ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:৩৩

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আল্লাহ উনাকে বেহেস্তে নসীব করুক আমিন।

১৭| ১০ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:৩৫

জনাব মাহাবুব বলেছেন: উনার আত্মা শান্তি পাক এই প্রার্থনা করি :( :( :(

১০ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:৩৬

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আমিন।

১৮| ১০ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:৪৯

আহমেদ জী এস বলেছেন: কাল্পনিক_ভালোবাসা ,




কিছু কিছু দায়িত্ব বেড়ে যাওয়াতে ব্লগে আসা হচ্ছেনা । শুধু এই পোষ্টের প্রথমেই আপনার "মা"য়ের উল্লেখ আমাকে লগ-ইন হতে বাধ্য করলো ।

আপনি সত্যিই ভাগ্যবান, এমোন মরমী এক মা পেয়েছেন বলে । তাঁর জীবনের এই বিরহ যেন ফিরোজা বেগমের অন্তর্ধানের মতোই সকরুন সুরে বাজলো হৃদয়ের ভেতর ।

আপনার মা'কে সশ্রদ্ধ সালাম ।

আর কিংবদন্তীর ফিরোজা বেগম তার সুরেলা কন্ঠ নিয়ে হাযার বছর আমাদের মাঝে বেঁচে থাকুন , এই কামনা করি ।

১০ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:৩৯

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আমিও অনেকদিন পর আজকে ব্লগে আসলাম। ব্যক্তিগত ব্যস্ততার কারনে ব্লগে আসা হচ্ছিল না। আপনার মন্তব্য পেয়ে খুব ভালো লাগছে।

আসলে আমার মার হাত ধরেই আমার এইসব গান এবং শিল্প এর হাতখড়ি হয়েছে। তিনি খুব একজন সাধারন মহিলা, কিন্তু এই সকল বিষয়ে তার অনেক আগ্রহ ছিল।

আমার মা ফিরোজা বেগমকে ব্যক্তিগত ভাবে চিনতেন। আমাদের সবার মত তিনিও প্রবল শোকে আচ্ছন্ন হয়েছে।
আপনার সাথে মিলিয়ে বলতে চাই, কিংবদন্তীর ফিরোজা বেগম তার সুরেলা কন্ঠ নিয়ে হাযার বছর আমাদের মাঝে বেঁচে থাকুন , এই কামনা করি ।

১৯| ১০ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:৪৫

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: অসাধারণ পোস্ট++++

প্রিয় শিল্পীকে জানাই বিনম্র শ্রদ্ধা।

১০ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:৪২

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: তার প্রতি রইল শ্রদ্ধা!

২০| ১০ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:৫০

হাসান মাহবুব বলেছেন: তার আত্মা শান্তি পাক।

১০ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:৪৩

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আমিন!!!!!!

২১| ১০ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:৪৭

ভূতাত্মা বলেছেন: তাঁর আত্মার মাগফিরাত কামনা করছি।

ভালো থাকুন ফিরোজা বেগম।
মানুষের মনে বেঁচে থাকুন ...
গানের মাঝে বেঁচে থাকুন...
বেঁচে থাকুন, সবার প্রানে...

১০ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:৪৪

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: সহমত। তিনি এইভাবেই বেঁচে থাকবেন আমাদের মাঝে!

২২| ১০ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:০৫

অপূর্ণ রায়হান বলেছেন: অটঃ এখন দেখে নিয়মিত দেখবেন আশাকরি । আপনাদেরকে অনেক মিস করেছি ।

১০ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:৪৪

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: খুব ভালো লাগল জেনে ভাই!!

২৩| ১০ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:১৬

প্রোফেসর শঙ্কু বলেছেন: অনেক সুন্দর একটা পোস্ট, কা_ভা। মহান শিল্পীকে শ্রদ্ধা।

১০ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:৪৫

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ প্রিয় ব্লগার। আল্লাহ উনার আত্মাকে মাগফেরাত দিক। আমিন।

২৪| ১০ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:১৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: এই মহান শিল্পী তাঁর গানের মাধ্যমে যুগ যুগ ধরে বেঁচে থাকবেন আমাদের মাঝে। সেই সাথে পরম করুনাময় মহান আল্লাহপাকের কাছে তাঁর আত্মার মাগফেরাত কামনা করি..

প্রিয় শিল্পীকে জানাই বিনম্র শ্রদ্ধা।

১০ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:৪৬

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ ভাই!। তার প্রতি রইল বিনম্র শ্রদ্ধা।

২৫| ১০ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:১৭

পরাজিতমেঘদল বলেছেন: চমৎকার লিখেছেন .....খুব ভালো লাগলো

১১ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:১৩

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ আপনাকে।

২৬| ১০ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:২৪

কলমের কালি শেষ বলেছেন: যতদিন যাবে পৃথিবী থেকে গুনী জ্ঞানীরা হারিয়ে যেতে থাকবে । শুন্যস্থানপূরনের জন্য কেউ আসবে না যেমন আসেনি রবিন্দ্রনাথ, নজরুলের জন্যও কেউ । পৃথিবী আস্তে আস্তে মূর্খদের হাতে চলে যাবে ।

আপনার স্মৃতিচারন দিয়ে শুরু করা লেখনীটি অনেক বিত্তশালী । গুনীদের জন্য আমাদের এইটুকুই পাওয়া ।

অসংখ্য ধন্যবাদ । :)

১১ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:১৫

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আপনার মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ। হ্যাঁ এটা সত্য বলেছেন, আস্তে আস্তে ভালো সব কিছু শেষ হয়ে যাচ্ছে, এটাই হয়ত প্রকৃতির নিয়ম। এই প্রিয় মানুষগুলো যেখানে থাকুক ভালো থাকুক।

২৭| ১০ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:৫০

স্বপ্নবাজ অভি বলেছেন: ওনার আত্বার মাফফিরাত কামনা করি

১১ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:২৩

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আমিন!

২৮| ১০ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:০৩

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

তাঁর কণ্ঠেই গান শুনে নজরুল সঙ্গীত চেনা হয়!


শ্রদ্ধাঞ্জলি........

১১ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:১৫

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: তাঁর কণ্ঠেই গান শুনে নজরুল সঙ্গীত চেনা হয়!
- সহমত মইনুল ভাই!

২৯| ১০ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:১৯

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: যখন স্কুলেও ভর্তি হইনাই, তখন মায়ের মুখেই শুনেছি তাঁর নাম। গান শুনে বুঝতে পারতাম কে গাইছেন। তাঁর গান শুনে মাও গুনগুন করতেন।

সবার প্রিয় শিল্পীর জন্যে রইলো অনেক ভালোবাসা।

১১ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:১৮

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আমার মনে হয়, আমাদের মায়েরা সবাই কম বেশি উনার গানের ভক্ত ছিলেন!!

আল্লাহ উনাকে বেহেস্ত নসীব করুক আমিন।

৩০| ১০ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:২৭

আমি ময়ূরাক্ষী বলেছেন: শ্রদ্ধেয় শিল্পী ফিরোজা বেগম ছিলেন নজরুলসঙ্গীতের সম্রাজ্ঞী। নজরুলসঙ্গীত সবচাইতে বেশি জনপ্রিয়তা পেয়েছিলো তার কন্ঠমাধুরীর অতুলনীয় পরশ পেয়েই। উপমহাদেশে নজরুলসঙ্গীতের প্রসারে তার অবদান চিরস্মরণীয়।তিনিই প্রথম অল ইন্ডিয়া রেডিওতে নজরুলের গানের অনুষ্ঠানকে বাধ্যতামূলক করেন। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে তিনি খুব কাছ থেকে দেখেছেন। তার সান্নিধ্যে গানও গেয়েছেন।

১৯৪২ সালে সেই সময়ের বিখ্যাত গ্রামোফোন কোম্পানি থেকে মাত্র ১২ বছর বয়সে ফিরোজা বেগমের প্রথম রেকর্ড বের হয়েছিল। ওটা ছিল ইসলামী গানের রেকর্ড। চিত্ত রায়ের তত্ত্বাবধানে তখন তিনি গেয়েছিলেন ‘মরুর বুকে জীবনধারা কে বহাল’ গানটি। কিছুদিন পর কমল দাশগুপ্তের তত্ত্বাবধানে তার গানের রেকর্ড বের হলো।

খুব সহজেই কঠিন সুর রপ্ত করে ফেলতে পারতেন তিনি। ১২ বছর বয়সে প্রথম রেকর্ড বেরুলেও তিনি মঞ্চে প্রথমবার গান করেন ১৯৭২ সালে।

১৯৫৪ থেকে ১৯৬৭ সাল পর্যন্ত টানা ১৩ বছর কলকাতায় ছিলেন ফিরোজা বেগম। সেখানে তার সঙ্গে পরিচয় হয় সুরকার কমল দাশগুপ্তের সঙ্গে। ১৯৫৬ সালে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন।। তাদের এ বিয়ে প্রথমে মেনে নেয়নি তার সম্ভ্রান্ত মুসলিম পরিবার । সংসার সামলাতে গিয়ে প্রায় পাঁচ বছর গান থেকে দূরে ছিলেন ফিরোজা বেগম।

শ্র্দ্ধেয় গুণী এও শিল্পীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি। উনার আত্মার শান্তি কামনা করি।

১১ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:১৯

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ ময়ূরাক্ষী। আপনার মন্তব্যটি অনেক তথ্য জানালো। কিংবদন্তি এই শিল্পীর আত্মার শান্তি কামনা করি।

৩১| ১০ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৪২

ডি মুন বলেছেন: আপনি ঠিকই বলেছেন কা_ভা ভাই , আসলে ফিরোজা বেগমের মত একজন শিল্পীর গাওয়া গান থেকে পছন্দের গান নির্বাচন করা খুবই কঠিন একটি ব্যাপার।


আর ফিরোজা বেগমের সুললিত কণ্ঠে নজরুলের ইসলামী সঙ্গীতগুলোও অনবদ্য অতুলনীয়। উনি বেঁচে থাকবেন উনার কর্মের মধ্য দিয়ে আমাদের সবার হৃদয়ে।

ফিরোজা বেগম ভালো থাকুন না ফেরার দেশে। শ্রদ্ধা জানাই।

১১ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:৫৪

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ মুন ভাই। উনার প্রতি রইল অনেক অনেক শ্রদ্ধা!

৩২| ১০ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:৩৯

রিফাত ২০১০ বলেছেন: চমৎকার পোস্ট +++

১১ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ২:১৯

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ ভাই।

৩৩| ১১ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:৩২

খাটাস বলেছেন: ফিরোজা বেগমের জন্য অনেক শ্রদ্ধা। তার আত্মার শান্তি কামনা করি।
সুন্দর পোস্ট।

১১ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ২:২৬

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ খাটাস ।

৩৪| ১১ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:৩৯

আবু শাকিল বলেছেন: মহান শিল্পী কে বিনম্র শ্রদ্ধা জানাই।
নজরুল সঙ্গীত মানেই ফিরোজা বেগম।

" আমি বনফুল গো
ছন্দে ছন্দে দুলি আনন্দে
আমি বনফুল গো "


"নুরজাহান নুরজাহান"

কানে বাজতেছে...।

১১ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৩:০১

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: নজরুল সঙ্গীত মানেই ফিরোজা বেগম।

৩৫| ১১ ই সেপ্টেম্বর, ২০১৪ ভোর ৫:৩৫

প্রবাসী পাঠক বলেছেন: নজরুল সঙ্গীতের একজন কিংবদন্তী গায়িকার জীবনাবসান হলো।

প্রিয় শিল্পীর জন্য বিনম্র শ্রদ্ধা।উনার আত্মার মাগফেরাত কামনা করি।

১১ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:৫৮

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হ্যাঁ, এই অভাব কখনই পূরন হবার নয়।

৩৬| ১১ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:০৯

আমিনুর রহমান বলেছেন:



নজরুল সংগীতকে বাচিয়ে রেখেছিলেন উনি। নজরুল সংগীত শিল্পী, সম্রাজ্ঞী বলতেই আমরা উনাকেই বুঝতাম। নজরুল মানে আমরা চিনেছি সেই ছেলেবেলা থেকেই ফিরোজা বেগমের গান। উনার আত্মার মাগফেরাত কামনা করি

১১ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:০২

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: নজরুল মানেই ফিরোজা বেগম- এটাই আমি বুঝি। সামনেও হয়ত এটাই বুঝব।

৩৭| ১১ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:১৫

কসমিক- ট্রাভেলার বলেছেন:




তার আত্বার অনন্ত প্রশান্তি কামনা করছি।

১১ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:০৪

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আমিন।

৩৮| ১১ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:২৭

মোস্তফা কামাল পলাশ বলেছেন: "এ অনন্ত চরাচরে স্বর্গমর্ত ছেয়ে
সব চেয়ে পুরাতন কথা , সব চেয়ে
গভীর ক্রন্দন — ‘ যেতে নাহি দিব ‘ । হায় ,
তবু যেতে দিতে হয় , তবু চলে যায় ।"

বিদায় হে মহাগায়িকা

কাভা ভাই আপনাকে ধন্যবাদ দারুন একটি পোষ্ট লিখবার জন্য।

১১ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:০৬

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অনেক ধন্যবাদ পলাশ ভাই!

"এ অনন্ত চরাচরে স্বর্গমর্ত ছেয়ে
সব চেয়ে পুরাতন কথা , সব চেয়ে
গভীর ক্রন্দন — ‘ যেতে নাহি দিব ‘ । হায় ,
তবু যেতে দিতে হয় , তবু চলে যায় ।"

এটাই নির্মম বাস্তব।

৩৯| ১১ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:৪৫

আমি ইহতিব বলেছেন: ধন্যবাদ ভাইয়া সুন্দর পোস্টের জন্য ও গানগুলোর জন্যও। অনেকগুলো গানই শুনিনি আগে।

আল্লাহ উনাকে শান্তিতে রাখুক এই কামনা করি।

১১ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:২৩

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ আপু। গানগুলো অনেক সুন্দর। শুনে দেখতে পারেন।

আবারও এই মহান শিল্পীর আত্মার মাগফেরাত কামনা করছি।

৪০| ১১ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:৩৮

মৃদুল শ্রাবন বলেছেন: দূর দ্বীপবাসীনি, চিনি তোমারে চিনি
দারুচিনিরো দেশে, তুমি বিদেশীনিগো
সুমন্দভাসীনি।।
প্রশান্ত সাগরে তুফানেও ঝড়ে
শুনেছি তোমারি অশান্ত রাগীনি।।


আমার প্রিয় গান গুলোর একটি। প্রথমে ফেসবুকের মাধ্যমে তার এই প্রয়াণের কথা জানতে পেরে হঠাৎ করে চারিদিক শূন্য মনে হয়েছিল। জাহাজী নিঃসঙ্গ জীবনে তার অনেক গান আমার হৃদয়ে শান্তি এনে দিত। তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।

১১ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:৫০

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ ভাই। আল্লাহ তাকে বেহেস্ত নসীব করুক আমিন।

৪১| ১১ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:৪১

মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: এ অভাব হয়তো পূরণ হবার নয়...!
কিন্তু, সবাইকেই যে যেতে হয়... যেখানে চলে গেছেন সেখানে তাঁর আত্মা চির শান্তিতে থাকুক কামনা এটুকুই ...

১১ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৫০

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: এটাই বাস্তব!! তাঁর আত্মা চির শান্তিতে থাকুক কামনা এটুকুই ...

৪২| ১১ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:২৫

জেনারেশন সুপারস্টার বলেছেন: রেস্ট ইন পিস।

১২ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:৩৭

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: রেস্ট ইন পিস।

৪৩| ১১ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:৫৫

আসাদ ইসলাম নয়ন বলেছেন: শ্রদ্ধা জানাই এই মানবীকে ।

১২ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:৫৫

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: শ্রদ্ধা রইল।

৪৪| ১২ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:৫৬

বংশী নদীর পাড়ে বলেছেন: গানের পাখি ওড়ে গেলো না ফেরার দেশে। রেখে গেলো তার কন্ঠ। বাংলার আকাশ-বাতাস কোনোদিন ভুলবে না কাজী নজরুল ইসলামকে ভুলবেনা তার গানের পাখি ফিরোজা বেগমকে।

আমি চিরতরে দুরে চলে যাব তবু আমারে দিবনা ভুলিতে......

১২ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:২১

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ। সুন্দর বলেছেন।

৪৫| ১২ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৩:২৩

জেন রসি বলেছেন: শ্রদ্ধাঞ্জলি.......

১২ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:২২

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ।

৪৬| ১২ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৩:৩৮

জুপিটার মুহাইমিন বলেছেন: তার গাওয়া গানের অডিও লিংক পাওয়া যাবে.......

১২ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:২২

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: এখানে গানের ইউটিউব ভার্সন দেয়া আছে, সেখান থেকে কষ্ট করে কনভার্ট করে নিতে হবে।

৪৭| ১২ ই সেপ্টেম্বর, ২০১৪ ভোর ৪:৩৯

নস্টালজিক বলেছেন: পরম করুনাময় আল্লাহ সুবহানাতায়ালা,

নজরুলের গানের পাখিকে পরম শান্তি দান করুন।

আমিন।

১২ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:৩৮

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আমিন।

৪৮| ১২ ই সেপ্টেম্বর, ২০১৪ ভোর ৫:৫০

রইসউদ্দিন গায়েন বলেছেন: তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করি! 'ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন'!!

১২ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:৩৯

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আল্লাহ উনাকে জান্নাত নসীব করুক।

৪৯| ১২ ই সেপ্টেম্বর, ২০১৪ ভোর ৬:২৮

হরিণা-১৯৭১ বলেছেন:



মানুষের মনে থাকবেন তিনি; সাত দশক গান গাওয়া, বিরাট রেকর্ড; উনার জন্য শ্রদ্ধা।

১২ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:৪৩

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ।

৫০| ১২ ই সেপ্টেম্বর, ২০১৪ ভোর ৬:৪৫

দুখাই রাজ বলেছেন: গুণী এই শিল্পীকে শ্রদ্ধাভরে ভারক্লান্ত মনে স্মরণ করছি ।

১৩ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:৩৯

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: তাঁর প্রতি রইল অনেক শ্রদ্ধা!

৫১| ১২ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৯:৩৯

এস,এম,মনিরুজ্জামান মিন্টু বলেছেন: চলে যায় যদি কেউ বাঁধন ছিড়ে কাঁদিস কেন মন?
ভাঙা-গড়া এই জীবনে ঘটে সর্বক্ষণ...

১৩ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:৩৯

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ফিরোজা বেগমের বিদেহী আত্মার প্রতি রইল অনেক শ্রদ্ধা!

৫২| ১২ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:৫৮

তন্ময় ফেরদৌস বলেছেন: সবাই চলে যায়, ভালো লাগে না

১৩ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:৪৩

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: সেটাই!!

৫৩| ১২ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:২৬

সেলিম আনোয়ার বলেছেন: আমার কিশোর বেলার আগ্রহ উনাকে নি য়ে এই কারণে যে উনি মাইলসের দুইজন জনপ্রিয় ভোকালের জননী ।

তার জন্য শ্রদ্ধাঞ্জলী থাকলো ।

১৩ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:১৪

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ফিরোজা বেগমের বিদেহী আত্মার প্রতি রইল অনেক শ্রদ্ধা!

৫৪| ১২ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:৫৭

এনামুল রেজা বলেছেন: একটা যুগের অবসান হলো। :( তার জন্য শ্রদ্ধা ও ভালোবাসা.. নজরুল সঙ্গিতের জন্য এই মহিয়সী গায়িকার অবদান নজরুল প্রেমীরা মনে রাখবে আমৃত্যু...

১৩ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:৪০

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হ্যাঁ, একটা যুগের অবসান হলো!

৫৫| ১২ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:৫৯

সরদার হারুন বলেছেন: নজরুল সঙগীত আর ফিরোজা বেগম একই সুতায় বাধা।
আল্লাহ তার আত্মার শান্তি দিক।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:৫৩

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আমিন।

৫৬| ১২ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৫২

নুর ইসলাম রফিক বলেছেন: আল্লাহ পাক ওনাকে বেহেশত নসীব করুন।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৪৮

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আমিন।

৫৭| ১২ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:৫২

আরজু পনি বলেছেন:

কিছুদিন আগেও ফেসবুকের আরেক আইডিতে "আমি চিরতরে দূরে চলে যাব" ইউটিউব থেকে তাঁর গানটা শেয়ার করেছিলাম...

ওই পারে ভালো থাকুন উনি ।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৪৯

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আমার বেশ প্রিয় একটা গান। তিনি যেখানেই থাকুক ভালো থাকুক।

৫৮| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ২:৩০

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: অনেক দিন পরে আপনার একটা লেখা পেলাম, সে-ই রকম তথ্য-সমৃদ্ধ। শুভেচ্ছা।

আল্লাহ্‌ পাকের কাছে মরহুমার জন্য মাগফেরাত কামনা করি।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৫১

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ আপনাকে। আসলে সময়ের অভাবে আরো কিছু জিনিস যোগ করতে পারি নাই।

আল্লাহ্‌ পাকের কাছে মরহুমার জন্য মাগফেরাত কামনা করি।

৫৯| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:১৩

ইছামতির তী্রে বলেছেন: গত কয়েকদিন শধু উনার গানই শুনছি। তাঁর চেনা কন্ঠ যেন আরো মায়াবী, আরো হৃদয়গ্রাহী লাগছে।

মহান আল্লাহ্‌ পাক উনাকে বেহেশত নসীব করুন। আমিন।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:০০

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ আপনাকে। মহান আল্লাহ্‌ পাক উনাকে বেহেশত নসীব করুন।

৬০| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:৪৮

সুখেন্দু বিশ্বাস বলেছেন: একই সাথে দুই বাংলায় সমান জনপ্রিয় অসামান্য এই সুর সম্রাজ্ঞীর আত্মার চির শান্তি কামনা করছি।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:০০

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে। তিনি আমাদের এই উপমহাদেশের একজন কিংবদন্তি ছিলেন।

৬১| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:১৯

শক্তপাল্লা বলেছেন: দারুণ

১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:০২

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: দারুন নয়, বলুন দুঃখজনক।

৬২| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:১৫

মোহাম্মদ জমির হায়দার বাবলা বলেছেন: নজরুলের বুলবুলির প্রতি শ্রদ্ধা।
লেখকের জন্য শুভকামনা।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:০৩

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: নজরুলের বুলবুলির প্রতি শ্রদ্ধা।

ধন্যবাদ আপনাকে।

৬৩| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৯:৩৫

সুফিয়া বলেছেন: আসলে ফিরোজা বেগমের মত একজন শিল্পীর গাওয়া গান থেকে পছন্দের গান নির্বাচন করা খুবই কঠিন একটি ব্যাপার।

একদম ঠিক বলেছেন। এই মহান শিল্পীর আত্মার শান্তি কামনা করছি।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:০৪

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আপনাকে ধন্যবাদ
এই মহান শিল্পীর আত্মার শান্তি কামনা করছি।

৬৪| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:০১

গোর্কি বলেছেন:
খেলিছ এ বিশ্ব লয়ে এবং হারানো হিয়ার নিকুঞ্জ পথে গান দুটি আমার অসম্ভব প্রিয়।

কিংবদন্তি মহান শিল্পীর প্রতি বিনম্র শ্রদ্ধা।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:০৫

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ ভাই।

কিংবদন্তির এই মহান শিল্পীর প্রতি বিনম্র শ্রদ্ধা।

৬৫| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:২২

বাংলার হাসান বলেছেন: গানের জগতে থেকে একজন কিংবদন্তীর বিদায়।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:০৬

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: কিংবদন্তির এই মহান শিল্পীর প্রতি বিনম্র শ্রদ্ধা।


অটঃ বিয়া কি আরেকটা করছেন নি? দেখি না কেন?

৬৬| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:৪২

জুন বলেছেন: প্রিয় এক শিল্পীর মহাপ্রস্থান অত্যন্ত মর্মান্তিক । এত সুন্দর করে তুলে ধরার জন্য ধন্যবাদ কাল্পনিক।
+

১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:০৮

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: এই শূন্যস্থান সহজেই পূরন হবার নয় জুনাপা!

৬৭| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:৩৬

ইখতামিন বলেছেন:
শিল্পীর প্রতি বিনম্র শ্রদ্ধা রইলো।
তিনি তাঁর গানের মাঝে, আমাদের মাঝে অনেক অনেক অনেক দিন বেঁচে থাকুন।
তাঁর আত্মা শান্তি পাক।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:১০

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আমিন। তিনি যেখানেই থাকুন ভালো থাকুন।

৬৮| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:২১

ফেরারী আউট-ল বলেছেন: চমৎকার পোস্ট!!

১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:১১

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ।

৬৯| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:২১

সুলতানা সাদিয়া বলেছেন: সুন্দর পোস্ট। মহান শিল্পীর জন্য শ্রদ্ধা রইল। পোস্টদাতার জন্য সাধুবাদ।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:১৩

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আপনাকে ধন্যবাদ জানাই। কিংবদন্তির এই মহান শিল্পীর প্রতি রইল বিনম্র শ্রদ্ধা।

৭০| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:১৩

ইমিনা বলেছেন: সুন্দর পোস্ট :)

এরকম আরো হাজারো পোস্টের জন্য অপেক্ষায় রইলাম ...

২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:১৮

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হা হা হা! ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.