নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বহুদিন আগে কোন এক বারান্দায় শেষ বিকেলের আলোয় আলোকিত উড়ন্ত খোলা চুলের এক তীক্ষ্ণ হৃদয়হরনকারী দৃষ্টি সম্পন্ন তরুনীকে দেখে ভেবেছিলাম, আমি যাদুকর হব। মানুষ বশীকরণের যাদু শিখে, তাকে বশ করে নিশ্চিন্তে কাটিয়ে দিব সারাটি জীবন।

কাল্পনিক_ভালোবাসা

একদিন সব হাসির ময়নাতদন্ত হবে, ফরেনসিক রিপোর্টে লেখা থাকবে - সবই মিথ্যে।

কাল্পনিক_ভালোবাসা › বিস্তারিত পোস্টঃ

সার্বজনীন শিশু অধিকার দিবস এবং একটি ব্যতিক্রমধর্মী আয়োজনের কথা।

২০ শে নভেম্বর, ২০১৪ রাত ১:৫৬

১৯১৯ সালের কথা। পৃথিবীবাসী তখন উপলব্ধি করছে সদ্য শেষ হওয়া প্রথম বিশ্বযুদ্ধের ভয়াবহতা। এই যুদ্ধে প্রাণ হারিয়েছে ২ কোটিরও বেশি মানুষ। ইউরোপের অবস্থা তখন সবচাইতে নাজুক। গোটা ইউরোপজুড়ে এমন কোন পরিবার খুঁজে পাওয়া যাচ্ছিল না, যাদের পরিবারের সবাই বেঁচে আছে। প্রায় প্রতিটি পরিবারই গড়ে একজন করে প্রিয় মানুষকে হারিয়েছে। খোঁজ নিয়ে দেখা গেল, সারা বিশ্বে যেখানে যত হানাহানি হয়েছে, সেখানেই সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিশুরা, অকালে প্রান হারিয়েছে কয়েক লক্ষ শিশু। আর যারা বেঁচে ছিল, তাদের অধিকাংশকেই মুখোমুখি হতে হয়েছিল নির্মম শারীরিক ও মানসিক বিপর্যয় এবং সর্বপরি আশ্রয়হীনতার।



ইংল্যান্ডের শ্রপসিয়ারের এলসমেয়ার নামক একটা ছোট্ট শহর আছে। সেই শহরে একটি বনেদী পরিবারের মেয়ে ছিলেন ইগল্যানটাইন জেব। পেশা হিসেবে প্রথম জীবনে তিনি স্কুল শিক্ষকতাকেই বেছে নিয়েছিলেন। কিন্তু যুদ্ধ বিধ্বস্ত পরিস্থিতিতে হাজারো অসহায় ও দুস্থ শিশুদের দুরবস্থা তাকে ভীষন ভাবে আলোড়িত করে আর তখনই তিনি সিদ্ধান্ত নেন এই সকল অধিকার বঞ্চিত শিশুদের পাশে দাঁড়াবার। শিশুদের প্রতি তার এই অকৃত্তিম ভালোবাসা আর সাহায্যের মনোভাব তাকে বাইরের জগতের কাছে পরিচিত করে তোলে, ‘হোয়াইট ফ্লেম’ হিসেবে। এই মহৎ কাজে তাঁর পাশে এসে দাঁড়িয়েছিলেন তাঁর প্রিয় বোন ডরোর্থি বাক্সটন। পরবর্তীতে ১৯১৯ সালের ১৫ই এপ্রিল জেব এবং তাঁর বোন ডরোর্থির হাত ধরেই মূলত যাত্রা শুরু করে ‘সেফ দ্য চিলড্রেন’ নামক একটি ফাউন্ডেশন। শিশুদের অধিকার রক্ষার ব্যাপারে এই দিনটি ঐতিহাসিকভাবে বেশ গুরুত্বপূর্ন। বর্তমানে বিশ্বের প্রায় ১২০ টি দেশে এই ফাউন্ডেশনটি তাদের সম্প্রসারিত কার্যক্রমের মাধ্যমে শিশুদের অধিকার রক্ষার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।



শিশু অধিকারকে আলাদা করে গুরুত্ব আরোপ করার কারনে ১৯২৪ সালে প্রতিষ্ঠিত ‘‘Convention of Legue of Nation” বা জেনেভা কনভেনশনে উল্লেখ্য করা হয়েছিল, ‘‘মানব জগতে সর্বোত্তম যা কিছু দেওয়ার আছে তা শিশুরাই পাওয়ার যোগ্য।’’ কিন্তু একটি প্রজন্ম এই বিপর্যয় থেকে পুরোপুরি মুক্ত হবার আগেই আবারও শুরু হয়ে যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধ। আবারও সেই যুদ্ধের বিভৎসতার শিকার হয়ে প্রাণ হারায় কয়েক হাজার শিশু এবং অনিশ্চিত ভবিষ্যতের দিকে ধাবিত হয় প্রায় কয়েকলাখ কচি প্রাণ।



১৯৪৫ সালের ২৪শে অক্টোবর জাতিসংঘ প্রতিষ্ঠার পর ১৯৫৯ সনে জাতিসংঘের সাধারণ পরিষদে শিশুদের জন্য প্রথমবারের মত দশটি অধিকার ঘোষিত হয়। পরবর্তীতে এই ধারাগুলোকে কিছুটা পরিমার্জন এবং পরিবর্ধন করে ১৯৮৯ সালের ২০ই নভেম্বর চারটি মূলনীতির উপর ভিত্তি করে চুয়ান্নটি ধারা সম্বলিত একটি সনদ সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। এর নাম দেয়া হয় ‘শিশু অধিকার সনদ’। তার পরের বছর অর্থাৎ ১৯৯০ সালে এই সনদটিকে আন্তর্জাতিক আইনের আওতায় আনা হয়। একটি ছোট গর্বের বিষয় হচ্ছে, ১৯৯০ সালের ৩রা আগষ্ট বিশ্বের প্রথম যে ২২টি দেশ এই সনদে স্বাক্ষর করেন বাংলাদেশ তার মধ্যে অন্যতম একটি।

প্রতিবছর ২০ই নভেম্বর সারা বিশ্বে এই দিবসটি পালিত হয়। এবারের সার্বজনীন শিশু দিবসের প্রতিপাদ্য হলো- শিশুদের উপর নির্যাতন বন্ধ করুন। বাংলাদেশেও এই দিবসটি আজকে পালিত হচ্ছে। ইউনিসেফের তথ্য অনুযায়ী, প্রতিবছর বিশ্বে প্রায় দশ লাখেরও বেশি শিশু বাড়িতে, শ্রেনীকক্ষে, কর্মক্ষেত্রে নিরব নির্যাতনের শিকার হচ্ছে। সবচেয়ে ভয়াবহ ব্যাপার, পৃথিবীর অনেক দেশেই শিশুদের উপর এই ধরনের নির্যাতন সমাজে প্রচলিত জীবনব্যবস্থারই অংশ। আরো লজ্জার বিষয় বাংলাদেশও এই অভিযোগ থেকে মুক্ত নয়। বাংলাদেশ শিশু অধিকার ফোরামের চেয়ারম্যান ইমানুল হক চৌধুরীর মতে, মোট জনসংখ্যার ৪৫ ভাগের বেশিরভাগ শিশুই তাদের সার্বিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে।



এই দেশে এখনও প্রায় ৭৯ লক্ষ শিশু বিভিন্ন ঝুঁকিপূর্ন কাজে নিয়োজিত। এমনিতেই দেশের বাল্যবিবাহের হার প্রায় ৬৬% অর্থাৎ প্রায় ১৮ বছর বয়স পূর্ন হবার আগেই তাদের বিয়ে হয়ে যাচ্ছে। তার উপর সরকার সিদ্ধান্ত নিয়েছে বাল্যবিবাহ রোধে মেয়েদের বিয়ের বয়স কমানোর জন্য। এমন আত্মঘাতী একটি সিদ্ধান্ত সরকার কোন যুক্তিতে গ্রহন করল তা ঠিক বোধগম্য নয়। সেই সাথে বর্তমানে দেশের ৪৫ ভাগ শিশুর জন্য যে অর্থ বরাদ্দ দেয়া হয়েছে তা মোটেই যথেষ্ঠ নয়।



তবে বিশ্ব শিশু পরিস্থিতিতে পরস্পরবিরোধী একটি অবস্থা বিরাজমান থাকা সত্ত্বেও বর্তমানে বিশ্বের অন্যান্য দেশের মত বাংলাদেশেও একটি অভিন্ন দৃষ্টিভঙ্গি লক্ষ্য করা যায় আর তা হলো শিশু অধিকার সর্ম্পকে পূর্বেকার যে কোনো সময়ের চেয়ে আরো অনেক বেশি সচেতনতা। শিশুর প্রতি দায়িত্ববোধ এখন আর শুধু নীতিবোধের মধ্যেই সীমাবদ্ধ নয়-বরং তা ক্রমবর্ধমান হারে বৃহত্তর সামাজিক ও আইনানুগ বাধ্যবাধকতার আওতায় চলে আসছে । পাশাপাশি অনেক ব্যর্থতা থাকা স্বত্তেও বাংলাদেশে শিশু অধিকার রক্ষায় বেশ কিছু প্রশংসনীয় কাজ করা হয়েছে। এর মধ্যে একটি শিশু আইন-১৯৭৪, বাংলাদেশ জাতীয় শিশু নীতি, শিশু একাডেমি অধ্যাদেশ – ১৯৭৬ প্রভৃতি। এখন শিশুদের উন্নয়নের জন্য সরকারের পাশাপাশি বিভিন্ন বেসরকারী স্বেচ্ছাসেবী সংঘটনও এগিয়ে এসেছে। তারাও নানান প্রতিবন্ধতার মোকাবেলা করে শিশুদের অধিকার আদায়ের জন্য কাজ করে যাচ্ছে। ফলে শিশুশ্রম হ্রাস পাচ্ছে, শিশুদের সাক্ষরতার হার বৃদ্ধি পাচ্ছে এবং কিছুটা হলেও নির্যাতন কমেছে ও শিশুদের অধিকারের ব্যাপারে সচেতনতা সৃষ্টি হচ্ছে।



একটি ব্যতিক্রমধর্মী আয়োজনের কথা







বর্তমানে সুবিধা বঞ্চিত অসহায় শিশুদের অধিকার আদায়ের জন্য যে সকল স্বেচ্ছাসেবী সংঘঠনগুলো কাজ করছে তাদের মধ্যে ‘স্পৃহা’ অন্যতম। এই সংঘঠনটি রংপুরে তাদের কার্যক্রম পরিচালনা করছে। ব্যক্তিগতভাবে একজন স্বেচ্ছাসেবী হিসেবে এই সংঘঠনটির সাথে কাজ করার সুযোগ হয়েছে। যদিও এই সংঘঠনটির মূল লক্ষ্য হলো নিপীড়ত মানুষের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের জন্য কাজ করা তথাপি সমাজের সবচাইতে নিগৃহীত ও অবহেলিত পথ শিশুদের নূন্যতম মানবিক সুবিধাগুলো নিশ্চিত করতে এই সংগঠনটি কাজ করে যাচ্ছে। এই লক্ষ্যে তারা প্রতিষ্ঠিত করেছে ‘রঙ্গিন পাঠশালা’ নামক একটি ব্যতিক্রমধর্মী স্কুল। সার্বজনীন শিশু অধিকার দিবসটি পালন করার লক্ষ্যে নেয়া হয়েছে বেশ কিছু কর্মসূচী। এর মধ্যে আছে,

১) খেলাধুলা,

২) ছবি আঁকা,

৩) পথ শিশুদের উপস্থাপনায় এবং অংশগ্রহনে গান কবিতা ও নাটক।

৪) শিক্ষামূলক কার্টুন প্রদর্শনী।

৫) শীতের নতুন সোয়েটার

৬) স্কুল ব্যাগ উপহার দেয়া

৭) পুরুষ্কার বিতরনী।







এই সংক্রান্ত আরো আপডেট পেতে ইভেন্ট লিংকে চোখ রাখুনঃ

সর্বজনীন শিশু দিবস উদযাপন ২০১৪

মন্তব্য ৮১ টি রেটিং +১৫/-০

মন্তব্য (৮১) মন্তব্য লিখুন

১| ২০ শে নভেম্বর, ২০১৪ রাত ২:২২

সাবরিনা সিরাজী তিতির বলেছেন: চমৎকার উদ্যোগ ! শুভকামনা !

২০ শে নভেম্বর, ২০১৪ রাত ২:২৭

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ আপা!

২| ২০ শে নভেম্বর, ২০১৪ রাত ২:৩২

নাসির ভাই বলেছেন: অনেক অনেক শুভ কামনা।আশা করি সফল ভাবেই শেষ হবে প্রোগ্রামটা।

২০ শে নভেম্বর, ২০১৪ রাত ২:৩৪

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অনেক ধন্যবাদ। আমিও তাই আশা করি

৩| ২০ শে নভেম্বর, ২০১৪ রাত ২:৪৮

অন্ধবিন্দু বলেছেন:
আজকের শিশু আগামীর বিশ্ব। আগামীর বিশ্ব কি আজকের হতে পারে না ! অবশ্যই হতে পারে। অন্তত ‘রঙ্গিন পাঠশালা’র মহতী উদ্যোগগুলো দেখে একবুক আশা নিয়ে বলতে পারি ... আগামীর পাশে ছিলাম, পাশে আছি।

কাল্পনিক ভালোবাসা, আমার কৃতজ্ঞতা জানবে।
ভালো থাকবেন।

২০ শে নভেম্বর, ২০১৪ দুপুর ২:৩২

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় ব্লগার। এই সব তরুণদের কাজ দেখলে সত্যি ভালো লাগে।

৪| ২০ শে নভেম্বর, ২০১৪ রাত ৩:২৭

জালিস মাহমুদ বলেছেন: শুভকামনা থাকলো ।

২০ শে নভেম্বর, ২০১৪ দুপুর ২:৩৩

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অনেক ধন্যবাদ। :)

৫| ২০ শে নভেম্বর, ২০১৪ ভোর ৪:১৮

অঘটনঘটনপটীয়সী বলেছেন: ভাল উদ্যোগ।

২০ শে নভেম্বর, ২০১৪ দুপুর ২:৩৪

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আশা করি সফল হবে আয়োজনটা। :)

৬| ২০ শে নভেম্বর, ২০১৪ সকাল ৯:৩৮

মাহমুদ০০৭ বলেছেন:
শিশু অধিকার দিবসের ইতিহাস জেনে ভাল লাগল ।

চমৎকার উদ্যোগ !

স্পৃহা’ এগিয়ে যাক ।

ভাল থাকবেন প্রিয় কাভা ভাই ।

২০ শে নভেম্বর, ২০১৪ দুপুর ২:৩৬

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় মাহমুদ ভাই :)

৭| ২০ শে নভেম্বর, ২০১৪ সকাল ৯:৪৩

 বলেছেন: চমৎকার উদ্যোগ :)

২০ শে নভেম্বর, ২০১৪ দুপুর ২:৪০

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ,আশা করি সফল হবে আয়োজনটা।

৮| ২০ শে নভেম্বর, ২০১৪ সকাল ১০:৩৮

তুষার কাব্য বলেছেন: চমৎকার উদ্যোগ ! অনেক শুভ কামনা।

২০ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৩:২১

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অনেক ধন্যবাদ :)

৯| ২০ শে নভেম্বর, ২০১৪ সকাল ১১:০৭

ইমতিয়াজ ১৩ বলেছেন: ভাল পোষ্ট আর রঙ্গিন পাঠশালার জন্য শুভ কামনা।

২০ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৩:২২

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ ইমতিয়াজ ভাই :)

১০| ২০ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১:১৭

মামুন রশিদ বলেছেন: সার্বজনীন শিশু দিবসের বৃত্তান্ত ভালো লাগলো । সকল শিশুর শৈশব হোক নিরাপদ ।

২০ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৩:২৪

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: পাশাপাশি শিশুদের উপর নির্যাতন বন্ধ হোক। মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।

১১| ২০ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৩:১৪

বোকা মানুষ বলতে চায় বলেছেন: চমৎকার পোস্ট, সাথে স্পৃহা'র আরও চমৎকার উদ্যোগ এবং শিশু দিবসের আয়োজন। নামটিও সুন্দর "রঙিন পাঠশালা"!!!

পোস্টে +++ আর শিশু এবং শিশু অধিকার নিয়ে যারা কাজ করছেন তাদের জন্য রইল শুভকামনা।

২০ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৩:২৬

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আপনার মন্তব্য পেয়ে অনেক ভালো লাগল। দিনটি সফল হোক। শিশুদের উপর নির্যাতন বন্ধ হোক। আয়োজনদের প্রতি কৃতজ্ঞতা রইল।

১২| ২০ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৩:৪২

সুমন কর বলেছেন: সার্বজনীন শিশু অধিকার দিবসের পিছনের কাহিনী জানা ছিল না। জানাবার জন্য ধন্যবাদ।

সকল শিশুর অধিকার নিশ্চিত হোক।

শুভেচ্ছা এবং শুভকামনা রইলো।

৭+।

২০ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১১:০৩

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ সুমন ভাই :) দুঃখিত দেরী করে জবাব দেয়ার জন্য।

১৩| ২০ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৪:০১

ৎঁৎঁৎঁ বলেছেন: শিশু অধিকার নিয়ে খুব চমৎকার একটা পোস্ট! ফেসবুকে 'স্পৃহা' সংগঠনের কার্যক্রম দেখেছি, এখানে দেখে খুব ভালো লাগলো!

আমাদের সন্তানেরা থাকবে দুধে ভাতে- এইরকম একটা পৃথিবীর স্বপ্নে----

২০ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১১:০৪

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ কবি এবং দুঃখিত দেরী করে জবাব দেয়ার জন্য।

১৪| ২০ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৪:৪৭

আবু শাকিল বলেছেন: শুভ কামনা রইল :)

২০ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১১:০৫

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ এবং দুঃখিত দেরী করে জবাব দেয়ার জন্য।

১৫| ২০ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:০০

খাটাস বলেছেন: স্পৃহার মত চমৎকার সংগঠন কে সবার সামনে তুলে ধরার জন্য ব্যক্তি কৃতজ্ঞতা কাভা ভাই।
আরও অনেকে আশা করি উদ্যোগী হবেন।

২০ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১১:০৬

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ খাটাস এবং দুঃখিত দেরী করে জবাব দেয়ার জন্য।

১৬| ২০ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৪৬

পার্সিয়াস রিবর্ণ বলেছেন: দিবসের ইতিহাসটা জানা ছিলনা । জেনে ভালো লাগলো ।

স্পৃহার জন্য শুভেচ্ছা ও প্রার্থনা ....

:)

২০ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১১:০৭

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ রিবন! আর দেরী করে জবাব দেয়ার জন্য দুঃখিত।

১৭| ২০ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:১৯

অপূর্ণ রায়হান বলেছেন: ভালো একটি পোস্ট ভ্রাতা +

পৃথিবীর সর্বোত্তম সুযোগ সুবিধা অবশ্যই শিশুদের জন্য হওয়া উচিৎ । তারাই তো আমাদের ভবিষ্যৎ ।

স্পৃহার কার্যক্রম সম্পর্কে জেনে ভালো লাগলো । রঙিন পাঠশালার সাফল্য কামনা করি ।

ভালো থাকবেন সবসময় ।

২০ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১১:০৮

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ অপূর্ণ ভাই।
দেরী করে জবাব দেয়ার জন্য দুঃখিত।

১৮| ২০ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৪৩

আহমেদ জী এস বলেছেন: কাল্পনিক_ভালোবাসা ,





আশার কথা যে, সেভ দ্য চিলড্রেন ফাউন্ডেশন এর মতো বেশ কিছু সংগঠন দেশের আনাচে কানাচে শিশুদের নিয়ে কাজ করছেন । কিছু তরুন নিজের খেয়ে , নিজের পড়ে এই মহতী কাজে নিরলস শ্রম দিয়ে যাচ্ছেন । আমরা অনেকেই এদের এই মহতী কর্ম সম্পর্কে জানিনে, জানিনে তাদের ত্যাগের কাহিনী ও ।

আপনার কাছে এমোন একটি ব্যতিক্রমধর্মী কর্মযজ্ঞের কথা জেনে আশায় আশায় থাকি - " আমরা করবো জয় .... একদিন ।"

ব্যতিক্রমধর্মী এই সব কাজে যারা জড়িত আছেন সবাইকে সার্বজনীন শিশু অধিকার দিবসে অভিনন্দন ।

অভিনন্দন আপনাকেও এই জাতীয় প্রেরনাদায়ক কর্মযজ্ঞের কথা তুলে ধরায় ।

২০ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১১:০৯

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় আহমেদ জী এস ভাই। দুঃখিত যে দেরী করে জবাব দিচ্ছি। অনেকদিন আপনাকে দেখছি না!!! আপনার লেখা মিস করছি!

১৯| ২০ শে নভেম্বর, ২০১৪ রাত ৯:৪৫

মৃদুল শ্রাবন বলেছেন:


স্পৃহার জন্য শুভকামনা।

তবে আমার ব্যাক্তিগত মতামত দিবস পালন করে কিছু হবে না। আগে আমাদের ভেতরের পরিবর্তন দরকার। দুইদন আগে রাস্তায় বেরিয়ে দেখলাম রিক্সা পাওয়া যাচ্ছে না। কারণ হিসেবে জানলাম সরকার ফিটনেস বিহীন সমস্ত গাড়ী রাস্তা থেকে উঠিয়ে দিয়েছে। এখন আবার দেখি সব আগের মতোই।

এক একটা দিবসে লোক দেখানো কিছু ভালো কাজ সমাজের কল্যাণে টিকে থেকেছে খুবই কম।



পোষ্টে ++++

২০ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১১:১১

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ঠিক বলেছেন। তাও আমাদের চেষ্টা করে যেতে হবে। মন্তব্যের জন্য ধন্যবাদ। দেরী করে জবাব দেয়ার জন্য দুঃখিত।

২০| ২০ শে নভেম্বর, ২০১৪ রাত ১০:১৪

আলম দীপ্র বলেছেন: অবিরাম শুভকামনা ।

২০ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১১:১২

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ। দেরী করে জবাব দেয়ার জন্য দুঃখিত।

২১| ২০ শে নভেম্বর, ২০১৪ রাত ১০:৫৪

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:


চমৎকার উদ্যোগ....
বঞ্চিত ও নিপীড়িত শিশুর অধিকার নিয়ে কর্মজীবনের বড় একটি অংশ কাটিযে দিলাম.... :)

২০ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১১:১৩

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: বাহ! জেনে ভালো লাগল। সবাই যদি এগিয়ে আসে তাহলে এই শিশুরা একদিন তাদের অধিকার প্রতিষ্ঠা করতে পারবে।

মন্তব্যের জন্য ধন্যবাদ এবং দেরী করে জবাব দেয়ার জন্য দুঃখিত।

২২| ২০ শে নভেম্বর, ২০১৪ রাত ১১:০০

জাফরুল মবীন বলেছেন: শিশু অধিকার নিয়ে খুব বেশী আলোচনা দেখি না বিশেষতঃ সুবিধা বঞ্চিত শিশুদের অধিকারের ব্যাপারে।এজন্য প্রথমেই অান্তরিক ধন্যবাদ গ্রহণ করুন সময়োপযোগী ও তথ্যপূর্ণ পোস্টটির জন্য।

খুব ভাল লাগল ‘স্পৃহা’র কার্যক্রম সম্পর্কে জেনে।অনেক অনেক শুভকামনা রইলো তাদের জন্য।

ভাল থাকবেন।

২০ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১১:২০

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অনেক ধন্যবাদ মন্তব্যের প্রিয় জাফরুল মবীন ভাই। অনেকদিন আপনার কোন পোষ্ট দেখছি না। আশা করি ভালো আছেন। মন্তব্যের জবাব দিতে দেরী হলো বিধায় আমি দুঃখিত।

২৩| ২১ শে নভেম্বর, ২০১৪ রাত ১:২২

স্বপ্নবাজ অভি বলেছেন: স্পৃহার জন্য অজস্র শুভকামনা রইলো !

আর পোষ্ট থেকে অনেক কিছুই জানতে পারলাম !

২০ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১১:২৩

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ অভি!

২৪| ২১ শে নভেম্বর, ২০১৪ রাত ১:৩৬

প্রবাসী পাঠক বলেছেন: সর্বজনীন শিশু দিবস উদযাপন ২০১৪ সফল হোক। স্পৃহার জন্য রইল শুভ কামনা।

২০ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১১:২৬

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ প্রবাসী ভাই! মন্তব্যের জবাব দিতে দেরী হলো বিধায় আমি দুঃখিত।

২৫| ২১ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৫:১৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: প্রোগ্রামটর সাফল্য কামনা করছি

২০ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১১:২৮

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ প্রিয় লিটন ভাই। মন্তব্যের জবাব দিতে দেরী হলো বিধায় আমি দুঃখিত।

২৬| ২২ শে নভেম্বর, ২০১৪ রাত ১২:৪১

এমএম মিন্টু বলেছেন: good 10 like post

২০ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১১:২৯

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ।

২৭| ২২ শে নভেম্বর, ২০১৪ রাত ১২:৪১

এমএম মিন্টু বলেছেন: good 10 like post

২৮| ২২ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১২:৩৪

কলমের কালি শেষ বলেছেন: সুন্দর পোষ্ট । পৃথিবীর সকল সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রইল অশেষ শুভ কামনা ।

২০ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৩১

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অনেক ধন্যবাদ ভাই। মন্তব্যের জবাব দিতে দেরী হলো বিধায় আমি দুঃখিত।

২৯| ২২ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৩:২৮

হাসান মাহবুব বলেছেন: খুব ভালো উদ্যোগ। শুভকামনা।

২০ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৩২

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অনেক ধন্যবাদ হাসান ভাই। মন্তব্যের জবাব দিতে দেরী হওয়াতে দুঃখিত

৩০| ২৩ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৪৭

ঢাকাবাসী বলেছেন: চমৎকার উদ্যোগের জন্য শুভকামনা।

২০ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৩৪

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় ঢাকাবাসী ভাই। মন্তব্যের জবাব দিতে দেরী হওয়াতে আমি দুঃখিত।

৩১| ২৪ শে নভেম্বর, ২০১৪ ভোর ৪:৩৫

নস্টালজিক বলেছেন: চমৎকার উদ্যোগ।


রঙিন পাঠশালার জন্য শুভকামনা।


শুভেচ্ছা, কাল্পনিক।

২০ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৩৫

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া। মন্তব্যের জবাব দিতে দেরী হওয়াতে আমি দুঃখিত।

৩২| ২৫ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১:৩৯

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: চমৎকার পোষ্ট। আপনার নামের কাছাকাছি আরেকটা নিক আছে বোধহয়। আমি ওটাতে আর এটাতে মন্তব্য করতে গিয়ে ফেলেছি। অনেক শুভকামনা জানবেন।

২০ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৩৬

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: তাই নাকি! জানি না তো! হাহা। মজা পেলাম ব্যাপারটায়।

যাইহোক, মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ। আর দেরী করে জবাব দেয়ার জন্য দুঃখিত

৩৩| ২৬ শে নভেম্বর, ২০১৪ সকাল ১১:০৩

জুন বলেছেন: এই পোষ্ট যখন দেয়া হয় তখন আমার সামুতে প্রবেশাধিকার ছিল না কাল্পনিক। চমৎকার এই উদ্যোগের সাফল্য কামনায় । রঙ্গিন হয়ে উঠুক শিশুদের জগত স্পৃহার কল্যানে।
+

২০ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৩৮

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হাহাহা! সামুতে প্রবেশাধিকার ছিল না- না আপু, বলুন যে আপনার সংশ্লিষ্ট আইএসপি প্রোভাইডারের সমস্যার কারনে ঢুকতে পারেন নি। :D :D

মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ প্রিয় জুনাপা। আর দেরী করে জবাব দেয়ার জন্য দুঃখিত।

৩৪| ০১ লা ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:০৪

অন্তরন্তর বলেছেন:

মহতী উদ্যোগ কা-ভা ভাই। চমৎকার পোস্টে ভাল লাগা।
ভাল থাকুন সর্বদা।

২০ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৪০

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অনেক ধন্যবাদ ভাই। দেরী করে জবাব দেয়ার জন্য দুঃখিত।

৩৫| ০৩ রা ডিসেম্বর, ২০১৪ রাত ৮:১৩

দীপংকর চন্দ বলেছেন: কামনা করি প্রতিটি শিশুর জীবন হোক শরতের আকাশের মতো সুনির্মল।

শুভকামনা জানবেন ভাই। অনিঃশেষ।

ভালো থাকবেন। সবসময়।

২০ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৪১

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অনেক ধন্যবাদ ভাই! আপনার জন্যও শুভেচ্ছা।
আর মন্তব্যের জবাব দেরী করে দেয়ার কারনে দুঃখিত

৩৬| ১০ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:১৩

কালের সময় বলেছেন: ভাল কাজ সফল হোক

২০ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৪২

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ আপনাকে :)

৩৭| ১৪ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:৩৯

সুদীপ্ত সরদার বলেছেন: valo

২০ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৪৪

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ :)

৩৮| ১৪ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৮:৩৮

খেলাঘর বলেছেন:

সব শিশুর শিক্ষার ভার জাতিকে নিতে হবে।

২২ বছর বয়স অবধি সবাইকে পড়ানোর ভার বহন করতে হবে জাতিকে।

২০ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৪৫

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অনেক ধন্যবাদ :) আপনার প্রস্তাবটি বিবেচনা করার মত।

৩৯| ১৯ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:১৪

স্নিগ্ধ শোভন বলেছেন: শুভ ব্লগ দিবস!!! !:#P !:#P !:#P

২০ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৪৬

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ। তুমি যে কষ্ট করলা! তোমারে একটা স্পেশাল থ্যাংক্স :)

৪০| ১৯ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:৩৭

♥কবি♥ বলেছেন: চমৎকার উদ্যোগ :)

২০ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৪৭

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অনেক ধন্যবাদ :)

৪১| ২০ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৪৬

আরজু পনি বলেছেন:

পোস্টে প্রকাশের পুরো একমাস পর মন্তব্য করছি :|

বেশ ভালো উদ্যোগ।

লেখার কোন অংশকি আমি রেফারেন্স সহ ব্যবহার করতে পারি? (ব্লগের বাইরে ব্যবহার করলে মূল নাম দিব নাকি কাল্পনিক ভালোবাসাই দিব ?)

শুভেচ্ছা রইল, কাআন্ডারস্কোরভা

২০ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৫০

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হাহা! অনেক ধন্যবাদ পনি আপা!

জী, আপু আপনি অবশ্যই ব্যবহার করতে পারেন, আমি সময়ের সল্পতায় মূল রেফারেন্সগুলো সংযুক্ত করতে ভুলে গেছি। অতি দ্রুত সেই রেফারেন্সগুলোও সংযুক্ত করে দিব।

পাশাপাশি আপনি যদি রেফারেন্স হিসেবে ব্যবহার করতে চান, তাহলে আপনি এত তথ্যগুলো এমনিতেই ব্যবহার করতে পারেন। যদি নাম দিতে চান, তাহলে আমার মুল নাম দিলেই চলবে। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.