নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদিন সব হাসির ময়নাতদন্ত হবে, ফরেনসিক রিপোর্টে লেখা থাকবে - সবই মিথ্যে।
ফেসবুক বা ব্লগে ঢুকলেই আপনি আজকের দিনের আলোচিত ঘটনাটি সম্পর্কে জানতে পারবেন। তাই এই সম্পর্কে নতুন করে তেমন কিছু বলার ইচ্ছে করছে না। ছোটমুখে শুধু এইটুকু বলতে চাই, আমাদের শিক্ষকরা যদি উপযুক্ত সময়ে ছাত্র পিটিয়ে মানুষ না করতে পারেন, তাহলে ছাত্ররা একসময় বড় হয়ে দানব হবে এবং শিক্ষকদের পিটাবে। এটা কোন হাইপোথিসিস নয়, এটা উদহারন সহ প্রমানিত।
তবে, আজকের দিনে সবচেয়ে হাস্যকর এবং নির্মম ব্যাপার হচ্ছে যারা এতদিন দানবের মাথায় ছাতা ধরেছিল, তারাই আজকে কলমকে লাঠি বানিয়ে গর্জন করছেন। আবারও প্রমানিত হলো, থুতু উপরের দিকে মারলে তা নিচের দিকে আসবেই। এখানে ধর্ম টর্ম খোঁজার সুযোগ নাই, এটা স্রেফ বিজ্ঞান, অভিকষর্জ ত্বরণ। একটু বিজ্ঞানমনস্ক হলেই আপনি বুঝবেন যে ত্বরণের সাথে পতনের সম্পর্ক অনেকটা সমানুপাতিক। যত উঁচুতে উঠবে, তত জোরেই মাটিতে আছড়ে পড়বে।
জাফর ইকবাল স্যারকে সহানুভুতি দেয়ার জন্য আরো অনেকেই আছেন। আমাদের মত সাধারন মানুষের কথা স্যারের কাছে পৌছাবে না। আমি নিশ্চিত, স্যার এখন অন্তত জেনেছেন যে শেখার কোন শেষ নেই। দোলনা থেকে কবর পর্যন্ত মানুষ শেখে। এই জীবনের সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে উপযুক্ত সময় যদি কেউ সাদাকে সাদা আর কালোকে কালো না বলতে পারে, তাহলে বিপর্যয়ই ডেকে আনে, সফলতা নয়।
জাফর ইকবাল স্যার দেশের জন্য বিদেশের সম্মানজনক চাকরী, আরাম আয়েশের জীবন ছেড়ে এসেছেন। দেশপ্রেমের এই উজ্জল দৃষ্টান্ত স্থাপন করেও কাউকে নিগৃহীত হতে দেখাটা ভীষন কষ্টের। এটা স্যার না বুঝুক, আমরা অন্তত বুঝি।
৩১ শে আগস্ট, ২০১৫ সকাল ৮:৩৯
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হ্যাঁ!
২| ৩১ শে আগস্ট, ২০১৫ রাত ১২:২৯
মামুন ইসলাম বলেছেন: চমৎকার ভাবে বুঝিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ । সবাই বুঝতেছে ।
৩১ শে আগস্ট, ২০১৫ সকাল ৮:৩৯
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ
৩| ৩১ শে আগস্ট, ২০১৫ রাত ১২:৫৮
চলন বিল বলেছেন: মোডারেটর শেষ পর্যন্ত ২ কলম না লিখে পারল না
ভালো লিখেছেন
তবে লেখাটা নির্বাচিত পাতায় দেবেন না
নিজের লেখা নিজে নিজে নির্বাচন করাটা বেমানান।
৩১ শে আগস্ট, ২০১৫ সকাল ৮:৪১
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: এটা আমার ব্যক্তিগত ব্লগ পোস্ট। নিজের অনুভুতি আর দশজনের মতই আমি প্রকাশ করেছি। ভালো মন্দ সেটা পাঠকের ব্যাপার।
নিজের লেখা নিজেই নির্বাচিত পাতায় দেয়ার কোন সিস্টেম নেই। আমি মনে করি নূন্যতম কিছু সেন্স থাকলে মানুষ হয়ত কোন দায়িত্বশীল পদে অবস্থান করে। আমি বিশ্বাস করি, সেই সেন্সটুকু আমার আছে।
আপনাকে ধন্যবাদ।
৪| ৩১ শে আগস্ট, ২০১৫ রাত ২:৪৫
প্রবাসী আব্দুল্লাহ বলেছেন: ছাত্রলীগের নাম আজ সরাসরি বলতে কোনো আপত্তি থাকার কথা নয় ,সম্পাদক সাহেব ও আমাকে ব্লগে থেকে আউট করবেন না তাই বলেই ফেলে ,,জাফর সাহেব যেই ছাত্রলীগের অপকর্মকে নিয়ে কথা বলা থেকে দুরে থাকতেন আজ সেই ফল পেলেন। ধন্যবাদ
৩১ শে আগস্ট, ২০১৫ সকাল ৮:৪৩
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। গঠনমুলক সমালোচনা যে কোন সময়ে স্বাগত। তবে কট্টরপন্থা ও আক্রমনাত্বক সমালোচনাকে স্বাগত জানানোর কোন সুযোগ নেই।
৫| ৩১ শে আগস্ট, ২০১৫ সকাল ১১:২৯
জুলহাস খান বলেছেন: স্যারের্ উচিত হবে সাদাকে সাদা বলা আর কালো বলা। না হয় এমন অনাকাঙ্খিত সমস্যার সমুঙ্খীন হবে।
৩১ শে আগস্ট, ২০১৫ দুপুর ১২:৩০
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: সেটাই।
৬| ৩১ শে আগস্ট, ২০১৫ দুপুর ১২:৪৩
কামরুন নাহার বীথি বলেছেন: দুঃখজনক!!!!! এর শেষ কোথায়!!!
৩১ শে আগস্ট, ২০১৫ দুপুর ১:৩৩
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: এর শেষ কোথায়!! আমি জানি না, কিংবা জানলেও তা বলতে চাই না।
৭| ৩১ শে আগস্ট, ২০১৫ দুপুর ২:০৬
সুমন কর বলেছেন: এই জীবনের সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে উপযুক্ত সময় যদি কেউ সাদাকে সাদা আর কালোকে কালো না বলতে পারে, তাহলে বিপর্যয়ই ডেকে আনে, সফলতা নয়।
ঠিক।
০১ লা সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:১০
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ সুমন দা!!
৮| ৩১ শে আগস্ট, ২০১৫ বিকাল ৪:০৩
কাবিল বলেছেন: দেশপ্রেমের এই উজ্জল দৃষ্টান্ত স্থাপন করেও কাউকে নিগৃহীত হতে দেখাটা ভীষন কষ্টের। এটা স্যার না বুঝুক, আমরা অন্তত বুঝি।
ভাল বলেছেন।
০১ লা সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:১১
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য।
৯| ৩১ শে আগস্ট, ২০১৫ রাত ৯:০৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: জাফর ইকবাল স্যার দেশের জন্য বিদেশের সম্মানজনক চাকরী, আরাম আয়েশের জীবন ছেড়ে এসেছেন। দেশপ্রেমের এই উজ্জল দৃষ্টান্ত স্থাপন করেও কাউকে নিগৃহীত হতে দেখাটা ভীষন কষ্টের। এটা স্যার না বুঝুক, আমরা অন্তত বুঝি।
কতটা বেদনাদায়ক ভাবা যায়!
ছবিটার দিকে কিছূক্ষন তাকিয়ে বিস্ময়ে হতবাক হয়ে গেছি! কি অন্তবিহীণ কষ্ট আজ তাকে কুড়ে খাচ্ছে -যে খোরা আকাশে বৃষ্টির কাছে অসহায় সমপর্ণ করে যেন চোখের জলকেই লুকুচ্ছেন!
হায়! ছাত্রলীগ! হায় শিক্ষা!!! হায় চেতনা!
তারচে বেশী কষ্ট লাগল - কেউই ভাসুরের নাম মূখে আনতে চাইচেনা দেখে! এতবড় অন্যায়ের পরও ছাত্রলীগের দিকে আঙুল তুলে কেউ বলছে না- তুই খারাপ!
প্রধানমন্ত্রীও যেন ধার বানতে শিবের গীত গাইলেন আজ -ছাত্রলীগকে আগাছামুক্ত হতে বললেন প্রধানমন্ত্রী !!!
কে গাছ আর কে আগাছা!!!! আজা এটাই কি প্রথম তাদের শিক্ষক পেটানো!!!! আগাছার উপর ভর করে এতবড় অন্যায়কে কি জাস্পিফাই বকরতে চাইলেন তিনি???? এইসব বলে কি এতবড় ন্যাক্কারজনক কাজকে আড়াল করা যায় না যাবে!!!!
অথচ উনি যদি সরাসরি জড়িতদের বহিস্কারের ঘোষনা দিতেন- অন্তত এই টুকু সান্তনা পেতেন স্যারেরা- যে না! মিনিমাম টুকু হয়েছে! তারপর যথাযথ বিচার বিভাগীয় শাস্তি ভবিস্যতের এইরকম অন্যায়কে চিরতরে নিমূল করতে পারত!!
হা হতোম্মি!!!!!!!!!!!!
০১ লা সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:২২
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হ্যাঁ উপযুক্ত কাজটা আমরা অনেকেই সময়মত করতে পারছি না। উপযুক্ত কাজ করার চিন্তা বা বিবেক যখন জাগ্রত হয়, তখন অনেক দেরী হয়ে যায়!!
আপনাকে ধন্যবাদ মন্তব্যের জন্য বিদ্রোহী ভাই।
১০| ৩১ শে আগস্ট, ২০১৫ রাত ১০:৩২
আহমেদ জী এস বলেছেন: কাল্পনিক_ভালোবাসা ,
এ প্রসঙ্গে লেখা কোনও পোষ্টে মন্তব্য করার ইচ্ছে ছিলোনা মোটেও । শুধু "বিজ্ঞানমনস্কতা" শব্দটি আর শেষের লাইন দুটির কারনে মন্তব্য করছি ।
এরকম হেনস্থার ঘটনা শুধু আমাদের মানসিকতার নিম্নমুখিতাকেই তুলে ধরে । কারো শৌর্য্যবীর্যের এরকম প্রকাশ দেখে কোনও ধীমান , রচিশীল, জ্ঞানী মানুষের পক্ষেই এদের সাফাই গাওয়া যেমন সম্ভব নয়, তেমনি প্রফেসর জাফর ইকবালের মতো লোকেরাও কি করেনি আর কি করেছে সে ফিরিস্তি দিয়ে তাদের জন্যে আহা উহু করাও যৌক্তিক নয় ।
এ জাতীয় সমস্ত বিষয়গুলোকেই দেখা উচিৎ একটি জাতির অধঃপতনের দৃষ্টান্ত হিসেবে আর ক্ষমাহীনতার চোখে ।
[ অঃ টঃ - এই মন্তব্যটি পোষ্ট করতে গিয়ে দু'দুবার লগআউট হয়েছি মাত্র । এটা আমার কমন ফেনোমেনা , অটো লগআউট হয়ে যাওয়া । ]
০১ লা সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:২৬
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: সহমত, এ জাতীয় সমস্ত বিষয়গুলোকেই দেখা উচিৎ একটি জাতির অধঃপতনের দৃষ্টান্ত হিসেবে আর ক্ষমাহীনতার চোখে ।
অটঃ আপনার সমস্যার ব্যাপারে আমি আপনাকে মেইল দিব আজকে।
১১| ৩১ শে আগস্ট, ২০১৫ রাত ১১:২৫
স্বপ্নবাজ অভি বলেছেন: আমাদের রাজনৈতিক কালচারের পুরোটা উন্মোচিত হলো একেবারে নগ্নভাবে
০১ লা সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:২৯
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে ছাত্রলীগের বিপক্ষে বলার জন্য এখন আর বিএনপি বা অন্য দল হবার প্রয়োজন নাই, আওয়ামীলীগের লোকজনই এই সবের বিরুদ্ধে বলছে।
১২| ০১ লা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৩৯
বোকা মানুষ বলতে চায় বলেছেন: ছোটমুখে শুধু এইটুকু বলতে চাই, আমাদের শিক্ষকরা যদি উপযুক্ত সময়ে ছাত্র পিটিয়ে মানুষ না করতে পারেন, তাহলে ছাত্ররা একসময় বড় হয়ে দানব হবে এবং শিক্ষকদের পিটাবে। ভাইজান এই কথাটুকুর জন্য কদমবুছি গ্রহণ করিবেন
জাফর স্যার আসলে স্রোতে নিজেকে ভাসিয়ে আজ এমন একটা দ্বীপে নিজেকে নিয়ে গেছেন, যেখানে গিয়ে বুঝতে পারছেন, স্রোতে ভেসে যাওয়াটা কত বড় বোকামি ছিল।
দেশের সকল শিক্ষকের সম্মান সুরক্ষিত হোক এই দাবী রইল। একইভাবে শিক্ষকেরাও যেন শিক্ষকই থাকেন, কোন দল বা পক্ষের মতবাদ প্রচারক না হয়ে যান এমনটা কামনা করি।
০১ লা সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:৪৬
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হ্যাঁ, কোন শিক্ষককে এই ধরনের পরিনতি গ্রহন করতে হবে তা খুবই অনভিপ্রেত।
দেশের সকল শিক্ষকের সম্মান সুরক্ষিত হোক এই দাবী রইল। একইভাবে শিক্ষকেরাও যেন শিক্ষকই থাকেন, কোন দল বা পক্ষের মতবাদ প্রচারক না হয়ে যান এমনটা কামনা করি।
১৩| ০১ লা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:০৮
ক্ষুদে লেখক বলেছেন: প্রশাসনের পশ্রয়ে এগুলো এত বৃদ্ধি পাচ্ছে!!!
পুলিশরা এই বিপদগামী ছাত্রদের আইনের আওতায় না এনে শুধু শিক্ষকদের কাছে ক্ষমা চাচ্ছে ।
এতে কি লাঞ্চিত শিক্ষকদের সম্মান ফিরে আসবে????
০১ লা সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:৪৭
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: পুলিশের কিচ্ছু করার ক্ষমতা নাই। দোষ পুলিশের না। দোষ সিস্টেমের।
১৪| ০১ লা সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:২৯
উর্বি বলেছেন: মানুষই এমন প্রাণী যে দানবের জন্ম দিতে পারে
০১ লা সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:০৯
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: মানবসৃষ্ট সকল দানব ভয়ংকর!!
১৫| ০১ লা সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:৩৩
বাঘ মামা বলেছেন: সীল মারা সনদ আর মেধা মননে বিকাশ দুটো একি ঘরের হলেও আজ দুটোতে বড্ড বেশি ব্যবধান।পড়তে লিখতে পাড়া কিছু মানুষ যেন আজ কিছুই বুঝতে পারছেনা কিংবা চাইছেনা।
০১ লা সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:০৫
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হ্যাঁ, সবচেয়ে নির্মম ব্যাপার হচ্ছে- অন্যের ঠকা দেখে কেউ কিছু শিখছে না। নিজে ঠকছে তারপর শিখছে। খুবই দুঃখজনক পরিস্থিতি!
১৬| ০১ লা সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:৫০
জুন বলেছেন: আমরা আজ কাউকেই তার উপযুক্ত সন্মান দিতে পারছি না । জাতি হিসেবে কি ভয়াবহ দৈন্যতা আমাদের। কোথায় নেমে গেছি আজ আমরা ।
সুন্দর লেখা কাল্পনিক
০১ লা সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:০৫
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অনেক ধন্যবাদ জুনাপু!!! হ্যাঁ, আমরা কাউকেই সম্মান দিতে পারছি না। কেউ নিজের সম্মানও রাখতে পারছে না।
১৭| ০১ লা সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:২০
ব্লগার মাসুদ বলেছেন: সব থেকে ভালো হতো একজন শিক্ষক যদি কোন রাজনীতি দলে জড়ানো বা কোন দলাদলি না করতো বা করা থেকে বিরত থকতো।
একজন শিক্ষকের দায়ত্ব হলো একজন ছাত্রকে মানুষের মতো মানুষ করা । সে কেন রজনীতি নিয়ে মেতে থাকবে ।
তবে জাফর স্যারকে দেখে অনেকের শিক্ষা হওয়া দরকার ।
জানি না আমার এ মন্তব্যটি কতটুক গ্রহন যোগ্য ।
০২ রা সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৮:৫৯
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হ্যাঁ, ঠিকই বলেছেন। বাংলাদেশে ছাত্র রাজনীতির কোন প্রয়োজন আছে বলে মনে হয় না।
১৮| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:২৬
প্রামানিক বলেছেন: দুঃখজনক, এর সমাপ্তি হওয়া দরকার।
০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:২২
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: সেটাই।
১৯| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৪৬
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
এই জীবনের সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে উপযুক্ত সময় যদি কেউ সাদাকে সাদা আর কালোকে কালো না বলতে পারে, তাহলে বিপর্যয়ই ডেকে আনে, সফলতা নয়।
সহমত।
২০| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:০২
শতদ্রু একটি নদী... বলেছেন: ছোটবেলা থেকে যারে সাদাসিধা স্বচ্ছ মনের মানুষ জাইনা আসছি, তারে এখনো শ্রদ্ধ্যা করার কথা। করিও এখনো। যত ভালোলাগা, ভালো ভালো বোধ ভিতরে ঢুকাইয়া দিছেন ওইটা কেউ নিতে পারবেনা। তবে এখন উনার অবস্থ্যা দেইখা করুনাও হয়। উনাকে কি আমাদের করুনা করবার কথা?
উনার প্রতি এমন ধারনা একটা বিবর্তনের মধ্যে দিয়া গেছে। অন্ধ আনুগত্য আর তীব্র ভাললাগা, অল্প খটকা বোধ হওয়া, কিছুটা আহত হওয়া এবং এই মুহুর্তে করুনাবোধ করা। প্রতিটাই উনি উনার কাজ আর বক্তব্যের মাধ্যমেই অর্জন করছেন।
আশা করি উনি সকল বিষয়ে প্রতিবাদী না হইলেও যেই জিনিসটা উনার আপনজন বা উনার সাথে হওয়ায় উনি আহত হইছেন, সেইটা অন্যত্র দেখলেও হবেন। উনার ভক্ত অনুরাগী হিসেবে এই আশা আমার অন্তত উনার প্রতি থাকবে।
২১| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৩:২৮
বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: স্যারকে নিগৃহীত হতে দেখাটা সত্যিই কষ্টের। কিন্তু কিছুই করার নেই যেন। ভালোবাসলে আঘাত পায়। কিন্তু অপমান , সেতো ভয়ংকর।
২২| ১০ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:০৬
নষ্ট অতীত বলেছেন: চমতকার বলেছেন, খুব পরিষ্কার কথাগুলো। ভালো থাকবেন!
২৩| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৪
সাদিকনাফ বলেছেন: "জাফর ইকবাল স্যার দেশের জন্য বিদেশের সম্মানজনক চাকরী, আরাম আয়েশের জীবন ছেড়ে এসেছেন। দেশপ্রেমের এই উজ্জল দৃষ্টান্ত ......।" এই ব্যপারটা কতটুকু সত্যি?
তিনি আসলেই দেশের জন্য কি করেছেন? এরকম ডিগ্রি নিয়ে বিদেশে ভালো চাকরী ছেড়ে কি আর কেউ আসেনি? কিংবা সেখানেই থেকে উন্নতর গবেষনা করে দেশের নাম উজ্জ্বল করেন নি? তিনি নতুন কি আবিস্কার করেছেন (দয়া করে ড্রোন না কি যেনো নাম এইটার কথা বলবেন না, আমি জানতে চাচ্ছি নতুন প্রযুক্তি, যেটা নতুন)? কতজন পি এইচ ডি করেছেন উনার আন্ডারে? কতগুলা আন্তর্জাতিক পুরস্কার পেয়েছে উনার ডিপার্টমেন্ট? উনাকে কি কেউ আমন্ত্রন করেছিলো দেশে আসার জন্য? উনার জনপ্রিয়তার প্রধান মাধ্যম হচ্ছে তিনি লেখক এবং মিডিয়ার আনুকূল্য পাওয়া একজন মানুষ। উনি প্রচন্ড ভাগ্যবান একজন মানুষ। উনার চেয়ে শত গুণ জ্ঞানী শিক্ষকগন এই শাহজালাল ভারসিটিতেই রয়েছেন, যারা ভান করেন না। তারা সবাই ভার্সিটির মঙ্গল চান এবং সেই সাথে সিলেটের মানুষের। তিনি (জাফর স্যার) নিজে জাহাঙ্গিরনগর আর রোকেয়া বিশ্ববিদ্যালয় এর উপাচার্যের পদত্যাগের বিরোধিতা করলেন, এখন নিজেই কিনা নেমে গেলেন না একই রাস্তায়? আমরা ত শুনেছি উনার স্ত্রী ও নাকি নিয়ম বহির্ভূত ভাবে অধ্যাপক হয়েছেন। তিনি ত একবার না দুইবার না অসংখ্যবার উনার পদত্যাগ নাটক করেছেন। একবার সত্যি সত্যি করেন না কেনো? এখান থেকে পদত্যাগ করে কয়েক বছরের জন্য আবার বিদেশ থেকে আরো কিছু গবেষনা করে আসলেও ত পারেন। আমার বিশ্বাস উনি সিলেট ছাড়লে সিলেটের ৯০% মানূষ খুশিই হবে। এই ৯০% এর খুশির প্রতি শ্রদ্ধা দেখিয়ে ও ত তিনি সিলেট ছাড়তে পারেন। উনি টিভি দেখেন না, উনাকে জঙ্গীরা প্রচুর চিঠি দেয়, আর উনি তাতে ভয় পান না। কিন্তু টিভির বিভিন্ন সাক্ষাতকারে সেগুলো দেখিয়ে খুব আনন্দ পান। উনি বিভিন্ন ভঙ্গিতে বাচ্চামী করে কথা বলতে পারেন। উনার আসলেই অনেক গুণ!
পুনশচঃ ১) উনাকে নিগৃহীত করার কয়েকদিন আগে উনার দলভুক্ত নয় (বি এন পি) এমন একজন শিক্ষক কে ঢাকা ভার্সিটিতে নিগ্রহ করা হয়েছিলো। তখন মিডিয়ার এই মায়াকান্না দেখা যায় নি।
২) যারা উনাকে নিগৃহীত করেছে তাদের কে যখন শাস্তি প্রদান করা হলো, এরপর তাদের ক্ষমা করে দেবার জন্য ভন্ডামী মন্তব্য করা (ভন্ডামী বললাম এজন্য যে, যদি ছাত্রদল বা শিবির এই আক্রমন করতো তবে তিনি কখনই এধরনের কথা তখন বলতেন না)। তবে কি এসব প্রি-প্লানের অংশ ছিলো (মিডিয়া কাভারেজের জন্য)? মনে কত প্রশ্নইনা জাগে...
২৪| ১৯ শে অক্টোবর, ২০১৫ সকাল ১০:০৬
মানবী বলেছেন: আমাদের দেশের রাজনৈতিক এতো বেশি নোংরা যে বিশেষ ব্যক্তিগণ কোন একটি রাজনৈতিক দলের সাথ তাল মিলিয়ে না চললে তাঁদের জীবন প্রায় নিরাপত্তাহীন হয়ে উঠে।অনেকেই হয়তো জেনে এসব হায়নার পালের পুঁতিদুর্গন্ধ সহ্য করে হাসিমুখে, শুধুই তাদের বিরোধীদলের হামলা থেকে কিছুটা নিরাপত্তার জন্য!
যখন এই আবর্জনার স্তুব থেকে কিলবিলিয়ে বের হয়ে এসে তাঁদেরকেই দংশ করে, তখন বুঝা যায় আমরা জাতি হিসেবে কতোখানি নিচে নেমেছি!
ভালো লাগলো আপনার লেখাটা, ধন্যবাদ।
২৫ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:০৪
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: সহমত। খুব চমৎকার বলেছেন
২৫| ২৩ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:২০
চরন বিল বলেছেন: ভাই কিছু পাগল ব্লগার আমার পিছনে লাগছে। আর আমি জানি না আমার পারসনাল ইনফরমেশন কিভাবে অন্য ব্লগার পায়, যেমন আমার লগিন ডিটেইলস। এডমিন পেনেল থেকেই কি এই সব ইনফরমেসন লিক হয়? প্লিজ সমাধান জানাবেন।
২৫ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:০৩
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: !!!!!!!!! মানে কি!! ব্লগ থেকে এমনটা হবার কোন সুযোগ নেই। কারা আপনার এই সব তথ্য ফাঁস করছে এই ব্যাপারে আপনি অনুগ্রহ করে আমাদেরকে মেইল করুন।
২৬| ৩০ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:০৮
কিরমানী লিটন বলেছেন: সুমন কর বলেছেন: এই জীবনের সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে উপযুক্ত সময় যদি কেউ সাদাকে সাদা আর কালোকে কালো না বলতে পারে, তাহলে বিপর্যয়ই ডেকে আনে, সফলতা নয়।
ঠিক।
আমিও সুমন দা'র সাথে একমত,অনবদ্য ভালোলাগা - চমৎকার বোধের পোষ্ট
সতত শুভকামনা প্রিয় কাল্পনিক_ভালোবাসা ...
২৭| ০৬ ই নভেম্বর, ২০১৫ দুপুর ২:১৬
খায়রুল আহসান বলেছেন: আপনার এ বলিষ্ঠ বক্তব্য এতটা বিজ্ঞানমনষ্কতার সাথে (পড়ুন কৌতুকবোধের সাথে) প্রকাশের জন্য অভিনন্দন!
২৩ ও ২৪ নং মন্তব্যে যথাক্রমে সাদিকনাফ ও মানবীও অত্যন্ত স্পষ্ট ও বলিষ্ঠ বক্তব্য রেখেছেন। তাদেরকেও অভিনন্দন!
২৮| ২৬ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:৩৮
অতঃপর হৃদয় বলেছেন: অত্যন্ত যুক্তিসংগত.!!!!! কথা বলেছেন।
©somewhere in net ltd.
১| ৩১ শে আগস্ট, ২০১৫ রাত ১২:২০
নুর ইসলাম রফিক বলেছেন: আজ সবাই বুজলো।