নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদিন সব হাসির ময়নাতদন্ত হবে, ফরেনসিক রিপোর্টে লেখা থাকবে - সবই মিথ্যে।
২০১২ সাল। ব্লগ ডে আয়োজন উপলক্ষে ধানমন্ডির একটি রেস্টুরেন্টে স্বনামধন্য বেশ কয়েকজন ব্লগার এবং বিভিন্ন ব্লগের কর্তা ব্যক্তিরা হাজির। রুদ্ধদার মিটিং চলছে। হঠাৎ জানতে পারলাম, এই মিটিং এ জানা আপু আসবেন। তখন জানা আপুকে অল্প অল্প চিনি। তাঁর সম্পর্কে শুধু জানি বাংলা ব্লগের যাত্রা তাঁর হাত ধরেই শুরু হয়েছে। সেই সময় রুশান নামের একটি ফুটফুটে শিশুর চিকিৎসার জন্য মানবিক সহায়তাকে কেন্দ্র করে ব্লগ প্রচন্ড ব্যস্ত। প্রতিটি ব্লগাররা যে যার অবস্থান থেকে সাধ্যমত সাহায্য করেছে। এই বিষয় নিয়ে আমি সহ আরো কয়েকজন ব্লগার ধানমন্ডিতে দেখা করে মিটিং করছিলাম। হঠাৎ জানতে পারলাম, এই রেষ্টুরেন্টে জানা আপা উপস্থিত আছেন এবং চাইলে তাঁর সাথে দেখাও করা যাবে। উত্তেজনার বসে সবাই যে যার মত করে ঐ রেষ্টুরেন্টের উদ্দেশ্যে দৌড় দিলাম।
ব্লগ তখন আমাদের কাছে এক ধরনের উম্মাদনার নাম। রাতভর দারুন সব লেখা, গল্প, কবিতা বিতর্ক গোগ্রাসে গিলি আর মাঝে মাঝে নিজেরা নিজেরা ক্যাচাল করি। প্রিয় কোন ব্লগার মন্তব্য করলে কয়েকবার ঘুরে ফিরে সেই মন্তব্য পড়ি, একটা অদ্ভুত মোহময় পরিবেশ। সেই ব্লগের প্রতিষ্ঠাতা সাথে দেখা করতে যাচ্ছি - ভাবতেই কেমন যেন গা শিরশির করে উঠল। আমরা রেস্টুরেন্টের বাইরে বসে অপেক্ষা করছি। ভেতর থেকে বার্তা আসল আর মিনিট দশের মধ্যে মিটিং শেষ হবে। কিন্তু সেই মিটিং আর শেষ হয় না। শেষমেষ যখন মিটিং শেষ হলো, ততক্ষনে রেষ্টুরেন্টের সামনে পায়চারি করতে করতে আমি প্রায় মাইল দুয়েক নিশ্চিত হেঁটে ফেলেছি।
হঠাৎ দেখলাম, কালো সেলোয়ার কামিজ পড়া, হাতে ব্যাগ, মুখে অসম্ভব ব্যক্তিত্ব সম্পন্ন একটি হাসি নিয়ে একজন বের হয়ে এসে এদিক সেদিক তাকাচ্ছেন। যদিও জানা আপার সাথে আমার আগে কখনও দেখা হয় নি, কিন্তু কাউকে বলে দিতে হলো না যে, তিনি সৈয়দা গুলশান ফেরদৌস জানা। সবাই যার যার আইডির পরিচয় দিচ্ছে আর জানা আপা সেই সব আইডিকে চিনতে পেরে প্রতিউত্তর দিচ্ছেন। আমার পালা এলো। আমি বললাম, আমি ব্লগার কাল্পনিক ভালোবাসা। আমার ধারনা ছিলো, তিনি বুঝি আমাকে চিনবেন না, কিন্তু আমাকে ঠিকই চিনলেন এবং এই ভাবেই জানা আপুর সাথে আমার পরিচয়।
খুব কাছ থেকে এই মানুষটিকে দেখার সৌভাগ্য আমার হয়েছে। তিনি অসামান্য সাহসী একজন নারী যার মানসিক দৃঢ়তা প্রবাদ সমতুল্য। সাধারন মানুষের কথা বলার এই প্ল্যাটফর্ম টিকিয়ে রাখার জন্য তাঁকে যে আত্মত্যাগ করতে হয়েছে, যে ক্ষতির মুখোমুখি প্রায় প্রতিনিয় তিনি হচ্ছেন, সেই গল্পটি অবিশ্বাস্য।
২০১৩ সালে শাহবাগ আন্দোলনের পর যখন তিনি প্রতিনিয়ত হুমকির মুখোমুখি হচ্ছিলেন, প্রপাগান্ডা ছড়ানো হচ্ছিলো, তখন তিনি একাই বুক চিতিয়ে লড়াই করে গেছেন, মোকাবেলা করেছেন মিথ্যের। ব্লগারদের কোন সমস্যা হলে তিনি নিজের খাওয়া দাওয়া বাদ দিয়ে তাদের পাশে দাড়ানোর চেষ্টা করেছেন। নিজের ব্যক্তিগত জীবন, নিরাপত্তা ইত্যাদি বিপন্ন বা নষ্ট করে ব্লগারদের নিরাপত্তার জন্য কাজ করেছেন।
বিভিন্ন সামাজিক ইস্যুতে যদি কোন গুরুত্বপূর্ন সেমিনার, টক শো, আলোচনায় যেখানে ব্লগারদের অংশ গ্রহনের সুযোগ থাকে সেখানে তিনি অনেক ব্লগারদেরকে পাঠিয়েছেন বিভিন্ন বিষয়ে প্রস্তুতি গ্রহণ করার জন্য, অভিজ্ঞতার অর্জনের জন্য। তাঁর হাত ধরে যাত্রা শুরু করে আজকে অনেকেই খ্যাতিমান এবং সোশ্যাল মিডিয়ার প্রবাদ পুরুষ।
যাইহোক, কথায় বলে, যিনি রান্না করতে পারেন তিনি নারী চুলও বাধতে পারে। এই প্রবাদটি তাঁর জন্য অতীব সত্য। যিনি জানাপুর হাতের তৈরী বিরিয়ানি খেয়েছে, সে মোটামুটি স্বর্গ সম্পর্কে একটি ধারনা পেয়ে গেছে। একই কথা প্রযোজ্য তাঁর তৈরীকৃত হালিম, বেকড রুটি, কেক ইত্যাদি ক্ষেত্রেও। আপনাদের জন্য ধাঁধা, আমার মত ভোজন রসিক ব্যক্তি কত প্লেট বিরিয়ানী বা কয় বাটি হালিম মেরে দিতে পারে??
আচ্ছা ঠিক আছে জানাপু সম্পর্কে আমি আর বেশি কিছু বলতে চাই না। এটাও বলতে চাই না, তিনি চমৎকার গানও গাইতে পারেন, আমি এটাও বলছি না যে এই সব গানের ভিডিও ক্লিপ আছে। আমি শুধু বলতে চাই, আজকে আমার এই অসম্ভব প্রিয় এবং সম্মানিত মানুষটির জন্মদিন - শুভ জন্মদিন প্রিয় জানা আপু। আমি কিছুটা দেরী করেই শুভেচ্ছা জানালাম। আশা করি সারাটি দিন আপনার ভালো কেটেছে। আমি কল্পনায় দেখছি, ভাবগাম্ভীর সব কিছু বাদ দিয়ে আজকে আপনার ভেতরের ছেলেমানুষটা বের হয়ে এসে খুব আনন্দ করেছে। আপনি আনন্দ করে রিকশা চালিয়েছেন, গ্রামের কোন এক দোকানে বসে পেঁয়াজু ভেঁজেছেন, কোন এক চমৎকার নদীতে আপনি নৌকাতে ভেসে বেড়িয়েছেন। হাজার হাজার মানুষের ভালোবাসাকে কেন্দ্র করে আপনি আরো দীর্ঘজীবি হোন, অনন্তকাল আপনি বেঁচে থাকুন হাজারো মানুষের প্রাণের স্পন্দনে। শুভ জন্মদিন।
২| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৩৬
স্রাঞ্জি সে বলেছেন:
শুভ জন্মদিন জানাপু।
৩| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৩৭
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: হ্যাপী বার্ডে জানা আপুর। শুভেচ্ছা নিবেন আপু। লেখক এবং জানা আপু দুজনের জন্য শুভকামনা থাকলো।
৪| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৩৮
মনিরা সুলতানা বলেছেন: জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা জানা আপু
আগামীদিন গুলো হোক আনন্দের।
৫| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৪৬
সনেট কবি বলেছেন: শুভ জন্মদিন 'জানা আপু'
৬| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৪৯
মনিরুল ইসলাম বাবু বলেছেন: শুভ জন্মদিন জানা আপু
৭| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৫৬
সনেট কবি বলেছেন: আপনারন লেখাটা মন দিয়ে পড়লাম। বেশ ভাল লিখেছেন। হয়ত পোষ্টটা আরো আগে পড়া হলে হয়ত একটা সনেট হতে পারত।
আমি হয়ত সনেটেই ভাল কিছু উপস্থাপন করতে চাই। তবে সম্ভবত আপনার পছন্দের কিছু এখনো লেখা হয়নি। যাক অপেক্ষায় থাকলাম যদি কখনো হয়!
৮| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৫৭
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: শুভ শুভ জন্মদিন 'জানা আপু'
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
আমি কোন দিন আপনাকে দেখি নাই তবে,
আজানা ভালবাসার মধ্যে একটা রহস্যময় রোমান্চ আছে !!!
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
কবিতার সাথে কবির কথা
ভাষার প্রানে গান
দেহের মাঝে দ্রোহের দেখা
রক্তে লেগেছে বাণ!
কবিতার দেহে আশ্রিত তুমি
যুগে যুগে জাতিকে করেছ মহান!!
অন্তরে তোমার কান্নার মাঝে কষ্টের অভিমান
ফিরে আসো আবার নির্মল শুভ্রতায়,
জানা আপুর তরে
গাহি জন্মদিনের গান!!!
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
৯| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:১১
কাওসার চৌধুরী বলেছেন:
শুভ জন্মদিন জনা আপু; অনেক কৃতজ্ঞতা ও ধন্যবাদ আপনাকে৷সামনের দিনগুলো আর সুন্দর হোক, এই আশীর্বাদ রইলো৷আর কাল্পনিক_ভালবাসা ভাইকেও ধন্যবাদ দিনটি আমাদেরকে স্বরণ করিয়ে দেওয়ার জন্য ৷
১০| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:২৩
অন্তরন্তর বলেছেন: শুভ জন্মদিন জানা মেডাম। রিক্সায় চেপে আসতে মনে হয় দেরি হচ্ছে সামুতে জানা মেডামের। যাইহউক কেক্কু আর চা তাইলে পরেই হইবে।
১১| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৪৭
মামুন ইসলাম বলেছেন: শুভ জন্মদিন।
১২| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:২০
রাকু হাসান বলেছেন: শুভ জন্ম দিন জানা আপু
১৩| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:২৪
রাকু হাসান বলেছেন: আমার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা
এমন একজন মানুষের বীরচিত মানসিকতার জন্য ।ব্লগিং করছি ,নিজের মতামত প্রকাশ করতে পারছি । একটা সময় সামু ইতিহাসে স্থান নিবে ,এখনই সে ইতিহাস এখনই রচিত হয়ে গেছে । এমন মহান কাজের জন্য শুধু কৃতজ্ঞতাই প্রকাশ করতে পারবো । আর প্রাণভরে ভালবাসতে পারবো সামু কে
কাল্পনিক ভালোবাসা ভাইয়া । অনেক অনেক ধন্যবাদ । জানা আপু কে নিয়ে পোস্ট করার জন্য । আপনার পোস্টের মাধ্যমে একটু শুভেচ্ছা জাানানোর সুযোগ পেয়ে ভালো লাগছে খুব । কৃতজ্ঞতা ও আন্তরিক ভালোবাসা থাকলো ।
সামু চিরজীবী হোক
১৪| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৩:১৪
ল বলেছেন: শুভ জন্মদিন হে ""বঙ্গ রত্ন ""
আপনাকে একদিন সামনাসামনি দেখার অপেক্ষায় রইলাম
১৫| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৬:০৫
মলাসইলমুইনা বলেছেন: কত তম জন্মদিনে শুভেচ্ছা জানাচ্ছি জানিনা, কিন্তু জেনে শুনেই চাচ্ছি এর দ্বিগুন --না না তিনগুন দীর্ঘ জন্ম জয়ন্তীও উদযাপন করুন হাস্য লাস্য আনন্দ হরষে সামনে আসা দূর বা কাছের কোনো বছরে। জানার জন্য জন্মদিনে জানা অজানা সব মিলানো অগণিত শুভেচ্ছা !
১৬| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৬:৪৮
আশাবাদী অধম বলেছেন: জানাপুকে জন্মদিনের শুভেচ্ছা। আমার পক্ষ থেকে মিষ্টি, কেক, ফুল আর মোমবাতি পৌঁছে দিতে পারবেন? পরে না হয় আমি আপনাকে মূল্য পরিশোধ করে দিতাম
১৭| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৩১
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: জানা আপার জন্মদিনে বিলম্বিত শুভেচ্ছা। তাঁর মানসিক দৃঢ়তা, সাহসিকতা, অসাধারণ সহ্য ক্ষমতা এবং ব্লগ তথা বাংলা ভাষার পৃষ্ঠপোষকতায় অসামান্য অবদানের জন্য গভীর শ্রদ্ধাঞ্জলি।
ভালো থাকুন জানা আপা।
১৮| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৪০
নতুন নকিব বলেছেন:
অফুরান শুভকামনা তার জন্য। তিনি বেঁচে থাকুন। লাভ করুন দীর্ঘ, সুস্থ এবং সুন্দর জীবন।
পোস্ট দেয়ায় কৃতজ্ঞতা আপনার প্রতি।
১৯| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:০৪
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর একটা পোষ্ট।
জানা আপুকে জানাই জন্মদিনের শুভেচ্ছা। ভালো থাকবেন। সুস্থ থাকবেন।
২০| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:০৬
সেলিম আনোয়ার বলেছেন: শুভজন্মদিন হে মানবহিতৈষী রমনী
একদিন জন্ম হয় ঢিব ঢিবে আলোর রূপে অপার সম্ভাবনার
একদিন জানা হয়ে যায় যে রহস্যঘেরা সব কত না অজানার।
একদিন সৃষ্টি ঘটে ক্ষুদ্র মাটির দেহ
তার ভিতরে বসত গড়ে অমর কোন কেহ।
একদিন দেহ মিলে যায় ক্ষুদ্র ধূলিকণায়
কর্মগুলি কারো তবু বেঁচে থাকে জানি ইতিহাসের সোনালী ডানায়।
কতগুলি কীর্তি রয়ে যায় মনে নিভৃতে— নির্জনে
আর কতগুলি কীর্তি চোখ খুলে দেয় সফলতা সন্ধানে।
হয়তো প্রতিটি জন্মদিনে হৃদয়ের গহীনে
শৈশব কৈশোর অনেক স্মৃতি মনে পড়ে যায় আনমনে।
এই মহালগনে নতুন কোন উপলব্ধি আর তোমার নব নব চেতনা
দেশের —দশের— মানবের তরে নিবেদিত হোক আমাদের এই কামনা।
শুভজন্মদিন হে মানবহিতৈষী রমনী
কি ভেবে ভেবে কাটছে এদিন তার কোনটি না জানি
শুভজন্মদিন হে মানবহিতৈষী রমনী
মানুষের মাঝে পৌঁছে দিয়ো আলোকবর্তিকা সব খানি।
মানুষের ভালবাসায় সিক্ত হয়ে দারুন সুখ নিয়ে রচে যাও জীবনী
প্রেরণা হয়ে শক্তি হয়ে হয়ে স্নেহমাখা জননী ।
--------------------------------------------------------
সৈয়দা গুলশান ফেরদৌস জানা আপুকে জন্মদিনের শুভেচ্ছা ।তার সর্বাঙ্গীন
সাফল্য ও মঙ্গলকামনা করছি । জানা আপু যেখানেই থাকুন ভাল থাকুন ।
২১| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৪৫
সামিয়া বলেছেন: শুভজন্মদিন প্রিয় জানা আপু।
২২| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৪৯
তারেক_মাহমুদ বলেছেন: শুভ জন্মদিন জানা আপি।
২৩| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:০৬
জুন বলেছেন: জন্মদিনে অনেক অনেক শুভকামনা
২৪| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:১৭
মোঃ মাইদুল সরকার বলেছেন:
আমার আঁকা ফুল দিয়েই ওনাকে শুভেচ্ছা জানাচ্ছি।
লেখা পড়ে মন ভরে গেল।
+++
২৫| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৫৬
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: শুভ জন্মদিন ,
লড়াকু বাংলাদেশ প্রেমি আপুটির জন্য শুভকামনা সবসময়।
সুন্দর স্মৃতিচারণ করেছেন কাভা ভাই, জেনে ভালো লাগছে।
২৬| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:১২
শামছুল ইসলাম বলেছেন: শুভ জন্মদিন প্রিয় জানা আপু ।
কবি সেলিম আনোয়ার ভাইয়ের সুন্দর কবিতার কথা গুলো ধার করে, আপনাকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি ।
২৭| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৩০
ঠ্যঠা মফিজ বলেছেন: শুভ জন্মদিন । এরকম একটা সংবাদ সকল ব্লগারদের জানানোর সুবিদার্থে পোস্টটিকে স্টিকি করতে ব্লগ টিমদের প্রতি অনুরোধ
করছি।
২৮| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:২৫
পদাতিক চৌধুরি বলেছেন: আজ আমরা সবাই জানি মাননীয় কাভাভাই ব্লগের একজন মডু। কিন্তু একজন সাধারন ব্লগার হিসাবে যে উত্তেজনা ও উন্মাদনায় আপনি ২০১২ সালের ঐ বিশেষ দিনে ধানমান্ডিতে জানা আপুর সঙ্গে সাক্ষাত নিয়ে সেই অভিজ্ঞতা শেয়ার করলেন, তাতে আমার মত তুলনায় নবাগতরা এক অন্য নারী পরিচয় পেল। যিনি সত্যই দশভূজা। নাহলে প্রবল ঝড় ঝাপটা সামলেও বাংলা ব্লগকে দেশকালের গন্ডি ছাড়িয়ে পৌঁছে দিয়েছেন বিশ্বের আঙ্গিনায়। যিনি গোটা পরিবারের অভিভাবিকাও বটে।
শ্রদ্ধেয়া জানাপুর জন্মদিনে রইল বিনম্র শ্রদ্ধা ভালোবাসা ও শুভেচ্ছা। এতসুন্দরভাবে জন্মদিনে একটি অভিজ্ঞতা শেয়ার করার জন্য কাভাভাইকে ধন্যবাদ।
শুভেচ্ছা নিরন্তর।
২৯| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:২৭
অচেনা হৃদি বলেছেন: শুভ জন্মদিন জানা আপু!
আশা করি আমার মত অনেকের জন্য প্রেরনার বাতিঘর হয়ে জানা আপু দীর্ঘ জীবন লাভ করবেন।
৩০| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৪৪
মিথী_মারজান বলেছেন: জন্মদিনের শুভেচ্ছা জানা আপু।
আর অনেক অনেক ধন্যবাদ সামুর মত সুন্দর একটি প্ল্যাটফর্ম আমাদেরকে উপহার দেবার জন্য।
সুন্দর হোক আপনার প্রতিটি সময়।
৩১| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৪৫
তারেক ফাহিম বলেছেন: শুভ জন্মদিন জানা আপু।
জানা আপুর সাথে প্রথম সাক্ষাতের অভিজ্ঞতা শেয়ারের জন্য ধন্যবাদ প্রিয় কাভা ভাইকে।
৩২| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: শুভ জন্মদিন জানা আপু। অসীম ধৈর্য, সাহসিকতা ও বিচক্ষণতার সাথে প্রথম বাংলা ব্লগটিকে সামনে নিয়ে যেতে সক্ষম হবেন, এই প্রার্থনা করছি।
৩৩| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২৫
চাঁদগাজী বলেছেন:
উনার জন্য জন্মদিনের শুভেচ্ছা; উনাকে আরেকটু বেশী জানার সুযোগ হলো।
৩৪| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৭
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
জানা আপু'র জন্যে রইলো অনেক অনেক শুভেচ্ছা। উনার ত্যাগের জন্যে রইলো সমর্থন।
আশা করি, একদিন না একদিন উনার হাতের বিরিয়ানী খেতে পারবো। তবে, রেস্টুরেন্টে খাওয়া আমার পছন্দের নয়।
আর, আমার মনে হয়, আপনি ৩-৪ প্লেটের বেশি খেতে পারবেন না। তবে, আমি যখন আপনার মতো ইয়াং ছিলাম, তখন ৫-৬ প্লেট কিছুই ছিলো না।
ভালো থাকুন নিরন্তর।
৩৫| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৬
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
জানা আপুর জন্মদিনে
ফুলেল শুভেচ্ছা !
৩৬| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২১
বিদ্রোহী ভৃগু বলেছেন:
বর্ণিল উপাখ্যানে সাদামাটা শুভেচ্ছা
আপনি পাঁচ প্লেট বিরিয়ানি সাবার করেছিলেন! ধাধার উত্তর কি হইছে
হা হা হা
৩৭| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৮
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: আপু, জন্মদিনের কেক না খাওয়ালে শুভেচ্ছা দিবো না... !!
৩৮| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:০৩
সাদা মনের মানুষ বলেছেন: জানা আপুর হাতের মজাদার বিরিয়ানী খেতে খেতে ওনার গান শুনতে চাই
শুভ জন্মদিন আমাদের এই সাহসী আপুকে। নানা মুখি চাপ সামলাতে না পেরে বিখ্যাত একজন ব্যক্তিকেও দেখেছি তার নাম করা ব্লগ গুটিয়ে নিয়েছেন। এখানেই আমাদের জানা আপু অনন্য। শুভ কামনা থাকবে সব সময়।
৩৯| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৪৮
ভুয়া মফিজ বলেছেন: জানা আপার জন্মদিনের শুভেচ্ছাসহ এই ডিজিটাল কেক। আশা করছি আপা এটা কেটে সকল ব্লগারদেরকে স্ব-হস্তে খাইয়ে দিবেন।
৪০| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৫৫
বিশিষ্ট বলদ বলেছেন: জন্মদিনের শুভেচ্ছাতো জানাবো। কিন্তু মঠারেটর যে পোস্ট দিয়েই উধাও। মন্তব্যের জবাবে মিনিমাম একটা খ্যাংক্যুওতো জ্ঞাপন করছে না। ইহা কেমন হইলো? দুচারটা নালিশও জমা ছিলো। উহা কি শোনার কেহই নাই?
৪১| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৫৮
আহমেদ জী এস বলেছেন: কাল্পনিক_ভালোবাসা ,
জানাকে জেনেছি আমি এমন করে ২০১১ সালের এপ্রিলে তার ২৮ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ২:১৪ টায় পোস্ট করা "সবুজ টিয়া আর জাফরানী রোদ" লেখাটিতে মন্তব্য করতে যেয়ে । সেটাই তুলে ধরছি ------
৪০. ১৭ ই এপ্রিল, ২০১১ রাত ১১:২৩ ০
আহমেদ জী এস বলেছেন: দেড় বছর পরে আপনার এই পোষ্টে মন্তব্য দেখে (যদিও দেখার সম্ভাবনা খুবই কম ) অবাক হবেন । আমি এখানে এই এসেছি মাত্র । আর প্রথম দিকেই আপনার একটি লেখাকে প্রিয়তে নিয়েছি । তা হলে বুঝতেই পারছেন আপনার লেখার প্রেক্ষাপট এবং আপনার মানসিকতাকে দারুন পছন্দ আমার ।
আজ হঠাৎ কি মনে হতে আপনার ব্লগে ঢুঁ মারলুম আর পেয়ে গেলুম এইটি । অন্যান্য পোষ্টেও কাব্যিক এক ছোঁয়া আছে । সব মিলিয়ে আপনার তুলনা আপনিই ।
মন্তব্য করার কারন – একজন, যিনি পৃথিবীকে-জীবনকে সুন্দর দেখেন তাকে সব লৌকিক আচারের সীমানা ডিঙ্গিয়ে তাকে “ধন্যবাদ” না জানালে খুউউউউউউউ..ব অন্যায় করা হবে ।
ঝিমিয়ে থাকবেন না । দেড় বছরে হয়তো সংসারের কাজের পরিধি বেড়েছে অনেক, এটা বুঝতে পারি ।
তারপরেও বলি আপনার সুন্দর অনুভূতিগুলোকে মরে যেতে দেবেন না । আমাদের জীবনটা খুব স্বল্প সময়ের, তাইনা ? একে অনুভব করুন নিজের মতো করে ।
ভালো থাকবেন ।
১৯ শে এপ্রিল, ২০১১ দুপুর ২:১৬ ০
লেখক বলেছেন:
অনেক ধন্যবাদ এমন সুন্দর করে গোছানো এবং আন্তরিক মন্তব্যের জন্যে। আমার এই সহজ করে কথা বলা আপনার ভাল লেগেছে জেনে ভাল লাগছে। যা কিছু সহজ এবং সাধারণ তাই আমার পছন্দ। ব্যস্ততা বাড়লেও আনন্দেই থাকি সারাক্ষণ। স্বল্প সময়ের জীবন জেনে এবং মেনেইতো সব অনুভূতিগুলো সবুজ করে রাখি সবসময়।
ভাল থাকবেন, আনন্দে থাকবেন আপনিও।
৪১. ১৯ শে এপ্রিল, ২০১১ বিকাল ৪:০৯ ০
আহমেদ জী এস বলেছেন: জানা,
অবাক হয়েছি আপনার উত্তরটি দেখে, যার আশা করিনি । কয়েকটি লাইনে সব কথা বলে ফেলেছেন । এরকমটিই হওয়া চাই প্রতিটি নারীর । কারন তাঁরাই আমাদেরকে এক হৃদয়সম্পন্ন জাতি উপহার দিতে পারেন যদি এই নরোম আর সবুজ অনুভুতি তাঁর থাকে অন্তরে ।
যদিও এখানে ব্যক্তিগত প্রশ্নের সুযোগ নেই তবুও একটা খটকা থেকে একটি প্রশ্ন করতে অনুমতি দেবেনে তো ?
লেকের ঢেউয়ে জাফরানী রং এর কথা লিখেছেন, আবার কিন্নরী কাক এর কথা বললো, অন্যত্র আপনি রাগাশ্রয়ী গানও শুনছেন দেখতে পেলুম । মেলাতে পারছিনে । ন.. ন.. না সন্দেহ করছিনে । কোথায় জায়গাটা ?
ধন্যবাদ প্রতি উত্তরের জন্যে । জীবন আনন্দময় হোক আপনার এবং আপনার প্রিয় মানুষগুনোর ।
১৯ শে এপ্রিল, ২০১১ বিকাল ৫:৫৬ ০
লেখক বলেছেন:
আমার বসবাস ঢাকায়, গুলশানে। ঢাকায় যত কাকের বাস এমনটা আর কোথায় বলুন? তবুও ঝাঁকে ঝঁাকে টিয়ার দল মালার মত উড়ে যায় আমাদের ঝুল বারান্দা ঘেঁসে, লেকের ওপর দিয়ে। বরষায় কদম ফোটে।
ছোট্টবেলা থেকেই পড়ন্ত বিকেলের রোদের রঙটায় আমার খুব আকর্ষন। ঠিক যেন ছোটবেলায় মায়ের হাতের রান্না পোলাও এ মেশানো খানিকটা সোনালী হলুদ রঙের সত্যিকারের সুগন্ধি জাফরান। এখন জাফরান থাকলেও 'সত্যিকার'টা উধাও হওয়ায় মা আর ওদিকটায় যাননা 'মিথ্যের' ভয়ে।
সঙ্গীতের সাথে সখ্যতা আমার শৈশব থেকে বলা যায়। বাণী এবং রাগ দুই'ই আমায় টানে। পৃথিবীর নানান দেশ, ভাষা, সভ্যতা ও কৃষ্টি ছুঁয়ে ছুঁয়ে বড় হয়েছি। তবুও সবটাতেই পূর্ণ সম্মান রেখেই আমার বাংলা ভাষা, আমার সবুজ, আমার সুর, আমার মাটি-জল আমার সবচে' প্রিয়।
মঙ্গলময় হোক আপনার সকল সময়।
**********************************************************************************************************
উপরের উদ্বৃত অংশটুকু শ্রীমতি জানা কে বোঝার জন্যে তুলে ধরেছি যেমনটা আপনিও তুলে ধরেছেন আপনার এই লেখাতে । আমি এটুকু যোগ করলুম শুধু ।
জানাকে সকলের কাছে জানিয়ে দিতে তাই স্মৃতি ঘেটে তুলে এনেছি তাঁর জন্মদিনের নৈবেদ্য হিসেবে ।
শতায়ু হোক সকলের প্রিয় জানা ।
৪২| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:২৩
খায়রুল আহসান বলেছেন: সৈয়দা গুলশান ফেরদৌস জানা কে তার জন্মদিন উপলক্ষে হার্দিক শুভেচ্ছা জানাচ্ছি। ওনার দৃঢ় মনোবল আর কর্মযজ্ঞের কারণে এই ব্লগটি ইতোমধ্যে ইতিহাস তৈরী করেছে। আশা করছি, এর ঔজ্জ্বল্য উত্তরোত্তর বর্ধিষ্ণু হবে।
দ্বিতীয় অনুচ্ছেদে তখনকার ব্লগের যে "অদ্ভুত মোহময় পরিবেশ" এর একটা ছোট্ট বর্ণনা দিলেন, সেটুকু পড়েই মোহিত হ'লাম।
পোস্টে ভাল লাগা + +
৪৩| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৩০
খায়রুল আহসান বলেছেন: শ্রীমতি জানা কে বোঝার জন্যে ব্লগার আহমেদ জী এস মন্তব্য প্রতিমন্তব্যের যে অংশটুকু এখানে তুলে ধরেছেন, তার জন্য তাকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। তাঁর উদ্দেশ্য সফল হয়েছে। জানাকে আমরা যেন আরও অনেকটা জানতে পারলুম।
৪৪| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৫৫
পদ্মপুকুর বলেছেন: মডারেশন প্যানেলে থাকার গুরুদায়িত্ব পালনের ফলে লেখা কম পেলেও আপনার লেখার আবেদন কমেনি, মরচেও ধরেনি বুঝতে পারছি। দ্বিতীয় প্যারা পড়তে পড়তে মনে হলো যেন সেই ২০০৬ এর মাঝামাঝি চলে গেলাম।
জানা আপু,
আজকের এই লক্ষাধিক সদস্যর ব্লগ পরিবারে অদেখা সবার মধ্যে যে আত্মীয়তার বন্ধন, যে ভালোবাসা, তা সৃষ্টির পেছনে আপনার অবদান অপরিসীম। আপনার জন্মদিনে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আমাদের পরিবারের পক্ষ থেকে জন্মদিনের শুভেচ্ছা।
৪৫| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:২১
শিখা রহমান বলেছেন: জন্মদিনে অনেক শুভকামনা। ভালোবাসা আর আনন্দ ঘিরে রাখুক আপনাকে আজীবন।
৪৬| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৫২
তানভীর তুর্য্য বলেছেন: শুভ জন্মদিন জানা আপু। অনেক অনেক শুভেচ্ছা ও শুভ কামনা রইলো।
৪৭| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৫৪
শান্তির দেবদূত বলেছেন: জানা আপুর সাথে খুব সম্ভবত ২০১০/১১ এর দিকে বই মেলায় দেখা হয়েছিল। তাঁর মার্জিত ও ব্যক্তিত্বসম্পন্ন কথা ও আচরন মুগ্ধকর।
অনেক শুভেচ্ছা রইল আপুর জন্যে।
৪৮| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৫:২১
ফেরদৌসা রুহী বলেছেন: জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা আপু।
৪৯| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:০৬
সোহানী বলেছেন: এতো চমৎকার লিখা, মন্তব্য, কবিতার বা আর্টের ভীড়ে আমার এ অলেখক শুভেচ্ছা লিখতে কিঞ্চিত লজ্জাই পাচ্ছি। তারপরেও শুভ জন্মদিন একজন উদ্যোক্তা, একজন লেখিকা সর্বোপরি একজন সংগ্রামী নারীকে। নিজে যেহেতু জীবনভর নারী অধিকার নিয়ে লড়েছি তাই জানি কতটা কঠিন এ সংগ্রাম একজন নারীর জন্য। .............. শুধু এটুকুই স্যালুট আপনাকে।
থ্যাংস্ কাভা ভাই দিনটি স্মরণের জন্য।
৫০| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:১০
আরজু নাসরিন পনি বলেছেন: জানার জন্যে ভালোবাসা রইলো।
৫১| ২১ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৩:৩৫
মেহেদী হাসান হাসিব বলেছেন: যদিওবা সময় মত মন্তব্য করতে পারিনি। তবুও দেখা মাত্র জানা আপুকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি।
৫২| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪২
ফারিহা হোসেন প্রভা বলেছেন: জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা।
৫৩| ০৯ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:০৫
উদাসী স্বপ্ন বলেছেন: তার চেহারার তো কোনো পরিবর্তন দেখি না। আগের মতোই সেম টু সেম
৫৪| ১১ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:০২
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: জানা আমার এলাকার মেয়ে অথচ তার সংগে একবারও দেখা করতে পারলাম না।
৫৫| ১১ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:১০
আর্কিওপটেরিক্স বলেছেন: Thanks Jadid bhai
৫৬| ১৮ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:৫২
দৃষ্টিসীমানা বলেছেন: শুভ জন্মদিন গুণী জানা ম্যাম , আমাদের ভাল সময় কাটানোর একটা ক্লাব করে দিয়েছেন , অনেক শুভ কামনা আপনার জন্য ।
৫৭| ২৫ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১:২২
জানা বলেছেন: পুরো চল্লিশটা দিন বহু কসরত করে অবশেষে আমি জাদিদের এই পোস্টে আসতে পারলাম । কি লজ্জার, কি অস্বস্তির কথা ! সবার মনে হতে পারে আমি জাদিদ সহ এত এত মানুষের ভালবাসা এড়িয়ে গিয়ে সেই যে ১৬ই সেপ্টেম্বর বিশাল এক কেক আর কফির মগ নিয়ে বসেছি, সে আর শেষ হচ্ছেনা । এদিকে আমি জাদিদের এই ব্লগটিতে বেশ কিছুদিন থেকেই ঢুকতে পারছিলাম না । প্রথমে ভেবেছিলাম, আমার ব্লগীয় আচরণ পছন্দ না হওয়ায় 'মডারেটর' সাহেব আমাকে ব্লক করে দিয়েছেন । কিন্তু না, তা কি করে হয়! ব্লক করে দিয়ে আবার আমার জন্যেই এত ভালবাসা মাখা পোস্ট! এমন রাজনীতিময় দুর্নীতি জাদিদের করতে পারার কথা নয় । আসলে সে এক 'অদ্ভুতুড়ে' কারণ । কি যে এক বিচিত্র ধরণের টেকনিক্যাল সমস্যায় পড়েছিলাম সেই কথায় পরে আসছি। আগে প্রিয় মানুষগুলোর এত এত ভালবাসার 'প্রতিভালবাসা'র অনুভূতিটুকু প্রকাশ করে নিই ।
প্রিয় জাদিদ, অশেষ ভালবাসা তোমার এমন সুন্দর পোস্টটির জন্যে। মানুষ প্রিয়জনদের গুনাগুন সম্পর্কে বলার সময় যে চোখ-কান বন্ধ করে ফেলে তোমার এই পোস্ট সেই কথাই বলে দেয়। তবুও 'ভালবাসা'টুকু উপেক্ষা করি কি করে! ভাগ্যিস চল্লিশ দিন পরে হলেও তোমার পোস্টের দুয়ার আমার জন্যে আজ খুলেছে, নয়তো এত এত শুভেচ্ছা তোমার ব্লগ বাক্সেই র'য়ে যেত।
আমার এবারের জন্মদিনটি কেটেছে দেশের বাইরে, কেবল মাত্র পরিবারের সাথে, পাহাড়ে, বনে-জঙ্গলে আর নানান গাছ-গাছালি সম্বলিত বিস্তির্ণ উদ্ভিদ বাগানে। আমার মেয়ে কিন্নরি সারাদিনই ওর গিটার বয়ে বেড়িয়েছি আর গানেগানে আমাদের আনন্দে ভরিয়ে রেখেছে। রাতে সবাই মিলে অপূর্ব একটি ইন্সট্রুমেন্টাল ক্ল্যাসিক্যাল মিউজিক শো উপভোগ করেছি, ইউরোপের বিশিষ্ট কিছু শিল্পীদের পাশে বসে। আরিল অনেক কষ্ট করে এই বিভুঁইয়ে আমার পছন্দের বাংলা (প্রায় ) খাবারের আয়োজন করেছে। এত কিছুর পরেও সবচে' উত্তেজনার আর আনন্দের যে বিষয় ছিল, তা সামহোয়্যার ইন ব্লগের জন্যে নতুন 'এ্যাপ'টির সংযোজন। এটা ছিল আমার জন্মদিনের সবচে বড় এবং বিশেষ উপহার। আরিল এর টার্গেট ছিল যেকোনভাবেই হোক এই এ্যাপটির অন্তত প্রথামিক কাজটি শেষ করে আমার জন্মদিনে উপহার দেয়া আর সেটি সম্ভব হয়েছে সফলভাবেই। (যদিও দীর্ঘদিন ধরে আমাকে দিয়েই এই বিষয়ে অনেক কাজ করিয়ে নেয়া হয়েছে টেকনিক্যালি ) । আমি সত্যিই ভাগ্যবান মানুষ, সবার এত এত ভালবাসা পেয়ে। ক্বতজ্ঞতা অশেষ।
এই পোস্টে আসা যাবতীয় শুভেচ্ছা আর ভালবাসার জন্যে আলাদা আলাদা উত্তর নিয়ে অবশই আসছি হাতের কাজটি সেরে ।
২৫ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১:৪৪
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আমার ধারনা সামহোয়্যারইন ব্লগে আর্টিফিয়াল ইন্টিলিজেন্স আছে। সেই কারনে যার জন্মদিন, তাঁকে কেন্দ্র করে যে সকল পোষ্ট আসে, সেখানে তাঁকে ঢুকতে দেয় না। এর জলজ্যান্ত উদহারন আপনি আর ছাই হয়ে যাওয়া উদহারন হচ্ছে ব্লগার মামুন রশিদ। হা হা।
যাইহোক, প্রিয় জানা আপু, আপনাকে আন্তরিক ধন্যবাদ। জন্মদিন আসলে একটি ছোট বাহানা আপনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপনের। কারন আপনার সাথে থেকে অনেক কিছু শিখেছি, যা হয়ত অন্য কোথাও শেখা সম্ভব ছিলো না। এই শিক্ষা একেবারে ব্যক্তিগত আচরনবোধ থেকে শুরু করে দেশপ্রেম, দেশের প্রতি দায়িত্ববোধ ইত্যাদির সাথে সংযুক্ত। তাই আপনার সম্পর্কে যা বলেছি, তা সত্যিই নুন্যতম।
আরিল ভাই এবং কিন্নরীরে ধন্যবাদ, তারা এত চমৎকার আয়োজন করেছিলো। আপনার জন্মদিন উপলক্ষে আমাদের যে প্রাপ্তি, সেটা তো সত্যি স্বপ্নের মত।
আমি আসলে এই পোষ্টে কারোই জবাব দেই নি। কারন সবাই আপনাকে শুভেচ্ছা জানাচ্ছে, সেখানে আমি বাড়তি কি বলব। আবারও আপনাকে ধন্যবাদ জানা আপু। আপনার হাত ধরে যে সামহোয়্যারইন যাত্রা শুরু করেছে তা আজ আমাদের হাজারো মানুষের নিঃশ্বাস ফেলার এক প্রিয় জায়গা। আপনি নিজ দীর্ঘজীবি হোক, এই প্রার্থনাই করি।
©somewhere in net ltd.
১| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:২১
হাসান কালবৈশাখী বলেছেন:
শুভ জন্মদিন 'জানা আপু'