নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বহুদিন আগে কোন এক বারান্দায় শেষ বিকেলের আলোয় আলোকিত উড়ন্ত খোলা চুলের এক তীক্ষ্ণ হৃদয়হরনকারী দৃষ্টি সম্পন্ন তরুনীকে দেখে ভেবেছিলাম, আমি যাদুকর হব। মানুষ বশীকরণের যাদু শিখে, তাকে বশ করে নিশ্চিন্তে কাটিয়ে দিব সারাটি জীবন।

কাল্পনিক_ভালোবাসা

একদিন সব হাসির ময়নাতদন্ত হবে, ফরেনসিক রিপোর্টে লেখা থাকবে - সবই মিথ্যে।

কাল্পনিক_ভালোবাসা › বিস্তারিত পোস্টঃ

নির্বাচন উপলক্ষে লিখুন আপনার পছন্দের ইশতিহার এবং জিতে নিন উপহার।

২৩ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৬

প্রিয় ব্লগার,
শুভেচ্ছা নিন। আর অল্প কয়েকদিন পরেই অনুষ্ঠিত হতে যাচ্ছে একাদশ জাতীয় নির্বাচন। এই নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন শ্রেনী পেশার মানুষের মধ্যে দেখা যাচ্ছে নানা ধরনের প্রতিক্রিয়া। সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে দলগুলোর ইশতেহার নিয়ে, ভবিষ্যত কর্মকান্ড নিয়ে, জনগনের চাওয়া পাওয়া নিয়ে। ক্ষমতায় গেলে কে কি করবেন সে নিয়েও অনেকেই ভাবছেন। মত প্রকাশ এবং যৌক্তিক আলোচনার ক্ষেত্রে ব্লগাররা সমাজের গুরুত্বপূর্ন একটি অংশ। তাই ব্লগারদের কাছ থেকে এই বিষয়ে সার্বিক আলোচনা প্রত্যাশা করছি।


যিনি সবচেয়ে ভালো ইশতিহার লিখবেন, যার লেখায় জনগনের প্রকৃত চাওয়া পাওয়া ফুটে উঠবে তাঁর জন্য রয়েছে বিশেষ পুরুষ্কার। মনে রাখবেন, নুন্যতম ৫টি পয়েন্ট থেকে সর্বোচ্চ ২০টি পয়েন্টের মধ্যে আপনাকে আপনার ইশতিহার লিখতে হবে। এই পোষ্টে মন্তব্য আকারে কোন ইশতেহার গ্রহনযোগ্য হবে না। তবে পোষ্ট করে তার লিংক এই পোষ্টে মন্তব্যের ঘরে দিতে হবে। ইশতেহার প্রকাশ করার শেষ তারিখঃ ২৭ তারিখ।


আমি আমার ব্যক্তিগত কিছু চাওয়া এবং দাবি নিয়ে এই সংক্রান্ত প্রথম পোষ্ট দিচ্ছি।


নির্বাচন নিয়ে আমার ভাবনা এবং কিছু চাওয়াঃ

গ্রামে যখন দুই দলের মধ্যে খেলা হয়, শক্তিশালী দল যতই গোল করুক না কেন, দুর্বল দলটা সামান্য চেষ্টা করলেই মানুষ তাদেরকেই সাপোর্ট দেয়া শুরু করে। কারন আমাদের অঞ্চলের মানুষ অতি শক্তিশালী কোন অস্তিত্বকেই স্বেচ্ছায় মেনে নিতে চায় না। মানুষ পরিবর্তন চায়। এই পরিবর্তন ১০ বছর আগেও চেয়েছে আজকে দশ বছর পরেও চাচ্ছে এবং আগামী পাঁচ বছর পরেও পরিবর্তন চাইবে। এখানে অস্বাভাবিক কিছু নাই। এটাই বাংলাদেশের মানুষের আবেগ। এটাই বাংলাদেশের মানুষ সংস্কৃতি।


আমার ইশতেহারঃ


১। যে কোন ব্যক্তি সর্বোচ্চ দুইবারের বেশি সরকার প্রধান হতে পারবেন না
২। সকলের মতামতের ভিত্তিতে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস সংরক্ষন, সম্মানিত ব্যক্তিবর্গকে রাজনীতির উর্দ্ধে রাখা এবং মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সম্মান নিশ্চিত করা।
৩। আন্তর্জাতিক বাজারকে কেন্দ্র করে কর্মমূখী শিক্ষাকে প্রাধান্য দিয়ে নতুন শিক্ষা ব্যবস্থার প্রবর্তন করা।
৪। রাষ্ট্রের নির্বাহী অঙ্গসমূহ থেকে বিচার বিভাগ পৃথক করে তার অধীনে দুর্নীতি দমন কমিশন ও পুলিশ বিভাগকে দেয়া।
৫। কৃষকদের সহজ শর্তে প্রশিক্ষন, বিনা জামানতে ঋণ প্রদান এবং মধ্যস্বত্ত ভোগীদের দৌরাত্য বন্ধ করা।
৬। দেশের পর্যটন শিল্পকে উন্নত করার লক্ষ্যে জনগনকে সচেতন করা এবং পদক্ষেপ গ্রহন করা।
৭। গ্যাস, তেল এবং বিদ্যুৎ খাতে অপচয় রোধে প্রিপেইড সিস্টেমকে আরো দ্রুত কার্যকর করা।
৮। বিদেশী বিনিয়োগকারীদের জন্য ওয়ানস্টপ সার্ভিস চালু করা এবং আইন ও বিধিমালা সহজ করা।
৯। জলবায়ু পরিবর্তনের ব্যাপারে আন্তর্জাতিক সাহায্য নিশ্চিত করতে হবে।
১০। যোগাযোগের ক্ষেত্রে রেলপথকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হবে।

এই গুলো আমার চাওয়া, দাবি বা ইশতিহার! জলদি আপনারাও লিখে ফেলুন আপনাদের ইশতিহার!

মন্তব্য ৮৫ টি রেটিং +১৭/-০

মন্তব্য (৮৫) মন্তব্য লিখুন

১| ২৩ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:০৩

ব্লগার_প্রান্ত বলেছেন: ভাই, শিরোনামে সবাই, আমার ইশতেহার লিখলে পাঠকদের সুবিধা হবে
আর সেরা ইশতেহার লেখকদের একটা তালিকা করা উচিত ব্লগের পক্ষ থেকে

২৪ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:০৭

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আমার পোষ্টেই বোধ করি সব বিস্তারিত বলা রয়েছে।

২| ২৩ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:০৫

রাজীব নুর বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ এরকম একটা উদ্যোগ নেওয়ার জন্য।
আমি মনে মনে ব্লগারদের ইশতেহার নিয়ে চিন্তা ভাবনা কি বা তারা কি চায় জানতে ইচ্ছা করছিল। আপনি সেই পথ করে দিলেন।

দেখি এবার কি কি পাওয়া যায়?

২৪ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:০৮

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ আপনাকে। কিন্তু আপনি তো ব্লগ ডের অনুষ্ঠানে আসলেন না!

৩| ২৩ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:০৬

আরোগ্য বলেছেন: দারূণ পোস্ট।
আমিও ইশতিহার লিখবো।

২৪ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:০৮

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: লিখুন ইসতিহার!!

৪| ২৩ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:১০

চাঁদগাজী বলেছেন:



আপনার পয়েন্টগুলো ভালো লেগেছে!

২৪ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:০৮

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ প্রিয় চাঁদগাজী ভাই।

৫| ২৩ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৪৮

নজসু বলেছেন:



আমারও ইচ্ছে রইলো লেখার। :-B

২৪ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:০৯

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অপেক্ষায় রইলাম।

৬| ২৩ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৪৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আমি এত কিছু চাই এবং এত প্রত্যাশা আমার যা ২০/৫০ এ শেষ হবার নয়।
তবে মানুষের মৌলিক চাহিদাগুলোর প্রাপ্তি ঘটলে আমি খুশী।

২৪ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:১০

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: এত কিছু চাইলে তো হবে না। আপনাকে গুছিয়ে আপনার দাবিগুলো প্রকাশ করতে হবে।

৭| ২৩ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৫৩

ব্লগার_প্রান্ত বলেছেন: ভাই এই লোকটা আবার আসছে
আগের বার সেফ করছিলেন পরে কেলেংকারী করছিলো
https://www.somewhereinblog.net/blog/kabir1203
/:)

২৪ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৪

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: দেখা যাক! কি করেন তিনি!

৮| ২৩ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৫৯

অপু দ্যা গ্রেট বলেছেন:



উপহারের জন্য না । তবে মজার হতে হবে নাকি সুচিন্তিত হতে হবে ।

যাক দেশের জন্য কার্যকরী একটা দেয়া যায় নাকি দেখব ।

২৪ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:১০

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: সব সময় তো আর দুস্টামি করা যায় না। কিছু সিরিয়াস বিষয়ও থাকে।

৯| ২৩ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:০২

আর্কিওপটেরিক্স বলেছেন: ভেবে দেখবো :)

২৪ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:১১

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: দ্রুত ভেবে লিখে ফেলুন :)

১০| ২৩ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:০৭

আর্কিওপটেরিক্স বলেছেন: কাভা ভাই আমার পোস্ট পড়ে না :(( :(( :((
কমেন্ট ও করে না :(

২৪ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:১২

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: পড়ি ভাই। সব পোষ্টই আমি কম বেশি পড়ি :)

১১| ২৩ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:০৮

ঢাবিয়ান বলেছেন: অসংখ্য ধন্যবাদ সুন্দর এই উদ্যোগের জন্য ।আমি কোটা সংস্কার এবং নিরাপদ সড়ক চাই আন্দোলনে অংশ নিয়েছে এমন নবীন ব্লগারদের নির্বাচনী ইশতেহার পড়তে চাই। তরুনরাই আমাদের ভবিষ্যত।

২৪ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:১৩

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: তাহলে আর দেরী কেন! লিখে ফেলুন আপনার ইশতিহার!!

১২| ২৩ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:১৮

আবু তালেব শেখ বলেছেন: আপনার প্রথম দাবীটা কোনদিনই সম্ভব না যেহেতু দেশ পরিবারতন্ত্রের শেকলে আবদ্ধ

২৪ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:১৪

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: এটা তো আমার ইশতেহার। আমার দাবি। দাবি জানাতে দোষের কিছু নাই।

১৩| ২৩ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৫৫

রানার ব্লগ বলেছেন: ১ দেশের শিক্ষা ব্যাবস্থা একক কেন্দ্রের অধিনে হবে, সেকশান আলাদা হবে। আরবি বাংলা ও ইংলিশ আলাদা আলাদা সেকশানে ভাগ করা থাকবে, প্রতিটি সেকশানের আলাদা প্রধান থাকবেন যিনি বোর্ড প্রধানের কাছে দায়বদ্ধ থাকবেন।
২ দুর্নিতি দমন কমিশান ও পুলিশ বিভাগ কে সম্পুর্ন রুপে স্বাধীন করা হবে।
৩ যোগাযোগ ব্যাবস্থাকে সম্পুর্ন রুপে আধুনিকায়ন করা হবে, দেশের প্রতিটি বিভাগিয় পর্যায় সরকারি ট্রান্সপর্ট পর্যাপ্ত পরিমানে চালু করা হবে।
৪ খাদ্য চিকিৎসা ও বাসস্থানের নিশ্চয়তা নিশ্চিত করা হবে। বাৎসরিক ২ লক্ষ কম টাকা আয়ের লোকদের জন্য চিকিৎসা এবং
ঔষাধ সম্পুর্ন রুপে নিরখরচায় দেয়া হবে।
৫ সরকারি চাকুরি প্রাপ্তির বয়স সিমা ৩৫ নিশ্চিত করা হবে।
৬ প্রতিটি থানায় একটি সরকারি বীজ ও সার প্রদান কেন্দ্র থাকবে যারা প্রতিটি মৌসুমে কৃষক কে বিনা মুল্যে বীজ প্রদান করবে। প্রতিটি গ্রামে কৃষক এর সুমারির মাধ্যমে কৃষি জীবি নির্ধারন করা হবে, এক মাত্র তিনি এই বিনামুল্যের বীজ ও সার পাবেন। কৃষি জমি বিক্রি বন্ধ করা হবে, এক মাত্র সরকারি সুমারির মাধ্ম্যে নিশ্চিত করা কৃষকই কৃষি জমি কিনতে পারবে শুধু মাত্র কৃষি কাজের জন্য।
৭ প্রতিরক্ষা খাতে তিন বাহিনীকে আর বেশি সুরক্ষিত করা হবে।
৮ ব্যবসা বান্ধব পরিবেশ তৈরি করা হবে, বিদিশি বিনিয়োগ বাড়াতে সরকার যথাসাধ্য চেস্টা করবে। ভারত এর সাথে আমদানি রফতানি দূরত্ব কমিয়ে আনা হবে। দেশে নতুন নতুন সরকারি উদ্যগে শিল্প কারখানা সৃষ্টি করা হবে। চা, পাট, গার্মেন্টস, চামড়া, জুতা, মোবাইল ও অন্যান্য ইলক্ট্রনিক্স সামগ্রীর কারখানা স্থাপন ও অন্যান্য খাদ্য জাত শিল্প কে সহযোগিতা করা হবে ও আধুনিকায়নের মাধ্যমে এই সব শিল্পের মান বাড়ানো হবে।
৯ জীবিত সকল মুক্তিযোদ্ধাদের আজীবন ভাতা প্রদান করা হবে এবং দরিদ্র মুক্তিযোদ্ধাদের সকল কিছু ফ্রি দেয়া হবে। তাদের সপরিবারে পুনর্বাসন করা হবে। সকল মুক্তিযোদ্ধাদের কে সরকারি কার্ড দেয়া হবে যার মাধ্যমে তারা বিভিন্ন সেবা পেতে পারে।
১০ সকল থানা জেলায় সরকারি উদ্যগে মসজিদ মন্দির তৈরি করে দেয়া হবে। এবং সকল নাগরিকের ধর্ম সুরক্ষিত করতে সরকার প্রয়জনে কঠর অবস্থান অবলম্বন করবে।
১১ স্থানীয় সরকার ব্যবস্থায় আমুল পরিবর্তন আনা হবে। শিক্ষা কে উৎসাহিত করতে চেয়ারম্যান কে অবশ্যই ইন্টারমেডিয়েট পাস মেম্বার কে ম্যাট্রিক পাস হতে হবে জাতীয় পর্যায় মেম্বার অফ পার্লামেন্ট হতে হলে প্রার্থি কে অবশ্যই গ্র্যাজুয়েট হতে হবে। প্রধানমন্ত্রী সিলেকশান না ইলেকশানের মাধ্যমে নির্বাচিত হবে। মেম্বার অফ পার্লামেন্ট ইলেকশানের সাথে প্রধানমন্ত্রী ইলেকশান ও হবে প্রধানমন্ত্রী কে দেশের সকলের কাছে গ্রহনযগ্য হতে হবে। এতে পার্লামেন্টের সমতা বিধান হবে।

২৩ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৪৬

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আপনি তো আমার পোষ্ট পড়েন নি। পোষ্ট না পড়ে মন্তব্য করবেন না প্লীজ।

১৪| ২৩ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:২৮

সাইন বোর্ড বলেছেন: সবগুলোই গুরুত্বপূর্ণ পয়েন্ট, দ্বিমত করার কোন সুযোগ নেই ।

২৪ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:১৪

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ। আপনিও অংশ নিন।

১৫| ২৩ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৫৭

ফাহিমা জেরিন জেবা্ বলেছেন: আপনার ইশতেহার খুব ভাল লেগেছে

২৪ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:১৮

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ। আপনিও লিখে ফেলুন।

১৬| ২৪ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১:০২

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ব্লগারদের নির্বাচনী ইশতেহার
............................................................................
অত্যন্ত সময়োপযোগী প্রস্তাব, আমাদের ইচ্ছেগুলি
ফুল হয়ে ফুটুক আগামী দিনের পথচলায় ।
............................................................................
লিখতে বসে গেলাম , দেখি আমার মনের বাসনা কি ???

২৪ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:১০

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: প্লীজ। লিখে আমার এখানে লিংকটি শেয়ার করুন।

১৭| ২৪ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১:০৮

কাওসার চৌধুরী বলেছেন:



কাভা ভাই, চমৎকার একটি বিষয় উপস্থাপন করেছেন। এ বিষয়টি নিয়ে আরো কয়েকদিন আগে পোস্ট করলে ব্লগারদের মাঝে ব্যাপক সাড়া পড়তো। সামনে ইলেকশন, সময়ও কম। তারপরও দেখি একটি ইশতেহার দেওয়া যায় কিনা। আপনার ইশতেহারটি ভাল লেগেছে। সময়-সুযোগ হলে আগামী ২৭ তারিখে আমার নির্বাচনী ইশতেহারটি ব্লগে পোস্ট করবো।

শুভ রাত্রি।

২৪ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:১২

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অপেক্ষায় রইলাম!

১৮| ২৪ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১:২৮

জুনায়েদ বি রাহমান বলেছেন: খুব সুন্দর উদ্যোগ। দেরীতে হলেও বিষয়টি সামনে আনার জন্য ধন্যবাদ।
আপনার দাবী বা চাওয়াগুলো ভালো লেগেছে।

লিখার চেস্টা থাকবে।

২৪ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:১৩

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ আপনাকে। অপেক্ষায় রইলাম।

১৯| ২৪ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১:৪৬

নাহিদ০৯ বলেছেন: প্রতিযোগিতার জন্য ইশতেহার ইমেইল এ সংগ্রহ করা হউক। বাছাইকৃত ইশতেহার নিয়ে একটা পোষ্ট দেয়া যেতে পারে। মন্তব্য বা পোষ্ট কোনটাই করতে ইচ্ছে করছে না।

২৪ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:১৫

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আমরা চাচ্ছিলাম বিষয়টা সহজ হোক। সবাই ইসতেহার পড়ুক আলোচনা চলুক।

২০| ২৪ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৭:৪৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আমার ইশতেহার লেখা শেষ। তবে এতো ছোট আকারে লেখা কঠিন। আজ রাতে পোস্ট দেব।

২৪ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:১৭

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ। লিখে আমাকে লিংক দিবেন।

২১| ২৪ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:২৪

সত্যপথিক শাইয়্যান বলেছেন:
আমার ইশতিহারটি পোস্ট করেছি এখানে- Click This Link

অনেক অনেক ধন্যবাদ।

২২| ২৪ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:২০

আর্কিওপটেরিক্স বলেছেন: লাস্টটা পড়লেই বুঝবেন B-))

২৩| ২৪ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:০৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

বস, আমার ইশতেহারটি আপনার সমীপে জমা দিলাম।

আমার ইশতেহাল

২৪| ২৪ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:২২

গরল বলেছেন: ভোট ও নির্বাচণ নিয়ে একটা ভাবনার কথা লিখেছিলাম সেটাকেই ইশতেহারে দিতাম।

সংসদ ও জন প্রতিনিধীত্বের নতুন ধারণা

২৫| ২৪ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৯

সেলিম আনোয়ার বলেছেন: একজন মুক্তিযুদ্ধাকে রাজাকার বলার শাস্তি বিধান করতাম।

সব রাজাকারের বিচার বিধান করতাম।
সর্বক্ষেত্রে স্বচ্ছতা জবাব দিহীতা দূর্ণীতিমুক্ত বাংলাদেশ গড়ার ইশহেতার দিতাম।

২৪ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০১

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আর রাজাকারকে সরকারী সুবিধা দেয়ার ক্ষেত্রে কি হইতো??

২৬| ২৪ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৬

রাজীব নুর বলেছেন: ইশতেহার

২৭| ২৪ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৬

মোস্তফা সোহেল বলেছেন: আমাদের বড় রাজনীতি দল গুলো যদি এমন ইশতেহার দিত তবে কতই না ভাল হত।

২৮| ২৪ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১৩

সেলিম আনোয়ার বলেছেন: রাজাকারদের আর চাকুরীর বয়স নেই.....থাকলে চাকুরী খেয়ে দিতাম। তারা তো অপরাধী...
অপরাধের ধরণের উপর....হ্যাঙড টিল ডেথ....

২৯| ২৪ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২১

আরোগ্য বলেছেন: কাভা ভাই পোস্টটি প্রথম পাতায় সেট করে দিলে অন্যদের ইশতেহার পড়তে সুবিধা হত যেহেতু এখানে সকলের লিঙ্ক দেয়া থাকবে।

২৪ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫২

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ইশতেহার নিয়ে আলাদা পোষ্ট আসবে।

৩০| ২৪ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:০৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনার উৎসাহে আমার
আমজনতার নির্বাচনী ইসতেহার
সংযোজন করলাম

৩১| ২৪ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:০৮

ব্লগার_প্রান্ত বলেছেন: https://www.somewhereinblog.net/blog/abcd11/30265330/?time=1545660489206480b67b7250e6d70248d2889a9a7dac282d

৩২| ২৪ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:০৮

সাদা মনের মানুষ বলেছেন:

# নতুন ক্যামেরা চাই, সম্পূর্ণ মাগনা।
# ঘোরাফেরার জন্য টাকা চাই মানিব্যাগ ভরা


খুব ছোট ইশতেহার, কোন দল এটা মেনে নিবেন হাত তোলেন :)

৩৩| ২৪ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:২৬

আর্কিওপটেরিক্স বলেছেন: আর্কিওপটেরিক্সের ইশতেহার

৩৪| ২৪ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৩৫

আহমেদ জী এস বলেছেন: কাল্পনিক_ভালোবাসা,



আপনার ইশতেহারের সব ক'টা পয়েন্টেই ভালো।

তবে আমি একটি যোগ করতে চাই -

চীনের পরেই যেন "বাংচীন" হয়ে উঠতে পারে দেশ সেদিকে লক্ষ্য রেখে দেশের সব কালো টাকাকে সাদা করে দিয়ে , টাকার উৎস জানতে না চেয়ে, কোনও ট্যাক্স ধার্য্য না করে অবাধে সব ধরনের শিল্প ( সরকারকে শুধুমাত্র ২% ট্যাক্স প্রদান করলেই চলবে), ইনফ্রা ষ্ট্রাকচার (যেমন রাস্তা-ঘাট-ব্রীজ; যেখান থেকে কালোটাকার মালিকেরা প্রয়োজনে টোলও আদায় করতে পারবেন) স্থাপনের সুযোগ দেয়া হবে। যাতে দেশে কর্ম সংস্থান হয়।

৩৫| ২৫ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৭:৫২

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আমি একটা ইশতেহার তৈরী করেছি। যা একটা দলীয় ইশতেহার হিসেবে তৈরী করেছি। সেজন্য সংক্ষিপ্ত দলীয় পরিচয় উল্লেখ করেছি- আমার (বিডিপি) নির্বাচনী ইশতেহার
তবে ২৭ তারিখ পর্যন্ত ইশতেহার আপডেট করার ইচ্ছা আছে।

৩৬| ২৫ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৩৮

আরোগ্য বলেছেন: আমার ইশতেহার

৩৭| ২৫ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
সবাই খুব ভালো ইশতেহার প্রণয়ন করেছেন।

৩৮| ২৫ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১০

ফাহিমা জেরিন জেবা্ বলেছেন: আপনার কথামত অবশেষে ইশতেহার লিখেই ফেললামঃ- আমার ইশতেহার

৩৯| ২৫ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৫৪

কালীদাস বলেছেন: কেমন আছেন কাল্পনিক_ভালবাসা ? :)

একটু ঘাটানোর পর এই পোস্টে এসে বুঝলাম, ব্লগে এত ইশতেহার লেখা পোস্টের কারণ কি :D পলিটিকাল টপিকে লিখতে ইচ্ছা করে না ব্লগে, নাহলে হয়ত আমিও একটা লিখে ফেলতাম।

আপনার পয়েন্টগুলো অনেকটাই বাস্তবসম্মত। বিশেষত আপনার ৩ নাম্বার পয়েন্টটা; বেশিরভাগ ইশতেহারেই দেখলাম পারলে মায়ের পেট থেকে কবর পর্যন্ত শিক্ষা/উচ্চশিক্ষা বিনামুল্যে দিয়ে শতভাগ উচ্চশিক্ষিত জাতি বানিয়ে ছেড়ে দেয়। এটার কনসিক্যোয়েন্স কেউই ভাবছে না। এর বাইরে, দুর্ণীতির ব্যাপারে আরও রোবাস্ট কোন পয়েন্ট আনা যায় কি? ভেবে দেখতে পারেন!

ভাল থাকবেন :)

২৬ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:৫৫

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: প্রিয় কালীদাস ভাই, আপনাকে অনেক দিন পর দেখতে পেলাম। আশা করি ভালো আছেন।

আমি চাচ্ছিলাম, ব্লগাররা বিভিন্ন বিষয়ে লিখুক, আলোচনা করুক এবং মত প্রকাশ করুক। ইশতিহারকে যদিও আমাদের দেশের রাজনৈতিক দলগুলো ছেলে ভুলানো বুলিতে পরিনত করেছে, তথাপি আমরা চাই - ব্লগাররা রাজনৈতিক সচেতন হোন।

আপনাকে ধন্যবাদ। আমার ইশতেহারের সবচেয়ে গুরুত্বপূর্ন অংশ হচ্ছে ৩ নাম্বার পয়েন্টটা। উপযুক্ত শিক্ষার অভাবে আমরা পিছিয়ে আছি। অনেক অদ্ভুত এবং হাস্যকর রাজনৈতিক দল কিছু করে খাচ্ছে। আমি মনে করি, আমাদের ঢোলাইখালে যে পরিমান দক্ষ কারিগর আছে, তাদের যদি আরো কিছুটা শিক্ষা দেয়া যেত, তাহলে চায়নাকে আমরা পেছনে ফেলতে পারতাম।

অটঃ আপনার মেইলটি পেয়েছি। এই ব্যাপারে যথাযথ ব্যবস্থাও গ্রহন করা হয়েছে।

৪০| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:১১

সাহিদা সুলতানা শাহী বলেছেন: আমিও একটা ইশতেহার পোষ্ট করলামঃ- আমার (বিসিপি) ইশতেহার

৪১| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৩৫

খায়রুল আহসান বলেছেন: এই ব্লগে আমার ৪০০তম পোস্ট হিসেবে আজ পোস্ট করলামঃ আমার পছন্দের নির্বাচনী ইশতিহার
আপনার এ উদ্যোগটা বেশ ভাল হয়েছে। ব্লগাররা ব্রেইন স্টর্মিং এর সুযোগ পাচ্ছেন, এবং তা করছেনও। তাদের সাথে সাথে পাঠকেরাও। এজন্য ধন্যবাদ। :)

২৭ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৪০

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ভাইয়া। আপনি অংশ নিয়েছেন। এতে অন্য ব্লগাররাও উৎসাহ পাবে।

৪২| ২৭ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১২:৪১

সূচরিতা সেন বলেছেন: খুব ভালো উদ্ধেগ।

৪৩| ২৭ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৭:১০

কাওসার চৌধুরী বলেছেন:



আমার নির্বাচনী ইশতেহার।

৪৪| ২৭ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:০২

স্বপ্নীল ফিরোজ বলেছেন:
আমি কেবল ইশতেহার পড়ি। দেখি কার কি ভাবনা।

৪৫| ২৭ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:২৩

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: আমি সবসময় বিরোধীদল তাই আপনার ইশতেহার আমার পছন্দ হয়নি। আপনি যা বলেছে তার সবগুলোর বিরুদ্ধে আমরা কাজ করবো যখন ক্ষমতায় যাব। ধন্যবাদ।

৪৬| ২৭ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৩০

পক্ষবাদী বলেছেন: সুন্দর মনরোম ইসতেহার। বাস্তবায়ন হলে ভালো হত।

৪৭| ২৭ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৬

টুনটুনি০৪ বলেছেন: আমিও ইশতেহার পোষ্ট করলাম। আমি যেহেতু সেফ না সেহেতু আমার পোষ্ট জনগণের দেখার ব্যবস্থা আপনি করবেন। আমার (বিপিপি) ইশতেহার

৪৮| ২৮ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:২৪

টারজান০০০০৭ বলেছেন: আমিও কিন্তুক ইসসসসসসতেহার দিছি !! :D

৪৯| ২৮ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:০৭

জুন বলেছেন: হেই কাল্পনিক তুমি এর আগেও একবার পোষ্ট দিয়া বলছো এই ব্লগে ভালো লিখলে তাকে সন্মানী (উপহার) দেয়া হবে । পরে কি দেখলাম :((
এখন আবার ইশতেহার লিখে উপহার জিতে নিন বলছো /:)
আমি বাপু কবজীর ব্যথা নিয়ে এই ফাও ফাও খাটুনী করতে রাজী নই ;)
:-P =p~

০৯ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:১১

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: জুন আপু! নাহ এই বার সত্যি সত্যি।

৫০| ২৮ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:১১

খায়রুল আহসান বলেছেন: @টুনটুনি০৪, আপনি সেফ না হলেও আপনার ইশতিহারটি আমি দেখেছি এবং মন্তব্যও করেছি! :)

৫১| ২৮ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৩

কাওসার চৌধুরী বলেছেন:



জাদিদ ভাই, শুভেচ্ছা রইলো। নির্বাচনী ইশতেহারগুলো যাচাই করে নির্বাচিত ইশতেহারটি ব্লগে স্টিকি করে দিলে সবাই পড়তে পারবেন। এতে বিষয়টি নিয়ে আলোচনা হবে। লেখক ও পাঠকদের মধ্যে রাজনৈতিক সচেতনতা বাড়বে। ভোটের মাঠে যোগ্য প্রার্থী নির্বাচনে কাজে লাগবে। রাজনৈতিক দলগুলোর কোন বড় নেতা পোস্ট পড়লে হয়তো এগুলো নিয়ে ভাবতে পারেন। অন্তত ইলেকশনের দিন পর্যন্ত স্টিকি করলে ভাল হয়। (ধন্যবাদ)

৫২| ২৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১২:৩২

অর্ফিয়াসের বাঁশি বলেছেন: লিখেছি আগেই। কমেন্ট করতে দেরী হলোঃ
আমার ইশতেহার

০৯ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:১০

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: প্রথম পাতা জনিত সমস্যাটি আপনার সমাধান হয়েছে। অভিনন্দন।

৫৩| ২৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১:৩৬

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: লিংকটি শেয়ার করা হলো।

https://www.somewhereinblog.net/blog/swapnersankhachill/30265622

৫৪| ২৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১:৪৪

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আমার ইশতেহারঃ

৫৫| ২৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:২৯

রাকু হাসান বলেছেন:

সময় মতো দিতে পারি নি ,লিখেছিলাম কোনো মতো একটি লেখা । থাকুক এখানে সংকলন ।

৫৬| ০১ লা জানুয়ারি, ২০১৯ সকাল ৯:২৮

টারজান০০০০৭ বলেছেন: ফলাফল কি জানিতে চাই ! প্রাইজ কি তাহাও !!

০৯ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৫৮

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: এই বিষয়ে কাজ চলছে। দ্রুতই বিস্তারিত জানতে পারবেন।

৫৭| ০১ লা জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৫৪

ফাহিমা জেরিন জেবা্ বলেছেন: ইশতেহারের ফলাফল কবে ঘোষনা করবেন।

৫৮| ১৬ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:২৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

ফাহিমা জেরিন জেবা্ বলেছেন: ইশতেহারের ফলাফল কবে ঘোষনা করবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.