নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বহুদিন আগে কোন এক বারান্দায় শেষ বিকেলের আলোয় আলোকিত উড়ন্ত খোলা চুলের এক তীক্ষ্ণ হৃদয়হরনকারী দৃষ্টি সম্পন্ন তরুনীকে দেখে ভেবেছিলাম, আমি যাদুকর হব। মানুষ বশীকরণের যাদু শিখে, তাকে বশ করে নিশ্চিন্তে কাটিয়ে দিব সারাটি জীবন।

কাল্পনিক_ভালোবাসা

একদিন সব হাসির ময়নাতদন্ত হবে, ফরেনসিক রিপোর্টে লেখা থাকবে - সবই মিথ্যে।

কাল্পনিক_ভালোবাসা › বিস্তারিত পোস্টঃ

সবাইকে ঐতিহাসিক \'নতুন\' বাংলাদেশে স্বাগতম।

১২ ই আগস্ট, ২০২৪ দুপুর ২:০৮

প্রিয় ব্লগার,
আপনাদের সবাইকে ঐতিহাসিক 'নতুন' বাংলাদেশে স্বাগতম। গত কয়েক বছরে বাংলাদেশের সাধারণ মানুষজন যে দমবন্ধ পরিস্থিতির মধ্যে দিয়ে গেছে সামহোয়্যারইন ব্লগও তার ব্যতিক্রম নয়। সরকারের নানা ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে সমালোচনামুলক পোষ্ট মুছে দেয়ার জন্য আমরা বহুবার অনুরোধ পেয়েছিলাম। সুনির্দিষ্ট ইমেইল ডোমেইন অথবা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের চিঠি ছাড়া কোন পোস্টের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সুযোগ নেই জানানোর পর সরকারী বিভিন্ন সংস্থার কাছ থেকে আমরা পেয়েছিলাম প্রচ্ছন্ন হুমকি। এই মনস্তাত্ত্বিক চাপ সামলিয়ে ব্লগ পরিচালনা করা ছিলো ভীষণ চ্যালেঞ্জের ব্যাপার। পরবর্তীতে, আমাদেরকে বিভিন্ন সময়ে উদ্দেশ্য প্রনোদিতভাবে বিতর্কিত করার নানা চেষ্টা গ্রহণ করা হয়েছে এবং সর্বশেষ পন্থা হিসাবে সামহোয়্যারইন ব্লগকে একটি পর্নোগ্রাফিক সাইট হিসাবে ঘোষণা দিয়ে তা বন্ধ করে দেয়া হয়।

আপনারা জানেন, একটি ব্লগ পরিচালনা করার জন্য বেশ অর্থের প্রয়োজন হয়। সেটা ব্লগের ব্যাপ্তি, তথ্যে আদান প্রদানের আকার সহ ইত্যাদি বিষয়ের উপর নির্ভর করে। আমাদের দেশীয় অনেক ব্লগের পক্ষে নুন্যতম পরিচালনা ব্যয়টকু জোগাড় করা সম্ভব হয়ে উঠছিলো না বিধায় অনেক বিষয় ভিত্তিক ব্লগ বন্ধ হয়ে গেছে। আবার অনেক বড় কর্পোরেট ফান্ড থাকা স্বত্বতেও স্বাধীন মত প্রকাশের জটিলতা এড়াতে কটি জনপ্রিয় ব্লগ বন্ধ করে দেয়া হয়েছে। সামহোয়্যারইন ব্লগকেও বন্ধ করে দেয়ার পরবর্তী সময়ে আমরা সকল বিজ্ঞাপন হারাই এবং আর্থিক সমস্যার কারণে আমাদের ব্লগকে আমরা প্রয়োজনীয় সংশোধন, সংযোজন ও আপডেট করতে পারি নি। আমাদের ব্লগাররা অসম্ভব ধৈর্য্য ধরে আমাদের সাপোর্ট দিয়েছেন, ব্লগিং করে চলেছেন শুধু তাই নয় – এরা সবাই এই ব্লগটিকে অন্তরে ধারণ করেছেন। আপনাদেরকে আমরা জানাই আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা।

তারুণ্যের শক্তিতে যে নতুন বাংলাদেশ গড়ে উঠছে, সেখানে আমাদের প্রত্যাশা থাকবে, কোন রাজনৈতিক দল যেন ফ্যাসিস্ট হবার সুযোগ না পায়। স্বাধীনতা বিরোধী নতুন ও পুরানো সকল শক্তির বিরুদ্ধে আমাদের অবস্থান একই থাকবে। সামহোয়্যারইন ব্লগ মানুষের কথা বলার একটি স্বাধীন মঞ্চ হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিলো, আমরা সেই ধারা অব্যাহত রাখতে চাই। বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে অবস্থান গ্রহণকারী এবং মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে গিয়ে যারা স্বৈরাচারী রাষ্ট্রব্যবস্থা ও অন্যায় গুম, খুনকে সমর্থন করেছেন তাদের সবাইকে আমরা একই দৃষ্টিতে দেখি। তবে কেউ যদি নিজেদের ভুল ত্রুটি স্বীকার করে, নিজেদের সংশোধন করতে সকলের মতামত চান, আলোচনা করেন, সেখানে আমাদের সমর্থন থাকবে।

বর্তমান সময়ে আমরা নানা কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমের উপর নির্ভর করি, নিত্য নতুন ফিচার, আধুনিক সুযোগ সুবিধা এবং সর্বপরি সকলের কাছে সহজে পৌঁছানোর মাধ্যম হিসাবে এই নির্ভরশীলতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তাই আমরাও সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের পদচারণ কিছুটা বৃদ্ধি করতে চাই। দীর্ঘদিন ধরে আমাদের ফেসবুক পেইজটিও ইন অ্যাক্টিভ হয়ে আছে। আমরা আমাদের ব্লগের কারিগরি উন্নয়নের স্বার্থে কিছু বিকল্প পরিকল্পনা করছি, যা আপনাদের সামনে আমরা প্রয়োজনীয় আলোচনা এবং অনুমোদন সাপেক্ষে তুলে ধরব। এই মুহূর্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের অবস্থানকে আরো একটু বিস্তৃত করতে চাই। আমরা দায়িত্বশীল এবং যৌক্তিক আলোচনায় অংশ নিতে পারেন এমন ব্লগারদের একটি প্যানেল করতে চাই। এর পাশাপাশি, যারা পাবলিক ভিডিওতে আলোচনায় অংশ নিতে চান, তারা অনুগ্রহ করে এই পোস্টে কমেন্ট করে জানান এবং সামহোয়্যারইন ব্লগের আনুষ্ঠানিক ফেসবুক গ্রুপ এ যুক্ত হোন।

আমরা চাই ব্লগাররা এই নতুন বাংলাদেশ সম্পর্কে তাদের প্রত্যাশা সম্পর্কে লিখবেন, এই নতুন বাংলাদেশে সমাজের সচেতন অংশ হিসাবে আপনারা কি ভূমিকা পালন করতে চান সেই সম্পর্কেও জানাবেন। গত কয়েক বছরে আপনারা কেমন বাংলাদেশ দেখেছেন, যদি আপনাদের কোন তিক্ত অভিজ্ঞতা থাকে, নির্যাতনের স্বীকার হয়ে থাকেন সেটাও লিখবেন। আমরা ব্লগারদের এই মতামত ও অভিজ্ঞতাকে প্রকাশনার মাধ্যমে সংরক্ষণ করব। পোস্ট প্রকাশ করার পর অনুগ্রহ করে এই পোস্টে তা যুক্ত করবেন। যারা পোস্ট প্রকাশ করবেন, তারা অনুগ্রহ করে এই পোস্টের কমেন্ট বক্সে তাদের পোস্টের লিংকটা সংযুক্ত করবেন।


সবাই ধন্যবাদ। শুভ ব্লগিং।

মন্তব্য ২৮ টি রেটিং +১৫/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ১২ ই আগস্ট, ২০২৪ দুপুর ২:২৬

ডার্ক ম্যান বলেছেন: দীর্ঘদিন ধরে আমাদের ফেসবুক পেইজটিও ইন অ্যাক্টিভ হয়ে আছে। আমরা আমাদের ব্লগের কারিগরি উন্নয়নের স্বার্থে কিছু বিকল্প পরিকল্পনা করছি, যা আপনাদের সামনে আমরা প্রয়োজনীয় আলোচনা এবং অনুমোদন সাপেক্ষে তুলে ধরব। এই মুহূর্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের অবস্থানকে আরো একটু বিস্তৃত করতে চাই। আমরা দায়িত্বশীল এবং যৌক্তিক আলোচনায় অংশ নিতে পারেন এমন ব্লগারদের একটি প্যানেল করতে চাই..।।।

ব্লগারদের প্যানেলে অন্তর্ভুক্ত হবার ক্রাইটেরিয়া কি???

১২ ই আগস্ট, ২০২৪ দুপুর ২:৫৬

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: যাদের যৌক্তিক আলোচনা করার সার্মথ্য আছে।

২| ১২ ই আগস্ট, ২০২৪ দুপুর ২:৩৫

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: বাহ চমৎকার উদ্যোগ।

৩| ১২ ই আগস্ট, ২০২৪ দুপুর ২:৩৬

সৈয়দ মশিউর রহমান বলেছেন: এই উদ্যোগ ব্লগপেজ ও ফেবুপেজকে আরো সমৃদ্ধ করবে বলেই আমার ধারণা।

৪| ১২ ই আগস্ট, ২০২৪ দুপুর ২:৩৯

ডার্ক ম্যান বলেছেন: বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে অবস্থান গ্রহণকারী এবং মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে গিয়ে যারা স্বৈরাচারী রাষ্ট্রব্যবস্থা ও অন্যায় গুম, খুনকে সমর্থন করেছেন তাদের সবাইকে আমরা একই দৃষ্টিতে দেখি।

স্বাধীনতা বিরোধীদের সাথে অন্যদের একই পাল্লায় মাপা কোনভাবেই গ্রহণযোগ্য নয়।
মুক্তিযুদ্ধের চেতনার কথা বাদ দিলাম। আমরা ব্যক্তিগতভাবে কতটা সৎ??
ব্যক্তি থেকে শুরু করে রাষ্ট্রের প্রতিটি স্তরে আমরা ভীষণভাবে অন্যায়কারী।

তথাকথিত নতুন বাংলাদেশে যেসব নষ্টামি হয়েছে, যারা মানুষের বাড়িঘরে লুটপাট চালিয়েছে, আগুন দিয়ে মানুষ হত্যা করেছে, পুলিশকে খুন করেছে। সেই ব্যাপারে নিশ্চয়ই কিছু বলা উচিত ছিল।

১২ ই আগস্ট, ২০২৪ দুপুর ২:৫৮

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আমরা আমাদের ব্লগের প্রেক্ষাপটে বলেছি। সব বিষয়ে অ্যাড্রেস করা আমাদের উচিত নয়। আমরা আমাদের নিজস্ব দায়িত্বটুকু পালন করতে চাই। ব্লগে সকলের মত প্রকাশকে আমরা কিভাবে নিশ্চিত করব, সেই বিষয়ে বলেছি।

৫| ১২ ই আগস্ট, ২০২৪ দুপুর ২:৫২

দি এমপেরর বলেছেন: উদ্যোগকে স্বাগত জানাই। অবশ্যই লেখার চেষ্টা থাকবে।

৬| ১২ ই আগস্ট, ২০২৪ বিকাল ৩:৪০

মোহাম্মদ গোফরান বলেছেন: বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে অবস্থান গ্রহণকারী এবং মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে গিয়ে যারা স্বৈরাচারী রাষ্ট্রব্যবস্থা ও অন্যায় গুম, খুনকে সমর্থন করেছেন তাদের সবাইকে আমরা একই দৃষ্টিতে দেখি।


যারা আওয়ামী লীগ করত করছে এবং ভবিষ্যৎ এও করবে কিন্তু ফ্যাসিবাদ বিরোধী, নিজে ফ্যাসিবাদ সমর্থন করেনা, জাস্ট মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি বলে আওয়ামী লীগ তাদের ব্যাপারে বক্তব্যটা পরিষ্কার নয়। যেমন জামাত নিজস্ব পরিচয়ে ব্লগে লিখতে পারেনা ঠিক একই রুল কি আওয়ামী লীগ এর ক্ষেত্রেও?

৭| ১২ ই আগস্ট, ২০২৪ বিকাল ৩:৪৫

গোবিন্দলগোবেচারা বলেছেন: এই ব্লগ রাজাকারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে বলে শুনি। একাত্তরের রাজাকারদের দেখিনি তবে ২০২৪ এর রাজাকাররা ব্লগে নিয়মিত উল্টাপাল্টা পোস্ট দিয়ে যাচ্ছে। আশা করব ব্লগ কর্তৃপক্ষ ২০২৪ এর রাজাকারদের বিরুদ্ধেও ব্যবস্থা নেবে।

৮| ১২ ই আগস্ট, ২০২৪ বিকাল ৩:৪৬

গোবিন্দলগোবেচারা বলেছেন: 'অর্ক' নামের একজন ব্লগার কিছুদিন আগে সেই সময়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে তীব্র অশালীন ভাষা ব্যবহার করে একটি পোস্ট দিয়েছিলেন। পোষ্টের মূল বক্তব্য শেখ হাসিনা নিজের সাম্প্রদায়িক এবং হিন্দু বিদ্বেষী।
পোস্ট দেওয়ার কিছুক্ষণ পরে ওই ব্লগার পোস্টটি মুছে দেন বা ড্রাফটে নিয়ে নেন।
শেখ হাসিনার সরকারের পতনের সময় একই ব্লগার আরেকটি পোস্ট দিয়ে বলেন শেখ হাসিনার সরকার কত ভালো ছিল এবং জামাত পন্থীরা এবং সাম্প্রদায়িক মানসিকতার লোকেরা শেখ হাসিনার সরকারের পতনের আন্দোলন করছে।
এই পল্টিবাজ ধান্দাবাজ সম্প্রদায়িক ব্লগারের মুখোশ উম্মোচন করে ব্যবস্থা নেওয়ার অনুরোধ করছি।

৯| ১২ ই আগস্ট, ২০২৪ বিকাল ৩:৫০

শাহ আজিজ বলেছেন: আরও বেড়ে উঠুক সামু ব্লগ । এই কদিন ব্লগারদের হাজিরা ছিল দেখার মত । মাথার উপর থেকে অপছায়া সরে গেছে , আমরা মুক্ত এখন ।

১০| ১২ ই আগস্ট, ২০২৪ বিকাল ৪:২০

আহমেদ রুহুল আমিন বলেছেন: সুন্দর সাবলিল একটি উদ্যোগ .....। যে কোন বৈষম্য ও অন্যায়- অবিচারের বিরুদ্ধে নিরন্তর সংগ্রাম ‘সামু ব্লগের’ থাকবে যা বিগত সময়ে ব্লগারদের লেখায় প্রকাশ পেয়েছে । অনেকবার প্রমাণ হয়েছে ‘সামু ব্লগ’ কখনো মাথা নোয়াবার নয় । নুতন প্রজন্মের দেশ ভাবনা তথা তাদের নুতন বাংলাদেশ সম্পর্কে যে প্রত্যাশা আশা করি তা অনেকটা দ্বিক নির্দেশক হিসাবে সম্মানীত বোদ্ধা ব্লগারগণ নিজেদের ইতিবাচক অবস্থান জানান দেবেন । সবার জন্য রইল শুভকামনা ।

১১| ১২ ই আগস্ট, ২০২৪ বিকাল ৪:২৫

গোবিন্দলগোবেচারা বলেছেন: ক্লাসি ব্লগার গোফরান সাহেবের আইডি সম্ভবত হ্যাক হয়েছে। জামাত শিবির ছাগু কাঠ মোল্লা লোকেরা ঐ আইডি থেকে বস্তি মার্কা পোস্ট/ কমেন্ট দিচ্ছে। যেহেতু গোফরান সাহেবের সঙ্গে আপনার ব্যক্তিগত পর্যায়ের যোগাযোগ আছে, ওনার আইডি টি উদ্ধার করে ওনাকে ফেরত দেওয়ার জন্য অনুরোধ করছি।

১২| ১২ ই আগস্ট, ২০২৪ বিকাল ৪:৫৩

সোনাগাজী বলেছেন:



বাংলাদেশের সামনে "নতুন" শব্দটা যোগ করেছেন; এখন থেকে দেশের নাম হবে "নতুন বাংলাদেশ"?

১৩| ১২ ই আগস্ট, ২০২৪ বিকাল ৪:৫৭

সামরিন হক বলেছেন: আপনাকেও স্বাগতম নতুন বাংলাদেশে।

১৪| ১২ ই আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৬:৪৫

নূর আলম হিরণ বলেছেন: ব্লগ কর্তৃপক্ষও কি মনে করে দেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে?

১৫| ১২ ই আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৭:৫২

পদাতিক চৌধুরি বলেছেন: চমৎকার উদ্যোগ।++আমরা পজিটিভের স্বপ্নে বিভোর ...

১৬| ১২ ই আগস্ট, ২০২৪ রাত ৮:০০

কামাল১৮ বলেছেন: এখন থেকে আমরা সবাই মুক্ত।আর ব্লগ বন্ধ হবার ভয় নাই।

১৭| ১২ ই আগস্ট, ২০২৪ রাত ৯:১০

ঊণকৌটী বলেছেন: নূতন সাম সামু ব্লগ

১৩ ই আগস্ট, ২০২৪ রাত ১:২১

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আমি ভীষন দুঃখিত, আপনার ব্লগটি এত দিনেও সেফ হয় নি। আপনার সমস্যাটির সমাধান করা হয়েছে।

আরেকটি বিষয়, আপনাকে ধন্যবাদ ভারতবর্ষ থেকে এই ব্লগে যুক্ত হবার জন্য। ভারতবাসীদের প্রতি অধিকাংশ বাংলাদেশীদের মনোভাব বন্ধুত্বসুলভ। প্রতিবেশী হিসাবে আমরা একে অন্যকে ছাড়া চলতে পারব না। একটি নির্দিষ্ট দলের প্রতি ভারতীয় সরকারের অন্ধ আচরনের কারনে অধিকাংশ বাংলাদেশীরা ক্ষুদ্ধ। এখানে যে সকল হিন্দু বা অন্য ধর্মের মানুষদের বাড়িতে আক্রমন হয়েছে, সেটা মুলত রাজনৈতিক কারনে, যেমন অনেক মুসলিমদের বাড়িতেও হয়েছে। মৌলবাদ চাই না এর অর্থ যদি হয় ইসলাম চাই না - তাহলে সেটার সাথে আমাদের আপত্তি আছে। আমরা ধর্মীয় মৌলবাদ যা মানুষকে উগ্রপথে চালিত করে সেটা কেউই চাই না। সেটা সকল ধর্মের জন্যও প্রযোজ্য।

আপনাকে বাংলাদেশে আমন্ত্রন। ভারতের আরো বেশ কিছু ব্লগার বন্ধু আমাদের এই সাইটে ব্লগিং করেন, আমরা এতে ভীষন সম্মানিত বোধ করি।
ভালো থাকবেন, শুভেচ্ছা রইল।

১৮| ১৩ ই আগস্ট, ২০২৪ ভোর ৪:১৯

শ্রাবণধারা বলেছেন: আপনাকেও গণঅভ্যুত্থানের পরের 'নতুন' বাংলাদেশে স্বাগতম। আমি মনে করি, এই গণঅভ্যুত্থানে এই ব্লগেরও অনেকটা ভূমিকা আছে। আপনি অনেকগুলো গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে কথা বলেছেন। হাসিনা রেজিমে বাক স্বাধীনতা যে কঠিন হয়ে গিয়েছিল, তা পরিষ্কারভাবে তুলে ধরেছেন।

আমি বিশ্বাস করি, আপনি সবচেয়ে বেশি শিখবেন তাদের কাছ থেকে যারা আপনার বিরোধী মত পোষণ করে। তারা হয়তো আপনার অন্তরকে ছুরি দিয়ে কেটে ফেলবে, তারপরও আপনার যুক্তি, বুদ্ধি, সহনশীলতাকে এই বিরোধীরাই শক্ত করে। গণতন্ত্রের সবচেয়ে শক্তিশালী হাতিয়ার হলো এই সহনশীলতা এবং যুক্তি-বুদ্ধির বাদ-প্রতিবাদ।

আর সেই বাদ-প্রতিবাদ যদি আমরা ব্লগেই ধরে রাখতে না পারি, তাহলে সারা দেশে সেটা কীভাবে চালু করবো? আশা করি কাউকে ব্যান করার আগে, সে লোক যতই ইতর, বর্বর, ক্লাস থ্রি পাস আর গর্ধব হোক না কেন, এই বিষয়টি মনে রাখবেন।

১৯| ১৩ ই আগস্ট, ২০২৪ সকাল ৭:৩৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:




আমাদের দোহার নবাবগঞ্জে একটা কথা প্রচলিত আছে। সেটা হচ্ছে- যার যা কাম না জোলায় বেঁচে তেল!!

আন্দোলনটা ছিল কোটা সংস্কারের ।
কিন্তু তৃতীয় পক্ষের লোকজন ঢুকে পড়ায় দেশী-বিদেশি ষড়যন্ত্রের কারণে সেটা হয়ে দাঁড়ায় সরকার পতনের আন্দোলন।
৯০ এর গণঅভ্যুত্থানের সাথে এটাকে কোনোভাবে তুলনা করা যায় না ।
এটা একটা ষড়যন্ত্রের ফসল মাত্র।

২০| ১৩ ই আগস্ট, ২০২৪ সকাল ৮:১৩

নতুন নকিব বলেছেন:



নতুন বাংলাদেশে আপনাকে অভিনন্দন। পোস্টে +

২১| ১৩ ই আগস্ট, ২০২৪ সকাল ১০:১৭

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: কেউ কেউ ছাত্র আন্দোলনকে ষড়যন্ত্র হিসেবে দেখছে আবার কেউ কেউ ভোল পাল্টিয়েছে যা ইদানীং লক্ষ করা যাচ্ছে। যখনই দেখবেন ব্লগে গালাগাল করছে তখনই বুঝবেন ওটা চাপাতি লীগ।

২২| ১৩ ই আগস্ট, ২০২৪ দুপুর ১:০৯

কাঁউটাল বলেছেন: ছাত্র জনতার উপর ছোড়া প্রতিটি গুলির হিসাব চাই, আয়না ঘরের প্রতিটি নির্যাতনের হিসাব চাই, না দিলে আমাদের কর দেওয়া উচিৎ হবে না।

২৩| ২৫ শে আগস্ট, ২০২৪ বিকাল ৪:১৪

অস্বাধীন মানুষ বলেছেন: ভালো লাগলো জেনে ।

২৪| ৩১ শে অক্টোবর, ২০২৪ সকাল ৯:৩৭

ইমরান তপু সরদার বলেছেন: ইনকিলাব জিন্দাবাদ

২৫| ৩১ শে অক্টোবর, ২০২৪ সকাল ৯:৪০

ইমরান এক্স সরদার বলেছেন: নতুন বাংলাদেশে সবাইকে অভিনন্দন। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.