![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভাল লাগে জোছনা রাতে মেঘ হয়ে আকাশে ভাসতে।
কাল রাতে ইটিভি নিউজে দেখলাম সেই নাকে তেল দেয়া কোম্পানীর দাদাগিরির কাহিনী।কিভাবে রাতের অন্ধকারে গরীবের ভিটামাটি থেকে উচ্ছেদ করে জমিগুলো নিজের করে নিচ্ছে! আর সেই নাকে তেল দেয়ার বিজ্ঞাপনটি আবারো টিভিতে সক্রিয় হয়ে উঠেছে গত কয়েক সপ্তাহ যাবত।এই নাকে তেল দেয়ার বিজ্ঞাপনটি বেশ ক'বছর যাবত চলেছিল।তা যারা টাকা দিয়ে নাকে তেল দিয়ে ঘুমিয়ে আছেন তারা প্লট পাওয়ার জন্য কবে নাগাত জাগবে কেউ জানেন কি?
২৮ শে অক্টোবর, ২০০৯ দুপুর ১:৩৪
মোঃমোজাম হক বলেছেন: হাহ হা,ঠিকই ধরেছেন ভাই।
©somewhere in net ltd.
১|
২৮ শে অক্টোবর, ২০০৯ দুপুর ১:০৫
লেখাজোকা শামীম বলেছেন: এই সব ভুয়া কোম্পানী বিজ্ঞাপন প্রচার করে বাটপারি করে সবার নাকের ডগায়। অথচ নাকে তেল দিয়ে সবাই ঘুমায়।
গরীবের জমি দখল ও প্লট দেয়ার নামে মধ্যবিত্তের অনেক দিনের জমানো টাকা মেরে দিয়েও এরা গায়ে ফু দিয়ে বেড়ায়। আর যারা এদের ধরার দায়িত্বে আছেন, তারা নাকে তেল দিয়ে ঘুমায়।
বিজ্ঞাপনটা ঠিকই আছে। নে বাবা, এবার নাকে তেল দিয়ে ঘুমা।