![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নারায়ণগঞ্জের ছেলে।গ্রাফিক ডিজাইনার । স্বপ্নবাজ এক যোদ্ধা।অনেক কিছু করার স্বপ্ন দেখি কিন্তু অলসতার কারণে কিছুই করা হয় না।
সুমন আহমাদ স্বাধীন একজন প্রতিভাবান ছড়াকার। অল্প কিছুদিন ধরে তিনি লিখছেন। এরই মধে্য তার লেখা যুগান্তর, দিগন্ত সহ শীর্ষ স্থানীয় পত্রিকাগুলোতে ছাপা হচ্ছে।
আজকে লেখা তার একটি ছড়া এখানে তুলে ধরা হল।
সমালোচনা নয়, তাকে উৎসাহিত করুন।
ভূড়ি দিলাম
তোমায় আমি ভালবাসার
শেকর সহ কুঁড়ি দিলাম
ভালবাসার ফুলের কুঁড়ির
টব সাজাতে নূড়ি দিলাম।
তোমার কোমল দু'হাত ভরে
ছন্দ তোলা চুড়ি দিলাম।
তোমার ভালবাসার গানে
সুর মিলাতে তুড়ি দিলাম।
তোমার সাদা আকাশ জুড়ে
হাজার রঙ্গিন ঘুড়ি দিলাম
তোমার ভূবন ভরা মায়ার
শেষ না হওয়া ঝুড়ি দিলাম।
সবশেষে এক বিষ মাখানো
খুব ধারালো ছুড়ি দিলাম
ভালবাসা না দিলে তা
বিদ্ধ কর, ভূড়ি দিলাম।
১৮ ই জানুয়ারি, ২০০৯ রাত ৯:৫২
মোজাম্মেল প্রধান বলেছেন: ছড়াকারকে জানিয়ে দিলাম। থ্যাঙ্কস।
২| ১৮ ই জানুয়ারি, ২০০৯ রাত ৯:৪৯
রাজিব ফেরদৌস বলেছেন: ছড়া ভালো। তবে আপনার এ্যাপ্রোচের কারণে মাইনাস। সমালোচনা না করার কথা বললেন কেন? সমালোচনার মাধ্যমে কি কাউকে উৱসাহিত করা যায় না?
১৮ ই জানুয়ারি, ২০০৯ রাত ৯:৫৬
মোজাম্মেল প্রধান বলেছেন: উৎসাহিত করা যায কিন্তু দরকার কী ভাই ? মাইনাস দিয়ে লাভটা কি হল ??
৩| ১৮ ই জানুয়ারি, ২০০৯ রাত ৯:৫০
বিডি আইডল বলেছেন: মাইনাচ
১৮ ই জানুয়ারি, ২০০৯ রাত ১০:০০
মোজাম্মেল প্রধান বলেছেন: ভাই দয়া করে আরেকটা মাইনাস দ্যান।
তাইলে মাইনাসে মাইনাসে একটা কিছু হইয়া যাইবো। দ্যান ভাই দ্যান !
৪| ১৮ ই জানুয়ারি, ২০০৯ রাত ৯:৫৫
শাহ্রিন বলেছেন: ভাই নামটি কিন্তু আরও সুন্দর দিতে পারতে।ধন্যবাদ
৫| ১৮ ই জানুয়ারি, ২০০৯ রাত ১০:০১
মোজাম্মেল প্রধান বলেছেন: সুন্দর পরামর্শের জন্য ধন্যবাদ।
৬| ১৮ ই জানুয়ারি, ২০০৯ রাত ১০:০১
টুশকি বলেছেন: হাহাহাহহা দারুন মজার
৭| ১৮ ই জানুয়ারি, ২০০৯ রাত ১০:০৩
মোজাম্মেল প্রধান বলেছেন: থ্যাঙ্কস।
থ্যাঙ্কস।
থ্যাঙ্কস।
থ্যাঙ্কস।
থ্যাঙ্কস।
থ্যাঙ্কস।
৮| ১৯ শে জানুয়ারি, ২০০৯ রাত ৮:০১
ইশতিয়াক অাহমেদ বলেছেন: স্বাধীনকে তার লেখার জন্য
উৎসাহ সুড়সুড়ি দিলাম...
এলাকার ঐ হোটেল থেকে
সিঙ্গারা আর পুরি দিলাম...
পুনশ্চ: উৎসাহ শুধু স্বাধীনের জন্য আর সিঙ্গারা, পুরি স্বাধীন আর মোজাম্মেল ভাগ কইরা খাইয়েন...
৯| ১৯ শে জানুয়ারি, ২০০৯ রাত ৮:২২
মোজাম্মেল প্রধান বলেছেন: সিঙ্গারা আর পুরি নিয়ে
বাঁধলো ভীসণ হল্লা
স্বাধীন বলে সিঙ্গারা দেন
নয় ফালামু কল্লা।
অন্য হাতে খামচে ধরে
হোটেলের ডালপুরি
বলল, জনাব আমার সাথে
এমনই জুচ্চুরি ?
আমায় নিয়ে লেখাজোখা?
আমায় নিয়ে ফান ?
ফোর টোয়েন্টির মামলা হবে
মাফ যদি না চান।
এই বলে সে ভাগলো নিয়ে
সিঙ্গারা-ডালপুরি
বলল, এ নেন ইশতিয়াকের
মচমচে সুড়সূড়ি।
©somewhere in net ltd.
১|
১৮ ই জানুয়ারি, ২০০৯ রাত ৯:৪৯
সৈয়দ নাসির আহমেদ বলেছেন:
চমৎকার একটা ছড়া পড়লাম, খুব ভাল লাগলো,ধন্যবাদ ছড়াকারকে,