নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দৈনিক মজিদকন্ঠ

চেত্নায় জাইঙ্গা উঠ বাঙ্গালী পশ্চিমবঙ্গ আমাদের।

দৈনিক মজিদকন্ঠ

চেত্নায় জাইঙ্গা উঠ বাঙ্গালী পশ্চিম বঙ্গ আমাদের

দৈনিক মজিদকন্ঠ › বিস্তারিত পোস্টঃ

কথিত মায়ানমারের সৈন্যরা আমাদের সাথে যুদ্ধ করতে চায় অথচ আমরা ওদের দেখিয়ে দিতে পারি আমরা কি :D

০৮ ই জুন, ২০১৪ সকাল ১০:২২

কড়া জবাব

দেয়া হয়েছে বিজিবির পক্ষ

থেকে।

বিজিবির মহা পরিচালক বলেছে।

মিজানুর রহমানের পরিবারের

দায়িত্ত নেয়া হয়েছে।

এদিকে মায়ানমারের

নিউজপেপারগুলোয় খবর

আসছে ওরা নাকি অলরেডি যুদ্ধের

হুমকি দিচ্ছে।

সৈন্য সমাবেশও নাকি করছে।

করুক।

পাগলের সুখ মনে মনে...

বাদ দেন আমাদের সামরিক

শক্তি কতটা সেটার খবর

কি আমরা রাখি। আসেন দেখি।

বাংলাদেশ আর্মি তে এখন দু লক্ষ

বিশ হাজার একটিভ পারসোনেল

আছে।

রিজার্ভ আছে আরও পঞ্চাশ

হাজার। ওয়ার্ল্ড ডিফেন্স

অর্গানাইজশনের ranking এ

বাংলাদেশ আর্মির rank বার তম।

মডার্ন কমবেট ট্যাঙ্ক টি৫৪/৫৫ ,

টাইপ ৯/৬৯ ট্যাঙ্ক

নিয়ে আছে পুরো একটা আর্মাড

ব্রিগেড। আছে BTR-80 APC 106mm RCL

লাইটওয়েট ট্যাঙ্ক। 37mm, 57mm guns

এবং HN-5A/ B MANPADS বিমান

বিদ্ধংসী কামান

নিয়ে আছে একটা ফুল স্ট্রেংথ

এয়ার ডিফেন্স

আর্টিলারি ডিভিশন। আছে ১২

টা সুইসাইড স্কোয়াড ১৭

ইনফ্যান্ট্রি ব্রিগেড উইথ

হাইলি ট্রেইন্ড

আর্মি পার্সোনেল।বাংলাদেশ

নেভিতে আছে ২৮০০০ একটিভ

পার্সোনেল উইথ বিমান

বিদ্ধংসি twin 40mm gun, triple 324mm

ASTT with A244S LW টর্পেডো যুক্ত

সাতটি অত্যাধুনিক ব্রিগেড

দুটি ডেস্ট্রয়ার ছয়টি কর্ভেটস

আটান্নটা কোস্টেল ডিফেন্স

ক্র্যাফট বাংলাদেশ

এয়ারফোর্সে আছে পনের হাজার

একটিভ হাইলি ট্রেইণ্ড

পার্সোনেল।

কম্ব্যাট এয়ারক্র্যাফট

এবং ইন্টারসেপটর্স আছে ৫২

টা যারমধ্যে আছে রাশিয়ায়

তৈরি ছয়টি মিগ ২৯ এস

ট্যাকটিকাল ফাইটার ,

দুইটা মিগ ২৯

এসিইউবি ট্যাক্টিকাল ফাইটার,

উনিশটা F-7BG ফাইটার,

বারটা F-7MB ফাইটার,

ছয়টী FT-7B ফাইটার।

আছে ৪০ টা কমব্যাট হেলিকপ্টার

এছাড়া আছে পুলিশ rab

প্যারামিলিটারি ষাট হাজার

বিজিবি প্রেসিডেন্সিয়াল

গার্ড এস এস এফ।

রাশিয়ার সাথে যখন

অস্ত্রচুক্তি হয়েছিল তখন

তো টাকার অপচয় বলে অনেক

সুশিল ফাল পাড়ছিলেন।

এখন দেখেছেন কেন দরকার

অস্ত্রের।

এ সরকারের আমলে আর্মিতে যত

আপগ্রেডেশন

হয়েছে গত তিরিশ বছরেও এত হয়

নাই সামরিক শক্তির কথা বাদ

দেন।

ওয়ার্ল্ড ডিফেন্ড

জার্নালে বাংলাদেশের

সাথে কারো যুদ্ধ

লাগলে সবচেয়ে বড়

বাঁধা বলা হয়েছে

"দেয়ার বিগেস্ট স্ট্রেংথ ইজ

দেয়ার ওয়ান সিক্সটি মিলিয়ন

পিপল রেডি টু ডাই ফর দেয়ার

কান্ট্রি এনিটাইম।"

শালার মিয়ানমার,

চীনের সাহায্যে লাফাও।

এই চীন আর আমেরিকার

নাকে মুলা ঝুলাইয়া আমাদের

জন্ম।

আমাদের দেশে যতজন শহীদ

আছে তোমাদের ততজন

আর্মি নাই।

১২ বছরের মুক্তিযোদ্ধা লালু

মিয়াঁর দেশ এ বাংলাদেশ।

এ দেশের মায়েরা সাত

বীরশ্রেষ্ঠ রুমী বদি মঞ্জুদের জন্ম

দেয়।

দিস ইজ অনলি দা ট্রেলার।

সাইজে ছোট। পকেট সাইয

ডায়নামাইট।

ফাটলে উইড়া যাইবা মনা।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৮ ই জুন, ২০১৪ দুপুর ১২:৪৬

রাহাত লতিফ তৌসিফ বলেছেন: মিয়ানমারের সামরিক শক্তির কথা তো বললেন না?

২| ০৮ ই জুন, ২০১৪ দুপুর ১:২১

তুষার মানব বলেছেন: মিয়ানমার করবো যুদ্ধ ? তাও আবার বাংলাদেশের লগে ? হাসাইলেন ভাই :-0 । শোনেন বিজিবি যদি হার্ড লাইনে জায়গা মিয়ানমারের সেনাবাহিনী ভয়ে এলাকা ছাইড়া দিবো । সো, এইটা নিয়া এত চিল্লাচিল্লির কিছু নাই । কিপ ক্লেইম ।

৩| ০৮ ই জুন, ২০১৪ দুপুর ১:২৩

দিপ্২৪ বলেছেন: চমৎকার ভাই। আপনার লেখাটা পড়ে ভিতর থেকে কেমন যেন ভাল অনুভুতি কাজ করছে। ধন্যযোগ।

৪| ০৮ ই জুন, ২০১৪ দুপুর ১:২৭

এনাম কবির বলেছেন: বল বীর বল উন্নত মম শীর

৫| ০৮ ই জুন, ২০১৪ দুপুর ১:২৯

এনাম কবির বলেছেন: বল বীর
বল উন্নত মম শীর

৬| ০৯ ই জুন, ২০১৪ রাত ১২:২৫

সঞ্চয় বলেছেন: ১। বাংলাদেশের সম্ভবত এডি ডিভিশন নাই, ব্রিগেড আছে।

২। মাত্র ১৭ টা ইনফ্যান্ট্রি ব্রিগেড!!! ইনফ্যান্ট্রি ডিভিশনতো ৮ টা। সেই হিসেবে কম করে ২৪ টা ব্রিগেড থাকার কথা।

৭| ০৯ ই জুন, ২০১৪ রাত ১২:৪৪

ইসপাত কঠিন বলেছেন: ইন্ফ্যান্ট্রী ব্রিগেড ২২ টা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.