![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কি তা.......... আমি জানি.. সাথে সাথে অন্যকেও জানতে চেষ্ঠা করি.. চার দেয়ালের মাঝে জীবনটা শেষ করার জন্য নয়!! তাই আমি চাই পরিবারের গন্ডি পেরিয়ে অজানার কাছে যেতে।
''যীশু খিস্ট্রকে শূলে চড়ানো হয়েছিল একজন চোর সাব্যস্ত করে। অন্য এক চোর কে মুক্তি দিয়ে তাকে সেই দোষে দোষী করা হয়। পরিণতিতে এক অসাধারণ মানুষের অপমৃত্যু ঘটে। সেদিন অনেকেই জানতো যে তিনি নির্দোষ ছিলেন। শুধুমাত্র কিছু স্বার্থান্বেষী মানুষের স্বার্থ হাসিলের উদ্দেশ্যে তাকে মৃত্যুদণ্ড দেয়া হয়। মাঝখানে পার পেয়ে যায় সেই ছিচকে চোর !
ইতিহাসের পুনরাবৃত্তি ঘটে। আফসোস ! ইতিহাস থেকে মানুষ কখনই শিক্ষা গ্রহণ করে না। এভাবেই রচিত হয় আরেকটি অনাকাঙ্ক্ষিত ইতিহাস !''
এরপর ঐ ছাগী আজকে আবার স্ট্যাটাসে অংগীকার করেছে গত স্ট্যাটাসটায় তিনি জ্ঞানের উপরযুপুরি ব্যবহার করেছেন!
সবার অবগতির জন্য জানাচ্ছি এইটা আমারই আইডি এবং গত স্ট্যাটাসটি আমিই লিখেছি...
মুক্তবুদ্ধির চর্চায় নিজের মানসিকতাকে সংকীর্ন রাখতে চাইনি আর এ কারণেই স্যটাসটি দেয়া।
কারও মতের সাথে মিল রেখে কিছু লিখলেই যে আমি মুক্তিযুদ্ধের চেতনাধারী হয়ে যাবো অথবা কারও মতের অমিলে কিছু লিখলেই মুক্তিযুদ্ধের বিপক্ষে হয়ে যাবো এ চিন্তাধারা আমি মোটেই ধারণ করিনা ।
ছ্রিস্টান ধর্ম অনুসারে যীশু একজন দেবতা ছিলেন এবং তিনি একজন মানুষ ছিলেন, ইসলাম ধর্ম অনুযায়ী তিনি একজন প্রফেট ছিলেন এবং এক্ষেত্রেও তিনি একজন মানুষ ছিলেন। আর মানুষ হিসেবে মানুষেরই তুলনা হয়। এখানে কোন ভাবেই তাকে হিউমিলেইট করা হয় নি।
আর মুখোশের আড়ালে নিজেকে লুকাতে চাইলে আমি এই স্ট্যাটাস টা লিখতাম না। সকলের মতো আমারও মত প্রকাশের স্বাধীনতা আছে।
পক্ষে বিপক্ষে কত কথাই না হচ্ছে। কত কে কত নাম পেয়ে যাচ্ছে এই দফায়। চেতনাবাদ আর রাজাকারির দলাদলিতে একেক সময় যখন হাশফাঁস লাগে, তখন শুধু একদিক থেকেই শান্তির আশা করি। আল্লাহ্ সর্বদ্রষ্টা, সর্বজ্ঞানী। তিনিই ভালো জানেন আসল ঘটনা। আর হ্যা তিনি আমাদেরকে যে মেধাটুকু দিয়েছেন তার উপরযুপুরি ব্যবহারের মাধ্যমে সবাইকে সত্য জানার তৌফিক দিক। এবং সত্য একদিন উন্মোচিত হবেই সেটা যেদিনই হোক না কেন !!
সেই দিনের অপেক্ষায় থাকলাম।
এবার পেইজের এডমিনদের মত বলি,,,,, এই ছাগীর জন্য কয়টা লাইক??
২| ১৩ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৫৫
কাফের বলেছেন: পিশাচ দিতে পারে পৈশাচিক সুখ
এই ছাগীও সেটা চাইতো!
কাদেরের কাছে পাইতো
এখন কে দিবে আশা আর কে-ই বা দিবে ভরসা?
৩| ১৩ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৫৯
মোঃ আনারুল ইসলাম বলেছেন: ও মোর আল্লাহ মাইয়া করছে কি ? হে ত পুরাই ছাগী।
১৪ ই ডিসেম্বর, ২০১৩ ভোর ৫:০৮
ব্ল্যাক ডায়মন্ড বলেছেন: হেতি ছাগী সর্দারনী!
৪| ১৩ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৩৮
কলাবাগান১ বলেছেন: এই কাদের মোল্লা মিরপুরের কাদের মোল্লা না সেটা তো আসামী পক্ষ জানতোই... তবে তার ডিএনএ টেস্ট করে আত্নীয় স্বজনদের সাথে মিলালেই তো তারা বলত পারত যে এই কাদের মোল্লা মিরপুরের কাদের মোল্লা না। তারা আমেরিকা/জাতিসংঘ সবাইকে লবিং করে হাত করে কিন্তু সিম্পল ডিএনএ টেস্ট করায় নাই কেননা তারা যানে যে সাইন্স মিথ্যা বলবে না
৫| ১৩ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৫২
মনিরুল ইসলাম বাবু বলেছেন: হায় এ তো রাজছাগী !
৬| ১৩ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৫৭
ইসটুপিড বলেছেন: এইডা কি এই ব্লগের কেউ?
১৪ ই ডিসেম্বর, ২০১৩ ভোর ৫:০৬
ব্ল্যাক ডায়মন্ড বলেছেন: হয় ভাই এখানেই আছে, নাম দিয়ে খুজে দেখুন পেয়ে যাবেন!
৭| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:০১
তামিম ইবনে আমান বলেছেন:
লেঞ্জা ইজ ডিফিকাল্ট থিং টু হাইড
৮| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:০১
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
!!!!!
৯| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:১২
দখিনা বাতাস বলেছেন: এই ছাগীরে পাইক্কা জামাতের ওয়েবসাইট লিন্ক ধরাইয়া দেন। ওর ফাসিতে পাইক্কা জামাতিরা ক্যামনে কান্নাকাটি করতাছে ঐটা দেখলে বুজবো-- এইটা কোন কাদেইরা।
১০| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:২৫
তামিম ইবনে আমান বলেছেন: এইডার ব্লগে কতদিন কত কমেন্ট করলাম। এমন জানলে আমার আর কমেন্ট কইরা সময় নষ্ট করতে হইত না
১১| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৩২
হাসান মাহবুব বলেছেন: খেদায়া দিছি ফ্রেন্ডলিস্ট থিকা। এটার সাথে এতদিন ভালো ব্যবহার করসি, আফসোস!
১২| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৪১
লিন্কিন পার্ক বলেছেন:
ছাগীর হৃদয়নিংড়ানো হাহাকার ত মেশিনম্যান সাইদির ক্ষেত্রে হওয়ার কথা !!
১৩| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ ভোর ৪:৩২
আকিব আরিয়ান বলেছেন: জীবনে বেক্কল হইছি অনেক তবুও সালমার এই কাহিনী দেখে আবার বেক্কল হইলাম।
১৪| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ ভোর ৫:২৮
বেঈমান আমি. বলেছেন: চয়নের স্ট্যাটাস গুলো কি তুমি দেখনা?এইটারে ছাগি কইলে চয়ন দুর্বলধনরে কি কইবা?জাতির নানার স্টাটাস নিা কখনো পোস্ট দেওনা কেন?এদের পোস্টে তোমারে প্রতিবাদ করতে দেখি নাই।বাট আই ডিড।আমি জাতির নানারে দুর্বলধনরে মারা দিছি।তাও বাধনের জন্যে।তারে নাস্তিক বলে পোস্ট দিছিলো।খুব খেয়াল করে ক_ইলাম
তোমারে আমি চিনি।কালকে চয়ন তোমারে মেসেজ দিবে।কারন চয়নরে ইনবক্সে দিছি।
ধান্ধাবাজ আই ডোন্ট লাইক।
০৮ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৪২
ব্ল্যাক ডায়মন্ড বলেছেন: চয়ন একটু লাইকপাগল সুশিল টাইপো ঠিকআছে তবে এই ছাগীর মতো নরপশুদের জন্য হাহাকার করতে দেখি নি, দেখলে নিশ্চই তার জন্যও নূর্নতম সিম্প্যাথি থাকবে না! দেশেররাজনীতি নিয়ে ভিন্নমত থাকতে পারে এটা দোষের কিছু না তবে শুয়োরদের পক্ষে নিয়ে কোন কথা বলা শুয়োরদের সাথে সহাবস্থানে বিশ্বাসী নই!
১৫| ০৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:০৬
বেঈমান আমি. বলেছেন: আমি কারো পক্ষে কথা বলতে আসি নাই।
১৬| ০৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:১০
না প্রেমিক না বিপ্লবী বলেছেন: বস তার নামটা যদি বলতেন তাহলে ভাল হইতো। এইখানে বলতে অসুবিধা হলে ফেবুতে বলেন। আমি এইখানে নতুন তাই সাবধান হতে চাই॥
১৭| ১৭ ই নভেম্বর, ২০১৪ রাত ৩:৫৮
রাফা বলেছেন: উনি তো পরিক্ষায় উত্তির্ণ-নতুন কিছু নয়।
মোনাফেক এদেরকেই বলে।
©somewhere in net ltd.
১|
১৩ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৪০
বেঈমান আমি. বলেছেন: ইহাও আমারে দেখিতে হলো?