নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার হৃদেয় মাটিরও গন্ধ করিগো লালন,

এই দেশ আমার, আমি কি করেছি তার জন্য, তাই ভেবে চলি আগামীর পথে প্রতিনিয়তঃ

ব্ল্যাক ডায়মন্ড

আমি কি তা.......... আমি জানি.. সাথে সাথে অন্যকেও জানতে চেষ্ঠা করি.. চার দেয়ালের মাঝে জীবনটা শেষ করার জন্য নয়!! তাই আমি চাই পরিবারের গন্ডি পেরিয়ে অজানার কাছে যেতে।

ব্ল্যাক ডায়মন্ড › বিস্তারিত পোস্টঃ

Rupsah Ahmmadia High School রুপসা আহম্মদিয়া উচ্চ বিদ্যালয়

৩১ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:৫১

















বিদ্যালয়ের নাম: ''রুপসা আহম্মদিয়া উচ্চ বিদ্যালয় ''

প্রতিষ্ঠাকাল: ১০/০১/১৯১৩ ইং।

প্রতিষ্ঠাতার নাম: সৈয়দ আহম্মদ গাজী চৌধুরী।

সরকারী/বেসরকারী: এটি একটি বেসরকারি উচ্চ বিদ্যালয়।

প্রধান শিক্ষকের নাম: বশির আহম্মদ।

শিক্ষক/শিক্ষিকা: শিক্ষক-১২ এবং শিক্ষিকা ৪ মোট ১৬ জন।

পরিচালনা কমিটি: আছে।

পাঠাগার: আছে।

সায়েন্স ল্যাব: আছে।

কম্পিউটার ল্যাব: নেই।

ক্রিড়া শিক্ষক আছে: আছে।

স্কাউট কার্যক্রম: আছে।

ছাত্রাবাস: আছে।

গত ৫ বছরে পাশের হার: ৯৫% (প্রায়)

নিরাপত্তা পাচীর: আছে।

নিরাপত্তা পহরী: আছে।

ছাত্র সংসদ: নেই!



ইউনিয়ন: ১৫ নং রুপসা (উ:), ৩ নং ওয়ার্ড!

উপজেলা: ফরিদগঞ্জ।

জেলা: চাঁদপুর।



মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.