নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লাল রং এর চিন্তা ভাবনা

ছেলে ভাল ..

পলাশের লাল রঙ

ছেলে ভাল ....

পলাশের লাল রঙ › বিস্তারিত পোস্টঃ

আমার ছোটবেলার ভাবনাগুলো

৩১ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:৪৬

কতকিছু ভাবছি ছোটবেলায় তার মাঝ থেকে মনে থাকা কয়েকটা ।



১... মানুষ কেন বিছানার উপরে ঘুমায় ?নিচেও তো ঘুমানোর অনেক ফাকা জায়গা থাকে , সেখানেওতো ঘুমানো সম্ভব । ছোটতে অনেক সময় বিছানার নিচে শুয়ে নিরীক্ষা চালিয়েছি ।প্রতিবার বুঝেছি যথেষ্ঠ জায়গা আছে ।কিন্তু বিছানার নিচে কি সব রেখে রেখে জায়গার অপচয় করে সবাই ।



২... (এইটা হালকা ১৮+) বড় মেয়েরা কোমর থেকে নিচের দিকে যতটা ছড়ানো ভাবে কাপড় পড়ে অনায়াসে সেখান দুই একটা বাচ্চা ঢুকিয়ে রাথা যাবে ।



৩... বিয়ের পর সবাই মোটা হয় কেন ?আপু থেকে মোটা আন্টি টাইপ হয় কেন ?(এক বিবাহিত আপুকে দেখে আমদানী হইছিল এই চিন্তা )



৪... ছোটদের চাকরি হয় না কেন ? তারা তো সবই বোঝে !!!



৫... আমারতো মনে হয় আমি যথেষ্ঠ বড় হইছি ,এই পড়াশুনাটা বাদে সব বুঝি (বিয়ার পর কি হয় সেটা পর্যন্ত !!! :P ) । আমাকে এখন্ও সবাই ছোট বলে কেন ?



৬... সবাই বলে ছোটদের অধিকার আছে কিন্তু সেই অধিকারটা কি ?



৭... বড়ড়া কত সুখি ,কত তাদের স্বাধীনতা !কবে যে সবাই আমাকে বড় বলবে ।



৮... ওর এইটা আছে কত মজা করে খেলে আর আমার কিছু নাই খেলার ।



৯... এই জীবনের চেয়ে গরু-ছাগল ,হাঁস-মুরগীর জীবন ভাল ।ওদেরতো পড়াশুনা লাগে না ।



১০... আমার বিয়ে দিলেই পারে ।বইরে নিয়া একসাথে খেলতাম । :P ;)

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ৩১ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:৫৫

এন ইউ এমিল বলেছেন: ;) ;)

৩১ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৩১

পলাশের লাল রঙ বলেছেন: :)

২| ৩১ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:১২

তুষার বর্ষন বলেছেন: বিয়া করার খুব শখ না?? :P
একসাথে খেলবা??? :P :P
খেলার নাম জাতি জানতে চায় ;)

৩১ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৩০

পলাশের লাল রঙ বলেছেন: জাতিরে বললে জাতি ধরে ধোলাই দিবে । ;p

৩| ৩১ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:০৫

মো: আতিকুর রহমান বলেছেন: ;)

৩১ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৩২

পলাশের লাল রঙ বলেছেন: :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.